জলপাইগুড়ি জেলার District Health and Family Welfare Samiti-এর তরফ থেকে একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে। মোট দুটি অস্থায়ী পদে নিয়োগ করা হবে। চাকরিটি জলপাইগুড়ি জেলার করোনা ভাইরাসের জন্য স্বাস্থ্য দপ্তরে কাজের নিয়োগ নেওয়া হচ্ছে। ইচ্ছুক প্রার্থীরা নোটিশটির ব্যাপারে বিস্তারিত জেনে নিন –

Jalpaiguri district health and family welfare samiti recruitment 2021

Jalpaiguri district health and family welfare samiti recruitment 2021

নোটিশ নম্বরCMOH_JALlWLKlDHFWSI 3230 12021
প্রতিষ্ঠানের নামDistrict Health & Family Welfare Samiti, Jalpaiguri
পোষ্ট২টি
মোট শূন্যপদ৬টি

Important Dates

আবেদন প্রকাশিত হয়েছে১২.১১.২০২১
আবেদন শুরু১৫.১১.২০২১
আবেদন শেষ২১.১১.২০২১
ইন্টারভিউয়ের দিনউল্লেখ নেই

Post Details (পদের ও শিক্ষাগত যোগ্যতা)

(১) Coordinator

শিক্ষাগত যোগ্যতা – গ্রাজুয়েশনের পরে Hospital Management অথবা PGDHM বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। সঙ্গে MS Office জানতে হবে। সঙ্গে দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন –  ৪৫,০০০ টাকা,

শূন্যপদ – ৩টি (UR- ০২, SC- ০১)

(২) ডাটা এন্ট্রি অপারেটর

শিক্ষাগত যোগ্যতা – যেকোনো বিষয়ে গ্রাজুয়েশন পাশ করে কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে ন্যূনতম এক বছরের ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। এছাড়া Basic কম্পিউটার জানতে হবে। সবশেষে বলা হয়েছে সরকারি অফিসে ৩ বছরের অথবা বেসরকারি অফিসে ৫ বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন –  ১৩,৫৬০ টাকা,

শূন্যপদ – ৩টি (UR- ০২, SC- ০১)

Age Limit (বয়সসীমা)

দুটি পদের জন্যই বয়সসীমা রাখা হয়েছে ২১ বছর থেকে ৪০ বছর পর্যন্ত। বয়সটি নির্ধারণ করা হবে ০১.০৪.২০২১-এর ভিত্তিতে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাওয়া যাবে অর্থাৎ SC/ST প্রার্থীদের ৫ বছরের এবং OBC প্রার্থীদের ৩ বছরের বয়সের ছাড় আছে।

How to Apply (আবেদন পদ্ধতি)

অনলাইনে আবেদন করা যাবে। অনলাইনে আবেদন করে সেই আবেদনপত্রটির প্রিন্ট আউট বের করে রাখতে বলা হয়েছে। জলপাইগুড়ি জেলার স্বাস্থ্য দপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট (www.jalpaigurihealth.com) থেকে আবেদন করা যাবে।

ভেরিফিকেশনের সময় যে যে ডকুমেন্টগুলি লাগবে সেগুলি হল-

  • আবেদনপত্র
  • আবেদন মূল্য জমা দেওয়ার প্রমাণ
  • মাধ্যমিকের এডমিট কার্ড
  • মাধ্যমিক, মাধ্যমিক, গ্রাজুয়েশন, ডিপ্লোমার রেজাল্ট
  • কাষ্ট সার্টিফিকেট
  • কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট

Application fees (আবেদন মূল্য) – SC প্রার্থীদের ৫০ টাকা এবং অন্যান্য প্রার্থীদের ১০০ টাকা আবেদন মূল্য রাখা হয়েছে।

Selection Process (নিয়োগ পদ্ধতি)

আবেদনপত্র দেখে প্রার্থী বাছাই করা হবে। প্রার্থী বাছাইয়ের জন্য নিম্নলিখিত বিষয়গুলি দেখা হবে-

  • Class-XII-10 
  • Graduation – 20 
  • Post Graduation – 30 (Proportionate marking i.e. percentage of marks obtained in the examination *10/100) 
  • Experiance -10 
  • Computer test – 20 (Qualifying marks for computer test is 50%) 
  • Interview-10 Marks 
  • Total-100 Marks

প্রার্থী বাছাইয়ের পর বাছাই করা প্রার্থীদের কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ নেওয়া হবে।

Official Notice
Official Website
Apply Here

বিঃদ্রঃ উপরের সমস্ত তথ্যগুলি ‘Official Notice’-এর ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে।

Nilanjan Bhadra
City College থেকে B.Com পাশ করেছি। স্কুলের ছাত্র-ছাত্রীদের পড়ানোর অভিজ্ঞতা আছে।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here