ঝাড়গ্রাম জেলার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতি থেকে কিছু কর্মী নিয়োগ করা হবে। শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে কোন পরীক্ষা ছাড়াই নিয়োগটি করা হবে বলে জানানো হয়েছে। তিন মাসের অস্থায়ী চুক্তিতে নিয়োগ করা হচ্ছে কিন্তু পরবর্তীকালে এই চুক্তি বৃদ্ধি করার কথা নোটিশে বলা আছে। ঝাড়গ্রাম জেলা হাসপাতালে পোস্টিং দেওয়া হবে। নোটিশটির ব্যাপারে বিস্তারিত জেনে নিন।

Jharkhand Health Family Welfare Samiti Recruitment 2021

Jhargram Health & Family Welfare Samiti Recruitment 2021

নোটিশ নম্বরDH&FWS/JGM/2021/2110
প্রতিষ্ঠানের নামJHARKHAND, HEALTH & FAMILY WELFARE SAMITI
পোষ্ট৩টি
মোট শূন্যপদ১৫টি

Post Details (পদের ও শিক্ষাগত যোগ্যতা)

(১) মেডিকেল মাইক্রোবায়োলজি (medical microbiologist)

শিক্ষাগত যোগ্যতা – MD Microbiology নিয়ে পড়াশোনা করলে অথবা Molecular Biology/ Microbiology/ Biotechnology বিষয় নিয়ে মাস্টার্স পাশ করলে আবেদন করা যাবে। 

  • বেতন –  ৪০,০০০ টাকা
  • শূন্যপদ – ৩টি

(২) MT Lab Technician

শিক্ষাগত যোগ্যতা – যেকোনো বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ করলেই আবেদন করা যাবে। MS-OFFICE পারদর্শী হতে হবে। এর সাথে DMLT-তে ৩ বছরের অভিজ্ঞতা অথবা BMLT/ B.SC in MLT-তে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

  • বেতন –  ১৭,০০০ টাকা
  • শূন্যপদ – ৬টি

(৩) ডাটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator)

শিক্ষাগত যোগ্যতা – যেকোনো বিষয় নিয়ে গ্রাজুয়েশন পাশ করে সরকারি অনুমোদিত সংস্থা থেকে ১ বছরের কম্পিউটার ডিপ্লোমা কোর্স করলে আবেদন করা যাবে। MS Office-এ পারদর্শী হতে হবে। এছাড়া সরকারি দপ্তরে ন্যূনতম ৩ বছরের অথবা বেসরকারি দপ্তরে ন্যূনতম ৫ বছরের কাজের অভিজ্ঞতা লাগবে।

  • বেতন –  ১৩,০০০ টাকা
  • শূন্যপদ – ৬টি

Age Limit (বয়সসীমা)

০১.০১.২০২১ তারিখ অনুযায়ী ৪০ বছরের মধ্যে যাদের বয়স তারা আবেদন করতে পারবে। SC/ST/OBC প্রার্থীরা ৫ এবং ৩ বছরের বয়সের ছাড় পাবে।

How to Apply (আবেদন পদ্ধতি)

 অফলাইন ফর্ম ফিলাপ করে তার সঙ্গে জরুরী ডকুমেন্টস যুক্ত করে [email protected] এই ইমেইল(E-mail) একাউন্টে পাঠাতে হবে।আবেদন পত্রের সঙ্গে যে যে ডকুমেন্টগুলি চাওয়া হয়েছে সেগুলি হল-

  • মাধ্যমিকের এডমিট কার্ড
  • আধার কার্ড অথবা ভোটার কার্ড
  • শিক্ষাগত যোগ্যতার রেজাল্ট
  • অভিজ্ঞতার সার্টিফিকেট
  • কম্পিউটার সার্টিফিকেট

Application fees (আবেদন মূল্য) – কোনরকম আবেদন মূল্য চাওয়া হয়নি অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে আবেদনটি করা যাবে।

Selection Process (নিয়োগ পদ্ধতি)

শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে প্রথমে প্রার্থী বাছাই করা হবে। বাছাই করা প্রার্থীদের কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ নিয়ে নিয়োগ করা হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউয়ের তারিখ রাখা হয়েছে ডিসেম্বর মাসের ১০ তারিখে।

Important Dates (গুরুত্বপূর্ণ তারিখ)

আবেদন প্রকাশিত হয়েছে৩০.১১.২০২১
আবেদন শুরু১.১২.২০২১
আবেদন শেষ১০.১২.২০২১
ইন্টারভিউয়ের দিন১০.১২.২০২১
Official Notice
Official Website

বিঃদ্রঃ উপরের সমস্ত তথ্যগুলি ‘Official Notice’-এর ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে।

Nilanjan Bhadra
City College থেকে B.Com পাশ করেছি। স্কুলের ছাত্র-ছাত্রীদের পড়ানোর অভিজ্ঞতা আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here