SSC CHSL -এর পুরো অর্থ হল ‘স্টাফ সিলেকশন কমিশন কমবাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল’। এটি ভারতবর্ষের কেন্দ্র সরকারের স্টাফ সিলেকশন কমিশনের অধীনে পরিচালিত হওয়া একটি পরীক্ষা, যার মাধ্যমে কেন্দ্র সরকারের অধীনে বিভিন্ন পদ্গুলিতে প্রার্থী নিয়োগ করা হয়। পদ্গুলি হল লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC), জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (JSA), পোস্টাল অ্যাসিস্ট্যান্ট (PA), সর্টিং অ্যাসিস্ট্যান্ট (SA), এবং ডেটা এন্ট্রি অপারেটর (DEO) ইত্যাদি। কেন্দ্র সরকারের অন্যান্ন গুরুত্বপূর্ণ সরকারি পরীক্ষার মত এই পরীক্ষাটিও প্রতি বছর সংগঠিত হয়ে থাকে। ২০২৩ সালে এই পরীক্ষার প্রথম ধাপ (Tier-1) সংগঠিত হয়েছিল 02রা আগস্ট- 22শে আগস্ট ও দ্বিতীয় ধাপ (Tier-2) সংগঠিত হয়েছিল 02রা নভেম্বর। পরীক্ষার প্রায় ২-৩ মাস আগে SSC (Staff Selection Commission)-র অফিসিয়াল ওয়েবসাইটে এই পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, যেখানে এই পরীক্ষা সংক্রান্ত সমস্ত তারিখ, পরীক্ষা পদ্ধতি, ফর্ম ফিলাপের নিয়ম, বেতন ইত্যাদি গুরুত্বপূর্ন তথ্যগুলি দেওয়া থাকে। আমরা এই প্রতিবেদনে SSC CHSL পরীক্ষাটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।

SSC CHSL

SSC CHSL পরীক্ষা কি?

কেন্দ্র সরকারের অধীনে হওয়া এই SSC CHSL পরীক্ষাটিকে প্রতি বছর স্টাফ সিলেকশন কমিশন (SSC) পরিচালনা করে। এই পরীক্ষার নূন্যতম যোগ্যতা হল হায়ার সেকেন্ডারি বা উচ্চমাধ্যমিক। অর্থাৎ, হায়ার সেকেন্ডারি (12th) বা উচ্চমাধ্যমিক পাশ করার পর যে কোনো পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহন করতে পারে। নূন্যতম যোগ্যতা উচ্চমাধ্যমিক (12th) পাশ হওয়ার কারণে প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে তুলনয়ামূলক ভাবে অনেক বেশি পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহন করেন, যার সংখ্যা প্রায় লক্ষাধিক হয়। অর্থাৎ, এই পরীক্ষাটি যথেষ্ট প্রতিযোগিতামূলক হয়ে থাকে।পরীক্ষার্থীদের SSC-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই পরীক্ষার ফর্ম ফিলাপ করতে হয়।

পরীক্ষার নামপরীক্ষার নাম
SSC CHSL (Staff Selection Commission Combined Higher Secondary Level Examination)
পরিচালক সংস্থাStaff Selection Commission (SSC)
পরীক্ষার ভাষাহিন্দি ও ইংরেজি
শিক্ষাগত যোগ্যতাউচ্চমাধ্যমিক পাশ
বয়সসীমা১৮ বছর থেকে ২৭ বছর
শূন্যপদপ্রায় ৮০০০টি
আবেদন মূল্য১০০/- (ST/SC/PWDB এবং মহিলা পরীক্ষার্থীদের ক্ষেত্রে কোন রকম আবেদন মূল্য দিতে হবে না)
অফিসিয়াল ওয়েবসাইটwww.ssc.nic.in

SSC CHSL -এর বিভিন্ন পদ

SSC-র Combined Higher Secondary Level(CHSL) পরীক্ষার মাধ্যমে কেন্দ্র সরকারের অধীনস্ত বিভিন্ন দপ্তরের লোয়ার ডিভিশন ক্লার্ক, অ্যাসিস্টেন্ট ইত্যাদি পদে চাকরি পাওয়া যায়। ২০২৪ সালে CHSL-এর জন্য প্রায় ৫০০০টি শূন্যপদ নির্ধারিত করা হয়েছে। যে সমস্ত পদ্গুলিতে নিয়োগের জন্য এই পরীক্ষাটি সংগঠিত হয় সেই পদ্গুলি হল-

  • ১) কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া (Comptroller and Auditor General of India [C&AG])
  • ২) জুনিয়ার সেক্রেটারিয়েট অ্যাসিস্টেন্ট (Junior Secretariat Assistant [JSA])
  • ৩) পোষ্টাল অ্যাসিস্টেন্ট (Postal Assistant [PA])
  • ৪) লোয়ার ডিভিশক্লার্ক (Lower Division Clerk [LDC])
  • ৫) শর্টিং অ্যাসিস্টেন্ট (Sorting Assistant [SA])
  • ৬) ডেটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator [DEO])

SSC CHSL পরীক্ষার যোগ্যতা

SSC CHSL পরীক্ষার নূন্যতম যোগ্যতা হল উচ্চমাধ্যমিক বা Higher Secondary.অর্থাৎ, শুধুমাত্র উচ্চমাধ্যমিক পরীক্ষা পাশ করলেই যেকোনো ব্যক্তি এই পরীক্ষায় অংশ গ্রহন করতে পারবে। কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহন করার ক্ষেত্রে Staff Selection Commission শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি বয়সসীমা ও  জাতীয়তার ক্ষেত্রেও কিছু নির্দিষ্ট নিয়মাবলি বা criteria বিজ্ঞপ্তিতে প্রকাশ করেছে। SSC CHSL পরীক্ষার নির্দিষ্ট Criteria বা নিয়মগুলি নিম্নে বিস্তারিতভাবে আলোচনা করা হল –

SSC CHSL পরীক্ষার শিক্ষাগত যোগ্যতা (SSC CHSL Educational Qualifications)

SSC CHSL পরীক্ষার শিক্ষাগত যোগ্যতা হল উচ্চ-মাধ্যমিক(Higher Secondary) পাশ। অর্থাৎ, দেশের একটি স্বীকৃত বোর্ড থেকে উচ্চ-মাধ্যমিক(Higher Secondary) পরীক্ষায় কৃতকার্য হলেই যে কোনো ব্যক্তি  এই পরীক্ষায় আবেদন করতে পারবেন। কিন্তু আবেদন পত্র জমা দেওয়ার শেষ দিনের মধ্যে তাকে  উচ্চ-মাধ্যমিক(Higher Secondary) পাশ করতে হবে। উদাহরণ হিসাবে বলা যায় যে, ২০২৩ সালের CHSL পরীক্ষার আবেদনের শেষ তারিখ দেওয়া হয়েছে ৪ঠা জুন, যদি কোনো প্রার্থী এই তারিখের মধ্যে উচ্চমাধ্যমিক পাশ না করতে পারেন, তাহলে তিনি আবেদন করতে পারবেন না।

ডাটা এন্ট্রি অপারেটরের গ্রেড-A এর কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া (Comptroller and Auditor General of India [C&AG])- এই পদটির জন্য আবেদনকারী প্রার্থীদের অবশ্যই গনিত সহ বিজ্ঞান(Science) বিভাগে একটি স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে।

পদশিক্ষাগত যোগ্যতা
কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া (Comptroller and Auditor General of India [C&AG])দেশের একটি স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে গনিত সহ বিজ্ঞান(Science)বিভাগে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে।
জুনিয়ার সেক্রেটারিয়েট অ্যাসিস্টেন্ট (JSA),
পোষ্টাল অ্যাসিস্টেন্ট (PA),
লোয়ার ডিভিশক্লার্ক (LDC),
শর্টিং অ্যাসিস্টেন্ট (SA),
ডেটা এন্ট্রি অপারেটর (DEO)
দেশের একটি স্বীকৃত বোর্ড বিশ্ববিদ্যালয় থেকে  থেকে উচ্চ-মাধ্যমিক(Higher Secondary) পরীক্ষায় কৃতকার্য

SSC CHSL পরীক্ষার বয়সসীমা (SSC CHSL Age Limit)

বয়সসীমার ক্ষেত্রেও স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে নির্দিষ্ট কিছু যোগ্যতা বা Criteria-r উল্লেখ করা আছে। SSC-র নির্দেশ অনুযায়ী CHSL প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ২৭ বছরের (18 to 27 years) মধ্যে হতে হবে। অন্যান্ন সরকারি চাকরির পরীক্ষার মত এই পরীক্ষাটিতেও সরকারী নিয়মানুসারে সংরক্ষিত বিভাগের (ST/SC/OBC etc.) প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়। যেমন-

ST/SC৫ বছর
OBC৩ বছর
PwD (Unreserved)১০ বছর
PwD (OBC)১৩ বছর
PwD (ST/SC)১৫ বছর
Ex-Servicemen (ESM)৩ বছর
সামরিক বিভাগে কর্মরত কোন ব্যক্তি যিনি কাজের সময় প্রতিবন্ধকতার শিকার হয়েছেন৩ বছর
সামরিক বিভাগে কর্মরত কোন ব্যক্তি যিনি কাজের সময় প্রতিবন্ধকতার শিকার হয়েছেন (ST/SC)৮ বছর
বিধবা / তালাকপ্রাপ্ত/ মহিলারা বিচারিকভাবে বিচ্ছিন্ন এবং যারা পুনরায় বিয়ে করেননি (SC/ST)৪০ বছর বয়স পর্যন্ত
বিধবা / তালাকপ্রাপ্ত/ মহিলারা বিচারিকভাবে বিচ্ছিন্ন এবং যারা পুনরায় বিয়ে করেননি৩৫ বছর বয়স পর্যন্ত
কেন্দ্রীয় সরকারের বে-সামরিক কর্মচারী৪০ বছর বয়স পর্যন্ত

SSC CHSL পরীক্ষার জাতীয়তা সম্পর্কিত যোগ্যতা (SSC CHSL Nationality Criteria)

SSC-এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত CHSL পরীক্ষার বিজ্ঞপ্তিতে শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমা ছাড়াও পরীক্ষার্থীদের জাতীয়তার ক্ষেত্রেও নির্দিষ্ট  নিয়মাবলী বা যোগ্যতার কথা উল্লেখ করা হয়েছে, যা নিম্নে বিস্তারিতভাবে আলোচনা করা হল-

  • ১) পরীক্ষায় অংশগ্রহনকারী প্রার্থীকে অবশ্যই ভারতের একজন নাগরিক হতে হবে। 
  • ২) ভারতীয় বা নেপাল, ভুটানীয় বংশোদ্ভূত কোনো প্রার্থী যদি পাকিস্তান, বার্মা, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, পূর্ব আফ্রিকার দেশ কেনিয়া, উগান্ডা, তানজানিয়ার ইউনাইটেড রিপাবলিক, জাম্বিয়া, মালাউই, জায়ার, ইথিওপিয়ার অভিবাসী হয়েছেন কিন্তু বর্তমানে ভারতে স্থায়ীভাবে আছেন বা বসবাস করছেন, তাহলেও তিনি এই পরীক্ষায় অংশ নিতে পারবেন।

উপরিউক্ত জাতীয়তা বিশিষ্ট প্রার্থীদের জন্য ভারত সরকার কর্তৃক যোগ্যতার একটি শংসাপত্র জারি করা হয়েছে। তবে ভারত সরকার কর্তৃক প্রয়োজনীয় যোগ্যতার শংসাপত্র জারি করার পরেই এই সমস্ত পরীক্ষার্থীদের নিয়োগের প্রস্তাব দেওয়া হবে।

SSC CHSL পরীক্ষার Application Process (আবেদন পদ্ধতি)

কেন্দ্র সরকারের Staff Selection Commission-এর অফিসিয়াল ওয়েবসাইটটি হল www.ssc.nic.in. এই ওয়েবসাইটে Staff Selection Commission-এর সমস্ত পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং সমস্ত পরীক্ষার ফর্ম ফিলাপও করা যায়।

কেন্দ্র সরকারের যেকোনো চাকরির পরীক্ষা দেওয়ার জন্য SSC-র ওয়েবসাইটে Registration করতে হয়। এটিকে ‘One Time Registration’ বলে।নতুন প্রার্থীদের জন্য এটি প্রযোজ্য। নিম্নে এই One Time Registration’-এর পদ্ধতিটি বিস্তারে দেওয়া হল-

  • 1. প্রথমে Staff Selection Commission (SSC)- এর ওয়েবসাইটে গিয়ে “Register Now”-তে ক্লিক করতে হবে এবং তারপর SSC CHSL 2023 Online Application-এ ক্লিক করতে হবে।
  • 2. Registration করার জন্য প্রথমে প্রাথমিক বিবরন যেমন প্রার্থীর বাবা ও মায়ের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং EMail Account নথিভুক্ত করতে হবে এবং Submit Button-এ ক্লিক করতে হবে।
  • 3. নথিভুক্ত করার পর প্রার্থী প্রদত্ত e-mail এবং ফোন নাম্বারে OTP আসবে। OTP টি নথিভুক্ত করার পরেই প্রার্থীকে Enrollment Number ও Password দেওয়া হবে।

এই Enrollment Number ও Password দিয়ে SSC-র ওয়েবসাইটে আবার login করে SSC CHSL পরীক্ষার ফর্ম ফিলাপ করা যাবে। SSC CHSL পরীক্ষার Application Processটি নিচে আলোচনা করা হল –

How To Apply For SSC CHSL

One time registration-এর সময় প্রথমে যে Enrollment Number ও password দেওয়া হইয়েছিল, তার মাধ্যমে প্রার্থীকে login করতে হবে।

  • 1. Login করার পর Dashboard-এর Application অপশনে ক্লিক করলে Application ফর্মটি খুলবে।
  • 2.এরপর ফর্মটিকে নির্দেশ অনুযায়ী ফিলাপ করতে হবে।
  • 3. এরপর প্রার্থীর recent ছবি এবং Signature upload করতে হবে। ছবিটি JPEG file এবং 20 KB to 50 KB-এর মধ্যে হতে হবে এবং ছবি এবং Signature 1 KB to 12 KB সাইজের হতে হবে। upload করার পর পেজের নীচে preview অপশানে ক্লিক করতে হবে। যদি কোনো ভুল হয়ে থাকে ফর্ম ফিলাপে তাহলে এই পেজেই ঠিক করে নিতে হবে Edit অপশানে গিয়ে।
  • 4. এরপর প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার সম্পর্কে যা যা চাওয়া হবে সেই তথ্যগুলি এবং প্রার্থী কোন গ্রুপে আবেদন করতে চায় সেটি নথিভূক্ত করতে হবে।
  • 5. শেষ ধাপে অনলাইনে ১০০/- আবেদন মূল্য জমা দিতে হবে। অনলাইনে আবেদন মূল্য জমা করার জন্য প্রার্থীদের নেট ব্যঙ্কিং, ডেবিট/ক্রেডিট কার্ড, ইউ পি আই ছাড়াও আরও নানা অপশান দেওয়া হবে।
  • 6. এরপর Submit অপশানে ক্লিক করলে ফর্ম ফিলাপ সম্পূর্ন হবে। প্রার্থীদের নিজের আবেদন পত্রের Print-Out বের করে রাখতে হবে।

SSC CHSL Admit Card

CHSL পরীক্ষার অ্যাডমিট কার্ড SSC (Staff Selection Commission) তার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করবে। অ্যাডমিট কার্ডটি প্রকাশ হওয়ার পরে প্রার্থীরা তা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। SSC-র পক্ষ থেকে সঠিক ভাবে রেজিস্ট্রেশন করা প্রত্যেক পরীক্ষার্থীর জন্য একটি ই-অ্যাডমিট কার্ড/হল টিকিট/কল লেটারের ব্যবস্থা করা হবে যা SSC-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। পরীক্ষার প্রায় ১৫দিন আগে এই Admit Card পরীক্ষার্থী ডাউনলোড করতে পারবে। Admit Card ডাউনলোডের পদ্ধতি আলোচনা করা হল –

  • 1. SSC-র ওয়েবসাইটে গিয়ে Admit Card অপশানে ক্লিক করতে হবে।
  • 2. এরপর নিজের রাজ্য অনুযায়ী Region-এ ক্লিক করতে হবে এবং পরের পেজে আবার Admit Card অপশানে ক্লিক করেতে হবে।
  • 3. এবার কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত সমস্ত পরীক্ষা গুলির নাম দেখাবে। এখানে Others অপশানে ক্লিক করতে হবে এবং ক্লিক করার সাথে সাথে নিচে SSC CHSL-এর লিঙ্কটি দেখাবে,সেখানে ক্লিক করতে হবে।
  • 4. এরপর Registration  Number, প্রার্থীর নাম ও জন্ম তারিখ দিয়ে next Button-এ ক্লিক করতে হবে এবং পরের পেজে Ok Button-এ ক্লিক করলেই Admit Card টি দেখা যাবে।
  • 5. এবার ওই Admit Card-এর Roll Number-এর অপর ক্লিক করেই Admit Card টি ডাউনলোড হয়ে যাবে।

প্রার্থীদের Admit Card টির Print Out বার করে রাখতে হবে।

SSC CHSL -এর Syllabus

আমরা আগেই জেনেছি যে, এই পরীক্ষা মোট ২টি ধাপে হয়ে থাকে- Tier-1 এবং Tier-2। এই Tier-1 ও Tier-2 এর জন্য আলাদা আলাদা সিলেবাস SSC-এর পক্ষ থেকে ঠিক করা হয়েছে।

Tier-1 Syllabus

Tier-1 এ মোট ৪টি বিষয় থাকে –

  • ১) English Language (Basic Knowledge) 
  • ২) General Intelligence 
  • ৩) Quantitative Aptitude (Basic Arithmetic Skill)
  • ৪) General Awareness
বিষয়প্রশ্নের সংখ্যানম্বর
English Language (Basic Knowledge)২৫৫০
General Intelligence২৫৫০
Quantitative Aptitude (Basic Arithmetic Skill)২৫৫০
General Awareness২৫৫০
মোট১০০২০০

Tier-2 Syllabus-

Tier-2 পরীক্ষাটিকে 2টি Session-এ নেওয়া হয়।এই 2টি Session-কে ৩টি Section-এ ভাগ করা হয়েছে এবং প্রতি Section-এ ২টি করে Module থাকে।

১) Section-1:

  • i) Module-I: Mathematical Abilities
  • ii) Module-II: Reasoning and General Intelligence.

২) Section-2:

  • i) Module-I: English Language and Comprehension
  • ii) Module-II: General Awareness

৩) Section-3

  • i) Module-I: Computer Knowledge Test
  • ii) Module-II: Skill Test/ Typing Test

Session 1 ও 2 একই দিনে সংগঠিত হয়। Session-1 এ  Section-1,Section-2 এবং Section-3-এর Module-1 থেকে প্রশ্ন আসে। Session-2 এ  Section-3-এর Module-2 থেকে প্রশ্ন আসে।  Session-1 এর সব প্রশ্ন MCQ ধরনের হয় এবং Session-2 এর প্রশ্ন Descriptive হয়। Session-1 এর  Section-1 ও 2 তে ৬০টি প্রশ্ন থাকে এবং প্রতি প্রশ্নের মান হয় ৩ নম্বর। Section-3 তে ১৫টি প্রশ্ন থাকে এবং প্রতি প্রশ্নের মান হয় ৩ নম্বর।

SessionSectionModulesSubjectNo. of QuestionsMarksTime
Session-1Section 1Module-1Mathematical Abilities3060*3 = 1801 hour
Module-2Reasoning and General Intelligence30
Section 2Module-1English Language and Comprehension4060*3 = 1801 hour
Module-2General Awareness20
Section 3Module-1Computer Knowledge Module1515*3 = 4515 minutes
Session-2Section 3Module-2Skill Test/Typing Test Part A: Skill Test for DEOs Part B: Typing Test for LDC/ JSA

SSC CHSL পরীক্ষার Selection Process

SSC CHSL পরীক্ষাটিকে Tier-1 ও Tier-2 এই ২টি ভাগে ভাগ করা হয়েছে। Tier-1 পরীক্ষায় উত্তীর্ন হতে পারলেই  Tier-2 পরীক্ষায় অংশগ্রহন করা যায়। Tier-1 পরীক্ষাটিতে মোট ৪টি বিষয় থাকে এবং প্রতিটি বিষয় থেকে ২৫টি, অর্থাৎ, মোট ১০০টি প্রশ্ন আসে এবং প্রতিটি প্রশ্ন ২ নম্বরের হয়। ২০০ নম্বরের (১০০x2) প্রশ্নের উত্তর করার জন্য পরীক্ষার্থীকে ৬০মিনিট বা ১ঘন্টা সময় দেওয়া হয়। প্রতি বছর মোট পরীক্ষার্থীর সংখ্যার উপর ভিত্তি করে Cut Off বার করা হয় SSC-র পক্ষ থেকে। Tier-2 ২টি Session-এ নেওয়া হয়ে থাকে। Tier-1 ও Tier-2 দুটি ধাপেই Negative Marking থাকে। 1st Session এর জন্য ২ঘন্টা ১৫ মিনিট এবং 2nd Session এর জন্য ২৫ মিনিট সময় দেওয়া হয় পরীক্ষার্থীকে। শূন্যপদের উপর ভিত্তি করে Cut Off বার করা হয় এবং Tier-2তে যারা উত্তীর্ণ হন সেইসব পরীক্ষার্থীকে CHSL-এর বিভিন্ন পদে Merit List-এর ভিত্তিতে নিয়োগ করা হয়।

SSC CHSL-এর বেতন কাঠামো

SSC-র পক্ষ থেকে CHSL পরীক্ষার জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তাতে বিভিন্ন পদ্গুলির জন্য নির্দিষ্ট বেতন কাঠামোর ব্যাপারে উল্লেখ করা হয়েছে। নিম্নে SSC CHSL-এর বিভিন্ন পদের বেতন কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা করা হল-

  • ১) লোয়ার ডিভিশক্লার্ক(Lower Division Clerk)/জুনিয়ার সেক্রেটারিয়েট অ্যাসিস্টেন্ট(Junior Secretariat Assistant) পদের গড় বেতন ১৯,৯০০ থেকে ৬৩,২০০ টাকা পর্যন্ত হয়ে থাকে [Pay Level 2].
  • ২) ডেটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator) পদের গড় বেতন ২৫,৫০০ থেকে ৯২,৩০০ টাকা পর্যন্ত হয়ে থাকে [Pay Level 4 and 5].৩) পোষ্টাল অ্যাসিস্টেন্ট (Postal Assistant), শর্টিং অ্যাসিস্টেন্ট (Sorting Assistant) এবং ডেটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator)-এর Grade-A পদের গড় বেতন ২৫,৫০০ থেকে ৮১,১০০ টাকা পর্যন্ত হয়ে থাকে [Pay Level 4].

অর্থাৎ, SSC CHSL পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর একজন প্রার্থীর সর্বনিম্ন বেতন হবে গড়ে ১৯,৯০০ টাকা ও সর্বোচ্চ বেতন হবে গড়ে ৯২,৩০০ টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here