পশ্চিমবঙ্গ বনদপ্তরের পক্ষ থেকে আজকে একটি বিজ্ঞপ্তি বেরিয়েছে যেখানে বলা হয়েছে এক বছরের অস্থায়ী পদে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে আবেদন করা যাবে। চাকরিটির পোষ্টিং হবে দক্ষিণ 24 পরগনার সুন্দরবন টাইগার রিজার্ভে। বিস্তারিত জেনে নিন-

প্রতিষ্ঠানের নামপশ্চিমবঙ্গ বনদপ্তর
পোষ্ট১টি
বেতন২৭,০০০
westbengal forest department 2021

আবেদন শুরু – ৭.০৭.২০২১

আবেদন শেষ – ১৫.০৭.২০২১

পদের নাম ও শিক্ষাগত যোগ্যতা

১) রিসার্চ অ্যাসিস্ট্যান্ট

শিক্ষাগত যোগ্যতা – বায়োলজিক্যাল, এনভারমেন্টাল অথবা ওয়ার্ল্ড লাইফ সাইন্স নিয়ে গ্রাজুয়েশন পাশ করলে আবেদন করা যাবে(মাস্টার ডিগ্রী থাকলে প্রাধান্য দেওয়া হবে), সাথে ওয়ার্ল্ড লাইফ সেন্সাস-এর অভিজ্ঞতা চাওয়া হয়েছে। ক্যামেরা ট্র্যাকিং এবং M-Stripes এ জ্ঞান থাকতে হবে।

শূন্যপদ – উল্লেখ নেই 

বেতন – ২৭,০০০

বয়সসীমা

আবেদনটিতে কোন বয়সসীমার উল্লেখ নেই সেক্ষেত্রে ধরে নেয়া যেতে পারে যে শিক্ষাগত যোগ্যতার চাওয়া হয়েছে সেটি থাকলেই আবেদন করা যাবে।

আবেদন পদ্ধতি

অনলাইনে আবেদন করতে হবে। ইচ্ছুক প্রার্থীরা [email protected] এই ইমেইল এড্রেসে অ্যাপ্লিকেশন ফর্ম ফিলাপ করে পাঠাতে পারে, সাথে জরুরী ডকুমেন্ট যোগ করতে হবে। প্রার্থীদের সুবিধার্থে নিচে আবেদন পত্রটির লিংক দেওয়া আছে।

আবেদন মূল্য

কোন আবেদন মূল্য লাগবেনা, সম্পূর্ণ বিনামূল্যে এই আবেদন করা যাবে।

নিয়োগ পদ্ধতি

কোন পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। যে কমিটির দ্বারা ইন্টারভিউ নেওয়া হবে সেটি হল-

The chairmanship of the APCCF & Director, SBR with CCF & FD/STR and DFD/STR being the action members.

প্রয়োজনীয় লিঙ্ক

অফিসিয়াল নোটিশClick Here
অফিসিয়াল ওয়েবসাইটClick Here

বিঃদ্রঃ উপরের সমস্ত তথ্যগুলি ‘Official Notice’-এর ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে।

বর্তমানে যে যে চাকরির ফর্ম ফিলাপ চলছে

Nilanjan Bhadra
City College থেকে B.Com পাশ করেছি। স্কুলের ছাত্র-ছাত্রীদের পড়ানোর অভিজ্ঞতা আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here