দক্ষিণ-পূর্ব রেলওয়ে অফিশিয়াল ওয়েবসাইটে একটি নোটিশ জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে বেশ কিছু কর্মী নিয়োগ করা হবে। মোট ৩১টি পদে ১৭৮৫টি শূন্যপদ আছে। পদগুলিতে পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে। ইচ্ছুক প্রার্থীরা নোটিশটির ব্যাপারে বিস্তারিত জেনে নিন –

Railway Recruitment 2021 Bumper job opportunity for 10th pass candidates

South Eastern Railway Apprentice Recruitment 2021

নোটিশ নম্বরSER/P-HQ/RRC/Act Apprentices/2021-22
প্রতিষ্ঠানের নামSouth eastern railway
পোষ্ট৩১টি
মোট শূন্যপদ১৭৮৫টি

Important Dates (গুরুত্বপূর্ণ তারিখ)

আবেদন প্রকাশিত হয়েছে১৪.১১.২০২১
আবেদন শুরু১৫.১১.২০২১
আবেদন শেষ১৪.১২.২০২১
ইন্টারভিউয়ের দিনউল্লেখ নেই

Post Details (পদের ও শিক্ষাগত যোগ্যতা)

(১) Apprentice Trainer

পদের নামশূন্যপদ
Kharagpur Workshop৩৬০টি
Signal and Telecom (Workshop)/Kharagpur৮৭টি
Track Machine Workshop/Kharagpur১২০ টি
SSE (Works)/Engg/Kharagpur২৮ টি
Carriage & Wagon Depot/Kharagpur১২১টি
Diesel Loco Shed/Kharagpur৫০ টি
Senior Dee (G)/Kharagpur৯০ টি
TRD Depot/Electrical/Kharagpur৪০ টি
EMU Shed/Electrical/TPKR৪০ টি
Electric Loco shed/Santragachi৩৬ টি
Senior DEE (G)/Chakradharpur৯৩ টি
Electronic Traction Depot/Chakradharpur৩০ টি
Carriage & Wagon Depot/Chakradharpur৬৫ টি
Electric Loco Shed/Tata৭২ টি
Engineering Workshop/Sini১০০ টি
Track Machine Workshop/Sini৭ টি
SSE (Works)/Engg/Chakradharpur২৬ টি
Electric Loco Shed/Bondamunda৫০ টি
Diesel Loco Shed/Bondamunda৫২টি
Senior DEE (G)/Adra৩০ টি
Carriage & Wagon Depot/Adra৩০ টি
Carriage & Wogon Depot/Adra৬৫ টি
Diesel Loco Shed/BKSC৩৩ টি
TRD Depot/Electrical/ADRA৩০ টি
Electric Loco Shed/BKSC৩১ টি
Flash Butt Welding Plant/Jharsuguda২৫ টি
SSE (Works)/Engg/ADRA২৪ টি
Carriage & Wagon Depot Ranchi৩০ টি
Senior DEE (G)/Ranchi৩০ টি
TRD Depot/Electrical/Ranchi১০টি
SSE (Works)/Engg/Ranchi১০টি

শিক্ষাগত যোগ্যতা – যেকোনো বোর্ড থেকে 50 শতাংশ নম্বরের সঙ্গে মাধ্যমিক পাশ করে ITI সার্টিফিকেট থাকলেই আবেদন করা যাবে।

  • বেতন –  উল্লেখ নেই,
  • শূন্যপদ – ১৭৮৫টি

Age Limit (বয়সসীমা)

সমস্ত পদের জন্যই বয়সসীমা রাখা হয়েছে ১৫ বছর থেকে ২৪ বছর পর্যন্ত। বয়সটি নির্ধারণ করা হবে ০১.০১.২০২১-এর ভিত্তিতে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাওয়া যাবে অর্থাৎ SC/ST প্রার্থীদের ৫ বছরের, OBC প্রার্থীদের ৩ বছরের এবং ex-servicemen-দের জন্য ১০ বছরের বয়সের ছাড় আছে।

How to Apply (আবেদন পদ্ধতি)

দক্ষিণ-পূর্ব রেলের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করা যাবে। অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘notice’ অপশনে আবেদন লিংক পাওয়া যাবে।

আবেদনপত্র ফিলাপ করার সময় প্রার্থীর নাম জন্মতারিখ ছাড়া অন্যান্য জরুরী তথ্যগুলি মাধ্যমিক পরীক্ষার Admit Card অনুযায়ী নথিভূক্ত করতে হবে। যদি কোনো প্রার্থী বয়সেরছাড় নিতে চায় তবে তাকে আলাদাভাবে কাষ্ট অথবা ফিজিক্যাল ডিজেবিলিটির ফর্মটি ফিলাপ করতে হবে। এছাড়া প্রার্থীর ফটো ও সিগনেচার স্ক্যান করে আপলোড করতে হবে।

আবেদনে নথিভুক্ত ইমেইল (E-mail) এবং ফোন নম্বর(Phone Number) চালু রাখার পরামর্শ দেওয়া হয়েছে। নিয়োগ সংক্রান্ত সমস্ত আপডেট এই ইমেইল (E-mail) এবং ফোন নম্বর(Phone Number)-এ জানানো হবে।

Application fees (আবেদন মূল্য) – General প্রার্থীদের জন্য ১০০ টাকা আবেদন মূল্য রাখা হয়েছে। SC/ST/P.W.D এবং মহিলাদের জন্য কোনরকম আবেদনমূলক যাওয়া হয়নি। আবেদন মূল্যটি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং অথবা ই-ওয়ালেট এর মাধ্যমে দেওয়া যাবে।

Selection Process (নিয়োগ পদ্ধতি)

প্রার্থী বাছাইয়ের জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা দেখা হবে। শিক্ষাগত যোগ্যতার সাথে মেডিকেল টেস্ট ও অন্যান্য জরুরী পরীক্ষাগুলি পাশ করতে হবে।

Official Notice
Official Website
Apply Here

বিঃদ্রঃ উপরের সমস্ত তথ্যগুলি ‘Official Notice’-এর ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে।

Nilanjan Bhadra
City College থেকে B.Com পাশ করেছি। স্কুলের ছাত্র-ছাত্রীদের পড়ানোর অভিজ্ঞতা আছে।

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here