ভারতবর্ষের কেন্দ্র সরকারের স্টাফ সিলেকশন কমিশনের (SSC) অধীনে পরিচালিত হওয়া একটি পরীক্ষা হল MTS (Multi-Tasking Staff) and Havaldar (CBIC/CBN) Exam. যার মাধ্যমে দেশের বিভিন্ন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে ভারত সরকারের বিভিন্ন বিভাগে বা মন্ত্রনালয়ে সাধারণ কেন্দ্রীয় পরিষেবার অধীনস্ত গ্রুপ ‘C-এর নন-গেজেটেড, নন-মিনিষ্টেরিয়াল ও CBIC/CBN  হাভালদার পদে নিয়োগ করা হয়।

এই পরীক্ষাটি প্রতি বছর সংগঠিত হয়ে থাকে। শুধুমাত্র মাধ্যমিক (10th) বা তার সমতুল্য যোগ্যতা থাকলেই এই পরীক্ষার জন্য আবেদন করা যায়। শেষ ২০২৩ সালে এই পরীক্ষাটি সংগঠিত হয়েছিল ১লা থেকে ১৪ই সেপ্টেম্বরের মধ্যে এবং প্রায় ২৬,০৯,৭৭৭ জন প্রার্থী দেশের সমস্ত প্রান্ত থেকে এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন। আমরা এখানে SSC MTS and HAVALDAR EXAM- এর Exam Pattern এবং Syllabus নিয়ে আলোচনা করবো –

SSC MTS Syllabus

SSC MTS Exam Pattern

SSC MTS পরীক্ষাটি ২০২২ সাল পর্যন্ত Tier-1 (Preliminary) ও Tier-2 (Main) এই ২টি ধাপে হত। কিন্তু SSC-র ২০২৩ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী এই পরীক্ষাটিতে একটিই ধাপ থাকবে এবং তা কম্পিউটার ভিত্তিক হবে (online)। এই একটি ধাপের পরীক্ষাকে ২টি Session-এ ভাগ করা হয়েছে- Session-1 ও Session-2। ২টি Session-এর পরীক্ষা একসাথে একইদিনে হবে। Session-1-এ ৬০ নাম্বারের ২০টি প্রশ্ন থাকবে ও কোনো Negative Marking থাকবেনা এবং  Session-1-এ প্রাপ্ত নাম্বার Merit List-এ ধরা হবেনা। কিন্তু এই Session-1-এ উত্তীর্ণ না হলে Session-2-এর জন্য উত্তরপত্র গ্রহনযোগ্য হবেনা।

Session 2-এ General Awareness থেকে ২৫টি ৭৫ নাম্বারের এবং English Language and Comprehension-এর থেকে ২৫টি ৭৫ নাম্বারের প্রশ্ন আসবে। প্রতিটি প্রশ্নের মান হবে ৩ নাম্বার। অর্থাৎ, মোট ৫০টি প্রশ্ন হবে ১৫০ নাম্বারের। Session ২-এ প্রতিটি ভুল উত্তরের জন্য ১ নাম্বার  Negative Marking থাকবে। Session ২-এর প্রশ্নের উত্তর দেওয়ার জন্যও ৪৫ মিনিট সময় দেওয়া হবে পরীক্ষার্থীকে। এই ১৫০ নাম্বারের উপর ভিত্তি করেই Cut off marks ও Merit list নির্ধারিত হবে। MCQ ধরনের প্রশ্ন আসবে ২টি Session-এ।

যে সমস্ত পরীক্ষার্থী Havildar বিভাগের জন্য আবেদন করবেন তাদের Session-1 ও Session-2 পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর  Physical Efficiency Test (PET)/ Physical Standard Test (PST)- এ কৃতকার্য হতে হবে। PET/PST-এই Physical Exam-এ পাশ করতে না পারলে সেই প্রার্থী Havaldar বিভাগে চাকরির জন্য নির্বাচিত হবেনা।

SSC MTS and Havildar Syllabus

SSC MTS পরীক্ষায় মোট ৪টি বিষয় থেকে কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় প্রশ্ন আসে। যা হল- 

Session-1

  • Numerical and Mathematical Ability
  • Reasoning Ability and Problem Solving

Session-2

  • General Awareness
  • English Language and Comprehension

এবার এই বিষয়গুলির থেকে  কি কি অধ্যায় পড়তে হবে, তা নীচে বিস্তারিত ভাবে আলোচনা করা হল-

MTS Exam Online Exam Syllabus

Session-1

  • ১) Numerical and Mathematical Ability (৬০ নম্বর): এই বিষয়টি থেকে পূর্ণসংখ্যা এবং পূর্ণসংখ্যা সম্পর্কিত সমস্যাগুলির প্রশ্ন, ল.সা.গু-গ.সা.গু, দশমিক এবং ভগ্নাংশ, সংখ্যার মধ্যে সম্পর্ক, মৌলিক গাণিতিক ক্রিয়াকলাপ এবং BODMAS, শতাংশ, অনুপাত এবং অনুপাত, কাজ এবং সময়, প্রত্যক্ষ এবং বিপরীত অনুপাত, গড়, সরল সুদ সম্পর্কিত সমস্যা, লাভ এবং ক্ষতি, ডিসকাউন্ট, মৌলিক জ্যামিতিক চিত্রের ক্ষেত্রফল এবং পরিধি, দূরত্ব এবং সময়, রেখা এবং কোণ, সরল গ্রাফ এবং ডেটার ব্যাখ্যা, বর্গ এবং বর্গমূল সম্পর্কিত প্রশ্ন আসবে। 
  • ২) Reasoning Ability and Problem Solving (৬০ নম্বর): এই অংশের প্রশ্নগুলির দ্বারা পরীক্ষার্থীর সাধারন বুদ্ধির ও শেখার ক্ষমতার (General learning ability) পরিমাপ করা হয়। এই বিষয়টিতে আলফা-নিউমেরিক সিরিজ, কোডিং এবং ডিকোডিং, উপমা, অনুসরণীয় দিকনির্দেশ, মিল এবং পার্থক্য, 20 Jumbling, সমস্যা সমাধান এবং বিশ্লেষণ, ডায়াগ্রাম, বয়স গণনা, ক্যালেন্ডার এবং ঘড়ি ইত্যাদি সম্পর্কে  অ-মৌখিক যুক্তির উপর ভিত্তি করে প্রশ্ন আসে।

Session-2

  • ৩) General Awareness (৭৫ নম্বর): এই বিষয়টিতে Social Studies (ইতিহাস, ভূগোল, শিল্প ও সংস্কৃতি, নাগরিক বিজ্ঞান, অর্থনীতি) থেকে বিস্তারিত ভাবে এবং সাধারণ বিজ্ঞান (General Science) ও পরিবেশগত অধ্যয়ন (Environmental studies) এর উপর মাধ্যমিক স্তর থেকে প্রশ্ন আসে।
  • ৪) English Language And Comprehension (৭৫ নম্বর): প্রার্থীদের ইংরেজি ভাষা সম্পর্কে সাধারন জ্ঞান, শব্দভান্ডার, ব্যাকরণ, বাক্যের গঠন, প্রতিশব্দ, বিপরীতার্থক শব্দ (The basics of English Language, its vocabulary, grammar, sentence structure, synonyms, antonyms) ইত্যাদি বিষয় থেকে প্রশ্ন করা হবে। একটি সহজ অনুচ্ছেদ দেওয়া হবে এবং ওই অনুচ্ছেদের উপর ভিত্তি করে প্রশ্ন আসবে।

MTS CBIC/CBN Havildar পদের  Physical Efficiency Test (PET)/ Physical Standard Test (PST)-এর Syllabus

Session-1 ও 2 তে কৃতকার্য হওয়ার পর যে সমস্ত প্রার্থীরা CBIN/CBN Havildar পদে নিযুক্ত হতে চান, তাদেরকে Physical Efficiency Test (PET)/ Physical Standard Test (PST) দিতে হয়।

  • ১) সাইকেলিং- পুরুষ পরীক্ষার্থীদের জন্য ৩০ মিনিটে ৮ কিমি এবং মহিলা পরীক্ষার্থীদের জন্য ২৫ মিনিটে ৩ কিমি ।
  • ২) ওয়াকিং- পুরুষ পরীক্ষার্থীদের জন্য  ১৫মিনিটে ১৬০০ মিটার এবং মহিলা পরীক্ষার্থীদের জন্য ২০ মিনিটে ১ কিলোমিটার।

OL OAL LC AAV MD পরীক্ষার্থীদের ক্ষেত্রে সাইকেলিং ও ওয়াকিং পরীক্ষা নেওয়া হবে না।

(OL= One Leg, OAL= One Arm & One Leg, LC= Leprosy Cured, AAV = Acid Attack Victim, MD = Multiple Disabilities.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here