বাঁকুড়া জেলার রানিবাঁধ ব্লগ থেকে একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে যেখানে বলা হয়েছে চার জন গ্রাম পঞ্চায়েতে গ্রাম রোজগার সহায়ক পদে নিয়োগ করা হবে। সম্পূর্ণ অস্থায়ী পদে, এক বছরের চুক্তিতে নিয়োগ করার কথা বলা হয়েছে। সরকার থেকে আশ্বস্ত দেওয়া হয়েছে এই সময়সীমা বৃদ্ধি হবে। ইচ্ছুক প্রার্থীরা আবেদনটির ব্যাপারে বিস্তারিত জেনে নিন-

প্রতিষ্ঠানের নামরানিবাঁধ ডেভেলপমেন্ট অফিস
পোষ্ট১টি
মোট শূন্যপদ৪টি
bankura bdo office recruitment
নোটিশ নম্বর1081(22)/MGNREGS
আবেদন প্রকাশিত হয়েছে১৬.০৭.২০২১
আবেদন শুরু১৬.০৭.২০২১
আবেদন শেষ০৬.০৮.২০২১

পদের নাম ও শিক্ষাগত যোগ্যতা

১) গ্রাম রোজগার সহায়ক (GRS)

শিক্ষাগত যোগ্যতা – প্রথমত, বিজ্ঞান বিভাগে অথবা ভোকেশনাল ট্রেনিং বিভাগ থেকে ৫৫% নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করলেই আবেদন করা যাবে। দ্বিতীয়ত, এর সাথে ৬ মাসের কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট চাওয়া হয়েছে। (ভোকেশনাল ট্রেনিং-এর ক্ষেত্রে যদি একাদশ শ্রেণিতে ফিজিকস(Physics) এবং অংক বিষয় থাকে তাহলে সেই দুটি বিষয় ৫৫% নম্বর থাকা আবশ্যিক এবং বিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রীদের জন্য দু’বছরের সমস্ত বিষয় মিলিয়ে ৫৫% নম্বর চাওয়া হয়েছে)

বেতন – ১২,০০০+ ৫০০

বয়সসীমা – ১৮ থেকে ৩৫ বছরের বয়সের মধ্যে যে কোন ছেলে মেয়ে আবেদন করতে পারবে।

শূন্যপদ

(১) হলুদ কানালি গ্রাম পঞ্চায়েত- ১টি, (২) পুডি গ্রাম পঞ্চায়েত- ১টি, (৩) রুদ্র গ্রাম পঞ্চায়েত- ১টি, (৪) রাউতড়া গ্রাম পঞ্চায়েত- ১টি

আবেদন পদ্ধতি

সম্পূর্ণ অফলাইনে (Ofline) আবেদন করতে হবে। ইচ্ছুক প্রার্থীদের অফলাইন ফর্ম ফিলাপ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে বলা হয়েছে, সাথে নিম্নলিখিত ডকুমেন্ট গুলি “সেল্ফ অ্যাটেস্টেড” করে একটি মুখ বন্ধ খামে ভরে দিতে হবে। ডকুমেন্ট গুলি হল-

(১) উচ্চমাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা জন্ম সার্টিফিকেট

(২) উচ্চমাধ্যমিকের রেজাল্ট অথবা ভোকেশনাল ট্রেনিং এর রেজাল্ট

(৩) EPIC

(৪) কম্পিউটার সার্টিফিকেট

(৫) রেশন কার্ড অথবা আধার কার্ড

(৬) দুটি খাম এবং ৫ টাকার একটি পোস্টার স্টাম্প।

যে ঠিকানাটিতে আবেদন পাঠাতে হবে সেটি হল

The program officer and block development officer, রানিবাঁধ, বাঁকুড়া

গ্রাম, পোস্ট অফিস, পুলিশ স্টেশন – রানিবাঁধ

জেলা- বাঁকুড়া

পিন নম্বর- ৭২২১৪৮

নিয়োগ পদ্ধতি

প্রার্থীদের আবেদন পত্র এবং শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী শর্ট লিস্টেড করা হবে পরবর্তী ক্ষেত্রে শর্ট লিস্টেড প্রার্থীদের ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে নিয়োগ করা হবে। আবেদন করার ক্ষেত্রে বলা হয়েছে শুধুমাত্র রানিবাঁধ ব্লকের বাসিন্দারাই আবেদন করতে পারবে। অন্যান্য ব্লকের বাসিন্দাদের আবেদন পত্র গণ্য করা হবে না।

প্রয়োজনীয় লিঙ্ক

অফিসিয়াল নোটিশক্লিক করুন

বিঃদ্রঃ উপরের সমস্ত তথ্যগুলি ‘Official Notice’-এর ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে।

Nilanjan Bhadra
City College থেকে B.Com পাশ করেছি। স্কুলের ছাত্র-ছাত্রীদের পড়ানোর অভিজ্ঞতা আছে।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here