সমগ্র ভারতবর্ষব্যাপী যে সমস্ত চাকরি, প্রবেশিকা এবং আরও বিভিন্ন পরীক্ষা হয় তার মধ্যে UGC নেট পরীক্ষা (NET/JRF) হল অন্যতম জনপ্রিয় এবং কঠিন একটি পরীক্ষা। যে সমস্ত ছাত্র-ছাত্রীর ভবিষ্যত লক্ষ্য হল কলেজ ও ইউনিভার্সিটিতে অধ্যাপনা করা, তাদের মধ্যে এই পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ।

এই ‘NET’ পরীক্ষাটি সাধারনত বছরে দুবার হয়ে থাকে- জুন আর ডিসেম্বর মাসে। তবে কোভিডের জন্য এই সময়সূচীতে কিছু পরিবর্তন হতে পারে। পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয় পরীক্ষার দুমাস আগে। অর্থাৎ, যদি জুন মাসে পরীক্ষা হয় তাহলে এপ্রিল মাস নাগাদ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আমরা এখানে এই UGC NET/JRF পরীক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করব-

UGC Net পরীক্ষা

UGC নেট (NET/JRF) পরীক্ষা কি?

UGC -এর পুরো অর্থ হল ‘University Grants Commission’। এই UGC-এর তত্ত্বাবধানে প্রতি বছর সমগ্র ভারতবর্ষব্যাপী ‘NET’ অথবা National Eligibility Test exam হয়। এই পরীক্ষায় পাশ করলে ভারতের বিভিন্ন মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষকতা করার সুযোগ পাওয়া যায় অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে এবং যে বছর পরীক্ষা হচ্ছে সেই বছরের নির্ধারিত cut off নম্বর অনুযায়ী সর্বচ্চ নম্বর প্রাপ্ত কিছু পরীক্ষার্থী JRF বা Junior Research Fellowship-এর সার্টিফিকেট পায়।

আমরা জানি যে, কলেজ ও ইউনিভার্সিটিতে ছাত্র-ছাত্রীরা উচ্চতর শিক্ষা লাভের জন্য যায়। সেই কারনে এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ একটি অতন্ত গুরুত্ব এবং দায়িত্বপূর্ণ বিষয়।২০১৮ সাল থেকে UGC এই ‘NET’ পরীক্ষার দায়িত্ব NTA(National Testing Agency)-কে দিয়েছে। বিগত ৬বছর ধরে NTA এই পরীক্ষাটিকে পরিচালনা করেছে। প্রতি বছর প্রায় হাজার হাজার পরীক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহন করে থাকে। NTA-এর ওয়েবসাইট এ গিয়ে এই পরীক্ষার ফর্ম ফিলাপ করতে হয়।

পরীক্ষার নামNational Eligibility Test Exam(NET)
পরিচালক সংস্থাUniversity Grants Commission(UGC)
পরীক্ষার ধরনOnline
পরীক্ষার সময়৩ঘন্টা (১৮০মিনিট)
আবেদন প্রক্রিয়াOnline
পরীক্ষার ধাপএকটি
পরীক্ষার ভাষাইংরেজি
অফিসিয়াল ওয়েবসাইটhttps://ugcnet.nta.nic.in/
আবেদন মূল্য১১৫০/-

নেট পরীক্ষার ধরন (UGC NET Exam Pattern)

আমরা আগেই জেনেছি যে, কলেজ এবং ইউনিভার্সিটির অধ্যাপকরা এই পরীক্ষা দ্বারা নিযুক্ত হন। এই পরীক্ষাটি আগে দুটি ধাপে হত। কিন্তু এখন একদিনেই এবং একসাথে হয়। তাই বর্তমানে এই পরীক্ষাটির একটি ধাপ। NET পরীক্ষায় দুটি পেপার এবং এই দুটি পেপার একদিনেই হয়।Paper-1 এ থাকে ২ নাম্বারের ৫০টি প্রশ্ন আর Paper-2 তে থাকে ২ নাম্বারের ১০০টি প্রশ্ন। পরীক্ষায় পাশ করার জন্য ২টি পেপারে পৃথক ভাবে ৪০ শতাংশ নাম্বার পেতে হবে। অর্থাৎ, পেপার-১ এ ১০০তে ৪০ এবং পেপার-২ এ ২০০তে ৮০ নাম্বার পাওয়া আবশ্যিক।

নেট পরীক্ষার যোগ্যতা (NET Eligibility Criteria)

NET Exam-এর জন্য UGC(University Grants Commission) নূন্যতম কিছু Eligibility Criteria (যোগ্যতা) রেখেছে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও বয়সের ভিত্তিতে আলাদা আলাদা Criteria রাখা হয়েছে। Criteria গুলি নিম্নে আলোচনা করা হল –

নেট পরীক্ষার শিক্ষাগত যোগ্যতা (UGC NET Educational Qualifications)

NET Exam  দেওয়ার জন্য স্নাতক(Graduation) এবং স্নাতকোত্তর(Post Graduation) পরীক্ষায় নূন্যতম ৫৫ শতাংশ নাম্বার থাকতে হবে।

অনেক পরীক্ষার্থী একটি বিষয় নিয়ে দ্বন্ধে থাকে যে NET পরীক্ষা দিতে হলে স্নাতকোত্তর ডিগ্রী থাকতে হবে কিনা।এই প্রসঙ্গে বলা যায় যে, কোনো পরীক্ষার্থী যদি তার স্নাতক(Graduation) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে স্নাতকোত্তর(Post Graduation) স্তরের পড়াশোনার জন্য ইউনিভার্সিটিতে ভর্তি হয় তাহলেই সে NET পরীক্ষায় বসতে পারবে। কারন স্নাতকোত্তর(Post Graduation) স্তরের পড়াশোনা শেষ হওয়ার আগে যদি কোনো পরীক্ষার্থী NET Exam-এ পাশ করে যায় তাহলে UGC তাকে ২ বছর সময় দেয় তার স্নাতকোত্তর ডিগ্রী শেষ করার জন্য। অর্থাৎ গ্রাজুয়েশন শেষ করে ছাত্র-ছাত্রীরা NET Exam এর প্রস্তুতি নিতে পারে।

নেট পরীক্ষার বয়সসীমা (UGC NET Age Limit)

NET Exam-এর কোনো বয়সসীমা থাকেনা।২১বছর বয়সের পর যেকোনো পরীক্ষার্থী এই পরীক্ষায় বসতে পারে।

কিন্তু যদি কোনো পরীক্ষার্থীর মূল লক্ষ্য হয়ে থাকে NET Exam দিয়ে JRF Qualify করে রিসার্চ করার তাহলে এক্ষেত্রে UGC এই সমস্ত পরীক্ষার্থীদের জন্য একটি নির্দিষ্ট বয়সের সীমা রেখেছে, যা হল-

মহিলা এবং S.T/S.C/OBC/PWD সমস্ত প্রার্থীদের জন্য বয়সের সময়সীমা  হল ৩৫ বছর। অর্থাৎ, ৩৫ বছর বয়স পর্যন্ত মহিলা ও S.T/S.C/OBC/PWD-তালিকাভূক্ত পরিক্ষার্থীরা পরীক্ষায় বসতে পারবে।

পুরুষ পরীক্ষার্থীদের ক্ষেত্রে বয়সসীমা হল ৩২ বছর।অর্থাৎ,জেনারেল তালিকাভুক্ত পুরুষ পরীক্ষার্থীরা ৩২ বছর বয়স পর্যন্ত পরীক্ষায় বসতে পারবে।

UGC NET Salary বা বেতন কাঠামো

কোন পরিক্ষার্থী NET exam পাশ করার পর যে কোনো সরকারি এবং বেসরকারি কলেজ অথবা ইউনিভার্সিটিতে অধ্যাপক হিসাবে নিযুক্ত হতে পারেন। তিনি তখন সেই প্রতিষ্ঠানের পরিকাঠামোর উপর নির্ভর করে বেতন পান। সাধারনত বলা যায় যে NET সার্টিফিকেট প্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের বেতন শুরু হয় ৩৫০০০/- থেকে ৬০০০০/- এর মধ্যে।

কিন্তু যদি কোনো পরীক্ষার্থী JRF-এর সার্টিফিকেট নিয়ে কোনো ইউনিভার্সিটিতে গবেষনায় নিযুক্ত হন তাহলে তিনি যতদিন ওই প্রতিষ্ঠানে গবেষনা করবেন ততদিন সরকারের পক্ষ থেকে মাসিক ৩২০০০/- বেতন পাবেন। JRF(Junior Research Fellow)-র candidate-রা ৩বছর পর SRF (Senior Research Fellow) হয়ে গেলে তাদের বেতন বৃদ্ধি পেয়ে ৩৮০০০/- হয়ে যায়।

UGC NET আবেদন প্রক্রিয়া (NET Application Process)

UGC NET পরীক্ষায় আবেদন করার জন্য UGC NET-এর portal ugcnet.nta.nic.in এ গিয়ে ফর্ম fill up করতে হবে। এই পরীক্ষার আবেদন মূল্য হল ১১৫০ টাকা।

NET পরীক্ষার ২০২৩ সালের ফর্ম ফিল আপ বা Online Registration শুরু হয়ে হবে ১০ই মে,২০২৩(10th May,2023) থেকে এবং শেষ হবে ৩১শে মে ২০২৩(31st May,2023)-এ। আবেদন মূল্য জমা দেওয়ার শেষ তারিখ হল- ১লা জুন,২০২৩(1st June,2023)। যদি কোনো পরীক্ষার্থী রেজিস্ট্রেশনের সময় ফর্মে কোন ভুল করে থাকেন, তাহলে সেই ভুল সংশোধনের জন্য পরীক্ষার্থীদের ২রা এবং ৩রা জুন সময় দেওয়া হয়েছে।

UGC-এর বিজ্ঞপ্তি অনুযায়ী জুন মাসের ১৩ থেকে ২২ তারিখের মধ্যে সারা ভারতে NET পরীক্ষা নেওয়া হবে। জুন মাসের প্রথম সপ্তাহে পরীক্ষার কেন্দ্রগুলি(center) সম্পর্কে জানানো হবে এবং দ্বিতীয় সপ্তাহে Admit Card দেওয়া হবে।

নেট (NET/JRF) পরীক্ষার প্রস্তুতি

আমরা আগেই দেখেছি যে NET Exam একদিনেই হয় এবং ২টিপেপারে একসাথেই পরীক্ষা দিতে হয়। PAPER-1 এর বিষয় হল General Paper Of Teaching(GTA) এবং Paper-2 তে থাকে নির্দিষ্ট Subject-এর থেকে প্রশ্ন। অর্থাৎ, যে পরীক্ষার্থী যে বিষয়ের অধ্যাপক হতে চান সেই বিষয়ের উপর প্রশ্ন আসে Paper-2-এ।

PAPER-1 এর General Paper Of Teaching(GTA) থেকে ৫০টি ২ নাম্বারের(মোট ১০০) প্রশ্ন আসে। এই Paper-1-এর বিষয়গুলিকে ১০টি UNIT-এ ভাগ করা হয়েছে। PAPER-2 তে ১০০টি ২নাম্বারের(মোট ২০০)প্রশ্ন আসে। মোট ৩০০ নাম্বারের প্রশ্ন আসে ২টি পেপার মিলিয়ে আর এই ৩০০ নাম্বারের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ১৮০ মিনিট অথবা ৩ঘন্টা সময় দেওয়া হয়। Paper-1-এর জন্য ১ঘন্টা এবং PAPER-2-এর জন্য ২ঘন্টা সময় দেওয়া হয়। NET Exam-এর সমস্ত প্রশ্ন MCQ-তে আসে।

নেট পরীক্ষার সিলেবাস (Syllabus)

আমরা আগেই জেনেছি যে NET পরীক্ষায় ২টি Paper থাকে। PAPER-1-এ থেকে জেনারেল আওয়ারনেস নিয়ে প্রশ্ন আর PAPER-2 তে থাকে বিষয় ভিত্তিক প্রশ্ন। PAPER-1 এর Syllabus-কে যে ১০টি ভাগে ভাগ করা হয়েছে, সে গুলি হল-

  1. Teaching Aptitude.
  2. Research Aptitude.
  3. Information Communication Technology(ICT).
  4.  Mathematical Reasoning(MR).
  5. Logical Reasoning (LR).
  6. Data Interpretation (DI).
  7. Comprehension.
  8. Higher Education System.
  9. People Development and Environment.
  10. Communication.

PAPER-2 র জন্য প্রায় ১০০র বেশি Main Subject নির্ধারন করা হয়েছে।প্রতিটি Subject-কে ১০টি Unit-এ ভাগ করা হয়।

UGC-এর নির্দেশিকা অনুযায়ী যে পরীক্ষার্থী যে বিষয় নিয়ে Post Graduation করবে বা করেছে তাকে সেই বিষয়ের উপরেই PAPER-2 এর Exam দিতে হবে।

UGC NET Exam-এর নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

NET পরীক্ষা আগে ২ধাপে হত, কিন্তু এখন একধাপে হয় এবং একসাথে ২টো পেপার হয়। ২টো পেপার মিলিয়ে মোট ৩০০তে পরীক্ষা হয়। ২টো পেপারে পৃথক ভাবে ৪০ শতাংশ নাম্বার পেলে তবেই সেই পরীক্ষার্থীর উত্তরপত্র গ্রহন যোগ্যতা পাবে। অর্থাৎ, প্রথম পেপারে ১০০তে ৪০ নাম্বার এবং দ্বিতীয় পেপারে ২০০তে ৮০নাম্বার মিলিয়ে মোট ৩০০তে ১২০নাম্বর পেলে তবেই সেই পরিক্ষার্থীর উত্তরপত্র বিবেচ্য হবে।

এরপর যে সমস্ত পরীক্ষার্থী ১২০ অথবা তার অধিক নম্বর পাবে তাদের মোট সর্বচ্চ নম্বরের উপর ভিত্তি করে cut off marks নির্ধারিত হবে।

সাধারনত বলা যেতে পারে যে মোট পরীক্ষার্থীর ৬ শতাংশ পরীক্ষার্থী এই cut off marks পেয়ে NET পরীক্ষায় উত্তীর্ণ হয় এবং এই ৬শতাংশ পরিক্ষার্থীর মধ্যে থেকে যারা সর্বচ্চ নাম্বার পাবে তাদের ৬শতাংশ পরীক্ষার্থী Qualify করবে JFR-এর জন্য।সহজ ভাষায় বলতে গেলে, একবারে যদি ১০০০ জন পরীক্ষা দেয় তাহলে ৬০ জন NET Exam qualify করে সার্টিফিকেট পায় এবং সেই ৬০জনের মধ্যে থেকে JRF-এর সার্টিফিকেট পায় ৩-৪ জন পরীক্ষার্থী।

নেট পরীক্ষা কত প্রকার?

নেট পরীক্ষা দুই প্রকার- ১) ইউজিসি(UGC) নেট ও ২) সিএসআইআর(CSIR).

নেট পরীক্ষা অনলাইন নাকি অফলাইন?

ইউ.জি.সি (UGC) নেট পরীক্ষা অনলাইন হয়।

ইউ.জি.সি নেট কি কঠিন পরীক্ষা?

সমগ্র ভারতবর্ষব্যাপী যে সমস্ত সরকারি চাকরি, প্রবেশিকা এবং আরও বিভিন্ন পরীক্ষা হয়ে থাকে তার মধ্যে UGC নেট পরীক্ষাকে (NET/JRF) অন্যতম কঠিন একটি পরীক্ষা হিসাবে মনে করা হয়। অনেক পরীক্ষার্থী গ্র্যাজুয়েশনের পড়াশোনার সাথে সাথে এই নেট পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করে দেন।

ইউ.জি.সি নেট পরীক্ষার গুরুত্ব কি?

কলেজ ও ইউনিভার্সিটিতে ছাত্র-ছাত্রীরা উচ্চতর শিক্ষা লাভের জন্য যা, আর এই UGC নেট পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীরা ভবিষ্যতে দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালইয়গুলিতে শিক্ষক-শিক্ষিকা হিসাবে নিযুক্ত হন। তাই দেশের উচ্চতরের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে এই পরীক্ষা অতন্ত্য গুরুত্বপূর্ণ।

ইউ.জি.সি নেট পরীক্ষায় কত নম্বর পেতে হয়?

UGC নেট পরীক্ষায় পাশ করার জন্য প্রথম পেপারে ১০০তে ৪০ নম্বর এবং দ্বিতীয় পেপারে ২০০তে ৮০নম্বর, মিলিয়ে মোট ৩০০তে ১২০ নম্বর পেতে হয়।

নেট পরীক্ষার সুবিধা?

UGC নেট পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থী দেশের যেকোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকা হিসাবে নিযুক্ত হওয়ার এবং গবেষনা করার সুযোগ পান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here