WBPSC Upcoming Recruitment 2022: এই মুহূর্তে যে যে Recruitment গুলি বেরিয়েছে সেগুলি নিচে দেওয়া হল –

WBPSC JobsLast Date
WBPSC কলেজে শিক্ষক নিয়োগ২৯.০৭.২০২১
Coming soon

যোগ্যতা অনুযায়ী অন্যান্য চাকরি –

10th Pass Jobs12th Pass Jobs
Graduation Pass Jobs8th pass job

What is WBPSC? (WBPSC কি)

WBPSC-এর full form হল West Bengal Public Service Commission(পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন)। WBPSC পশ্চিমবঙ্গ সরকারের অধীনে থাকা একটি সংস্থান যার স্থাপনা হয় ১৯৩৭ সালে সাইমন কমিশনের দ্বারা। সংস্থাটি পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মী নিয়োগের জন্য পরীক্ষা সংগঠিত করে থাকে। শুধু তাই নয় কি ভাবে একটি পদের নিয়োগ পক্রিয়া চালানো হবে, পরীক্ষাটির সিলেবাস কি হবে, করা এই পরীক্ষা দিতে পারবে তা নির্ধারণ করে এই কমিশন। এছাড়াও রাজ্য সরকারের কর্মী নিয়োগ সংক্রান্ত বিভিন্ন কাজে অংশগ্রহণ করে এই কমিশন। সেগুলি হলো –

(১) পশ্চিমবঙ্গ সরকারের অধীনে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা পরিচালনা করা।

(২) বিভিন্ন সরকারি পদে কি ভাবে কর্মী নিয়োগ করা যায় এবং সরকারি কর্মচারীদের Promotion কি ভাবে হওয়া উচিত সেই বিষয়ে সরকারকে পরামর্শ দেওয়া।

(৩) বিভিন্ন পদের জন্য আলাদা পরীক্ষা ও তার সিলেবাস নির্ধারণ করা।

(৪) বিভন্ন সরকারি দপ্তরে সরকারি কর্মচারীদের Promotion-এর জন্য ডিপার্টমেন্টাল পরীক্ষা নির্ধারণ ও পরিচালনা করা।

(৫) অস্থায়ী চুক্তিতে কর্মরত কর্মীদের তত্ত্বাবধানে রাখা।

(৬) বিভিন্ন সরকারি দপ্তরে প্রয়োজন মতো অস্থায়ী পদের বদলে স্থায়ী কর্মী নিয়োগের পরামর্শ দেওয়া অথবা অস্থায়ী কর্মীকে স্থায়ী চুক্তি দেওয়ার পরামর্শ দেওয়া।

wbpsc recruitment

What are the Jobs Under WBPSC?

WBPSC-এর অধীনে যে পরীক্ষা গুলির কথা উপরে আলোচনা করা হল সেই পরীক্ষা গুলির মাধ্যমে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। কিছু পরীক্ষার মাধ্যমে একাধিক পদেও কর্মী নিয়োগ করা হয়, যেমন WBCS Exam এর মাধ্যমে প্রায় ২০টিরও বেশি অফিসার পদে নিয়োগ করা হয়। প্রতিবছর সরকারের দরকার মতো কিছু কিছু নতুন পদেও নিয়োগ করা হয়। WBPSC-এর মাধ্যমে যে যে jobs গুলি পাওয়া যায় সেগুলি নিচে আলোচনা করা হল-

(১) West Bengal Civil Service (আইন বিভাগ)

(২) West Bengal Civil Service officers (সিভিল সার্ভিস, ২২টি পদ)

(৩) West Bengal Audit and Accounts officer

(৪) West Bengal Forest Service & Subordinate Forest officer

(৫) Junior Law Officers

(৬) Miscellaneous Services Recruitment (একাধিক পদ)

(৭) Sub-Inspector, Sergeant in Kolkata Police

(৮) Sub-Assistant Engineers (Civil/Mechanical/Electrical)

(৯) Assistant Archivists

(১০) Lower Grade Assistant Translators(Hindi)

(১১) WBPSC Clerkship Examination

(১২) English Typists

(১৩) Bengali Typists

(১৪) Junior Bengali Reporters

(১৫) Assistant Translator (Bengali)

(১৬) Assistant Public Prosecutors

(১৭) Sub-Inspector in the Subordinate Food & Supplies Service, Grade-III under Food & Supplies Department

এর মধ্যে কিছু পরীক্ষার ফর্ম প্রতি বছর বের করা হয়, বাকি পরীক্ষাগুলি সরকারি দপ্তরে শূন্যপদ অনুযায়ী বের করা হয়। এই পরীক্ষাগুলি ছাড়া WBPSC কিছু পদে বিনা পরীক্ষা সরাসরি কর্মী নিয়োগ করে থাকে, এক্ষেত্রে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতা দেখে শুধুমাত্র Interview-এর মাধ্যমে নিয়োগ করা হয়। সেই পদ গুলি উল্লেখ করা হল-

(১) Lecturer

(২) Professors

(৩) Associate Professors

(৪) Assistant Professors

(৫) Principals

(৬) Deputy Superintendents

(৭) Maintenance Superintendent

(৮) Assistant Director

(৯) Deputy Director

(১০) Joint Director

(১১) Medical Officer

(১২) Librarian

(১৩) District Library officer

(১৪) Deputy Transport Commissioner

(১৫) Scientific officer(১৬) Post of Fishery Extention Officer, ইত্যাদি

How Many Exams are There in WBPSC?

WBPSC সারা বছর ধরে বিভিন্ন পরীক্ষার নোটিশ বের করে থাকে। এই পরীক্ষার মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরে কর্মী নিয়োগ করা হয়। WBPSC-এর অধীনে যে যে পরীক্ষা গুলি হয় সেগুলি নিচে আলোচনা করা হল-

(১) West Bengal Civil Service (Judicial) Examination

(২) WBCS Exam (Exe)

(৩) West Bengal Audit and Accounts Service Examination

(৪) West Bengal Forest Service & Subordinate Forest Service Examination

(৫) Junior Law Officers Recruitment Examination

(৬) WBPSC Miscellaneous Recruitment Examination

(৭) Examination for Recruitment to the Posts of Sub-Inspector, Sergeant in Kolkata Police

(৮) Sub-Assistant Engineers (Civil/Mechanical/Electrical) Recruitment examination

(৯) Assistant Archivist Recruitment Examination

(১০) Lower Grade Assistant Translators(Hindi) Recruitment Examination

(১১) WBPSC Clerkship Examination

(১২) English Typists Recruitment Examination

(১৩) Bengali Typists Recruitment Examination

(১৪) Junior Bengali Reporters Recruitment Examination

(১৫) Assistant Translator (Bengali) Recruitment Examination

(১৬) Assistant Public Prosecutors Recruitment Examination

(১৭) Sub-Inspector in the Subordinate Food & Supplies Service, Grade-III under Food & Supplies Department, Govt. of West Bengal

How can I apply for WBPSC?

WBPSC exam গুলির আবেদন করার যায় মূলত অনলাইন WBPSC-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে। নতুন প্রার্থীকে প্রথমে নতুন রেজিস্ট্রেশন করতে হবে। কোনো প্রার্থী যদি আগে রেজিস্ট্রেশন করে থাকে তাহলে তাকে নতুন রেজিস্ট্রেশন করতে হবে না। নতুন প্রার্থীদের রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে ওয়েবসাইটের ডানদিকে “Candidate’s Corner” section-এর মধ্যে দ্বিতীয় অপশন “One Time Registration”-এ ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রার্থীর details দেওয়ার জন্য একটি অনলাইন ফর্ম খুলবে, ফর্মটিতে প্রার্থীর নাম, ঠিকানা ,ফোন নম্বর ইত্যাদি চাওয়া হবে, সেগুলি ফিলাম করে “Register” অপশনে ক্লিক করলে প্রার্থীর Enrollment Number দেওয়া হবে, সাথে প্রার্থীর ফোন নম্বরে একটি OTP পাঠানো হবে সেটি নথিভুক্ত করলেই Enrollment Numberটি Activate হয়ে যাবে।

রেজিস্ট্রেশন করার পর এই Enrollment Number দিয়ে WBPSC-এর অধীনে সমস্ত পরীক্ষার ফর্ম ফিলাপ করা যাবে। Apply করার জন্য “Candidate’s Corner” section-এর “LOGIN IF ALREADY REGISTERD” অপশনে ক্লিক করে login করতে হবে। Login করার পর যে যে পরীক্ষার আবেদন চলছে সেগুলির লিস্ট ও আবেদন করার লিংক দেওয়া থাকবে।

What is the qualification of WBPSC?

উপরের প্রতিটি পরীক্ষার জন্য আলাদা আলাদা Qualification রাখা হয়েছে WBPSC থেকে –

What are the subjects in WBPSC exam?

প্রতিটি পরীক্ষার আলাদা আলাদা সিলেবাস দেখা ঠিক করা হয়েছে WBPSC-এর দ্বারা –

(১) WBCS Syllabus

(২) West Bengal Audit and Accounts Service Syllabus

(3) WBPSC Miscellaneous Syllabus

(৪) WBPSC Clerkship Syllabus

WBPSC Admit Card (অ্যাডমিট কার্ড)

যে পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়েছে সেগুলি হল-

WBPSC Result (পরীক্ষার রেজাল্ট)

যে পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে সেগুলি হল-

Nilanjan Bhadra
City College থেকে B.Com পাশ করেছি। স্কুলের ছাত্র-ছাত্রীদের পড়ানোর অভিজ্ঞতা আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here