UPSC অর্থাৎ ‘Union Public Service Commission’ হল কেন্দ্রীয় সরকারে অধীনে থাকা একটি সংস্থা। এই সংস্থা কেন্দ্রীয় সরকারের কর্মী নিয়োগ করার জন্য বিভিন্ন পরীক্ষা সংগঠিত করে থাকে। তারই মধ্যে একটি পরীক্ষা হল ‘UPSC Civil Services Exam’। এই UPSC Civil Services Exam-এর মাধ্যমে অনেক রকম পদে নিয়োগ করা হয়, তার মধ্যে একটি হল আই.এ.এস (IAS)। আই.এ.এস-এর পুরো অর্থ হল ‘Indian Administrative Service’।

তোমরা নিশ্চই WBCS Exam-এর কথা শুনেছ। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরের অফিসারদের নিয়োগ করার জন্য পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) WBCS Exam নিয়ে থাকে। সেইরকমই ভারতীয় কেন্দ্রীয় সরকারের অফিসার নিয়োগ করার জন্য কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশন (UPSC) Civil Services Exam নেয়। UPSC Civil Services পরীক্ষাটি প্রতিবছর হয় যেখানে লক্ষাধিক প্রার্থী পরীক্ষাটিতে অংশগ্রহণ করে। আজ আমরা এই পরীক্ষাটি নিয়ে আলোচনা করবো –

pink background with IAS porikha written on it

What is UPSC Civil Services Exam (আই.এ.এস কি?)

এই পরীক্ষাটি ভারতীয় সরকারি চাকরির সবথেকে দীর্ঘকালীন এবং কঠিন পরীক্ষা। পরীক্ষাটির মাধ্যমে ভারতবর্ষ সরকারের সর্বোচ্চ পদগুলিতে নিয়োগ করা হয়। ভারতবর্ষের মধ্যে সরকারি চাকরির সব থেকে বড় পরীক্ষা হল এই UPSC CSE Exam। WBCS পরীক্ষাটি শুধুমাত্র পশ্চিমবঙ্গের মধ্যে সীমাবদ্ধ থাকে কিন্তু UPSC Civil Services Exam গোটা দেশজুড়ে সংগঠিত হয়।

পরীক্ষার নামUPSC Civil Services Exam (UPSC CSE)
পরিচালনা করেUnion Public Service Commission (UPSC)
পরীক্ষার ধরণOffline
পরীক্ষার ধাপতিনটি ধাপ
পরীক্ষার সময়প্রতিবছর
প্রশ্নের ভাষাইংলিশ ও হিন্দি

UPSC Civil Service Jobs List (কি চাকরি পাওয়া যায়)

পরীক্ষাটি দিয়ে তিন ধরণের চাকরি পাওয়া যায় (১) All India Service(I.A.S.) (২) Group ‘A’ Officer (৩) Group ‘B’ Officer. প্রতিটি গ্রুপে একাধিক পদ আছে। প্রার্থীর প্রাপ্য নম্বর অনুযায়ী প্রার্থীকে যথাযথ পদে নিয়োগ করা হয়। পরীক্ষাটিতে যারা বেশি নম্বর পায় তাদের All India Service-এ নিযুক্ত হওয়ার সুযোগ দেওয়া হয় এবং তুলনামূলক কম নম্বর প্রাপ্য প্রার্থীদের Group ‘A’ Officer ও Group ‘B’ Officer পদ গুলির মধ্যে একটিতে নিয়োগ করা হয়। এই তিনটি গ্রুপে কোন কোন পদগুলি আছে তা নিচে আলোচনা করা হল –

(১) UPSC All India Service

(১) Indian Administrative Service (IAS) (২) Indian Police Service (IPS) (৩) Indian Forest Service (IFoS)

(২) UPSC Group “A” Services

(১) Indian Foreign Service (IFS) (২) Indian Audit and Accounts Service (IAAS) (৩) Indian Civil Accounts Service (ICAS) (৪) Indian Corporate Law Service (ICLS) (৫) Indian Defence Accounts Service (IDAS) (৬) Indian Defence Estates Service (IDES) (৭) Indian Information Service (IIS) (৮) Indian Ordnance Factories Service (IOFS) (৯) Indian Communication Finance Services (ICFS) (১০) Indian Postal Service (IPoS) (১১) Indian Railway Accounts Service (IRAS) (১২) Indian Railway Personnel Service (IRPS) (১৩) Indian Railway Traffic Service (IRTS) (১৪) Indian Revenue Service (IRS) (১৫) Indian Trade Service (ITS) (১৬)Railway Protection Force (RPF)

(৩) UPSC Group “B” Services

(১) Armed Forces Headquarters Civil Service (২) DANICS (৩) DANIPS (৪) Pondicherry Civil Service (৫)Pondicherry Police Service

UPSC Eligibility Criteria ( আই.এ.এস অফিসার যোগ্যতা)

আমরা সবাই জানি চাকরির ধরণ অনুযায়ী সেই চাকরির পরীক্ষায় বিভিন্ন Eligibility Criteria রাখা হয়, যাতে বাছাই করা প্রার্থীরা সঠিক ভাবে পদটির দায়িত্ব পালন করতে পারেন। কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশনও এই সিভিল সার্ভিস পরীক্ষার জন্য বিভিন্ন যোগ্যতা রেখেছে। এই যোগ্যতাগুলি নিচে আলোচনা করা হল –

UPSC Educational Qualification

UPSC সমস্ত প্রার্থীদের জন্য একই শিক্ষাগত যোগ্যতা রেখেছে। শুধুমাত্র গ্রাজুয়েশন পাশ করলেই প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাবলিক সার্ভিস কমিশন গ্রাজুয়েশনের কোনো নির্দিষ্ট নম্বর বেঁধে দেয়নি, অতয়েব শুধুমাত্র গ্রাজুয়েশন ডিগ্রী থাকলেই আবেদন করা যাবে। যারা গ্রাজুয়েশনের শেষ বছরের পরীক্ষা দিয়ে দিচ্ছে কিন্তু রেজাল্ট এখনো বেরোয়নি, তারাও এই পরীক্ষার ফর্ম ফিলাপ করতে পারবে।

UPSC Age Limit

General/EWS প্রার্থীরা ২১ থেকে ৩২ বছর পর্যন্ত পরীক্ষাটি দিতে পারবে। OBC/ex-service man/PWD প্রার্থীরা ৩ বছরের ও SC/ST প্রার্থীরা ৫ বছরের বয়সের ছাড় পাবে। এই বয়সসীমার মধ্যে General/EWS প্রার্থীরা ৬ বার এবং OBC/ex-service man/PWD প্রার্থীরা ৯ বার এবং SC/ST প্রার্থীরা সয়সসীমা শেষ হওয়া পর্যন্ত পরীক্ষাটি দিতে পারবে।

UPSC Physical Standard

পরীক্ষাটির সমস্ত পদের জন্য কোনো Physical Standard রাখা হয়নি, কিন্তু নির্দিষ্ট কিছু পদের জন্য কিছু Physical Standard রাখা হয়েছে। সেগুলি নিচে আলোচনা করা হল-

Indian Railway Traffic Service – পদে আবেদন করার জন্য পুরুষদের নূন্যতম উচ্চতা ১৫২ সেন্টিমিটার এবং মহিলাদের ১৫০ সেন্টিমিটার হতে হবে। উচ্চতার সঙ্গে ছাতির আয়তনও চাওয়া হয়। ছেলেদের নূন্যতম ৮৪ সেন্টিমিটার (৮৯cm With Expansion) এবং মেয়েদের ৭৯ সেন্টিমিটার ( ৮৪cm With Expansion) ছাতির আয়তন হতে হবে।

Indian Police Service, Group ‘A’ Post in Railway Protection Force and other Central Police Services Group ‘A’ & Group ‘B’- পদে আবেদন করার জন্য পুরুষদের নূন্যতম উচ্চতা চাই ১৬৫ সেন্টিমিটার এবং মেয়েদের ১৫০ সেন্টিমিটার। উচ্চতার সঙ্গে ছাতির আয়তন হিসাবে ছেলেদের নূন্যতম ৮৪ সেন্টিমিটার (৮৯cm With Expansion) এবং মেয়েদের ৭৯ সেন্টিমিটার ( ৮৪cm With Expansion) চাওয়া হয়।

Gorkhas, Garhwalis, Assamese, Kumaonis, Nagaland Tribal প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতার ছাড় দেওয়া হয়েছে। উপরিউক্ত প্রার্থীদের Indian Railway Traffic Service-এর জন্য নূন্যতম উচ্চতা থাকতে হবে- ছেলেদের ১৫০ সেন্টিমিটার ও মেয়েদের ১৪৮ সেন্টিমিটার এবং Indian Police Service, Group ‘A’ Post in Railway Protection Force and other Central Police Services Group ‘A’ & Group ‘B’ ক্ষেত্রে ছেলেদের উচ্চতা ১৬০ সেন্টিমিটার ও মেয়েদের ১৪৫ সেন্টিমিটার থাকতে হবে।

UPSC Application Process (আবেদন পদ্ধতি)

How to Apply For UPSC? (আবেদন কি ভাবে করে?)

UPSC CSE পরীক্ষার আবেদন পত্রে পরীক্ষাটির তারিখ, সিলাবাস, পরীক্ষার ধরণের সঙ্গে আবেদন পদ্ধতিটি উল্লেখ থাকে। কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশনের (UPSC) অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদনটি  করা যায়। মোট দুটি ধাপে আবেদনটি করা যায়। সেগুলি হল –

  • প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘Apply Online’ অপশনে ক্লিক করতে হবে।
  • অপশনটাতে ক্লিক করলেই একটি নতুন Page খুলবে, সেই Page-এর ‘Online Application of Various Examination’ অপশনে ক্লিক করতে হবে। 
  • নতুন যে Page টি খুলবে সেটিতে দুটি অপসন থাকবে Part-I এবং Part-II.
  • Part-I-এ রেজিস্ট্রেশন ফিলাপ করার জন্য ‘Click here for Part 1’ অপশনে ক্লিক করলেই নতুন Page-এ প্রার্থীর সম্পর্কে বিস্তারিত বিবরণ চাওয়া হবে যেমন শিক্ষাগত যোগ্যতা, ঠিকানা, ইত্যাদি। সেটি ফিলাপ করলেই রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবে। 
  • আবেদনের Part-I সম্পূর্ণ হওয়ার পর Part-II সম্পূর্ণ করতে হবে। Part-II তে প্রার্থীর Exam Centre, Photo, Signature ইত্যাদি আপলোড করতে হবে। 
  • উপরিউক্ত বিষয় গুলি সম্পূর্ণ করার পর আবেদন মূল্য চাওয়া হবে। অনলাইনে এই মূল্য দেওয়া যায়। মাত্র ১০০ টাকা আবেদন মূল্য রাখা হয়েছে।

UPSC Admit Card

পরীক্ষার আগে পরীক্ষার Admit Cardটি Download করা যায় UPSC-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে। Admit Cardটি Download করার পদ্ধতিটি নিচে বিস্তারিত আলোচনা করা হল-

প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটের ‘Home’ পেজ ‘Whats New’ সেকশনে যেতে হবে, সেখান থেকে ‘Civil Service (Preliminary) Examination’-এ ক্লিক করে ‘Click Here’-এ ক্লিক করলেই Admit Card টি download করা যাবে। Download করার সময় প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর চাওয়া হয়।

UPSC Exam Center List

যেহেতু পরীক্ষাটি গোটা দেশ জুড়ে নেওয়া হয় তাই পরীক্ষাত্রীদের সুবিধার্থে প্রতিটি রাজ্যে একটি বা একের অধিক Exam Centre রাখা হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গেও ২টি Exam Centre রাখা হয়েছে। নিচে সমস্ত পরীক্ষারকেন্দ্র গুলির নাম দেওয়া হল –

রাজ্যExam Centre
পশ্চিমবঙ্গকলকাতা, শিলিগুড়ি
আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জপোর্ট ব্লেয়ার
অন্ধ্র প্রদেশঅনন্তপুর, তিরুপতি, বিজয় বাদ, ভিসাখাপত্নাম
অরুণাচল প্রদেশইটানগর
আসামডিসপুর, যোৰহাট
চন্ডিগড় চন্ডিগড়
বিহারপাটনা, গযা
দিল্লীদিল্লী
ছত্তীসগঢ়বিলাশপুর, রায়পুর
গোয়াপানাজি
গুজরাটআমেদাবাদ, সুরাট, রাজকোট
হরিয়ানাফরিদাবাদ, গুরগাঁও,
হিমাচল প্রদেশশিমলা
জম্মু কাশ্মীরজম্মু, শ্রীনগর
ঝাড়খন্ডরাঁচি
কর্ণাটকবেঙ্গালুরু, Dharwad, Mysore
কেরালাকচি, কোজিকোড, তিরুবন্তপুরম
মহারাষ্ট্রআওরঙ্গাবাদ, মুম্বাই, নাগপুর, নাভি মুম্বাই, পুনে, নাসিক, থানে
মেঘালয়শিলং
মধ্যপ্রদেশভোপাল, গোয়ালিয়র, ইন্দোরে, জবলপুর,
মনিপুরইম্ফল
ওড়িশাকটক, সম্বলপুর
নাগাল্যান্ডকোহিমা
মিজোরামআইজওয়াল
পুদুচেরি পুদুচেরি
রাজস্থানআজমীর, জয়পুর, যোধপুর, উদয়পুর
পাঞ্জাবলুধিয়ানা
সিকিমগ্যাংটক
তামিলনাড়ুচেন্নাই, কোয়েম্বাটোর, মাদুরাই, তিরুচিরাপল্লী, ভেল্লোর
ত্রিপুরাআগরতলা
তেলেঙ্গালানহায়দ্রাবাদ, বারাঙ্গাল
উত্তর প্রদেশআগ্রা, আলীগড়, ব্রেইলি,গাজিয়াবাদ, গোরাখপুর, লখনউ, গৌতম বুদ্ধ নগর, এলাহাবাদ, বারাণসী
উত্তরাখন্ডদেরাদুন, আলমোরা

UPSC Selection Process

মোট তিনটি ধাপে প্রার্থী বাছাই করা হয়, (১) প্রিলিমিনারি পরীক্ষা (২) মেইন পরীক্ষা (৩) ইন্টারভিউ। প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করলে মেইন পরীক্ষা দেওয়ার সুযোগ পাওয়া যায় এবং মেইন পরীক্ষার পর ইন্টারভিউ নেওয়া হয়। প্রিলিমিনারি পরীক্ষাটি শুধুমাত্র মেইন পরীক্ষার প্রার্থী বাছাইয়ের জন্য সংগঠিত হয়। নিয়োগের ক্ষেত্রে এই পরীক্ষার নম্বর বিচার করা হয় না।

UPSC Preparation ( আই.এ.এস প্রস্তুতি)

যেহেতু পরীক্ষাটি ভারতবর্ষে সরকারি চাকরির সবথেকে দীর্ঘকালীন ও কঠিন পরীক্ষা সেহেতু, এই পরীক্ষার প্রস্তুতি নেওয়া যথেষ্ট কঠিন। প্রতিবছর হাজার হাজার প্রার্থী পরীক্ষাটির জন্য নিজের মতো প্রস্তুতি নিয়ে থাকেন, তাদের মধ্যে কেউ সফল হন কেউ হন না। প্রার্থীরা বলেন অন্তত ১ থেকে ১.৫ বছর সময় লাগে এই পরীক্ষার প্রস্তুতি নিতে। তবে সঠিক পরিকল্পনা এবং বইয়ের মাধ্যমে প্রস্তুতিটি কম সময়ে নেওয়া সম্ভব হয়।

আগে এই পরীক্ষার প্রস্তুতি নিতে কোনো বড়ো ইনস্টিটিউটে ভর্তি হতে হতো কিন্তু বর্তমান সময়ে বাড়িতে বসে অনলাইনে প্রস্তুতি নেওয়া সম্ভব। সঠিক IAS EXAM Book কেনা অত্যন্ত জরুরি। পরীক্ষাটিকে কেন্দ্র করে বাজারে প্রতি মাসে একাধিক নতুন বই প্রকাশিত হয়। প্রার্থীদের কোনো বই কেনার আগে সেই বইটির ব্যাপারে জেনে নেওয়া দরকার।

UPSC Exam Pattern, Syllabus

আই.এ.এস প্রিলিমিনারি পরীক্ষায় ২০০ নম্বরের দুটি পেপার থাকে। যেখানে প্রথম পেপারটিতে ২ নম্বরের ১০০ টি প্রশ্ন এবং দ্বিতীয় পেপারে ২.৫ নম্বরের ৮০ টি প্রশ্ন থাকে। সমস্ত প্রশ্ন MCQ type-এর হয় এবং প্রতিটি পেপারের জন্য ২ ঘন্টা সময়সীমা রাখা হয়েছে। পরীক্ষাটিতে নেগেটিভ মার্কিং আছে ৩৩.৩৩% অর্থাৎ ৩টি ভুল উত্তরের জন্য ১নম্বর কাটা হবে।

প্রিলিমিনারি পরীক্ষার পর মেইন পরীক্ষায় ২৫০ নম্বরের ৯টি পেপার থাকে। প্রতিটি পেপারের সময়সীমা দেওয়া হয় ৩ ঘন্টা। যারা চোখে দেখতে পায়না তাদের অধিক ৩০ মিনিট দেওয়া হয়। ৯টি পেপারের মধ্যে ৭টি পেপার কম্পালসারি এবং দুটি অপশনাল পেপার। পাবলিক সার্ভিস কমিশন Ias Syllabus ঠিক করে থাকে, সেই আই.এ.এস পরীক্ষার সিলেবাস থেকেই প্রিলিমিনারি ও মেইন পরীক্ষার প্রশ্ন হয়।

মেইন পরীক্ষার Cut-off ক্লিয়ার হলে প্রার্থীকে ইন্টারভিউ এর জন্য ডাকা হয়। ইন্টারভিউটির জন্য ২৭৫ নম্বর বরাদ্ধ থাকে। ইন্টারভিউয়ের পর প্রায় ১ তৃতীয়াংশ প্রার্থীকে চাকরি দেওয়া হয়।

Higher Secondary পরীক্ষায় পাশ করার পর IAS পরীক্ষায় অংশগ্রহন করা যায়?

না। IAS পরীক্ষায় অংশগ্রহন করার জন্য স্নাতক স্তর বা Graduation-এ উত্তীর্ন হতে হবে এবং প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

IAS অফিসার এর বেতন কত হয়?

IAS পরীক্ষার সর্বোচ্চ পদ হল Cabinet Secretary. এই Cabinet Secretary পদে নিযুক্ত অফিসাররা সর্বোচ্চ ২৫০০০০ টাকা মাসিক বেতন পান। IAS পরীক্ষার সর্ব নিম্ন পদে নিযুক্ত অফিসারদের বেতন হল মাসিক ৫৬১০০ টাকা। এছাড়া, IAS পরীক্ষায় উত্তীর্ন হওয়ার পর tranning চলা কালীন অফিসারদের মাসিক বেতন হল ৩৩০০০-৩৫০০০ টাকা।

IAS পরীক্ষার প্রস্তুতি নিতে কত সময় লাগে?

সাধারনত ১০ মাস থেকে ১ বছর সময় লাগে সমগ্র IAS পরীক্ষার সিলেবাস শেষ করতে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পরীক্ষার্থীরা ৬মাসেও প্রস্তুতি শেষ করতে পারে। পরীক্ষার্থীর মেধার উপর নির্ভর করে এই পরীক্ষার প্রস্তুতির সময়কাল।

আইপিএস ও আইএএস এর মধ্যে পার্থক্য কি?

আইএএস অফিসারদের কাজ হল দেশের Administrative অর্থাৎ প্রশাসনিক শাসন, নীতি প্রণয়ন ইত্যাদি বিষয়গুলিকে পরিচালনা করা। অপরদিকে আইপিএস অর্থাৎ, Indian Police Service-এর কাজ হল দেশের আইন শৃঙ্খলা রক্ষা, আইন প্রয়োগ, অপরাধ দমন ইত্যাদি বিষইয়গুলিকে পরিচালনা ও নিয়ন্ত্রন করা।

কেন মানুষ আইপিএস থেকে আইএএস পছন্দ করে?

আইপিএস ও আইএএস এই দুটি পদই দেশের সর্বোচ্চ সরকারি পদগুলির মধ্যে একটি, কিন্তু একজন আইএএস অফিসারকে যে কোনও বিভাগ এবং সরকারী সংস্থায় নিয়োগ করা যেতে পারে কিন্তু আইপিএস অফিসারদের কেবল পুলিশ বিভাগেই নিযুক্ত করা হয়। আইপিএস পুলিশ সার্ভিস হওয়ার কারণে এটি তুলনামূলকভাবে বেশি ঝুঁকি সম্পন্ন।

Nilanjan Bhadra
City College থেকে B.Com পাশ করেছি। স্কুলের ছাত্র-ছাত্রীদের পড়ানোর অভিজ্ঞতা আছে।

10 COMMENTS

  1. 🙏🏻Amr ekta jiges chilo seta holo mains exam e eyi je 9ti exam hobe seta kto din dhore cholbe protek din ki ekti kore hobe naki ek ek din e onk exam hobe? Jodi amk keu eyi bisoye janten tobe amr ektu subidhe hoto.

    • Mains er prottek ta exam er majhe ekdin kore gaf thakbe mane 1St paper jodi ajke hoy to second paper porsu din hobe … Ar first paper a subjects gulo holo indian and world geography indian and world history art and culture and all as per the rules at first follow the syllabus and then collect every previous year question papers prelims and mains both this will be helpful to understand better this exam thank you

  2. amar akta prosno chilo amar category hoilo OBC
    tahole ami jodi I.A.S hote chai tahole 3 te exam milie amar koto number pete hobe?
    keu jodi jene thaken tahole amake bolle amar ektu subidha hoto

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here