Public Health Engineering Department Recruitment 2021: পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং দপ্তর থেকে একাধিক ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে। অফিশিয়াল ওয়েবসাইটে একটি নোটিশের মাধ্যমে জানানো হয়েছে যে মোট ৩ বছরের অস্থায়ী যুক্তিতে মোট ৫০টি শূন্যপদে নিয়োগ করা হবে। আবেদন করতে পারবে দেশের যেকোনো যোগ্য নাগরিক। নোটিশটির ব্যাপারে বিস্তারিত জেনে নিন।

Public Health Engineering Department Recruitment 2021

Public Health Engineering Department Recruitment 2021

নোটিশ নম্বরPHE/Estt./2720/O-49/2021
প্রতিষ্ঠানের নামWest Bengal Public Health Engineering Department
যোগ্যতাইঞ্জিনিয়ারিং
চাকরির স্থানপশ্চিমবঙ্গের যেকোনো জায়গা
পোষ্ট২টি
মোট শূন্যপদ৫০টি

Post Details (পদের ও শিক্ষাগত যোগ্যতা)

(১) অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (Civil)

শিক্ষাগত যোগ্যতা – প্রথমত, সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে গ্র্যাজুয়েশন পাশ করতে হবে অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে। এর সাথে আরো কিছু ব্যাপার বাধ্যতামূলক আছে, সেগুলি হল-

  1. গ্রাজুয়েশন পাশ করা ছাত্র-ছাত্রীদের Water Supply বিভাগে ন্যূনতম ৫ বছরের কাজের অভিজ্ঞতা লাগবে।
  2. যারা ডিপ্লোমা পাশ করে আবেদন করবে তাদের Water Supply বিভাগে ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  3. Public Health Engineering দপ্তরে কাজের অভিজ্ঞতা থাকলে উপরের বলা কাজের অভিজ্ঞতা লাগবেনা, এবং সেই সব প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
  • বেতন (Salary) –  ২৮,০০০ টাকা,
  • শূন্যপদ (Vacancy) – ৩০টি

(২) অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (Electrical)

শিক্ষাগত যোগ্যতা – প্রথমত, সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে গ্র্যাজুয়েশন পাশ করতে হবে অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে। এর সাথে আরো কিছু ব্যাপার বাধ্যতামূলক আছে, সেগুলি হল-

  1. গ্রাজুয়েশন পাশ করা ছাত্র-ছাত্রীদের Water Supply বিভাগে ন্যূনতম ৫ বছরের কাজের অভিজ্ঞতা লাগবে।
  2. যারা ডিপ্লোমা পাশ করে আবেদন করবে তাদের Water Supply বিভাগে ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  3. Public Health Engineering দপ্তরে কাজের অভিজ্ঞতা থাকলে উপরের বলা কাজের অভিজ্ঞতা লাগবেনা, এবং সেই সব প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন (Salary) –  ২৮,০০০ টাকা,

শূন্যপদ (Vacancy) – ২০টি

Age Limit (বয়সসীমা)

দুটি পদের জন্যই বয়সসীমা রাখা হয়েছে ৪০ বছর, যে বয়সটি নির্ধারণ করা হবে ১.০১.২০২২ তারিখ অনুযায়ী। Retired সরকারি কর্মচারীরা আবেদন করতে পারে ৬২ বছর পর্যন্ত।

How to Apply (আবেদন পদ্ধতি)

অফলাইন ফর্ম ফিলাপ করে তার সাথে জরুরী ডকুমেন্ট যুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে অথবা আবেদন ফর্ম এবং জরুরি ডকুমেন্ট PDF আকারে [email protected] ইমেইলে (E-mail) পাঠাতে হবে। আবেদন ফর্মটি নোটিশের নিচে দেওয়া আছে। যে ঠিকানায় পাঠাতে হবে সেটি হল- Dropbox in front of the chamber of chief engineer, M/E, NZ, PHE Directorate at new new secretariat building, 7th fl., 1 K S Roy Road, Kolkata- 700001

আবেদনপত্রের সঙ্গে যে যে ডকুমেন্টগুলি চাওয়া হয়েছে সেগুলি হল-

  • বয়সের প্রমাণপত্র
  • প্রার্থীর ঠিকানার প্রমাণপত্র
  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণ
  • অভিজ্ঞতার প্রমাণপত্র
  • বর্তমান ঠিকানা প্রমাণপত্র

সমস্ত ডকুমেন্ট Self-Attested করে দিতে হবে কিন্তু, কাজের অভিজ্ঞতার প্রমানপত্রটি যেকোনো সরকারি অফিসারের দ্বারা Attested করে পাঠাতে হবে।

Application fees (আবেদন মূল্য) – কোনরকম আবেদন মূল্য রাখা হয়নি, সম্পূর্ণ বিনামূল্যে আবেদনটি করা যাবে। 

Selection Process (নিয়োগ পদ্ধতি)

প্রথমে, আবেদনপত্র দেখে প্রার্থী বাছাই করা হবে। এই বাছাই করা প্রার্থীদের সল্ট লেকের “Nijalaya”এ ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে, এই ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে।

Important Dates (গুরুত্বপূর্ণ তারিখ)

আবেদন প্রকাশিত হয়েছে১৮.১১.২০২১
আবেদন শুরু১৮.১২.২০২১
আবেদন শেষ১০.১২.২০২১
ইন্টারভিউয়ের দিনউল্লেখ নেই
Official NoticeDownload Here
Official WebsiteClick Here
Application FormDownload Here

বিঃদ্রঃ উপরের সমস্ত তথ্যগুলি ‘Official Notice’-এর ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে।

Nilanjan Bhadra
City College থেকে B.Com পাশ করেছি। স্কুলের ছাত্র-ছাত্রীদের পড়ানোর অভিজ্ঞতা আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here