পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন(WBPSC) প্রতিবছর WBCS পরীক্ষার প্রশ্ন নির্ধারিত করে থাকে। এই প্রশ্নপত্র প্রতিবছর আলাদা আলাদা করা হয়। শুধু তাই নয়, সঠিক ভাবে পরীক্ষা পরিচালনার জন্যে প্রতিবছরের প্রশ্নপত্রটির ৪টি (set-A, B, C, D) সেট নির্ধারণ করা হয়। প্রত্যেক সেটের প্রশ্ন একই থাকলেও তাদের ক্রমিক সংখ্যা অদলবদল করা হয়। পরীক্ষার্থীদের এই ৪টি সেটের মধ্যে একটি সেট দেওয়া হয়। কোন পরীক্ষার্থী কোন সেটের প্রশ্নপত্র দেওয়া হবে সেটি ঠিক করেন পরীক্ষক। Wbcs-এর প্রিলিমিনারী পরীক্ষায় ৮টি বিষয় থেকে মোট ২০০টি প্রশ্ন থাকে এবং প্রতি প্রশ্নের মান ১ নম্বর হয়। মেইন পরীক্ষায় মোট ৬টি কম্পালসারী পেপার এবং দুটি অপশনাল পেপার থাকে। চটি কম্পালসারী পেপারের মধ্যে প্রথম দুটি অর্থাৎ Paper-1 ও Paper-2 ছাড়া বাকি চারটির প্রত্যেকটিতে ২০০টি প্রশ্ন থাকে এবং দুটি অপশনাল পেপারে Descriptive টাইপের হয়।
wbcs পরীক্ষার প্রশ্ন
পাবলিক সার্ভিস কমিশন এই পরীক্ষার প্রশ্নপত্র নির্ধারণ করে WBCS Syllabus অনুযায়ী। WBCS প্রিলিমিনারি পরীক্ষার ৮টি বিষয় থেকে প্রশ্ন আসে। এই বিষয় নিয়ে আমরা আগেই আলোচনা করেছি।
আজ আমরা WBCS পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন WBCS-এর নোটিশে উল্লেখ করে প্রত্যেকটি বিষয় থেকে ২৫ নম্বর করে প্রশ্ন আসবে, কিন্তু প্রশ্নপত্র ঠিক করার সময় সেটি প্রতিবার সম্ভব হয়না। কোনো বছরে একটি বিষয় থেকে ২৫-এর বেশি প্রশ্ন আছে কোনোবারে ২৫-এর কম। যেমন ভারতীয় স্বাধীনতা সংগ্রাম থেকে ২০২০ সালে ৩৩টি প্রশ্ন এসেছিল এবং ২০১৯-এ এসেছিল ৩৯টি। সেরোখমি অন্নান্য বিষয়েও এই লক্ষণ দেখা গেছে। শুধুমাত্র ইংলিশ বিষয় থেকে প্রতি বছর ২৫ নম্বর করে প্রশ্ন আসে।
বিষয় তালিকা
কোন বছরে কোন বিষয় থেকে কটি প্রশ্ন এসেছে
WBCS ২০২০
ভারতীয় স্বাধীনতা সংগ্রাম
৩৩টি
ইতিহাস
১৬টি
ভূগোল
৩০টি
রাষ্ট্র বিজ্ঞান
১২টি
অর্থনীতি
১৪টি
ইংলিশ
২৫টি
বিজ্ঞান
২০টি
কারেন্ট অ্যাফেয়ার্স
২১টি
অঙ্ক ও রিসনিং
২৯টি
WBCS ২০১৯
ভারতীয় স্বাধীনতা সংগ্রাম
৩৯টি
ইতিহাস
১২টি
ভূগোল
২৫টি
রাষ্ট্র বিজ্ঞান
২১টি
অর্থনীতি
০৪টি
ইংলিশ
২৫টি
বিজ্ঞান
২০টি
কারেন্ট অ্যাফেয়ার্স
২৪টি
অঙ্ক ও রিসনিং
৩০টি
WBCS ২০১৮
ভারতীয় স্বাধীনতা সংগ্রাম
৩১টি
ইতিহাস
২১টি
ভূগোল
২৩টি
রাষ্ট্র বিজ্ঞান
৭টি
অর্থনীতি
১০টি
ইংলিশ
২৫টি
বিজ্ঞান
২৩টি
কারেন্ট অ্যাফেয়ার্স
৩৩টি
অঙ্ক ও রিসনিং
২৭টি
WBCS ২০১৭
ভারতীয় স্বাধীনতা সংগ্রাম
৩০টি
ইতিহাস
২১টি
ভূগোল
২৮টি
রাষ্ট্র বিজ্ঞান
৮টি
অর্থনীতি
১৮টি
ইংলিশ
২৫টি
বিজ্ঞান
২৫টি
কারেন্ট অ্যাফেয়ার্স
২৪টি
অঙ্ক ও রিসনিং
২৫টি
WBCS ২০১৬
ভারতীয় স্বাধীনতা সংগ্রাম
২৭টি
ইতিহাস
২২টি
ভূগোল
২৯টি
রাষ্ট্র বিজ্ঞান
১৫টি
অর্থনীতি
৭টি
ইংলিশ
২৫টি
বিজ্ঞান
২৩টি
কারেন্ট অ্যাফেয়ার্স
২৭টি
অঙ্ক ও রিসনিং
২৫টি
WBCS ২০১৫
ভারতীয় স্বাধীনতা সংগ্রাম
৩৬টি
ইতিহাস
১৩টি
ভূগোল
২৮টি
রাষ্ট্র বিজ্ঞান
১০টি
অর্থনীতি
১৯টি
ইংলিশ
২৫টি
বিজ্ঞান
১৯টি
কারেন্ট অ্যাফেয়ার্স
২৫টি
অঙ্ক ও রিসনিং
২৯টি
এই বিষয়ে Assistant Commercial Tax Officer সুকল্যাণ কর্মকার একটি ভিডিও বানিয়েছেন সেটি দেখতে পারেন
পরীক্ষাটির প্রস্তুতি নেওয়ার জন্যে আগের বছরের প্রশ্ন পর্যবেক্ষণ করা অত্যন্ত জরুরি, এতে পরিক্ষাত্রীদের বুঝতে সুবিধা হয় কি ধরনের প্রশ্ন এসে থাকে, কোন বিষয়ের কোন অংশ থেকে তুলনামূলক বেশি প্রশ্ন এসে থাকে, ইত্যাদি। সফল প্রার্থীরা বলেন, তাদের সফলতার পিছনে WBCS-এর আগের ১০ বছরের প্রশ্নপত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে । তাদের মতে কিছু প্রশ্ন আগের বছরের প্রশ্নপত্র থেকেও দেয়া হয়ে থাকে। সেই জন্য প্রার্থীদের প্রস্তুতিতে সুবিধার্থে WBCS previous year question paper গুলি দেওয়া হল। ইচ্ছুক প্রার্থীরা download করতে পারো। প্রতি বছরের প্রশ্ন আলাদা আলাদা PDFএ দেওয়া আছে , “Download”-এ ক্লিক করে WBCS question paper download করা যাবে।