পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস (WBCS) পরীক্ষা দিয়ে বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ সরকারি অফিসার হিসাবে নিযুক্ত হওয়া যায়। পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস (WBCS) পশ্চিমবঙ্গের সর্বাপেক্ষা জনপ্রিয় চাকরি। এর জনপ্রিয়তার কারণ হিসাবে চোখধাঁধানো বেতন ও বলা যেতে পারে। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন প্রতিবছর WBCS পরীক্ষার নোটিশে WBCS অফিসারদের বেতন উল্লেখ করে দেয়। 

পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি চাকরির মধ্যে WBCS-এর গ্রুপ-A অফিসারদের বেতন সবথেকে বেশি। গ্রুপ-B, C ও D অফিসারদের বেতন গ্রুপ-A এর থেকে তুলনামূলক কম। এছাড়াও অনেক সুবিধা দেওয়া হয় WBCS অফিসারদের। ৬ষ্ঠ তম Pay Commission-এর পরে WBCS অফিসারদের বেতন অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো —

wbcs officer sitting in a auditorium
wbcs officer salary

বিষয় তালিকা

WBCS Group-A Salary

১) WBCS এক্সিকিউটিভ অফিসার

PAY LEVEL : ১৬ 

বেতন – (৫৬,১০০ – ১,৪৪,৩০০), + এছাড়া D.A(১৬৮৩ টাকা) , H.R.A(৬৭৩২ টাকা), M.A(৫০০ টাকা) পেয়ে থাকে।

মোট বেতন – ৬৫,০১৫

২) পশ্চিমবঙ্গ কমার্শিয়াল টেক্স সার্ভিস

PAY LEVEL : ১৬ 

বেতন – (৫৬,১০০ – ১,৪৪,৩০০), + এছাড়া D.A(১৬৮৩ টাকা) , H.R.A(৬৭৩২ টাকা), M.A(৫০০ টাকা) পেয়ে থাকে।

মোট বেতন – ৬৫,০১৫

৩) পশ্চিমবঙ্গ এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স সার্ভিস

PAY LEVEL : ১৬ 

বেতন – (৫৬,১০০ – ১,৪৪,৩০০), + এছাড়া D.A(১৬৮৩ টাকা) , H.R.A(৬৭৩২ টাকা), M.A(৫০০ টাকা) পেয়ে থাকে।

মোট বেতন – ৬৫,০১৫

৪) পশ্চিমবঙ্গ এক্সাইজ সার্ভিস

PAY LEVEL : ১৬ 

বেতন – (৫৬,১০০ – ১,৪৪,৩০০), + এছাড়া D.A(১৬৮৩ টাকা) , H.R.A(৬৭৩২ টাকা), M.A(৫০০ টাকা) পেয়ে থাকে।

মোট বেতন – ৬৫,০১৫

৫) পশ্চিমবঙ্গ CO-OPERATIVE সার্ভিস

PAY LEVEL : ১৬ 

বেতন – (৫৬,১০০ – ১,৪৪,৩০০), + এছাড়া D.A(১৬৮৩ টাকা) , H.R.A(৬৭৩২ টাকা), M.A(৫০০ টাকা) পেয়ে থাকে।

মোট বেতন – ৬৫,০১৫

৬) পশ্চিমবঙ্গ লেবার সার্ভিস

PAY LEVEL : ১৬ 

বেতন – (৫৬,১০০ – ১,৪৪,৩০০), + এছাড়া D.A(১৬৮৩ টাকা) , H.R.A(৬৭৩২ টাকা), M.A(৫০০ টাকা) পেয়ে থাকে।

মোট বেতন – ৬৫,০১৫

৭) পশ্চিমবঙ্গ ফুড & সাপ্লাই সার্ভিস

PAY LEVEL : ১৬ 

বেতন – (৫৬,১০০ – ১,৪৪,৩০০), + এছাড়া D.A(১৬৮৩ টাকা) , H.R.A(৬৭৩২ টাকা), M.A(৫০০ টাকা) পেয়ে থাকে।

মোট বেতন – ৬৫,০১৫

৮) পশ্চিমবঙ্গ এম্প্লয়মেন্ট সার্ভিস

PAY LEVEL : ১৬ 

বেতন – (৫৬,১০০ – ১,৪৪,৩০০), + এছাড়া D.A(১৬৮৩ টাকা) , H.R.A(৬৭৩২ টাকা), M.A(৫০০ টাকা) পেয়ে থাকে।

মোট বেতন – ৬৫,০১৫

৯) পশ্চিমবঙ্গ রেজিস্ট্রেশন ও স্ট্যাম্প রেভেনিউ সার্ভিস

PAY LEVEL : ১৬ 

বেতন – (৫৬,১০০ – ১,৪৪,৩০০), + এছাড়া D.A(১৬৮৩ টাকা) , H.R.A(৬৭৩২ টাকা), M.A(৫০০ টাকা) পেয়ে থাকে।

মোট বেতন – ৬৫,০১৫

WBCS Group B Salary

পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিস

PAY LEVEL : ১৬ 

বেতন – (৫৬,১০০ – ১,৪৪,৩০০), + এছাড়া D.A(১৬৮৩ টাকা) , H.R.A(৬৭৩২ টাকা), M.A(৫০০ টাকা) পেয়ে থাকে।

মোট বেতন – ৬৫,০১৫

WBCS Group C Salary

১) ডেপুটি সুপারিনটেনডেন্ট

PAY LEVEL : ১৫ 

বেতন – (৪২,৬০০ – ১,০৯,৮০০), + এছাড়া D.A(১২৭৮ টাকা) , H.R.A(৫১১২ টাকা), M.A(৫০০ টাকা) পেয়ে থাকে।

মোট বেতন – ৪৯,৪৯০

২) জয়েন্ট ব্লক ডেভলপমেন্ট অফিসার

PAY LEVEL : ১৪ 

বেতন – (৩৯,৯০০ – ১,০২,৮০০), + এছাড়া D.A(১১৯৭ টাকা) , H.R.A(৪৭৮৮ টাকা), M.A(৫০০ টাকা) পেয়ে থাকে।

মোট বেতন – ৪৬,৩৮৫

৩) ডেপুটি এসিস্ট্যান্ট ম্যানেজার অফ কনজিউমার অ্যাফেয়ার্স

PAY LEVEL : ১৪ 

বেতন – (৩৯,৯০০ – ১,০২,৮০০), + এছাড়া D.A(১১৯৭ টাকা) , H.R.A(৪৭৮৮ টাকা), M.A(৫০০ টাকা) পেয়ে থাকে।

মোট বেতন – ৪৬,৩৮৫

৪) পশ্চিমবঙ্গ জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস

PAY LEVEL : ১৪ 

বেতন – (৩৯,৯০০ – ১,০২,৮০০), + এছাড়া D.A(১১৯৭ টাকা) , H.R.A(৪৭৮৮ টাকা), M.A(৫০০ টাকা) পেয়ে থাকে।

মোট বেতন – ৪৬,৩৮৫

৫) অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার

PAY LEVEL : ১২ 

বেতন – (৩৫,৮০০ – ৯২,১০০), + এছাড়া D.A(১০৭৪ টাকা) , H.R.A(৪২৯৬ টাকা), M.A(৫০০ টাকা) পেয়ে থাকে।

মোট বেতন – ৪১,৬৭৪

৬) পশ্চিমবঙ্গ SUBORDINATE ল্যান্ড রেভিনিউ সার্ভিস

PAY LEVEL :১৪ 

বেতন – (৩৯,৯০০ – ১,০২,৮০০), + এছাড়া D.A(১১৯৭ টাকা) , H.R.A(৪৭৮৮ টাকা), M.A(৫০০ টাকা) পেয়ে থাকে।

মোট বেতন – ৪৬,৩৮৫

৭) অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার

PAY LEVEL : ১৪ 

বেতন – (৩৯,৯০০ – ১,০২,৮০০), + এছাড়া D.A(১১৯৭ টাকা) , H.R.A(৪৭৮৮ টাকা), M.A(৫০০ টাকা) পেয়ে থাকে।

মোট বেতন – ৪৬,৩৮৫

৮) চিফ কন্ট্রোলার অফ কারেকশন সার্ভিস

PAY LEVEL : ১২ 

বেতন – (৩৫,৮০০ – ৯২,১০০), + এছাড়া D.A(১০৭৪ টাকা) , H.R.A(৪২৯৬ টাকা), M.A(৫০০ টাকা) পেয়ে থাকে।

মোট বেতন – ৪১,৬৭৪

WBCS Group D Salary

১) ইন্সপেক্টর অফ কো-অপারেটিভ সার্ভিস

PAY LEVEL : ১০ 

বেতন – (৩২,১০০ – ৮২,৯০০), + এছাড়া D.A(৯৬৩ টাকা) , H.R.A(৩৮৫২ টাকা), M.A(৫০০ টাকা) পেয়ে থাকে।

মোট বেতন – ৩৭,৪১৫

২) পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার

PAY LEVEL : ১০ 

বেতন – (৩২,১০০ – ৮২,৯০০), + এছাড়া D.A(৯৬৩ টাকা) , H.R.A(৩৮৫২ টাকা), M.A(৫০০ টাকা) পেয়ে থাকে।

মোট বেতন – ৩৭,৪১৫

৩) রিহ্যাবিলিটেশন অফিসার

PAY LEVEL : ১০ 

বেতন – (৩২,১০০ – ৮২,৯০০), + এছাড়া D.A(৯৬৩ টাকা) , H.R.A(৩৮৫২ টাকা), M.A(৫০০ টাকা) পেয়ে থাকে।

মোট বেতন – ৩৭,৪১৫

D.A (Dearness Allowance) কি?

প্রতিবছর জিনিসপত্রের দাম বৃদ্ধি পাওয়ার কারণে সরকারের থেকে সরকারি কর্মচারীরা Dearness Allowance পেয়ে থাকে। পশ্চিমবঙ্গ সরকার কর্মচারীদের বেতনের উপর ৩% Dearness Allowance দিয়ে থাকে।

H.R.A(House Rent Allowance) কি?

সরকারি কর্মচারীদের ঘরভাড়া বাবদ পশ্চিমবঙ্গ সরকার বেতনের উপর  ১২% টাকা দেয়।

M.A(Medical Allowance) কি?

সরকারি কর্মচারীদের প্রতিমাসে ৫০০ টাকা দেওয়া হয় মেডিকেল এলাউন্স হিসাবে।

City College থেকে B.Com পাশ করেছি। স্কুলের ছাত্র-ছাত্রীদের পড়ানোর অভিজ্ঞতা আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here