SSC CGL- এর পুরো অর্থ হল ‘স্টাফ সিলেকশন কমিশন কমবাইন্ড গ্রেজুয়েশন লেভেল’। স্টাফ সিলেকশন কমিশন দেশের বিভিন্ন মন্ত্রণালয়ে নন-টেকনিক্যাল গ্রুপ ‘বি’ এবং গ্রুপ ‘সি’ নন-গেজেটেড পদে নিয়োগের জন্য এই SSC CGL পরীক্ষা পরিচালনা করে থাকে। পরীক্ষার প্রায় ৩ মাস আগে Staff Selection Commission-র অফিসিয়াল ওয়েবসাইটে পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, যেখানে এই পরীক্ষা সংক্রান্ত সমস্ত তারিখ, পরীক্ষা পদ্ধতি, ফর্ম ফিলাপের নিয়ম, বেতন ইত্যাদি গুরুত্বপূর্ন তথ্যগুলি দেওয়া থাকে। ২০২৪ সালের SSC CGL পরীক্ষার বিজ্ঞপ্তি জুন মাসে প্রকাশ করা হবে। আমরা এই প্রতিবেদনে SSC CGL পরীক্ষাটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।

SSC CGL

SSC CGL পরীক্ষা কি?

কেন্দ্র সরকারের অধীনে হওয়া এই SSC CGL পরীক্ষাটিকে প্রতি বছর স্টাফ সিলেকশন কমিশন (SSC) পরিচালনা করে। এই পরীক্ষার নূন্যতম যোগ্যতা হল গ্রেজুয়েশন লেভেল বা স্নাতকস্তর। অর্থাৎ, গ্রেজুয়েশন বা স্নাতক স্তর পাশ করার পর যে কোনো পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহন করতে পারে। নূন্যতম যোগ্যতা গ্রেজুয়েশন পাশ হওয়ার এই পরীক্ষাটি কেন্দ্র সরকারের অন্যান্ন চাকরির পরীক্ষার তুলনায় কঠিন হয় ও যথেষ্ট প্রতিযোগিতামূলক হয়ে থাকে। পরীক্ষার্থীদের SSC-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই পরীক্ষার ফর্ম ফিলাপ করতে হয়।

পরীক্ষার নামSSC CGL (Staff Selection Commission Combined Graduate Level Examination)
পরিচালক সংস্থাStaff Selection Commission (SSC)
পরীক্ষার ধরনOnline (কম্পিউটার ভিত্তিক)
আবেদন প্রক্রিয়াOnline
পরীক্ষার ধাপদুইটি (Tier-1 এবং Tier-2)
পরীক্ষার সময়Tier-1- ৬০ মিনিট
Tier-2- পেপার-১ (২ঘন্টা ৩০মিনিট), পেপার-২ ও ৩ (২ঘন্টা) 
পরীক্ষার ভাষাহিন্দি ও ইংরেজি
শিক্ষাগত যোগ্যতাগ্রেজুয়েশন পাশ বা স্নাতক স্তর
বয়সসীমা১৮ বছর থেকে ৩২ বছর
শূন্যপদপ্রায় ৫০০০টি
আবেদন মূল্য১০০/- (ST/SC/PWDB এবং মহিলা পরীক্ষার্থীদের ক্ষেত্রে কোন রকম আবেদন মূল্য দিতে হবে না)
ফর্ম ফিলাপের তারিখ১১-০৬-২০২৪ থেকে ১০-০৭-২০২৪
অফিসিয়াল ওয়েবসাইটwww.ssc.nic.in

SSC CGL- এর বিভিন্ন পদ

SSC-র Combined Graduate Level (CGL) পরীক্ষার মাধ্যমে কেন্দ্র সরকারের অধীনস্ত বিভিন্ন দপ্তরের লোয়ার ডিভিশন ক্লার্ক, অ্যাসিস্টেন্ট ইত্যাদি পদে চাকরি পাওয়া যায়। ২০২৪ সালে CGL-এর জন্য প্রায় ৮০০০টি শূন্যপদ নির্ধারিত করা হয়েছে। নিম্নলিখিত অধস্তন পদ্গুলিতে নিয়োগের জন্য এই পরীক্ষাটি নেওয়া হবে।

  • ১) Assistant in Ministries/Department, Attached and Subordinate office of the Government of India.
  • ২) Postal Assistant/Sorting Assistant.
  • ৩) Inspector of Income Tax Research Assistant.
  • ৪) Preventive Officers in Customs, Compiler in Registrar General of India.
  • ৫) Inspectors of Central Excise & Customs.
  • ৬) Tax Assistant in CBDT and CBEC.
  • ৭) Examiner in Customs.
  • ৮) Accountant/Junior Accountant.
  • ৯) Auditor Offices under C&AG (Comptroller and Auditor General), CGDA (Controller General of Defence Accounts), CGA (Controller General Accounts) & Others.
  • ১০) Sub Inspectors in Central Bureau of Narcotics & CBI.
  • ১১) Divisional Jr. Accountant, Jr. Accountant, Auditor & UDCs in various offices of the Government of India.

SSC CGL পরীক্ষার যোগ্যতা

SSC CGL পরীক্ষার নূন্যতম যোগ্যতা হল গ্রেজুয়েশন লেভেল বা স্নাতকস্তর। কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহন করার ক্ষেত্রে  শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি বয়সসীমা ও  জাতীয়তার ক্ষেত্রেও কিছু নির্দিষ্ট নিয়মাবলি বা criteria বিজ্ঞপ্তিতে প্রকাশিত হয়। SSC CHSL পরীক্ষায় অংশগ্রহনের নির্দিষ্ট Criteria বা নিয়মগুলি নিম্নে বিস্তারিতভাবে আলোচনা করা হল –

SSC CGL পরীক্ষার শিক্ষাগত যোগ্যতা (SSC CGL Educational Qualifications)

SSC CGL পরীক্ষার শিক্ষাগত যোগ্যতা হল গ্রেজুয়েশন লেভেল বা স্নাতক পাশ। অর্থাৎ, দেশের একটি স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে গ্রেজুয়েশন পরীক্ষায় কৃতকার্য হলেই যে কোনো ব্যক্তি  এই পরীক্ষায় আবেদন করতে পারবেন। কিন্তু আবেদন পত্র জমা দেওয়ার শেষ দিনের মধ্যে তাকে  গ্রেজুয়েশন পাশ করতে হবে। উদাহরণ হিসাবে বলা যায় যে, ২০২৩ সালের CGL পরীক্ষার আবেদনের শেষ তারিখ দেওয়া হয়েছে ৪ঠা জুন, যদি কোনো প্রার্থী এই তারিখের মধ্যে গ্রেজুয়েশন পাশ না করতে পারেন, তাহলে তিনি আবেদন করতে পারবেন না।

এই পরীক্ষায় অংশগ্রহনের জন্য গ্রেজুয়েশন পাশ আবশ্যক কিন্তু কোনো কোনো পদের জন্য নির্দিষ্ট কিছু ডিগ্রী থাকতে হবে পরীক্ষার্থীর কাছে। পদ হিসাবে শিক্ষাগত যোগ্যতাগুলি হল –

পদশিক্ষাগত যোগ্যতা
Assistant Audit Officer/Assistant Accounts Officerকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি আবশ্যিক এবং তার সাথে সিএ/সিএস/এমবিএ/কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট/বাণিজ্যে মাস্টার্স/বিজনেস স্টাডিজে মাস্টার্স ডিগ্রীও থাকতে হবে।
Junior Statistical Officer (JSO)যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বাদশ শ্রেণিতে (12th) গণিতে ন্যূনতম 60% সহ স্নাতক ডিগ্রি বা স্নাতকের অন্যতম বিষয় হিসাবে পরিসংখ্যান সহ যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি  থাকতে হবে।
Statistical Investigator Grade-IIবাধ্যতামূলক বা ইলেকটিভ বিষয় হিসাবে অর্থনীতি বা পরিসংখ্যান গণিত (Economics or Statistics Mathematics) সহ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
Research Assistant in National Human Rights Commission (NHRC)কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে স্নাতক ডিগ্রি। যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা স্বীকৃত গবেষণা প্রতিষ্ঠানে ন্যূনতম এক বছরের গবেষণার অভিজ্ঞতা।
All Other Postsকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা সমমানের যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।

SSC CGL পরীক্ষার জাতীয়তা সম্পর্কিত যোগ্যতা (SSC CGL Nationality Criteria)

SSC-এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত CGL পরীক্ষার বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থীদের জাতীয়তার ক্ষেত্রেও নির্দিষ্ট  নিয়মাবলীর কথা উল্লেখ করা হয়েছে, যা হল- 

  • ১) পরীক্ষায় অংশগ্রহনকারী প্রার্থীকে অবশ্যই ভারতের একজন নাগরিক হতে হবে। 
  • ২) ভারতীয় বা নেপাল, ভুটানীয় বংশোদ্ভূত কোনো প্রার্থী যদি পাকিস্তান, বার্মা, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, পূর্ব আফ্রিকার দেশ কেনিয়া, উগান্ডা, তানজানিয়ার ইউনাইটেড রিপাবলিক, জাম্বিয়া, মালাউই, জায়ার, ইথিওপিয়ার অভিবাসী হয়েছেন কিন্তু বর্তমানে ভারতে স্থায়ীভাবে আছেন বা বসবাস করছেন, তাহলেও তিনি এই পরীক্ষায় অংশ নিতে পারবেন।

SSC CGL পরীক্ষার বয়সসীমা (SSC CGL Age Limit)

বয়সসীমার ক্ষেত্রেও স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে নির্দিষ্ট কিছু যোগ্যতা বা Criteria-r উল্লেখ করা আছে। SSC-র নির্দেশ অনুযায়ী CGL প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ৩২ বছরের (18 to 32 years) মধ্যে হতে হবে। অন্যান্ন সরকারি চাকরির পরীক্ষার মত এই পরীক্ষাটিতেও সরকারী নিয়মানুসারে সংরক্ষিত বিভাগের (ST/SC/OBC) প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়। যেমন-

OBC/Ex-Servicemen (General)৩ বছর
SC/ST/Central Govt. Civilian Employees (General-Group B)/ Candidates domiciled in the State of Jammu & Kashmir (SC/ST)/ Defence Personnel Disabled in hostilities-General৫ বছর
Physically Handicapped (General)/ Central Govt. Civilian Employees (SC/ST-Group B)/ Candidates domiciled in the State of Jammu & Kashmir (SC/ST)/ Defence Personnel Disabled in hostilities-SC/ST১০ বছর
Physically Handicapped (OBC)১৩ বছর
Physically Handicapped (SC/ST)১৫ বছর
Ex-Servicemen (OBC)৬ বছর
Ex-Servicemen (SC/ST)/ Central Govt. Civilian Employees (OBC-Group B)/ Candidates domiciled in the State of Jammu & Kashmir (OBC)/ Defence Personnel Disabled in hostilities-OBC৮ বছর
Central Govt. Civilian Employees (General-Group C)৪০ বছর বয়স পর্যন্ত
Central Govt. Civilian Employees (OBC-Group C)৪৩ বছর বয়স পর্যন্ত
Central Govt. Civilian Employees (St/SC-Group C)৪৫ বছর বয়স পর্যন্ত
Widows/Divorced Women/Women Judicially separated and who are not remarried-Group C/General৩৫ বছর বয়স পর্যন্ত
Widows/Divorced Women/Women Judicially separated and who are not remarried-Group C/OBC৩৮ বছর বয়স পর্যন্ত
Widows/Divorced Women/Women Judicially separated and who are not remarried-Group C/SC & ST৪০ বছর বয়স পর্যন্ত

SSC CGL পরীক্ষার Application Process (আবেদন পদ্ধতি)

কেন্দ্র সরকারের Staff Selection Commission-এর অফিসিয়াল ওয়েবসাইট www.ssc.nic.in -এ SSC-র সমস্ত পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং সমস্ত পরীক্ষার ফর্ম ফিলাপও করা যায়। কেন্দ্র সরকারের যেকোনো চাকরির পরীক্ষা দেওয়ার জন্য SSC-র ওয়েবসাইটে Registration করতে হয়। এটিকে ‘One Time Registration’ বলে। নতুন প্রার্থীদের জন্য এটি প্রযোজ্য। নিম্নে এই One Time Registration’-এর পদ্ধতিটি বিস্তারে দেওয়া হল-

  • 1. প্রথমে Staff Selection Commission (SSC)- এর ওয়েবসাইটে গিয়ে “Register Now”-তে ক্লিক করতে হবে এবং তারপর SSC CGL 2023 Online Application-এ ক্লিক করতে হবে।
  • 2. Registration করার জন্য প্রথমে প্রাথমিক বিবরন যেমন প্রার্থীর বাবা ও মায়ের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং Email Account নথিভুক্ত করতে হবে এবং Submit Button-এ ক্লিক করতে হবে।
  • 3. নথিভুক্ত করার পর প্রার্থী প্রদত্ত e-mail এবং ফোন নাম্বারে OTP আসবে। OTP টি নথিভুক্ত করার পরেই প্রার্থীকে Enrollment Number ও Password দেওয়া হবে।

এই Enrollment Number ও Password দিয়ে SSC-র ওয়েবসাইটে আবার login করে SSC CGL পরীক্ষার ফর্ম ফিলাপ করা যাবে। SSC CGL পরীক্ষার Application Processটি নিচে আলোচনা করা হল –

How To Apply For SSC CGL

One time registration-এর সময় প্রথমে যে Enrollment Number ও password দেওয়া হইয়েছিল, তার মাধ্যমে প্রার্থীকে login করতে হবে।

  • 1. Login করার পর Dashboard-এর Application অপশনে ক্লিক করলে Application ফর্মটি খুলবে।
  • 2.এরপর ফর্মটিকে নির্দেশ অনুযায়ী ফিলাপ করতে হবে।
  • 3. এরপর প্রার্থীর recent ছবি এবং Signature upload করতে হবে। ছবিটি JPEG file এবং 20 KB to 50 KB-এর মধ্যে হতে হবে এবং ছবি এবং Signature 10 KB to 20 KB সাইজের হতে হবে। upload করার পর পেজের নীচে preview অপশানে ক্লিক করতে হবে। যদি কোনো ভুল হয়ে থাকে ফর্ম ফিলাপে তাহলে এই পেজেই ঠিক করে নিতে হবে Edit অপশানে গিয়ে।
  • 4. এরপর প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার সম্পর্কে যা যা চাওয়া হবে সেই তথ্যগুলি এবং প্রার্থী কোন গ্রুপে আবেদন করতে চায় সেটি নথিভূক্ত করতে হবে।
  • 5. শেষ ধাপে অনলাইনে ১০০/- আবেদন মূল্য জমা দিতে হবে। অনলাইনে আবেদন মূল্য জমা করার জন্য প্রার্থীদের নেট ব্যঙ্কিং, ডেবিট/ক্রেডিট কার্ড, ইউ পি আই ছাড়াও আরও নানা অপশান দেওয়া হবে।
  • 6. এরপর Submit অপশানে ক্লিক করলে ফর্ম ফিলাপ সম্পূর্ন হবে। প্রার্থীদের নিজের আবেদন পত্রের Print-Out বের করে রাখতে হবে।

SSC CGL-এর Syllabus

আমরা আগেই জেনেছি যে, এই পরীক্ষা মোট ২টি ধাপে হয়ে থাকে- Tier-1 এবং Tier-2। এই Tier-1 ও Tier-2 এর জন্য আলাদা আলাদা সিলেবাস SSC-এর পক্ষ থেকে ঠিক করা হয়েছে। 

Tier-1 Syllabus

  • ১) General Intelligence Reasoning
  • ২) English Comprehension 
  • ৩) Quantitative Aptitude
  • ৪) General Awareness
বিষয়প্রশ্নের সংখ্যানম্বর
English Comprehension২৫৫০
General Intelligence Reasoning২৫৫০
Quantitative Aptitude২৫৫০
General Awareness২৫৫০
মোট১০০১০০

Tier-2 Syllabus

Tier-2 পরীক্ষাটিকে ৩টি পেপারে বিভক্ত করা হয়েছে।  এই ৩টি পেপারের প্রথম পেপারটিকে 2 টি Session-এ ভাগ করা হয়েছে, প্রতি Session-কে ৩টি করে Section-এ এবং প্রতি Section-কে ২ টি করে Module-এ ভাগ করা হয়েছে।

PaperSessionModulesSubjectNo. of QuestionsMarksTime
Paper-1 (Session 1)Session-1Module-1Mathematical Abilities3060*3=1801 hour
Module-2Reasoning and General Intelligence30
Session-2Module-1English Language and Comprehension4570*3=2101 hour
Module-2General Awareness25
Session-3Module-1Computer Knowledge2020*3=6015 minutes
Paper-1
(Session-2)
Session-3Module-2Data Entry Typing Speed Test15 minutes
Paper-2Statistics100100*2=2002 hours
Paper-3General Studies (Finance and Economics)100100*2=2002 hours

SSC CGL পরীক্ষার Selection Process

CGL- এর Tier-I পরীক্ষায় সমস্ত পরীক্ষার্থীকে অংশগ্রহণ করতে হয়। Tier-I পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে, প্রার্থীদের Tier-II পরীক্ষার জন্য বাছাই করা হয়। CGL- এর সকল পদের জন্য Tier-II পরীক্ষার প্রথম পত্রটি বাধ্যতামূলক।

পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রকের জুনিয়র স্ট্যাটিসটিক্যাল অফিসার (JSO) পদে চাকরি করতে ইচ্ছুক  আবেদনকারীদের জন্য Tier-II পরীক্ষার পেপার-II বা দ্বিতীয় পত্রটির পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক। সহকারী অডিট অফিসার/সহকারী অ্যাকাউন্টস অফিসার হতে ইচ্ছুক প্রার্থীদের জন্য পেপার III বা তৃতীয় পত্রটির পরীক্ষা দেওয়া আবশ্যিক। পেপার II (JSO), পেপার III (সহকারী অডিট অফিসার/অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার), এবং পেপার I-এর (অন্যান্য সব চাকরির) আলাদা কাট-অফ স্কোর থাকবে।

সকল টিয়ার-II প্রার্থীদের পেপার I পরীক্ষাটি দিতে হবে। শুধুমাত্র জুনিয়র পরিসংখ্যান অফিসার (JSO) এবং সহকারী অডিট অফিসার/সহকারী অ্যাকাউন্টস অফিসার পদে চাকরি করতে ইচ্ছুক প্রার্থীদের দ্বিতীয় এবং তৃতীয় পত্রটির পরীক্ষাটি দিতে হবে। JSO এবং সহকারী অডিট অফিসার/সহকারী অ্যাকাউন্টস অফিসার পদে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের Paper- I, II, III মিলিয়ে মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে Merit List প্রকাশ করা হবে। 

SSC CGL টিয়ার 1 পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বরের নেগেটিভ মার্কিং করা হয় এবং  টিয়ার 2-এর Paper-I এর জন্য ১ নম্বর এবং Paper-II ও Paper-III তে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বরের নেগেটিভ মার্কিং করা হয়।

SSC CGL-এর বেতন কাঠামো

SSC-র পক্ষ থেকে CGL পরীক্ষার জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তাতে বিভিন্ন পদ্গুলির জন্য নির্দিষ্ট বেতন কাঠামোর ব্যাপারে উল্লেখ করা হয়েছে। CGL পরীক্ষার চাকরির পদগুলিকেন ৩ টি ভাগে ভাগ করা হয়। যথা- i) Group-B Gazetted, ii) Group-B Non-Gazetted, iii) Group- C. এই ৩টি ভাগে পদে কর্মরত অফিসারদের বেতন কাঠামো Pay Level হিসাবে করা হয়েছে।  নিম্নে বেতন কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা করা হল-

SSC CGL Pay LevelsSSC CGL Pay Scales (INR)
Pay Level 425,500-81,100
Pay Level 529,200-92,300
Pay Level 635400-1,12,400
Pay Level 744,900-1,42,400
Pay Level 847,600-1,51,100

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here