পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন(WBPSC)  প্রতিবছর WBCS পরীক্ষার প্রশ্ন নির্ধারিত করে থাকে। এই প্রশ্নপত্র প্রতিবছর আলাদা আলাদা করা হয়। শুধু তাই নয়, সঠিক ভাবে পরীক্ষা পরিচালনার জন্যে প্রতিবছরের প্রশ্নপত্রটির ৪টি (set-A, B, C, D) সেট নির্ধারণ করা হয়। প্রত্যেক সেটের প্রশ্ন একই থাকলেও তাদের ক্রমিক সংখ্যা অদলবদল করা হয়। পরীক্ষার্থীদের এই ৪টি সেটের মধ্যে একটি সেট দেওয়া হয়। কোন পরীক্ষার্থী কোন সেটের প্রশ্নপত্র দেওয়া হবে সেটি ঠিক করেন পরীক্ষক। Wbcs-এর প্রিলিমিনারী পরীক্ষায় ৮টি বিষয় থেকে মোট ২০০টি প্রশ্ন থাকে এবং প্রতি প্রশ্নের মান ১ নম্বর হয়। মেইন পরীক্ষায় মোট ৬টি কম্পালসারী পেপার এবং দুটি অপশনাল পেপার থাকে। ছয়টি কম্পালসারী পেপারের মধ্যে প্রথম দুটি অর্থাৎ Paper-1 ও Paper-2 ছাড়া বাকি চারটির প্রত্যেকটিতে ২০০টি প্রশ্ন থাকে এবং দুটি অপশনাল পেপার Descriptive টাইপের হয়।

wbcs exam 12 বছরের প্রশ্ন
wbcs পরীক্ষার প্রশ্ন

পাবলিক সার্ভিস কমিশন এই পরীক্ষার প্রশ্নপত্র নির্ধারণ করে WBCS Syllabus -এর অনুযায়ী। WBCS প্রিলিমিনারি পরীক্ষার ৮টি বিষয় থেকে প্রশ্ন আসে। এই বিষয় নিয়ে আমরা আগেই আলোচনা করেছি। 

আজ আমরা WBCS পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন WBCS-এর নোটিশে উল্লেখ করে প্রত্যেকটি বিষয় থেকে ২৫ নম্বর করে প্রশ্ন আসবে, কিন্তু প্রশ্নপত্র ঠিক করার সময় সেটি প্রতিবার সম্ভব হয়না। কোনো বছরে একটি বিষয় থেকে ২৫-এর বেশি প্রশ্ন আসে আবার কোনোবারে ২৫-এর কম। যেমন ভারতীয় স্বাধীনতা সংগ্রাম থেকে ২০২০ সালে ৩৩টি প্রশ্ন এসেছিল এবং ২০১৯-এ এসেছিল ৩৯টি। সেরকমই অন্নান্য বিষয়েও এই ব্যপারটি লক্ষনীয়। শুধুমাত্র ইংলিশ বিষয় থেকে প্রতি বছর ২৫ নম্বর করে প্রশ্ন আসে।

কোন বছরে কোন বিষয় থেকে কটি প্রশ্ন এসেছে

WBCS ২০২০

ভারতীয় স্বাধীনতা সংগ্রাম৩৩টি
ইতিহাস১৬টি
ভূগোল৩০টি
রাষ্ট্র বিজ্ঞান১২টি
অর্থনীতি১৪টি
ইংলিশ২৫টি
বিজ্ঞান২০টি
কারেন্ট অ্যাফেয়ার্স২১টি
অঙ্ক ও রিসনিং২৯টি

WBCS ২০১৯

ভারতীয় স্বাধীনতা সংগ্রাম৩৯টি
ইতিহাস১২টি
ভূগোল২৫টি
রাষ্ট্র বিজ্ঞান২১টি
অর্থনীতি০৪টি
ইংলিশ২৫টি
বিজ্ঞান২০টি
কারেন্ট অ্যাফেয়ার্স২৪টি
অঙ্ক ও রিসনিং৩০টি

WBCS ২০১৮

ভারতীয় স্বাধীনতা সংগ্রাম৩১টি
ইতিহাস২১টি
ভূগোল২৩টি
রাষ্ট্র বিজ্ঞান৭টি
অর্থনীতি১০টি
ইংলিশ২৫টি
বিজ্ঞান২৩টি
কারেন্ট অ্যাফেয়ার্স৩৩টি
অঙ্ক ও রিসনিং২৭টি

WBCS ২০১৭

ভারতীয় স্বাধীনতা সংগ্রাম৩০টি
ইতিহাস২১টি
ভূগোল২৮টি
রাষ্ট্র বিজ্ঞান৮টি
অর্থনীতি১৮টি
ইংলিশ২৫টি
বিজ্ঞান২৫টি
কারেন্ট অ্যাফেয়ার্স২৪টি
অঙ্ক ও রিসনিং২৫টি

WBCS ২০১৬

ভারতীয় স্বাধীনতা সংগ্রাম২৭টি
ইতিহাস২২টি
ভূগোল২৯টি
রাষ্ট্র বিজ্ঞান১৫টি
অর্থনীতি৭টি
ইংলিশ২৫টি
বিজ্ঞান২৩টি
কারেন্ট অ্যাফেয়ার্স২৭টি
অঙ্ক ও রিসনিং২৫টি

WBCS ২০১৫

ভারতীয় স্বাধীনতা সংগ্রাম৩৬টি
ইতিহাস১৩টি
ভূগোল২৮টি
রাষ্ট্র বিজ্ঞান১০টি
অর্থনীতি১৯টি
ইংলিশ২৫টি
বিজ্ঞান১৯টি
কারেন্ট অ্যাফেয়ার্স২৫টি
অঙ্ক ও রিসনিং২৯টি

এই বিষয়ে Assistant Commercial Tax Officer সুকল্যাণ কর্মকার একটি ভিডিও বানিয়েছেন সেটি দেখতে পারেন

পরীক্ষাটির প্রস্তুতি নেওয়ার জন্যে আগের বছরের প্রশ্ন পর্যবেক্ষণ করা অত্যন্ত জরুরি, এতে পরীক্ষার্ত্রীদের বুঝতে সুবিধা হয় কি ধরনের প্রশ্ন এসে থাকে, কোন বিষয়ের কোন অংশ থেকে তুলনামূলক বেশি প্রশ্ন এসে থাকে, ইত্যাদি। সফল প্রার্থীরা বলেন, তাদের সফলতার পিছনে WBCS-এর আগের ১০ বছরের প্রশ্নপত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাদের মতে কিছু প্রশ্ন আগের বছরের প্রশ্নপত্র থেকেও দেয়া হয়ে থাকে। সেই জন্য প্রার্থীদের প্রস্তুতির সুবিধার্থে WBCS previous year question paper গুলি দেওয়া হল।ইচ্ছুক প্রার্থীরা download করতে পারেন। প্রতি বছরের প্রশ্ন আলাদা আলাদা PDFএ দেওয়া আছে, “Download”-এ ক্লিক করে WBCS question paper download করা যাবে।

WBCS 10 Years Question

WBCS 2022 Preliminary Question PaperDownload
WBCS 2021 Preliminary Question PaperDownload
WBCS 2020 Preliminary Question PaperDownload
WBCS 2019 Preliminary Question PaperDownload
WBCS 2018 Preliminary Question PaperDownload
WBCS 2017 Preliminary Question PaperDownload
WBCS 2016 Preliminary Question PaperDownload
WBCS 2015 Preliminary Question PaperDownload
WBCS 2014 Preliminary Question PaperDownload
WBCS 2013 Preliminary Question PaperDownload
WBCS 2012 Preliminary Question PaperDownload
WBCS 2011 Preliminary Question PaperDownload
WBCS 2010 Preliminary Question PaperDownload

WBCS পরীক্ষার প্রশ্নগুলির কি পুনরাবৃত্তি হয়?

হ্যাঁ, প্রতি বছরের প্রশ্নপত্রগুলি পর্যালোচনা করে দেখা গেছে যে ১৫% থেকে ২০% প্রশ্নের পুনরাবৃত্তি হয়ে থাকে।

WBCS পরীক্ষায় সবথেকে বেশি প্রশ্ন কোন বিষয় থেকে আসে?

ইতিহাস বিষয়টি থেকে সবথেকে বেশি প্রশ্ন আসে।

Nilanjan Bhadra
City College থেকে B.Com পাশ করেছি। স্কুলের ছাত্র-ছাত্রীদের পড়ানোর অভিজ্ঞতা আছে।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here