কল্যাণী পৌরসভার অফিশিয়াল ওয়েবসাইট একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে যেখানে কয়েকজন স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হচ্ছে। যারা কল্যাণী পৌরসভার বাসিন্দা এবং বিধবা তারা এই নোটিশে আবেদন করতে পারবে। সম্পূর্ণ এক বছরের অস্থায়ী চুক্তিতে নিয়োগ করা হলেও এই চুক্তি বাড়ানো হবে বলেছে পৌরসভা কর্তৃপক্ষ। এই নোটিশটির ব্যাপারে আজ আলোচনা করবো, ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা নোটিশটির ব্যাপারে বিস্তারিত জেনে নিন –

kalyani municipality health worker recruitment 2021

Kalyani municipality recruitment 2021

নোটিশ নম্বর6072/Q.M
প্রতিষ্ঠানের নামKalyani Municipality
পোষ্ট১টি
মোট শূন্যপদ৭টি
আবেদন প্রকাশিত হয়েছে২০.০৯.২০২১
আবেদন শুরু২০.০৯.২০২১
আবেদন শেষ২৬.১০.২০২১
ইন্টারভিউয়ের তারিখপরে জানানো হবে

Post Qualification (পদের ও শিক্ষাগত যোগ্যতা)

(১) honorary health worker (HHW)

শিক্ষাগত যোগ্যতা – যেকোনো বোর্ড থেকে মাধ্যমিক বা তার সমতুল্য ডিগ্রি থাকলেই আবেদন করা যাবে। উচ্চশিক্ষিত প্রার্থীরাও আবেদন করতে পারবে কিন্তু সেক্ষেত্রে প্রার্থীর মাধ্যমিক নম্বর অনুযায়ী নিয়োগ করা হবে।

  • বেতন – ৪,৫০০ টাকা
  • শূন্যপদ – ৭টি 

Age Limit (বয়সসীমা)

৩০ থেকে ৪০ বছরের মধ্যে যাদের বয়স আছে তারা আবেদন করতে পারবে। SC/ST/OBC প্রার্থীরা ন্যূনতম ২২ বছর থেকে আবেদন করতে পারবে অর্থাৎ SC/ST/OBC প্রার্থীদের বয়সসীমা রাখা হয়েছে 22 বছর থেকে 40 বছর পর্যন্ত।

How to Apply (আবেদন পদ্ধতি)

কল্যাণী পৌরসভার অফিশিয়াল ওয়েবসাইটের ’employment notice’ অপশনে গেলে আবেদন ফর্ম পাওয়া যাবে। ফর্মটি ফিলাপ করে, তার সাথে নিম্নলিখিত ডকুমেন্টগুলি সেল্ফ অ্যাটেস্টেড করে একটি মুখ বন্ধ খামে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। যে যে ডকুমেন্টগুলি পাঠাতে হবে সেগুলি হল –

  • প্রার্থীর বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিক এডমিট কার্ড
  • আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা রেশন কার্ড
  • কাস্ট সার্টিফিকেট
  •  স্বামীর মৃত্যুর প্রমাণপত্র

যে ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে সেটি হল- Commissioner of the Municipal Corporation or Chairperson board of administration/ Executive officer of the ULB/ MUNICIPAL OFFICE

Application fees (আবেদন মূল্য) – কোনরকম আবেদন মূল্য চাওয়া হয়নি, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করা যাবে।

Selection Process (নিয়োগ পদ্ধতি)

প্রার্থীদের মাধ্যমিকের নম্বর এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। নিয়োগ প্রক্রিয়া ৯০% নির্ভর করবে প্রার্থীর মাধ্যমিকের নম্বর এবং বাকি ১০% নির্ভর করবে ইন্টারভিউ এর ওপর। ইন্টারভিউ হওয়ার পর বাছাই প্রার্থীদের একটি মেরিট লিস্ট বের করা হবে।

Official Notice
Official Website
Application Form

বিঃদ্রঃ উপরের সমস্ত তথ্যগুলি ‘Official Notice’-এর ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে।

Nilanjan Bhadra
City College থেকে B.Com পাশ করেছি। স্কুলের ছাত্র-ছাত্রীদের পড়ানোর অভিজ্ঞতা আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here