ম্যাজাগণ ডক শিপ বিল্ডার্স লিমিটেডে(MDL), non-executive পদের জন্য একটি বিজ্ঞপ্তি ঘোষণা করেছে। এটি একটি কেন্দ্রসরকার অধীনস্ত কোম্পানি। নোটিশ অনুযায়ী নূন্যতম যোগ্যতা হিসেবে প্রত্যেক পরীক্ষার্থীকে মাধ্যমিক পাশ করতে হবে অথবা সরকারি বোর্ডের অধীনস্থ একই রকমের(SSC-র মতো) কোনো পরীক্ষায় পাশ করতে হবে। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা অনলাইনে Apply করতে পারবেন। নীচে নোটিশ সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে।
প্রতিষ্ঠানের নাম | ম্যাজাগণ ডক শিপ বিল্ডার্স লিমিটেড (MDL) |
পোষ্টের নাম | Non-Executive Post |
শূন্যপদ | ১৩৮৮ |
আবেদনের শুরু – ১১/০৬/২০২১
আবেদনের শেষদিন – ০৪/০৭/ ২০২১
বিভিন্ন পদ হিসেবে শিক্ষাগত যোগ্যতা
১) কার্পেন্টার
শূন্যপদ — ৮১টি
শিক্ষাগত যোগ্যতা– নূন্যতম যোগ্যতা অষ্টম শ্রেণি। Carpenter/Shipwright(Wood) হিসাবে National Apprenticeship Certificate Examination পাশ করতে হবে।
২) কম্পোজিট ওয়েল্ডার (Composite Welders)
শূন্যপদ — ১৩টি
শিক্ষাগত যোগ্যতা – নূন্যতম যোগ্যতা অষ্টম শ্রেণি। “Welder/Welder(G&E)/TIG & MIG Welder/Structural Welder/Welder(Pipe & Pressure Vessels)/Advence Welder/Gas Cutter” -হিসাবে National Apprenticeship Certificate Examination পাশ করতে হবে।
৩) Jr. Draughtsman(Machanical/Civil)
শূন্যপদ — ৫৪টি
শিক্ষাগত যোগ্যতা – প্রার্থীকে এসএসসি পাশ করতে হবে অথবা সরকারি বোর্ডের অধীনস্থ একই রকমের(SSC-র মতো) কোনো পরীক্ষায় পাশ করতে হবে। ‘Draughtsman’ in Mechanical Stream/ Civil Stream-এর হিসাবে National Apprenticeship Certificate Examination পাশ করতে হবে। যা পরিচালনা করে NCVT Of Directorate General Of Employment & Tranning, Ministry Of Labour, Govt. Of India.
৪) ইলেকট্রসিয়ান
শূন্যপদ — ২০টি
শিক্ষাগত যোগ্যতা – প্রার্থীকে এসএসসি পাশ করতে হবে অথবা সরকারি বোর্ডের অধীনস্থ একই রকমের(SSC-র মতো) কোনো পরীক্ষায় পাশ করতে হবে। ইলেকট্রসিয়ান হিসাবে National Apprenticeship Certificate Examination পাস করতে হবে।
৫) ইলেকট্রনিক ম্যাকানিক
শূন্যপদ — ৫৫টি
শিক্ষাগত যোগ্যতা – প্রার্থীকে এসএসসি পাশ করতে হবে অথবা সরকারি বোর্ডের অধীনস্থ একই রকমের(SSC-র মতো) কোনো পরীক্ষায় পাশ করতে হবে। ইলেকট্রনিক ম্যাকানিক/ ম্যাকানিক রেডিও এবং র্যাডার এয়ারক্রাফট/ ম্যাকানিক কাম- অপারেটর ইলেকট্রনিক্স কমিউনিকেশন সিস্টেম/মেকানিক টেলিভিশন(ভিডিও)/ম্যাকানিক কমিউনিকেশন ইকুপমেন্ট মেনটেনেন্স/ম্যাকানিক রেডিও এবং টিভি- হিসাবে National Apprenticeship Certificate Examination পাশ করতে হবে।
৬) ফিটার
শূন্যপদ — ১১টি
শিক্ষাগত যোগ্যতা – প্রার্থীকে এসএসসি পাশ করতে হবে অথবা সরকারি বোর্ডের অধীনস্থ একই রকমের(SSC-র মতো) কোনো পরীক্ষায় পাশ করতে হবে। ফিটার/মেরিন ইঞ্জিনিয়ার ফিটার/ শিপরাইট( স্টিল) হিসাবে National Apprenticeship Certificate Examination পাশ করতে হবে।
৭) গ্যাস কাটার
শূন্যপদ — ৩৮টি
শিক্ষাগত যোগ্যতা – প্রার্থীকে এসএসসি পাশ করতে হবে এবং এর সাথে ভারতীয় সরকারের টেকনিক্যাল বোর্ড দ্বারা পরিচালিত মেকানিক্যাল/শিপ বিল্ডিং অথবা মেরিন ইঞ্জিনিয়ারিং- এর ৩ বছরের ডিপ্লোমা থাকতে হবে।
৮) পেন্টার
শূন্যপদ — ১০টি
শিক্ষাগত যোগ্যতা– নূন্যতম যোগ্যতা অষ্টম শ্রেণি। পেন্টার/মেরিন-পেন্টার হিসাবে National Apprenticeship Certificate Examination পাশ করতে হবে।
৯) পাইপ ফিটার
শূন্যপদ — ১৪টি
শিক্ষাগত যোগ্যতা – সরকারের অনুমোদিত বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় পাশ করতে হবে। প্লাম্বার/ পাইপ ফিটার হিসাবে National Apprenticeship Certificate Examination পাশ করতে হবে। এছাড়াও এক বছরের অভিজ্ঞতা লাগবে।
১০) Rigger
শূন্যপদ — ৮৮টি
শিক্ষাগত যোগ্যতা – নূন্যতম যোগ্যতা অষ্টম শ্রেণি। Riggger হিসাবে National Apprenticeship Certificate Examination পাশ করতে হবে।
১১) স্ট্রাকচারাল ফেব্রিকেটর
শূন্যপদ — ১২টি
শিক্ষাগত যোগ্যতা – সরকারের অনুমোদিত বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় পাশ করতে হবে। স্ট্রাকচারাল ফিটার/ ফেব্রিকেটর হিসাবে National Apprenticeship Certificate Examination পাস করতে হবে।
১২) ইউটিলিটি হ্যান্ড (Semi-skilled)
শূন্যপদ — ১২টি
শিক্ষাগত যোগ্যতা – প্রার্থীকে NAC – এর সাথে SSC পাশ করতে হবে যে কোন ট্রেন্ডে এবং শিপবিল্ডিং ইন্ডাস্ট্রিতে ইউটিলিটি হ্যান্ড হিসেবে ন্যূনতম এক বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
১৩) Utility Hand
শূন্যপদ — ১৪টি
শিক্ষাগত যোগ্যতা – প্রার্থীকে NAC – এর সাথে SSC পাশ করতে হবে যে কোন ট্রেন্ডে এবং শিপবিল্ডিং ইন্ডাস্ট্রিতে ইউটিলিটি হ্যান্ড হিসেবে ন্যূনতম এক বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
এছাড়াও এই যোগ্যতায় আরো পদে নেয়া হবে, যা তোমরা অফিসিয়াল নোটিশে দেখতে পারবে।
বয়সসীমা
০১/০৭/২০২১ তারিখের হিসাবে প্রত্যেক পরীক্ষার্থীর বয়স ১৮ থেকে ৩৮ বছরের মধ্যে হতে হবে। SC/ST প্রার্থীরা পাঁচ বছর এবং OBC প্রার্থীরা তিন বছর বয়সে ছাড় পাবে।
আবেদন পদ্ধতি
ম্যাজাগণ ডক শিপ বিল্ডার্স লিমিটেডে(MDL) এর অফিসিয়াল ওয়েবসাইট https://mazagondock.in -এ গিয়ে ক্যারিয়ার অপশনে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের পর Log-In করে অনলাইন ফর্ম ফিলাপ করতে হবে।
আবেদন মূল্য
জেনারেল/ওবিসি/ই ডব্লিউ এস পরীক্ষার্থীদের জন্য আবেদন মূল্য 100 টাকা। ST/SC/PWD এবং প্রাক্তন কর্মীদের জন্য আবেদন মূল্য নেই।
নিয়োগ পদ্ধতি
প্রার্থীদের নিয়োগের জন্যে লিখিত পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষায় পাশ করলে skill-Test এ ডাকা হবে এবং তারপর লিখিত পরীক্ষা এবং Skill-Test এর নম্বর মিলে Merit-List তৈরী করা হবে। এই Merit-List এ অভিজ্ঞতার ভিত্তিতেও নম্বর দেওয়া হবে। যে হিসাবে নম্বর বিভক্ত হবে –
প্রয়োজনীয় লিংক
অফিসিয়াল নোটিশ | Click Here |
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
Hi