প্রতিবছর ভারতবর্ষের সমস্ত সরকারি ব্যাঙ্কের দৈনিক কাজকর্ম করার জন্যে ক্লার্ক পদে প্রচুর কর্মী নিয়োগ করা হয়ে থাকে। কেন্দ্রীয় সরকার এই কর্মী নিয়োগের দায়িত্ব IBPS অর্থাৎ Indian Banking Personnel Selection সংস্থাকে দিয়ে থাকে। ভারতবর্ষে ব্যাঙ্কের ক্লার্ক একটি সম্মানীয় চাকরি। প্রতিবছর লক্ষাধিক চাকরির প্রার্থী সরকারি ব্যাঙ্কের চাকরির জন্য এই পরীক্ষা দিয়ে থাকেন। IBPS এই পরীক্ষাটির সিলেবাস (Syllabus) ঠিক করে এবং প্রতিবছর প্রায় একই সিলেবাস (Syllabus) থাকে, সিলেবাসের পরিবর্তন খুব কমই হয়। আজকে এই IBPS পরীক্ষার Exam Pattern ও সিলেবাসটি নিয়ে আলোচনা করব। IBPS একটি সরকারি সংস্থা যেটি পরিচালত করা হয় “মিনিস্ট্রি অফ ফিনান্স” (Ministry of Finance) দ্বারা। IBPS সংস্থাটির সদর দপ্তরটি অবস্থিত মুম্বাই শহরে এবং ঠিকানাটি হলো –

IBPS House, 90 feet, D.P.Road,

Near Thakur Polytechnic,

Off, Western Express Highway, P.B. No. 8587

Kandivali (E) Mumbai 400101

INDIA

ibps syllabus

IBPS Clerk EXAM Pattern

IBPS পরীক্ষাটি হয় দুটি ধাপে- ১) প্রিলিমিনারি পরীক্ষা ও ২) মেইন পরীক্ষা

(১) প্রিলিমিনারি পরীক্ষা

পরীক্ষাটিতে ১০০ টি ১ নম্বরের প্রশ্ন আসে অর্থাৎ পরীক্ষাটি ১০০ নম্বরের হয় এবং সময়সীমা দেওয়া হয় ৬০ মিনিট। ভুল উত্তরে ০.২৫ নম্বর negative-marking থাকে অর্থাৎ ৪টি ভুল উত্তরের জন্যে ১নম্বর কাটা হয়। মোট তিনটি বিষয় থেকে প্রশ্ন আসে –

বিষয়নম্বরসময়
১) English Language৩০ নম্বর২০ মিনিট
২) Numerical Ability৩০ নম্বর২০ মিনিট
৩) Reasoning Ability৩০ নম্বর২০ মিনিট

(২) মেইন পরীক্ষা

প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করলে মেইন পরীক্ষা দিতে পারা যায়। মেইন পরীক্ষাটি ২০০ নম্বরের হয়। মোট ১৯০ টি প্রশ্ন থাকে এবং সময়সীমা থাকে ১২০ মিনিট অর্থাৎ ২ ঘন্টা। মোট ৪টি বিষয় থেকে প্রশ্ন আসে –

বিষয়প্রশ্ন ও নম্বরসময়
১) General/Financial Awareness৫০টি প্রশ্ন, ৫০ নম্বর৩৫ মিনিট
২) English Language৪০টি প্রশ্ন, ৪০ নম্বর৩৫ মিনিট
৩) Reasoning Ability & Computer Aptitude৫০টি প্রশ্ন, ৬০ নম্বর৪৫ মিনিট
৪) Quantitative Aptitude৫০টি প্রশ্ন, ৫০ নম্বর৪৫ মিনিট

IBPS Clerk Syllabus

IBPS Clerk পরীক্ষার প্রিলিমিনারি এবং মেইন পরীক্ষার ৩টি বিষয়ের সিলেবাস একই থাকে, অর্থাৎ সেই বিষয়গুলির একই অধ্যায় থেকে প্রশ্ন আসে। 

IBPS Clerk Preliminary Syllabus (প্রিলিমিনারী পরীক্ষার সিলেবাস)

১) English Language

(১) Reading comprehension (২) Tenses (৩) Rules (৪) Cloze tests (৫) jumbling of paragraphs (৬) Idioms and phrases (৭) Phrase replacement (৮) Detection of errors (৯) Vocabulary (১০) English Grammar (১১) fill in the blanks (১২) conclusions (১৩) inferences (১৪) words usage (১৫) synonyms (১৬) antonyms (১৭) words with multiple meanings (১৮) using of words (১৯) connectors (২০) prepositions 

২) Numerical Ability

(১) Interpretation of Data (Bar graph, pie chart, Line Chart, Tabular, etc.) (২) Number Seris (৩) Quadratic equations (৪) Simplification and approximation (৫) Ratio and Proportion (৬) Percentage (৭) Partnership (৮) Profit and loss (৯) Sums on ages (১০) data Sufficiency (১১) Time Distance and speed (১২) work time and wage (১৩) Mensuration (১৪) Cone (১৫) Cylinder (১৬) Probability (১৭) Permutation (১৮) Combination (১৯) Problems on boat and stream (২০) pipes and cisterns (২১) sums on trains (২২) Mixture (২৩) and allegation

৩) Reasoning Ability

(১) Logical Reasoning (২) Verbal and non-verbal reasoning (৩) alphanumeric series (৪) alphabet series (৫) ranking (৬) data sufficiency (৭) coding and decoding (৮) coded inequalities (৯) direction test (১০) seating arrangements (১১) puzzles (১২) jumbles (১৩) syllogism (১৪) input and output (১৫) blood relations (১৬) advance puzzles(১৭) Chinese coding (১৮) Distance and direction (১৯) figure series.

IBPS Clerk Mains Syllabus (মেইন পরীক্ষার সিলেবাস)

১) General/Financial Awareness

Static GK – (১) Currency & Capital (২) Firsts in the world and India (৩) Indian Constitution (৪) Indian Culture (৫) Airports & Railways (৬) History (৭) Geography

Financial Awareness – (১) Indian Banking (২) important terms (৩) Bank Headquarters (৪) Regulatory Bodies (৫) Functions of RBI (৬) Indian Financial System (৭) Fiscal & monetary policy(৮) Organisations (IMF, WB, ADB, UNO, SWIFT, BBB, BIS & UFBU)

Current Affairs

২) English Language

(১) Reading Comprehensions (২) Vocabulary (৩) Fill in the blanks (৪) Antonym & Synonym (৫) Sentence Completion (৬) Cloze Test (৭) Error Detection (৮) Para jumbles (৯) Phrase Replacement (১০) Inference (১১) Connectors

৩) Reasoning Ability & Computer Aptitude

(১) Alphanumeric Series (২) Syllogism (৩) Blood Relations (৪) Distance and Direction (৫) Verbal Reasoning (৬) Figure Series (৭) Seating Arrangements (৮) Box-based Puzzle (৯) Month-Based puzzle (১০) Days-Based puzzle (১১) Row-based puzzle (১২) Order and Ranking (১৩) Coding-Decoding (১৪) Input-Output (১৫) Inequalities (১৬) Computer (১৭) MS Office (১৮) Computer Hardware & Software (১৯) Internet & Networking (২০) Keyboard shortcuts (২১) Abbreviations

৪) Quantitative Aptitude

(১) Number Series (২) Quadratic Equations (৩) Data Interpretation [Pie Chart, Bar Graph, Tabular & Line Chart] (৪) Simple Interest & Compound Interest (৫) Approximation (৬) Simplification (৭) Profit and Loss (৮) Percentages (৯) Averages (১০) Data Sufficiency (১১) Mensuration (১২) Probability (১৩) Permutation and Combination (১৪) Ratio and Proportion (১৫) Problem on Ages (১৬) Speed – Distance and Time (১৭) Work (১৮) Time and Wages (১৯) Boats and Stream(২০) Pipes and Cisterns.

IBPS পরীক্ষায় মোট কয়টি বিষয় থেকে প্রশ্ন আসে?

মোট ৪টি বিষয় থেকে প্রশ্ন এসে থাকে।

আই.বি.পি.এস পরীক্ষার স্তর কয়টি?

আইবিপিএস পরীক্ষাটি তিনটি স্তরে পরিচালিত হয়- i) প্রিলিম, ii) মেইনস এবং iii) ইন্টারভিউ।

আই.বি.পি.এস পিও পরীক্ষায় কয়টি বিষয় আছে?

আইবিপিএস পিও পরীক্ষাটিতে মোট ৪টি বিষয় আছে। প্রিলিমিনারি পরীক্ষায় রিজনিং এবিলিটি, ইংলিশ ল্যাংগুয়েজ এবং কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থেকে প্রশ্ন আসে এবং মেইন পরীক্ষায় এই বিষয়গুলির সাথে জেনারেল অ্যাওয়ারনেস এবং কম্পিউটার নলেজ থেকেও প্রশ্ন আসে।

কোনটি কঠিন আই.বি.পি.এস ক্লার্ক না এসবিআই ক্লার্ক?

আইবিপিএস পিও তুলনামূলক ভাবে কঠিন হয়।

আই.বি.পি.এস পরীক্ষায় কি গণিত আছে?

হ্যাঁ, এই পরীক্ষার জন্য গণিত একটি অতন্ত্য গুরুত্বপূর্ণ বিষয়।

Nilanjan Bhadra
City College থেকে B.Com পাশ করেছি। স্কুলের ছাত্র-ছাত্রীদের পড়ানোর অভিজ্ঞতা আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here