তোমরা নিশ্চই জানো WBCS Exam-এর মাধ্যমে একাধিক পদে সরকারি অফিসার নিয়োগ করা হয়। কিন্তু WBCS Officer ছাড়াও সরকারের আরো কিছু অফিসার পদে নিয়োগ করে। সরকারের কার্যকলাপ চালানোর জন্য এই অফিসার পদগুলির গুরুত্ব থাকলেও নিয়োগের পরিমান WBCS অফিসারের তুলনায় কম। তাই পদগুলির নিয়োগও এক-দুই বছর অন্তর হয়। আজ এখানে আমরা এই পদগুলি নিয়োগের জন্য যে পরীক্ষাটি নেওয়া হয় সেই পরীক্ষাটি (WBPSC Miscellaneous Syllabus) নিয়ে আলোচনা করব।

wbpsc misellaneous syllabus

What is WBPSC Miscellaneous

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অধীনে যে যে পরীক্ষা গুলি হয় তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হল এই WBPSC Miscellaneous পরীক্ষা। WBPSC Recruitment-এর WBCS অফিসার ছাড়া অন্যান্য কিছু দপ্তরের অফিসার WBPSC Miscellaneous পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হয়। মোট ২০টি পদে নিয়োগ করার জন্য এই পরীক্ষাটি নেওয়া হয়। সেই পদগুলি হল –

WBPSC Miscellaneous Post

 (১) Assistant Child Development Project Officer, (২) Disaster Management Officer/Block Disaster Management Officer, (৩) Block Youth Officer/Municipal Youth Officer/Borough Youth Officer, (৪) Sub-Inspector of Excise, (৫) Block Welfare Officer/Welfare Officer, (৬) Inspector, Backward Classes Welfare, (৭) Assistant Agricultural Marketing Officer, (৮) Assistant Programme Officer, (৯) Controller of Correctional Services, (১০) Inspector of Agricultural Income Tax, (১১) Consumer Welfare Officer, (১২) Saving Development Officer, (১৩) Posts in West Bengal Subordinate Labour Service, (১৪) Auditor of Co-operative Societies, (১৫) Assistant Auditor, Board of Revenue, (১৬) Extension Officer, Mass Education Extension, (১৭) Lady Extension Officer, Mass Education Extension, (১৮) Assistant Controller of Correctional Services, (১৯) Investigating Inspector (২০) Revenue Inspector and certain other posts as may be notified subsequently

WBPSC Miscellaneous Salary

উপরের পদগুলির প্রতিটির বেতনের Pay Band সমান অর্থাৎ প্রায় সব পদেরই একই বেতন দেওয়া হয়। বর্তমানে ১ থেকে ১২ পদগুলিতে Pay Band আছে ৭১০০ – ৩৭,৬০০ টাকা (Grade Pay – ৩৯০০) এবং ১৩ থেকে ২০ পদগুলির Pay Band আছে ৭১০০ – ৩৭,৬০০ টাকা (Grade Pay – ৩৬০০). এরসাথে বাড়িভাড়া খরচ হিসাবে Basic-এর উপর ১২%, DA হিসাবে ৩% এবং মেডিকেল খরচ হিসাবে ৫০০ টাকা দেওয়া হয়।

WBPSC Miscellaneous Exam Pattern

পরীক্ষাটি তিনটি ধাপে নেওয়া হয়ে থাকে –

(১) প্রিলিমিনারি পরীক্ষা – পরীক্ষাটিতে এক নম্বরের ২০০টি MCQ প্রশ্ন থাকে এবং সময় দেওয়া হয় ১ ঘন্টা ৩০ মিনিট। পরীক্ষাটি শুধুমাত্র মেইন পরীক্ষার প্রার্থী বাছাই করার জন্য নেওয়া হয়। চূড়ান্ত মেরিট লিস্টে এই পরীক্ষার নম্বর যোগ হয়না।

(২) মেইন পরীক্ষাপ্রিলিমিনারি পরীক্ষায় পাশ করলে মেইন পরীক্ষা দেওয়ার সুযোগ পাওয়া যায়। পরীক্ষাটি তিনটি পেপার মিলে মোট ৪৫০ নম্বরের হয়। প্রতিটি পেপারের জন্য সময় দেওয়া হয় ৯০ মিনিট।

(৩) ইন্টারভিউতৃতীয় ধাপে প্রার্থীর ১০০ নম্বরের ইন্টারভিউ নেওয়া হয়। ইন্টারভিউয়ের পর মেরিট লিস্ট বেরকরা হয় ৪৫০ নম্বরের মেইন পরীক্ষা এবং ১০০ নম্বরের ইন্টারভিউয়ের ভিত্তিতে।

WBPSC Miscellaneous Syllabus

Miscellaneous Preliminary Syllabus

দুটি বিষিয়ে থেকে প্রশ্ন দেওয়া হয়। (১) সাধারণ জ্ঞান (১৫০ নম্বর) ও পাটিগণিত (৫০ নম্বর)। প্রশ্নের মান মাধ্যমিক Level-এর করা হয়।

Miscellaneous Main Syllabus

পেপার ১ ও ২ পরীক্ষার প্রশ্নের মান উচ্চমাধ্যমিকের Level-এর করা হয়, এবং পেপার ৩ প্রশ্নের মান প্রিলিমিনারি পরীক্ষার মত মাধ্যমিক Level-এর হয়। 

Paper–I: English (Final Examination)

a) Drafting of a report from points or materials supplied ; 

b) Translation from Bengali/Hindi/Urdu/Nepali/Santhali, as the case may be, to English ; 

c) Condensing of a prose passage (Summary/Precis) ; 

d) Correct use of words, correction of sentences, use of common phrases, synonyms and antonyms etc.

Paper-II: Bengali/Hindi/Urdu/Nepali / Santhali (Final Examination)

a) Drafting of a report from points or materials supplied ; 

b) Translation from English to Bengali/Hindi/Urdu/Nepali/Santhali, as the case may be ; 

c) Condensing of a prose passage ; 

d) Grammar.

Paper – III: General Knowledge & Arithmetic

(i) ভারতীয় ও পশ্চিমবঙ্গ GK(ii) বিভিন্ন বই
(iii) বিভিন্ন জায়গার রাজধানী(iv) রসায়ন
(v) ভারতীয় ইতিহাস(vi) ভারতীয় সংবিধান
(vii) ভূগোল(viii) বিভিন্ন দেশের মুদ্রা
(ix) টেকনোলজি (x) স্ট্যাটিক GK 
(xi) সংস্কৃতি(xii) জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার 
(xii) জীব বিজ্ঞান (xiii) পদার্থ বিজ্ঞান 
(xiv) ক্রীড়া  (xv) Current Affairs, etc 
লসাগু গসাগুদশমিক
বিভাজ্যতাNumber system
অনুপাত ও সমানুপাতশতাংশ
গড়ভগ্নাংশ
সময় ও দূরত্বসরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ
লাভ ক্ষতিঅংশীদারি
বর্গ এবং আয়তক্ষেত্রetc.

Nilanjan Bhadra
City College থেকে B.Com পাশ করেছি। স্কুলের ছাত্র-ছাত্রীদের পড়ানোর অভিজ্ঞতা আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here