তোমরা জানো পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অধীনে কর্মী নিয়োগের জন্য বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন পরীক্ষা সংগঠিত হয়, সেরকমই Clerkship পরীক্ষাটিও সংগঠিত করে WBPSC. WBPSC Recruitment-এর অন্যান্য পরীক্ষার মতো WBPSC Clerkship EXAMটিও প্রার্থীদের কাছে একটি গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় পরীক্ষা।

পরীক্ষাটি প্রতিবছর সংগঠিত হয় না। সরকারি দপ্তরের শূন্যপদ অনুযায়ী দরকার মতো পাবলিক সার্ভিস কমিশন এই পরীক্ষাটির বিজ্ঞপ্তি (notification) বের করে থেকে। শুধুমাত্র মাধ্যমিক বা তার সমতুল্য যোগ্যতা থাকলেই আবেদন করা যায়। শেষ ২০২০ সালে এই পরীক্ষাটি সংগঠিত করা হয়েছিল। আজ আমরা এই WBPSC Clerkship EXAM- এর Exam Pattern এবং WBPSC Clerkship Syllabus নিয়ে আলোচনা করবো –

WBPSC Clerkship EXAM Pattern & Syllabus

WBPSC Clerkship EXAM Pattern

এই পরীক্ষাটির দুটি ধাপ আছে, (১) Part-1 এবং (২) Part-2. Part-1 এর পর পাবলিক সার্ভিস কমিশন সকল প্রার্থীদের জন্য Cut-Off Marks বের করে এবং সেই Cut-Off Marks-এ উত্তীর্ণ হলে প্রার্থীকে Part-2 পরীক্ষাটি দেওয়ার সুযোগ দেওয়া হয়। দুটি Part-এর বিষয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হল-

Part-1 পরীক্ষাটিতে ১ নম্বরের ১০০ টি MCQ প্রশ্ন থাকে। মোট ১০০ নম্বরের পরীক্ষায় তিনটি বিষয় থেকে প্রশ্ন আসে-

  1. ইংলিশ (৩০ নম্বর)
  2. জেনারেল স্টাডিস (৪০ নম্বর)
  3. পাটিগণিত (৩০ নম্বর)

Part-2 পরীক্ষাটি লিখিত হয় এবং দুটি Group-এ নেওয়া হয়। লিখিত পরীক্ষায় Group-A তে ইংলিশ এবং Group-B তে বাংলা/হিন্দি/উর্দু/নেপালি – যেকোনো একটি ভাষা থেকে প্রশ্ন করা হয়। দুটি Group এ ৫০+৫০=১০০ নম্বর বরাদ্ধ থাকে।

WBPSC Clerkship Syllabus

WBPSC Clerkship Part 1 Syllabus

ইংলিশ ইংলিশ গ্রামার (Verb,Noun,Pronoun, Adverb, etc.), Vocabulary, Sentence Structure, Synonyms, Antonyms, Correction etc.

জেনারেল স্টাডিস দৈনন্দিন জীবনে বিজ্ঞানের ব্যবহার, Current events and problems with special reference to India and elementary knowledge of Indian History and Indian Geography.

পাটিগণিত – বিভাজ্যতা, ভগ্নাংশ, দশমিক, দশমিক, সরলীকরণ, লসাগু, গসাগু, অংশীদারিত্ব, গড়, অনুপাত, শতাংশ, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, লাভ ক্ষতি, সময় এবং দূরত্ব, পরিমিতি, ইত্যাদি।

WBPSC Clerkship Part 2 Syllabus

Group-A : English 

  • A) Drafting of a report in English from points or materials supplied ; 
  • B) Condensing of a prose passage (Summary/Precis) ; 
  • C) বাংলা/হিন্দি/উর্দু/নেপালি থেকে ইংলিশে Translation ;

Group-B : বাংলা/হিন্দি/উর্দু/নেপালি :

  • A) Drafting of a report from points or materials supplied ; 
  • B) Condensing of a prose passage (summary or precis) ; 
  • C) ইংলিশ থেকে বাংলা/হিন্দি/উর্দু/নেপালি Translation.
Nilanjan Bhadra
City College থেকে B.Com পাশ করেছি। স্কুলের ছাত্র-ছাত্রীদের পড়ানোর অভিজ্ঞতা আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here