ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটের তরফ থেকে দুটি পদে নিয়োগ করার জন্যে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে পশ্চিমবঙ্গের সব চাকরির প্রার্থী আবেদন করতে পারবে। এটি একটি কেন্দ্রীয় সরকারের চাকরি। দপ্তরটি হিমাচল প্রদেশের অবস্থিত, তাই চাকরির পোষ্টিং হবে হিমাচল প্রদেশে।
দপ্তরের নাম | ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট |
মোট শূন্যপদ | ২টি |
পোষ্ট | ২টি |
বেতন | ২০,০০০ এবং ১২,০০ |

আবেদন শুরু – ০২.০৬.২০২১
আবেদন শেষ – ১৭.০৬.২০২১
বিষয় তালিকা
পদের নাম ও শিক্ষাগত যোগ্যতা
টেকনিকাল অ্যাসিস্ট্যান্ট
বেতন — ২০,০০০
শূন্য পদ — ১টি
শিক্ষাগত যোগ্যতা — এগ্রিকালচার, হর্টিকালচার, বোটানি, লাইফ সাইন্স, বিষয় নিয়ে যারা গ্রেজুয়েশন পাস করেছে তারা আবেদন করতে পারবে। যদি কোন প্রার্থীর রিসার্চের এক্সপেরিয়েন্স থাকে তাহলে সেই প্রার্থীকে প্রাধান্য দেয়া হবে।
ল্যাব কাম ফিল্ড এটেনডেন্ট
বেতন — ১২,০০০
শূন্য পদ — ১টি
শিক্ষাগত যোগ্যতা — এগ্রিকালচার, হর্টিকালচার, বোটানি, লাইফ সাইন্স, বিষয় নিয়ে যারা উচ্চ মাধ্যমিক পাস করেছে তারা আবেদন করতে পারবে।
বয়সসীমা
দুটি পদের জন্য 18 থেকে 35 বছরের মধ্যে বয়স হতে হবে। SC/ST প্রার্থীরা পাঁচ বছর বয়সে ছাড় পাবে, এবং OBC প্রার্থীরা তিন বছর বয়সে ছাড় পাবে।
আবেদন পদ্ধতি
[email protected] এই ই-মেইলের মাধ্যমে আবেদন ফর্ম ফিলাপ করে 17 ই জুন 2021 এর মধ্যে পাঠাতে হবে । আবেদন ফর্মের লিংকটি নিচে দেওয়া আছে।
ফর্মটি প্রথমেই প্রিন্ট আউট করে ফিলাপ করতে হবে, তারপরে সেই ফিলাপ করা ফর্মটি এবং তার সাথে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, বয়সের প্রমাণ সার্টিফিকেট, এবং কাস্ট সার্টিফিকেট স্ক্যান করে একটি PDF বানাতে হবে। সেই PDF ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে।
নিয়োগ পদ্ধতি
অনলাইন ইন্টারভিউর মাধ্যমে সরাসরি নিয়োগ করা হবে। এইজন্য পার্থীর ই-মেইল একাউন্ট এবং ফোন নম্বরটি সঠিক দেওয়ার অত্যন্ত আবশ্যিক।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিসিয়াল নোটিশ | ক্লিক করুন |
আবেদন ফর্ম | ক্লিক করুন |
Good news