সমগ্র ভারতবর্ষব্যাপী যে সমস্ত সরকারি চাকরির পরীক্ষাগুলি হয় সেগুলির মধ্যে ‘SSC MTS’ হল অন্যতম জনপ্রিয় ও গুরুত্বপূর্ন একটি পরীক্ষা। ভারতে দুই ধরনের সরকারি চাকরির পরীক্ষা হয়- কেন্দ্র সরকারি (Central Government) ও রাজ্য সরকারি (State Government)। কেন্দ্র সরকারি চাকরিগুলি সমগ্র দেশব্যাপী হয়, অর্থাৎ দেশের যে কোনো স্থানের যে কেউ এই পরীক্ষাগুলিতে অংশগ্রহন করতে পারেন। অপরদিকে রাজ্য সরকারি চাকরিগুলি শুধুমাত্র রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ হয়। অর্থাৎ, শুধুমাত্র রাজ্যে বসবাসকারী মানুষেরাই পরীক্ষায় অংশগ্রহন করতে পারেন। যে সমস্ত সরকারি চাকরি পরীক্ষার্থীর ভবিষ্যত লক্ষ্য হল কেন্দ্র সরকারের (Central Government) অধীনে চাকরি করা, তাদের মধ্যে এই পরীক্ষাটি খুবই জনপ্রিয়। এই পরীক্ষাটি প্রতি বছর হয়। পরীক্ষার প্রায় ২-৩ মাস আগে SSC (Staff Selection Commission)-র অফিসিয়াল ওয়েবসাইটে এই পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, যেখানে এই পরীক্ষা সংক্রান্ত সমস্ত তারিখ, পরীক্ষা পদ্ধতি, ফর্ম ফিলাপের নিয়ম, বেতন ইত্যাদি গুরুত্বপূর্ন তথ্যগুলি দেওয়া থাকে। আমরা এখন এই SSC MTS পরীক্ষাটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

SSC MTS

SSC MTS পরীক্ষা কি?

SSC MTS বা কেন্দ্রসরকারের অধীনে Staff Selection Commission দ্বারা পরিচালিত Multi Tasking (Non-Technical) Staff, and Havaldar (CBIC & CBN) Examination-টি প্রতি বছর হয়ে থাকে। ২০২৩ সালের আগে পর্যন্ত পরীক্ষাটি দুই ধাপে (Tier-1 and Tier-2) নেওয়া হত, কিন্তু ২০২৩-২৪ এর নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী এই পরীক্ষাটি একটি ধাপেই হবে। এই SSC MTS- পরীক্ষাটিতে Multi Tasking (Non-Technical) Staff এবং Havaldar এই দুই পদে পরীক্ষার্থীদের নিয়োগ করা হয়। Havaldar পদের প্রার্থীদের লিখিত পরীক্ষা ছাড়াও Phycial Test ও Medical Test দিতে হয় এবং শেষে Document Varification করা হয়। প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় লক্ষাধিক পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহন করে থাকেন। এই পরীক্ষার নূন্যতম যোগ্যতা মাধ্যমিক পাশ হওয়ার ফলে প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে তুলনয়ামূলক ভাবে অনেক বেশি পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহন করেন, যার সংখ্যা প্রায় লক্ষাধিক হয়। অর্থাৎ, এই পরীক্ষা যথেষ্ট প্রতিযোগিতা মূলক হয়ে থাকে। SSC-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই পরীক্ষার ফর্ম ফিলাপ করতে হয়।

পরীক্ষার নামMulti-Tasking (Non-Technical) Staff, and Havaldar (CBIC/CBN)
পরিচালক সংস্থাStaff Selection Commission (SSC)
পরীক্ষার ধরনOnline (কম্পিউটার ভিত্তিক)
পরীক্ষার সময়৯০ মিনিট (১২০ মিনিট বা ২ঘন্টা PWD পরীক্ষার্থীদের ক্ষেত্রে)
আবেদন প্রক্রিয়াOnline
পরীক্ষার ধাপএকটি। কিন্তু Havildar পদের পরীক্ষার্থীদের Physical Efficiency Test (PET)/ Physical Standard Test (PST) নেওয়া হবে।
পরীক্ষার ভাষা১৫টি ভাষায় পরীক্ষা দেওয়া যাবে।
অফিসিয়াল ওয়েবসাইটwww.ssc.nic.in
আবেদন মূল্য১০০/- (ST/SC/PWDB এবং মহিলা পরীক্ষার্থীদের ক্ষেত্রে কোন রকম আবেদন মূল্য দিতে হবে না)
শূন্যপদ১৫৫৮টি
শিক্ষাগত যোগ্যতামাধ্যমিক পাশ
বয়সসীমা১৮ বছর থেকে ২৫ বছর (MTS)
১৮ বছর থেকে ২৭ বছর (Havaldar)

SSC MTS কি ধরনের চাকরি? (SSC MTS Posts)

Multi-Tasking (Non-Technical) Staff, and Havaldar (CBIC/CBN) পরীক্ষার মাধ্যমে দেশের বিভিন্ন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে ভারত সরকারের বিভিন্ন বিভাগে বা মন্ত্রনালয়ে সাধারণ কেন্দ্রীয় পরিষেবার অধীনস্ত গ্রুপ ‘C-এর নন-গেজেটেড, নন-মিনিষ্টেরিয়াল পদে নিয়োগ করা হবে। ২০২৩ সালে প্রায় ১৫৫৮টি শূন্যপদের জন্য পরীক্ষা হবে। যার মধ্যে মাল্টিটাস্কিং স্টাফ পদে প্রায় ১১৯৮ জন ও CBIC/CBN হাভালদার পদে প্রায় 360 জন প্রার্থী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গে শূন্যপদের সংখ্যা প্রায় ১০৪টি।

SSC MTS পরীক্ষার যোগ্যতা (SSC MTS Eligibility Criteria)

আমরা আগেই জেনেছি যে এই SSC MTS পরীক্ষার নূন্যতম যোগ্যতা হল মাধ্যমিক পাশ। অর্থাৎ,মাধ্যমিক পাশ করলেই এই পরীক্ষার জন্য আবেদন করা যাবে। এই পরীক্ষায় অংশগ্রহন করার ক্ষেত্রে Staff Selection Commission শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি বয়সসীমা ও জাতীয়তার ক্ষেত্রেও কিছু নির্দিষ্ট নিয়মাবলি বা criteria বিজ্ঞপ্তিতে প্রকাশ করেছে। আবার এই SSC MTS পরীক্ষার Havaldar বিভাগের পদ গুলির জন্য কিছু শারীরিক যোগ্যতা বা Criteria রাখা হয়েছে পুরুষ ও মহিলা প্রার্থী নির্বিশেষে। । বা পরীক্ষার নির্দিষ্ট Criteria বা নিয়মগুলি নিম্নে আলোচনা করা হল –

SSC MTS পরীক্ষার শিক্ষাগত যোগ্যতা (SSC MTS Educational Qualifications)

SSC MTS পরীক্ষার শিক্ষাগত যোগ্যতা হল মাধ্যমিক পাশ। অর্থাৎ, মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ন যে কোনো ব্যক্তিএকটি স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষায় কৃতকার্য হলেই এই পরীক্ষায় অয়াবেদন করতে পারবেন। কিন্তু আবেদন পত্র জমা দেওয়ার শেষ দিনের মধ্যে তাকে পাশ করতে হবে। অর্থাৎ, ২০২৩ সালের আবেদনের শেষ তারিখ দেওয়া হয়েছে ২১শে জুলাই,২০২৩- কোনো প্রার্থী যদি এই তারিখের মধ্যে মাধ্যমিক পাশ নয়া করতে পারেন, তাহলে তিনি আবেদন করতে পারবেন না।

SSC MTS পরীক্ষার বয়সসীমা (SSC MTS Age Limit)

SSC MTS পরীক্ষাটিতে দুই ধরনের বয়সসীমা রাখা হয়েছে। MTS বিভাগের প্রার্থীদের ও Habaldar CBN(Department Of Revenue)-এর কিছু প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। অপরদিকে, Habaldar CBIC(Department Of Revenue) ও MTS বিভাগের কিছু প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।

বলা যেতে পারে যে, ২০২৩ সালের আবেদনকারী পরীক্ষার্থীদের বয়স ১-০৮-২০২৩ তারিখের নিরিখে ১৮-২৫ বছর অথবা ১৮-২৭ বছর হতে হবে। অর্থাৎ, ২০২৩ সালের পরীক্ষার্থীদের জন্ম তারিখ ০২-০৮-১৯৯৮ এর আগে হলে ও ০১-০৮-২০০৫ এর পরে হলে তারা আবেদন করতে পারবেন না। অপরদিকে কিছু বিভাগের ক্ষেত্রে পরীক্ষার্থীর জন্ম ০২-০৮-১৯৯৬ এর আগে হলে বা ০১-০৮-২০০৫ এর পরে হলে তারা আবেদন করতে পারবেন না।

প্রার্থীদের মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেটে লিপিবদ্ধ জন্ম তারিখ বা আবেদন জমা দেওয়ার তারিখে বয়সের একটি শংসাপত্র সঠিক বয়স নির্ধারনের জন্য কমিশনকে দিতে হবে এবং এর পর কোনো ভাবে বয়স পরিবর্তন করতে চাইলে অথবা শংসাপত্রে কোনপ্রকার ভুল দেখা দিলে কমিশন সেই আবেদন বাতিল করে দিতে পারে।

এছাড়াও, সরকারী নিয়মানুসারে সংরক্ষিত বিভাগের(ST/SC/OBC etc.) প্রার্থীদের বয়সে ছাড় দেওয়া হয়। যেমন-

ST/SC৫ বছর
OBC৩ বছর
PwD (Unreserved)১০ বছর
PwD (OBC)১৩ বছর
PwD (ST/SC)১৫ বছর
Ex-Servicemen (ESM)৩ বছর
সামরিক বিভাগে কর্মরত কোন ব্যক্তি যিনি কাজের সময় প্রতিবন্ধকতার শিকার হয়েছেন৩ বছর
সামরিক বিভাগে কর্মরত কোন ব্যক্তি যিনি কাজের সময় প্রতিবন্ধকতার শিকার হয়েছেন (ST/SC)৮ বছর

SSC MTS পরীক্ষার জাতীয়তা সম্পর্কিত যোগ্যতা (SSC MTS Nationality Criteria)

SSC-এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত MTS পরীক্ষার বিজ্ঞপ্তিতে শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমা ছাড়াও পরীক্ষার্থীদের জাতীয়তার ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়মাবলী বা যোগ্যতার কথা উল্লেখ করা হয়েছে, যা নিম্নে বিস্তারিতভাবে আলোচনা করা হল-

  1. একজন প্রার্থীকে অবশ্যই ভারতের একজন নাগরিক হতে হবে। কিন্তু কোনো পরীক্ষার্থী যদি নেপালের এর অধিবাসী বা ভুটানের অধিবাসী একজন তিব্বতি উদ্বাস্তু হন তা হলেও তিনি আবেদন করতে পারবেন।
  2. ভারতীয় বংশোদ্ভূত কোনো প্রার্থী যদি পাকিস্তান, বার্মা, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, পূর্ব আফ্রিকার দেশ কেনিয়া, উগান্ডা, তানজানিয়ার ইউনাইটেড রিপাবলিক, জাম্বিয়া, মালাউই, জায়ার, ইথিওপিয়ার অভিবাসী হয়েছেন কিন্তু বর্তমানে ভারতে স্থায়ীভাবে আছেন বা বসবাস করছেন, তাহলেও তিনি এই পরীক্ষায় অংশ নিতে পারবেন।

উপরিউক্ত জাতীয়তা বিশিষ্ট প্রার্থীদের জন্য ভারত সরকার কর্তৃক যোগ্যতার একটি শংসাপত্র জারি করা হয়েছে। তবে ভারত সরকার কর্তৃক প্রয়োজনীয় যোগ্যতার শংসাপত্র জারি করার পরেই এই সমস্ত পরীক্ষার্থীদের নিয়োগের প্রস্তাব দেওয়া হবে।

SSC MTS পরীক্ষার Physical Criteria(Havaldar বিভাগীয় পদ্গুলির জন্য)

আমরা আগেই জেনেছি যে SSC MTS পরীক্ষাটির মাধ্যমে Multi-Tasking ও Havaldar-এই দুই বিভগের নানা পদগুলিতে প্রার্থী নিয়োগ করা হয়। এই Havaldar বিভাগের পদ্গুলির জন্য কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় উত্তীর্ন হওয়ার পরও Physical Efficiency Test(PET)/ Physical Standard Test (PST) দিতে হয়। এই শারীরিক পরীক্ষাগুলির জন্য কিছু নির্দিষ্ট শারীরিক কাঠামো বা Physical Criteria SSC-র দ্বারা নির্ধারিত হয়েছে। যেমন-

  1. যদি Physical Efficiency Test(PET)/ Physical Standard Test (PST) – এর সময় কোনো মহিলা আবেদন কারী যদি ১২ সপ্তাহ বা তার বেশি সময়ের জন্য গর্ভবতী হয়ে থাকেন তা হলে তাকে Unfit হিসাবে গন্য করা হবে।
  2. পুরুষ আবেদনকারীর উচ্চতা ১৫৭.৫ সেমি(৫ফুট ২ইঞ্চি) বা তার বেশি হতে হবে। কিছু উপজাতি এবং আসামীয়া, গোর্খা, গাড়োয়ালী সম্প্রদায়ের আবেদনকারীদের জন্য ৫ সেমি ছাড় দেওয় হয়েছে। পুরুষ আবেদনকারীদের ছাতির মাপ ৮১ সেমি ধার্য করা হয়েছে।
  3. মহিলা আবেদনকারীর উচ্চতা ১৫২ সেমি(৪ফুট ১১ইঞ্চি) বা তার বেশি হতে হবে। কিছু উপজাতি এবং আসামীয়া, গোর্খা, গাড়োয়ালী সম্প্রদায়ের আবেদনকারীদের জন্য ২.৫ সেমি ছাড় দেওয় হয়েছে। এছাড়াও মহিলা আবেদনকারীদের ওজন ৪৮ কেজি ধার্য করা হয়েছে। আসামীয়া, গোর্খা, গাড়োয়ালী সম্প্রদায় ও কিছু উপজাতীয় আবেদনকারীদের জন্য ২ কেজি ছাড় দেওয়া হয়েছে।

SSC MTS Application Process (আবেদন পদ্ধতি)

www.ssc.nic.in হল কেন্দ্র সরকারের Staff Selection Commission-এর অফিসিয়াল ওয়েবসাইট।এই ওয়েবসাইটেই Staff Selection Commission-এর সমস্ত পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং সমস্ত পরীক্ষার ফর্ম ফিলাপও করা যায়।প্রার্থীদের SSC MTS আবেদনপত্র পূরণ করার জন্য কিছু নথি বা ডকুমেন্টসের প্রয়োজন হয়। সেগুলি হল –

  1. বৈধ মোবাইল নম্বর ও ইমেইল আইডি,
  2. আধার নম্বর। যদি আধার কার্ড না থাকে প্রার্থীর কাছে তাহলে ভোটার আইডি কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, স্কুল/কলেজ আইডি, Employer ID (সরকারি পিএসইউ/প্রাইভেট) ব্যবহার করতে পারেন।
  3. ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট,
  4. শারীরিক অক্ষমতা শংসাপত্র,
  5. পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি ও প্রার্থীর স্বাক্ষরের স্ক্যান কপি।

SSC MTS পরীক্ষায় আবেদন করার জন্য প্রথমে ‘One Time Registration’ করতে হয়। নিম্নে ফর্ম ফিলাপের সম্পর্কে বিস্তারিত বিবরন দেওয়া হল –

How To Apply SSC MTS ( আবেদন পদ্ধতি)

  1. প্রথমে Staff Selection Commission(SSC)- এর ওয়েবসাইটে গিয়ে “Register Now”-তে ক্লিক করতে হবে এবং তারপর SSC MTS 2023 Online Application-এ ক্লিক করতে হবে।
  2. Registration করার জন্য প্রথমে প্রাথমিক বিবরন যেমন প্রার্থীর বাবা ও মায়ের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং EMail Account নথিভুক্ত করতে হবে এবং Submit Button-এ ক্লিক করতে হবে।
  3. নথিভুক্ত করার পর প্রার্থী প্রদত্ত e-mail এবং ফোন নাম্বারে OTP আসবে। OTP টি নথিভুক্ত করার পরেই প্রার্থীকে Enrollment Number ও Password দেওয়া হবে।

এই Enrollment Number ও Password দিয়ে SSC-র ওয়েবসাইটে আবার login করে SSC MTS পরীক্ষার ফর্ম ফিলাপ করা যাবে। SSC MTS পরীক্ষার Application Processটি নিচে আলোচনা করা হল –

SSC MTS Online Application

  1. One time registration-এর সময় প্রথমে যে Enrollment Number ও password দেওয়া হইয়েছিল, তার মাধ্যমে প্রার্থীকে login করতে হবে।
  2. Login করার পর Dashboard-এর Application অপশনে ক্লিক করলে Application ফর্মটি খুলবে।
  3. এরপর ফর্মটিকে নির্দেশ অনুযায়ী ফিলাপ করতে হবে।
  4. এরপর প্রার্থীর recent ছবি এবং Signature upload করতে হবে। ছবিটি JPEG file এবং 20 KB to 50 KB-এর মধ্যে হতে হবে এবং ছবি এবং Signature 1 KB to 12 KB সাইজের হতে হবে। upload করার পর পেজের নীচে preview অপশানে ক্লিক করতে হবে। যদি কোনো ভুল হয়ে থাকে ফর্ম ফিলাপে তাহলে এই পেজেই ঠিক করে নিতে হবে Edit অপশানে গিয়ে।
  5. এরপর প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার সম্পর্কে যা যা চাওয়া হবে সেই তথ্যগুলি এবং প্রার্থী কোন গ্রুপে আবেদন করতে চায় সেটি নথিভূক্ত করতে হবে।
  6. শেষ ধাপে অনলাইনে ১০০/- আবেদন মূল্য জমা দিতে হবে। অনলাইনে আবেদন মূল্য জমা করার জন্য প্রার্থীদের নেট ব্যঙ্কিং, ডেবিট/ক্রেডিট কার্ড, ইউ পি আই ছাড়াও আরও নানা অপশান দেওয়া হবে।
  7. এরপর Submit অপশানে ক্লিক করলে ফর্ম ফিলাপ সম্পূর্ন হবে। প্রার্থীদের নিজের আবেদন পত্রের Print-Out বের করে রাখতে হবে।

SSC MTS Admit Card

MTS (নন-টেকনিক্যাল) পরীক্ষার অ্যাডমিট কার্ড SSC (Staff Selection Commission) তার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করবে। অ্যাডমিট কার্ডটি প্রকাশ হওয়ার পরে প্রার্থীরা তা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। SSC-র পক্ষ থেকে সঠিক ভাবে রেজিস্ট্রেশন করা প্রত্যেক পরীক্ষার্থীর জন্য একটি ই-অ্যাডমিট কার্ড/হল টিকিট/কল লেটারের ব্যবস্থা করা হবে যা SSC-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। পরীক্ষার প্রায় ১৫দিন আগে এই Admit Card পরীক্ষার্থী ডাউনলোড করতে পারবে। Admit Card ডাউনলোডের পদ্ধতি আলোচনা করা হল –

  1. SSC-র ওয়েবসাইটে গিয়ে Admit Card অপশানে ক্লিক করতে হবে।
  2. এরপর নিজের রাজ্য অনুযায়ী Region-এ ক্লিক করতে হবে এবং পরের পেজে আবার Admit Card অপশানে ক্লিক করেতে হবে।
  3. এবার কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত সমস্ত পরীক্ষা গুলির নাম দেখাবে। এখানে Others অপশানে ক্লিক করতে হবে এবং ক্লিক করার সাথে সাথে নিচে SSC MTS-এর লিঙ্কটি দেখাবে, সেখানে ক্লিক করতে হবে।
  4. এরপর Registration Number, প্রার্থীর নাম ও জন্ম তারিখ দিয়ে next Button-এ ক্লিক করতে হবে এবং পরের পেজে Ok Button-এ ক্লিক করলেই Admit Card টি দেখা যাবে।
  5. এবার ওই Admit Card-এর Roll Number-এর অপর ক্লিক করেই Admit Card টি ডাউনলোড হয়ে যাবে।

প্রার্থীদের Admit Card টির Print Out বার করে রাখতে হবে।

SSC MTS Exam Centers

কেন্দ্র সরকারের অধীনস্ত সরকারি চাকরির পরীক্ষা হওয়ায় দেশের সব জায়গার মানুষ যাতে অংশগ্রহন করতে পারে তার জন্য সমগ্র দেশের সব রাজ্যগুলিতেই এই পরীক্ষার Centers রাখা হয়। সারা দেশ জুরে এই পরীক্ষা হওয়ার ফলে বিভিন্ন রাজ্যের পরীক্ষার্থীদের সুবিধার জন্য সব exam center গুলিকে রাজ্য অনুসারে ৯টা Region-এ ভাগ করা হয়েছে। এই ৯টি Region-এর মধ্যে সব exam center গুলি পরে। নিম্নে Region অনুযায়ী প্রতিটি Centre-এর নাম Code সমেত দেওয়া হল –

RegionCentre names with code
1) Central Region (CR)
[Bihar and Uttar Pradesh]
Bhagalpur (3201), Muzaffarpur (3205), Patna (3206), Purnea (3209), Agra (3001), Bareilly (3005), Gorakhpur (3007), Jhansi (3008), Kanpur (3009), Lucknow (3010), Meerut (3011), Prayagraj (3003), Varanasi (3013), Sitapur (3019), Gaya (3203)
2) Eastern Region (ER)
[Andaman & Nicobar Islands, Jharkhand, Odisha, Sikkim and West Bengal]
Port Blair (4802), Dhanbad (4206), Jamshedpur (4207), Ranchi (4205), Balasore (Odisha) (4601), Berhampore (Odisha) (4602), Bhubaneswar (4604), Cuttack (4605), Rourkela (4610), Sambalpur (4609), Gangtok (4001), Asansol (4417), Burdwan (4404), Durgapur (4426), Kalyani (4419), Kolkata (4410), Siliguri (4415), Dhenkanal (4611)
3) Karnataka, Kerala Region (KKR)
[Lakshadweep, Karnataka and Kerala]
Belagavi (9002), Bengaluru (9001), Hubballi (9011), Kalaburagi (Gulbarga) (9005), Mangaluru (9008), Mysuru (9009), Shivamogga (9010), Udupi (9012). Ernakulam (9213), Kollam (9210), Kottayam (9205), Kozhikode (9206), Thrissur (9212), Thiruvananthapuram (9211), Kavaratti (9401)
4) Madhya Pradesh SubRegion (MPR)
[Chhattisgarh and Madhya Pradesh]
Bhopal (6001), Gwalior (6005), Indore (6006), Jabalpur (6007), Satna(6014), Sagar (6015), Ujjain (6016), Bilaspur (6202), Raipur (6204), Durg-Bhilai (6205)
5) North Eastern Region (NER)
[Arunachal Pradesh, Assam, Manipur, Meghalaya, Mizoram, Nagaland and Tripura]
Itanagar (5001), Dibrugarh (5102), Guwahati (Dispur) (5105), Jorhat (5107), Silchar (5111), Imphal (5501), Shillong (5401), Aizwal (5701), Dimapur (5301), Kohima (5302), Agartala (5601), Tezpur (7994)
6) North Eastern Region (NER)
[Arunachal Pradesh, Assam, Manipur, Meghalaya, Mizoram, Nagaland and Tripura]
Dehradun (2002), Haldwani (2003), Roorkee (2006), Delhi (2201), Ajmer (2401), Bikaner (2404), Jaipur (2405), Jodhpur (2406), Udaipur (2409), Sikar (2411)
7) North Western Sub-Region (NWR)
[Chandigarh, Haryana, Himachal Pradesh, Jammu and Kashmir, Ladakh and Punjab]
Chandigarh/ Mohali (1601), Hamirpur (1202), Shimla (1203), Jammu (1004), Samba (1010), Srinagar (J&K) (1007), Leh (1005), Amritsar (1404), Bathinda (1401) , Jalandhar (1402), Patiala (1403)
8) Southern Region (SR)
[Andhra Pradesh, Puducherry, Tamil Nadu and Telangana]
Chirala (8011), Guntur (8001), Kakinada (8009), Kurnool (8003), Nellore (8010), Rajahmundry (8004), Tirupati (8006), Vizianagaram (8012), Vijayawada (8008), Vishakhapatnam (8007), Puducherry (8401), Chennai (8201), Coimbatore (8202), Krishnagiri (8209), Madurai (8204), Salem (8205), Tiruchirappalli (8206), Tirunelveli (8207), Vellore (8208), Hyderabad (8601), Karimnagar (8604), Warangal (8603)
9) Western Region (WR)
[Dadra and Nagar Haveli and Daman and Diu, Goa, Gujarat and Maharashtra]
Panaji (7801), Ahmedabad (7001), Gandhinagar (7012), Mehsana (7013), Rajkot (7006), Surat (7007), Vadodara (7002), Amravati (7201), Aurangabad (7202), Jalgaon (7214), Kolhapur (7203), Mumbai (7204), Nagpur (7205), Nanded (7206), Pune (7208), Anand (7011), Nazhik (7207)

SSC MTS EXAM Language (ভাষা)

২০২৩ সালের স্টাফ সিলেকসন কমিটির বিজ্ঞপ্তি অনুযায়ী SSC MTS-এর কম্পিউটার ভিত্তিক পরীক্ষাটি এবার ১৫টি ভাযায় দেওয়া যাবে। অর্থাৎ, পরীক্ষার্থী কোন ভাষায় পরীক্ষা দিতে সুবিধা হবে সেটা সে নির্বাচন করতে পারবে। SSC নির্বাচিত এই ১৫টি ভাষা হল-

১) হিন্দি, ২) ইংরাজি, ৩) বাংলা, ৪) অসমীয়া, ৫) গুজরাতি, ৬) কানাড়া, ৭) কঙ্কনি, ৮) মালায়ালাম, ৯) মণিপুরি, ১০) ওড়িয়া, ১১) মারাঠি, ১২) পাঞ্জাবী, ১৩) তামিল, ১৪) তেলেগু, ১৫) উর্দু।

SSC MTS EXAM Pattern

SSC MTS পরীক্ষাটি ২০২২ সাল পর্যন্ত ২টি ধাপে হত। প্রথম ভাগকে বলা হত Tier-1(Preliminary) আর দ্বিতীয় ভাগকে বলা হল Tier-2(Main)। কিন্তু ২০২৩ এর বিজ্ঞপ্তি অনুযায়ী এই পরীক্ষাটি একটি ধাপে নেওয়া হবে এবং তা কম্পিউটার ভিত্তিক হবে(online)। এই অনলাইন পরীক্ষাটিকে ২টি ভাগে ভাগ করা হয়েছে- session 1 আর session 2. session 1-এ Numerical And Mathematical Ability থেকে ২০টি প্রশ্ন আসে ৬০নাম্বারের এবং Reasoning Ability And Problem Solving-এর থেকে ২০টি প্রশ্ন আসে ৬০নাম্বারের। প্রতিটি প্রশ্নের মান ৩ নাম্বারের হয়। অর্থাৎ, মোট ৪০টি প্রশ্ন আসে ১২০নাম্বারের। session 1-এ কোনো Negative Marking থাকেনা। session 1-এর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ৪৫মিনিট সময় দেওয়া হয় পরীক্ষার্থীকে।

Session 2 এর অপর ভিত্তি করে Merit list হয়। Session 2-এ General Awareness থেকে ২৫টি প্রশ্ন আসে ৭৫নাম্বারের এবং English Language And Comprehension-এর থেকে ২৫টি প্রশ্ন আসে ৭৫নাম্বারের। প্রতিটি প্রশ্নের মান ৩ নাম্বারের হয়। অর্থাৎ, মোট ৫০টি প্রশ্ন আসে ১৫০নাম্বারের। session ২-এ Negative Marking থাকে, প্রতিটি ভুল উত্তরের জন্য ১নাম্বার কেটে নেওয়া হয়। session ২-এর প্রশ্নের উত্তর দেওয়ার জন্যও ৪৫মিনিট সময় দেওয়া হয় পরীক্ষার্থীকে। এই ১৫০ নাম্বারের উপর ভিত্তি করেই Cut off marks ও Merit List নির্ধারিত হয়। MCQ ধরনের প্রশ্ন আসে ২টি session-এ।

কিন্তু যারা SSC MTS-এর Havaldar বিভাগের জন্য আবেদন করবেন তাদেরকে কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও Physical Efficiency Test(PET)/ Physical Standard Test (PST) দিতে হবে।

SSC MTS পরীক্ষার সিলেবাস (Syllabus)

আমরা আগেই জেনেছি যে মোট ৪টি বিষয় থেকে SSC MTS-এর কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় প্রশ্ন আসে। যা হল –

  • Numerical And Mathematical Ability
  • Reasoning Ability And Problem Solving
  • General Awareness
  • English Language And Comprehension

এবার এই বিষয়গুলির কোন কোন ভাগ থেকে প্রশ্ন আসে অথবা কি কি অধ্যায় পড়তে হবে, তা নীচে আলোচনা করা হল-

  1. Numerical And Mathematical Ability (60 Marks): i) Number System/HCF/LCM, ii) CI and SI, iii) Algebra, iv) Ratio and Time, v) Geometry, vi) HCF/LCM, vii) Trigonometry, viii) Ratio,Mixture & Allegation, ix) Mensuration, x) Percentage, Average, xi) DI.
  2. Reasoning Ability And Problem-Solving (60 Marks): i) Number & Alphabetical Series, ii)Odd and Out, iii)Ranking, iv)Matrix, v)Coding-Decoding, vi)Syllogism, vii)Non-verbal: Paper Folding & Cutting, Mirror Image, Embedded or Complete the Image, Counting Figure, viii)Mathematical Calculations, ix) Analogy, x) Directions Sense, xi) Blood relations, xii) Words ordered according to the dictionary.
  3. General Awareness (75 Marks): i) Award-Winning Books, ii)Indian Constitution, iii) History, Culture, iv)Important Financial, v)Current Affairs, Science – Inventions & Discoveries, vi) Economy and Polity, vii) Awards and Honors, viii) History, Culture.
  4. English Language And Comprehension (75 Marks): i) Spot the error, ii) One word substitution, iii)Fill in the blanks, iv)Improvement of sentences, v) Antonyms, vi) Comprehension passage, vii) Spelling/detecting, misspelt words, viii) Idioms and Phrases.

যে সমস্ত আবেদনকারী SSC MTS-এর Havaldar বিভাগের জন্য পরীক্ষা দেবেন, তাদের এই কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় উত্তীর্ন হওয়ার পর Physical Efficiency Test(PET)/ Physical Standard Test (PST) দিতে হবে। এই পরীক্ষায় পুরুষ ও মহিলা পরীক্ষার্থী হিসাবে আলাদা আলাদা নিয়মাবলীর কথা বলা হয়েছে। এই Physical Test-এর Syllabus অথাবা নিয়মাবলী নিম্নে দেওয়া হল-

  • ১) সাইকেলিং- পুরুষ পরীক্ষার্থীদের জন্য ৩০ মিনিটে ৮ কিমি এবং মহিলা পরীক্ষার্থীদের জন্য ২৫ মিনিটে ৩ কিমি ।
  • ২) ওয়াকিং- পুরুষ পরীক্ষার্থীদের জন্য ১৫মিনিটে ১৬০০ মিটার এবং মহিলা পরীক্ষার্থীদের জন্য ২০ মিনিটে ১ কিলোমিটার।

OL, OAL, LC, AAV, MD পরীক্ষার্থীদের ক্ষেত্রে সাইকেলিং ও ওয়াকিং পরীক্ষা নেওয়া হবে না। (OL= One Leg, OAL= One Arm & One Leg, LC= Leprosy Cured, AAV = Acid Attack Victim, MD = Multiple Disabilities.)

SSC MTS Exam-এর নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

SSC MTS পরীক্ষাটির নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী ২০২৩ সালে পরীক্ষাটি একটি ধাপে হবে এবং তা কম্পিউটার ভিত্তিক হবে। এই একটি ধাপের পরীক্ষাকে ২টি Session-এ ভাগ করা হয়েছে- Session-1 ও Session-2। ২টি Session-এর পরীক্ষা একসাথেই একইদিনে হবে। Session-1-এ ৬০ নাম্বারের ২০টি প্রশ্ন থাকবে ও কোনো Negative Marking থাকবেনা এবং Session-1-এ প্রাপ্ত নাম্বার Merit List-এ ধরা হবেনা। কিন্তু এই Session-1-এ উত্তীর্ণ না হলে Session-2-এর জন্য উত্তরপত্র গ্রহনযোগ্য হবেনা।

Session-1 ও Session-2 পরীক্ষায় কৃতকার্য হওয়ার জন্য General Candidate-দের ৩০%, অর্থাৎ, Session-1 পরীক্ষায় ১২০ নাম্বারে মোট ৩৬ ও Session-2 পরীক্ষায় ১৫০ নাম্বারে মোট ৪৫ পেতে হবে। OBC/EWS Candidate-দের ২৫%, অর্থাৎ, Session-1 পরীক্ষায় ১২০ নাম্বারে মোট ৩০ ও Session-2 পরীক্ষায় ১৫০ নাম্বারে মোট ৩৭.৫ পেতে হবে।

অন্যান্য Category-র Candidate-দের ২০%, অর্থাৎ, Session-1 পরীক্ষায় ১২০ নাম্বারে মোট ২৪ ও Session-2 পরীক্ষায় ১৫০ নাম্বারে মোট ৩০ পেতে হবে।

যে সমস্ত পরীক্ষার্থী Havaldar বিভাগের জন্য আবেদন করবেন তাদের Session-1 ও Session-2 পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর Physical Efficiency Test(PET)/ Physical Standard Test (PST)- এ কৃতকার্য হতে হবে। PET/PST-এই Physical Exam-এ পাশ করতে না পারলে সেই প্রার্থী Havaldar বিভাগে চাকরির জন্য নির্বাচিত হবেনা।

SSC MTS প্রার্থীর Salary বা বেতন কাঠামো

ভারতের কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশন দ্বারা পরিচালিত একটি গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় পরীক্ষা হল SSC MTS। যেকোনো সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে বেতন কাঠামো আবেদনকারীর কাছে অন্যতম আকর্ষনীয় বিষয়। এই MTS বিভাগের পদ্গুলি Group ‘C’-এর নন-গেজেটেড এবং নন-মিনিস্ট্রিয়াল পোস্টের মধ্যে পড়ে। যেমন- পিয়ন, জুনিয়র গেস্টেটনার অপারেটর, সাফাইকর্মী, জমাদার, দফতরী, মালি, চৌকিদার প্রভৃতি। এই SSC MST-এর পদ্গগুলি পে ব্যান্ড- 1 (৫২০০ টাকা – ২০২০০ টাকা) + গ্রেড পে ১৮০০ টাকার অধীনে পড়ে।SSC MTS পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর গড় বেতন প্রায় ১৮০০০ টাকা – ২২০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।

SSC MTS Havaldar(CBEC/CBN) বিভাগের পদ্গুলির মাইনে ৭ম পে-কমিশনের নিয়ম অনুসারে হয়। এই বিভাগের কৃতকার্য হওয়া প্রার্থীদের গড় বেতন ২০০০০/- থেকে ২২০০০/- এর মধ্যে হওয়ে থাকে।

SSC MTS পরীক্ষা বছরে কতবার হয়?

SSC MTS পরীক্ষা প্রতিবছর Staff Selection Commission-এর তত্ত্বাবধানে একবার করে হয়।

SSC MTS ও CGL পরীক্ষার মধ্যে পার্থক্য কি?

SSC CGL পরীক্ষা নেওয়া হয় Group-B ও Group-C -র পদে নিয়োগের জন্য এবং SSC MTS পরীক্ষা মাল্টিটাস্কিং স্টাফ পদে ও CBIC/CBN হাভালদার পদে নিয়োগের জন্য নেওয়া হয়ে থাকে। SSC CGL পরীক্ষার যোগ্যতা হিসাবে স্নাতক স্তর বা Graduation-এ উত্তীর্ণ হওয়া আবশ্যক, অপরদিকে SSC MTS পরীক্ষায় অংশগ্রহন করার জন্য মাধ্যমিক পাশ যোগ্যতা নির্ধারন করা হয়েছে।

MTS এর কাজ কি?

SSC MTS এর কাজ হিসাবে নির্দিষ্ট ভাবে কিছু বলা হয়নি। যে প্রার্থী যে বিভাগে চাকরী পাবেন সেখানে তার পদ অনুযায়ী যে কাজ থাকবে তাকে সেই কাজই পরিচালনা করতে হবে। উদাহরণ হিসাবে বলা যায় যে, কম্পিউটার বিষয়ে পারদর্শী প্রার্থীদের কম্পিউটার সংক্রান্ত কাজ দেওয়া হয় এবং অন্যদের ফাইল ওয়ার্ক, পেপার ওয়ার্ক, টেলিফোন, সুপারভাইজিং বিষয়ক কাজ দেওয়া হয়ে থাকে।

এম.টি.এস পরীক্ষা কি সহজ?

এমটিএস পরীক্ষাটি কেন্দ্র সরকারের অধীনস্ত পদের জন্য নেওয়া হয়, তাই স্বাভাবিক ভাবে এই পরীক্ষাটি রাজ্যভিত্তিক পরীক্ষাগুলির থেকে তুলনামূলকভাবে কঠিন হয়ে থাকে।

MTS ও CHSL এর মধ্যে পার্থক্য কি?

SSC MTS-এর প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসাবে মাধ্যমিক পাশ এবং SSC CHSL প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসাবে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। তবে, শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা ছাড়াও বেতন কাঠামো, পদ মর্যাদা ও অন্যান্য অনেকদিক থেকেই CHSL পরীক্ষাটি MTS পরীক্ষার তুলনায় ভালো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here