দার্জিলিং জেলার অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে একটি নোটিশ জারি করে জানানো হয়েছে যে দার্জিলিং পৌরসভার অধীনে কিছু কর্মী নিয়োগ করা হবে। মোট ৫টি ভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে যার প্রতিটি পদের আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। ম্যানেজার পদ গুলি দু’বছরের এবং বাকি পদ গুলি এক বছরের অস্থায়ী চুক্তিতে নিয়োগ করা হলেও পরবর্তীকালে এই চুক্তি বৃদ্ধি করার কথা বলা হয়েছে।

Darjeeling Municipality Manager Accountant DEO Recruitment 2021

Darjeeling Municipality Manager, Accountant, DEO Recruitment 2021

নোটিশ নম্বরNo.03
প্রতিষ্ঠানের নামDarjeeling Municipality
যোগ্যতাউচ্চমাধ্যমিক, গ্রাজুয়েশন
পোষ্ট৫টি
মোট শূন্যপদ৬টি

Post Details (পদের ও শিক্ষাগত যোগ্যতা)

(১) সোশ্যাল ডেভেলপমেন্ট & ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজার (Social Development & Infrastructure Manager)

শিক্ষাগত যোগ্যতা – Social Science-এর যেকোনো বিষয়ে নিয়ে গ্রাজুয়েশন পাশ করলে আবেদন করা যাবে। Economics/ Sociology/ Management/ Social Work ইত্যাদি বিষয় নিয়ে পড়লে অগ্রাধিকার পাওয়া যাবে। এছাড়া আর যে যে বিষয়ে দেখা হবে-

  1. Social Development-এ ২ – ৩ বছর কাজের অভিজ্ঞতা চাই।
  2. MS-OFFICE-এ পারদর্শী হতে হবে।
  3. ইংরেজি এবং পশ্চিমবঙ্গের স্থানীয় ভাষায় অর্থাৎ বাংলা/নেপালিতে কথা বলতে জানতে হবে।
  • বেতন –  ৫০,০০০ টাকা
  • শূন্যপদ – ১টি

(২) স্কিল মাইক্রো এন্টারপ্রাইজ ম্যানেজার (Skill Micro Enterprise Manager)

শিক্ষাগত যোগ্যতা – Social Science-এর যেকোনো বিষয়ে নিয়ে গ্রাজুয়েশন পাশ করলে আবেদন করা যাবে। Economics/Sociology/Management/Social Work ইত্যাদি বিষয় নিয়ে পড়লে অগ্রাধিকার পাওয়া যাবে। এছাড়া আর যে যে বিষয়ে দেখা হবে-

  1. ২ – ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে
  2. Database Management System, Project Management Software ইত্যাদি বিষয়ে পারদর্শী থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
  3. ইংলিশ এবং পশ্চিমবঙ্গের স্থানীয় ভাষা অর্থাৎ বাংলা/নেপালি ভাষায় কথা বলতে জানতে হবে।
  • বেতন –  ৫০,০০০ টাকা
  • শূন্যপদ – ১টি

(৩) কমিউনিটি অর্গানাইজার (Community Organiser)

শিক্ষাগত যোগ্যতা – যেকোনো বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ করলেন আবেদন করা যাবে। এর সাথে…

  1. ৩ – ৪ বছরের কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।
  2. MS-Office অর্থাৎ word, Excel, PowerPoint ইত্যাদি জানতে হবে।
  • বেতন –  ১০,০০০ টাকা
  • শূন্যপদ – ২টি

(৪) একাউন্টেন্ট (Accountant)

শিক্ষাগত যোগ্যতা – Commerce বিভাগ নিয়ে গ্রাজুয়েশন পাশ করলে আবেদন করা যাবে। সাথে…

  1. সরকারি Society, Firm, অথবা Association-এ ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  2. MS-Office অর্থাৎ word, Excel, PowerPoint ইত্যাদি জানতে হবে।
  • বেতন –  ১৪,০০০ টাকা
  • শূন্যপদ – ১টি

(৫) ডাটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator)

শিক্ষাগত যোগ্যতা – যেকোনো শাখায় উচ্চমাধ্যমিক পাশ করে, ন্যূনতম ৬ মাসের কম্পিউটার সার্টিফিকেট থাকলে আবেদন করা যাবে। এর সাথে…

  1. সরকারি society, firm, অথবা association এ ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  2. MS-Office অর্থাৎ word Excel PowerPoint ইত্যাদি জানতে হবে।
  • বেতন –  ১২,০০০ টাকা
  • শূন্যপদ – ১টি

Age Limit (বয়সসীমা)

ম্যানেজার (Manager) পদের জন্য ০১.০৪.২০২১ তারিখ অনুযায়ী ৪০ বছরের মধ্যে যাদের বয়স তারা আবেদন করতে পারবে। Community Organiser, Accountant, Data Entry Operator পদের জন্য বয়সসীমা রাখা হয়েছে ১৮ থেকে ৪০ বছর পর্যন্ত।

How to Apply (আবেদন পদ্ধতি)

ইচ্ছুক প্রার্থীরা নিজস্ব আবেদন জমা দিতে পারে। এই বিষয়ে অফিশিয়াল নোটিশে বিস্তারিত কিছু জানানো হয়নি।

Application fees (আবেদন মূল্য) – কোনরকম আবেদন মূল্য চাওয়া হয়নি অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে আবেদনটি করা যাবে।

Selection Process (নিয়োগ পদ্ধতি)

শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে প্রথমে প্রার্থী বাছাই করা হবে। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউ নিয়ে নিয়োগ করা হবে।

Important Dates (গুরুত্বপূর্ণ তারিখ)

আবেদন প্রকাশিত হয়েছে২৯.১১.২০২১
আবেদন শুরু৩০.১২.২০২১
আবেদন শেষ৩১.১২.২০২১
ইন্টারভিউয়ের দিনউল্লেখ নেই
Official Notice
Official Website

বিঃদ্রঃ উপরের সমস্ত তথ্যগুলি ‘Official Notice’-এর ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে।

Nilanjan Bhadra
City College থেকে B.Com পাশ করেছি। স্কুলের ছাত্র-ছাত্রীদের পড়ানোর অভিজ্ঞতা আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here