West Bengal University of Animal & Fishery Science Recruitment 2021: Network Program of Bovine Investigator of the Project, Deptt. of V.E.P.M.,-V.A.S প্রজেক্ট-এর জন্য পশ্চিমবঙ্গ অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি সাইন্স বিশ্ববিদ্যালয়ে দুটি পদে নিয়োগ করা হচ্ছে। অফিশিয়াল ওয়েবসাইট একটি নোটিশের মাধ্যমে জানানো হয়েছে যে প্রথমে ৬ মাসের অস্থায়ী চুক্তিতে নিয়োগ করা হবে, যে চুক্তি পরে বাড়ানো হতে পারে। বিস্তারিত জানুন –
West Bengal University of Animal & Fishery Science Recruitment 2021
নোটিশ নম্বর | WBUAFS/DREF/Res./VAS-81/1246/2021 |
প্রতিষ্ঠানের নাম | West Bengal University of Animal and Fishery Science |
যোগ্যতা | উচ্চমাধ্যমিক,গ্রাজুয়েশন |
চাকরির স্থান | কলকাতা |
পোষ্ট | ২টি |
মোট শূন্যপদ | ২টি |
Post Details (পদের ও শিক্ষাগত যোগ্যতা)
(১) জুনিয়র রিসার্চ ফেলো (Junior Research Fellow)
শিক্ষাগত যোগ্যতা – Basic Science-এ মাস্টার ডিগ্রী পাশ করে, NET পরীক্ষায় উত্তীর্ণ হলে অথবা প্রফেশনাল কোর্সে গ্রাজুয়েশন পাশ করে NET পরীক্ষায় উত্তীর্ণ হলে অথবা প্রফেশনাল কোর্সে মাস্টার ডিগ্রি পাশ করে NET পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে।
- বেতন (Salary) – ৩১,০০০+HRA টাকা,
- শূন্যপদ (Vacancy) – ১টি
(২) ল্যাবরেটরি এটেনডেন্ট (laboratory attendant)
শিক্ষাগত যোগ্যতা – বিজ্ঞান বিভাগে যেকোনো বোর্ড থেকে শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাশ করলেই আবেদন করা যাবে।
বেতন (Salary) – ৭,০০০ টাকা,
শূন্যপদ (Vacancy) – ১টি
Age Limit (বয়সসীমা)
বয়সসীমা রাখা হয়েছে ২১ থেকে ৩৫ বছর পর্যন্ত।এছাড়া অন্যান্য সরকারি চাকরির পরীক্ষার মতোই SC/ST প্রার্থীরা ৫ বছরের ও OBC প্রার্থীরা ৩ বছরের বয়সের ছাড় পাবে।
How to Apply (আবেদন পদ্ধতি)
ইমেইলের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদন করার জন্য প্রার্থীর বায়ো ডাটার (Bio-Data) সঙ্গে জরুরী ডকুমেন্ট যুক্ত করে একটি PDF বানিয়ে [email protected] এই ইমেইলে (Email) ৮.১২.২০২১ তারিখ বিকেল ৫টির মধ্যে পাঠাতে হবে।
Application fees (আবেদন মূল্য) – কোনরকম আবেদন মূল্য রাখা হয়নি। সম্পূর্ণ বিনামূল্যে আবেদনটি করা যাবে।
Selection Process (নিয়োগ পদ্ধতি)
নিয়োগ করা হবে শুধুমাত্র প্রার্থীর ইন্টারভিউ নিয়ে। ইন্টারভিউটি অনলাইনে নেওয়া হবে। প্রার্থীর মোবাইল নম্বর অথবা ইমেইলের মাধ্যমে যোগাযোগ করা হবে। ইন্টারভিউয়ের তারিখটি রাখা হয়েছে ডিসেম্বরের 9 তারিখে।
Important Dates (গুরুত্বপূর্ণ তারিখ)
আবেদন প্রকাশিত হয়েছে | ২৯.১১.২০২১ |
আবেদন শুরু | ২৯.১১.২০২১ |
আবেদন শেষ | ৯.১২.২০২১ |
পরীক্ষার তারিখ | ৯.১২.২০২১ |
Important Links (প্রয়োজনীয় লিঙ্ক)
Official Notice | Download Here |
Official Website | Click Here |
বিঃদ্রঃ উপরের সমস্ত তথ্যগুলি ‘Official Notice’-এর ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে।