পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC)-এর পক্ষ থেকে প্রতি বছর রাজ্য সরকারের নানা বিভাগে কর্মী নিয়োগের জন্য বিভিন্ন পরীক্ষা সংগঠিত করা হয়। ঠিক তেমনই, রাজ্য সরকারের নানা বিভাগে ক্লার্ক (Clerk) পদে কর্মী নিয়োগের জন্য Clerkship Exam-টি পরিচালনা করা হয়। অন্যান্ন সরকারি চাকরির পরীক্ষাগুলির তুলনায় এই Clerkship পরীক্ষাটি অপেক্ষাকৃত সহজ হওয়ায় রাজ্যের সরকারি চাকরির প্রার্থীদের কাছে এটি অতন্ত্য জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ।

WBPSC Clerkship Exam in bengali

WBPSC Clerkship Exam কী?

পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের অধীনে হওয়া এই Clerkship পরীক্ষাটিকে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) পরিচালনা করে।পরীক্ষাটি প্রতিবছর সংগঠিত হয় না। সরকারি দপ্তরের শূন্যপদ অনুযায়ী দরকার মতো পাবলিক সার্ভিস কমিশন এই পরীক্ষাটির বিজ্ঞপ্তি (notification) বের করে থেকে। এই পরীক্ষার নূন্যতম যোগ্যতা হল মাধ্যমিক পাশ (10th) । নূন্যতম যোগ্যতা মাধ্যমিক (10th) পাশ হওয়ার কারণে প্রতি বছর রাজ্যের সমস্ত জেলা থেকে তুলনয়ামূলক ভাবে অনেক বেশি পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহন করেন, যার সংখ্যা প্রায় লক্ষাধিক হয়। যার ফলে এই পরীক্ষাটি যথেষ্ট প্রতিযোগিতামূলক হয়ে থাকে।পরীক্ষার্থীদের PSC-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই পরীক্ষার ফর্ম ফিলাপ করতে হয়।

পরীক্ষার নামWBPSC Clerkship Exam
পরিচালক সংস্থাWest Bengal Public Service Commission (WBPSC)
পরীক্ষার ধরনOffline
আবেদন প্রক্রিয়াOnline
পরীক্ষার ধাপতিনটি (Preliminary, Main এবং Typing Test)
পরীক্ষার সময়i)Preliminary Exam – ১ঘন্টা ৩০ মিনিট (৯০মিনিট)
ii) Main Exam – ১ঘন্টা (৬০মিনিট)
পরীক্ষার ভাষাইংরেজি ও বাংলা
শিক্ষাগত যোগ্যতামাধ্যমিক পাশ
বয়সসীমা১৮ বছর থেকে ৪০ বছর
আবেদন মূল্য১১০/- (ST/SC/PWDB পরীক্ষার্থীদের জন্য আবেদন মূল্য ধার্য করা হয়নি)
অফিসিয়াল ওয়েবসাইটhttp://wbpsc.gov.in

WBPSC Clerkship পরীক্ষার যোগ্যতা

WBPSC Clerkship পরীক্ষাটিতে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের জন্য PSC-র পক্ষ থেকে কিছু শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও আরও নানা ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়মাবলি বা criteria বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে। Clerkship পরীক্ষার নির্দিষ্ট Criteria বা নিয়মগুলি নিম্নে বিস্তারিতভাবে আলোচনা করা হল –

WBPSC Clerkship পরীক্ষার শিক্ষাগত যোগ্যতা (Qualifications)

WBPSC Clerkship পরীক্ষার নূন্যতম শিক্ষাগত যোগ্যতা হল মাধ্যমিক পাশ (10th)। অর্থাৎ, দেশের একটি স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক (10th) পরীক্ষায় পাশ করলেই যে কোনো ব্যক্তি  এই পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। কিন্তু আবেদন পত্র জমা দেওয়ার শেষ দিনের মধ্যে তাকে মাধ্যমিক (10th) পাশ করতে হবে। উদাহরণ হিসাবে বলা যায় যে, ২০২৩-২৪ সালের Clerkship পরীক্ষার আবেদনের শেষ তারিখ দেওয়া হয়েছে ২৯শে ডিসেম্বর,২০২৩। যদি কোনো প্রার্থী এই তারিখের মধ্যে মাধ্যমিক পাশ না করতে পারেন, তাহলে তিনি আবেদন করতে পারবেন না।আবেদনকারী প্রার্থীর কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাককে হবে এবং প্রার্থীকে নির্ভুল ভাবে ২০টি ইংরাজি শব্দ প্রতি মিনিটে (20 words/minute) এবং ১০টি বাংলা শব্দ প্রতি মিনিটে (10 words/minute)  টাইপ করতে হবে।

WBPSC Clerkship পরীক্ষার বয়সসীমা (Age Limit)

বয়সসীমার ক্ষেত্রেও পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে নির্দিষ্ট কিছু যোগ্যতা বা Criteria-r উল্লেখ করা আছে। PSC-র নির্দেশ অনুযায়ী প্রার্থীদের বয়স ০১.০১.২০২৩ সালের নিরিখে ১৮ থেকে ৪০ বছরের (18 to 40 years) মধ্যে হতে হবে। অর্থাৎ, ২০২৩-২৪ সালের কোনো পরীক্ষার্থী যদি ২রা জানুয়ারি,১৯৮৩ সালের আগে এবং ১লা জানুয়ারি, ২০০৫ সালের পর জন্মগ্রহন করে তাহলে তারা এই পরীক্ষাটিতে অংশ নিতে পারবেনা।

অন্যান্ন সরকারি চাকরির পরীক্ষার মত এই পরীক্ষাটিতেও সরকারী নিয়মানুসারে সংরক্ষিত বিভাগের (ST/SC/OBC etc.) প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। কিন্তু অন্য রাজ্য থেকে আগত বা বসবাসকারী প্রার্থীদের ক্ষেত্রে এই বয়সসীমার সংরক্ষন প্রযোজ্য নয়। 

সংরক্ষিত বিভাগনূন্যতম বয়সসর্বোচ্চ বয়স
General এবং অন্যান্ন রাজ্যের S.C./S.T./O.B.C.১৮ বছর৪০ বছর
পশ্চিমবঙ্গের S.C./S.T./PWBD১৮ বছর৪৫ বছর
OBC১৮ বছর৪৩ বছর
Ex-Servicemen১৮ বছর৪৩ বছর

বয়সসীমা ও শিক্ষাগত যোগ্যতা ছাড়াও আরও কিছু যোগ্যতা বা criteria-র ব্যাপারে PCS-র পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। যেমন- 

  • ১) প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
  • ২) প্রার্থীকে বাংলা ভাষায় লিখতে, পড়তে ও কথা বলতে জানতে হবে।

WBPSC Clerkship পরীক্ষার Application Process (আবেদন পদ্ধতি)

রাজ্য সরকারের পাবলিক সার্ভিস কমিশনের-এর অফিসিয়াল ওয়েবসাইটটি হল http://wbpsc.gov.in. এই ওয়েবসাইটি থেকে PSC-র সমস্ত পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং সমস্ত পরীক্ষার ফর্ম ফিলাপও করা যায়।রাজ্য সরকারের যেকোনো চাকরির পরীক্ষা দেওয়ার জন্য PSC-র ওয়েবসাইটে ‘One Time Registration’ করতে হয়। যারা প্রথমবার সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছে তাদের জন্যই এই Registration প্রযোজ্য। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) ওয়েবসাইটে  ‘One Time Registration’-এর প্রক্রিয়াটি হল-

  • 1. Registration করার জন্য প্রার্থীর মোবাইল নম্বর এবং Email Account সহ বাবা ও মায়ের নাম নথিভুক্ত করতে হবে।
  • 2. নথিভুক্ত করার পর WBPSC-এর তরফ থেকে একটি OTP পাঠানো হবে প্রার্থীর মোবাইল নম্বরে।
  • 3. OTP টি নথিভুক্ত করার পরেই প্রার্থীকে Enrollment Number ও Password দেওয়া হবে।

এই Enrollment Number এবং Password দিয়ে login করে Clerkship পরীক্ষাটির ফর্ম ফিলাপ করতে হবে। WBPSC Clerkship-এর Application Processটি নিচে আলোচনা করা হল –

WBPSC Clerkship Online Application

  • 1. প্রথমে প্রার্থীকে PSC-র অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং ওয়েবসাইটের Home Page-এর ‘Advertisement with Registration’ অপশানে ক্লিক করতে হবে,
  • 2. এরপরের Page-এ  Registration For অপশানে গিয়ে ‘[Advt. no. 13/2023] – CLERKSHIP EXAMINATION, 2023’-এ ক্লিক করতে হবে,
  • 3. Next Page-এ Mobile No. দিতে হবে ও তারপর Save & Proceed অপশানে ক্লিক করতে হবে,
  • 4. এবার Password এবং Email ID দিতে হবে ও তা conform করতে হবে এবং এরপর Mobile No. দিয়ে ‘Verify by Sending OTP’ অপশানে ক্লিক করলে Register Mobile No.-এ একটি OTP আসবে। এই OTP টি লিখে OK button-এ ক্লিক করলে একটি ফর্ম আসবে
  • 5. এই ফর্মটি ফিলাপ করতে হবে প্রার্থীর Personal Details দিয়ে। এরপর Save & Proceed অপশানে Click করলে পরের ফর্মটি আসবে,
  • 6.এই ফর্মটিতে প্রার্থীকে নিজের Address-এর সম্পূর্ণ Details দিয়ে Save & Proceed অপশানে Click করতে হবে এবং নিজের Scan করা ছবি (20kb to 100kb) ও Signature (10kb to 50kb) Upload করতে হবে,
  • 7. এই ফর্মটির নীচে বাঁদিকে Edit Your Data অপশানটি থাকবে।যদি কোনো ভুল হয় তাহলে ঠিক করা যাবে এবং Save & Proceed অপশানে ক্লিক করতে হবে,
  • 8. এরপরের Page-এর Declaration-এ ক্লিক করে Save & Proceed অপশানে Click করলেই প্রার্থীর পুরো ফর্মটির Preview দেখাবে।
  • 9. এরপর বাকি Details ফিলাপ করতে হবে ও Online-এ আবেদন মূল্য দিতে হবে। আবেদন মূল্য দেওয়া হয়ে গেলে ফর্মটি Submitted হয়ে যাবে। প্রার্থীদের নিজের আবেদন পত্রের Print-Out বের করে রাখতে হবে।

WBPSC Clerkship Exam-এর Syllabus

আমরা আগেই জেনেছি যে, এই পরীক্ষা মোট ৩টি ধাপে হয়ে থাকে- i) Preliminary, ii) Main এবং iii) Typing Test । এই Preliminary, Main এবং Typing Test-এর জন্য আলাদা আলাদা সিলেবাস WBPCS -এর পক্ষ থেকে ঠিক করা হয়েছে। 

Preliminary Exam Syllabus

WBPSC Clerkship পরীক্ষার প্রথম ধাপ এ মোট ৩টি বিষয় থাকে –

  • ১) English
  • ২) Arithmetic
  • ৩) General Studies

এই তিনটি বিষয় থেকে মোট ১০০টি ১ নম্বরের MCQ ধরনের প্রশ্ন আসে। ১০০টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য পরীক্ষার্থীকে ৯০ মিনিট সময় দেওয়া হয়ে থাকে। প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নেগেটিভ মার্কিং করা হয়। অর্থাৎ, চারটি ভুল উত্তর দিলে ১ নম্বর বাদ দেওয়া হবে। 

বিষয়প্রশ্নের সংখ্যাপ্রশ্নের নম্বর
ইংরেজি৩০৩০
পাটীগণিত৩০৩০
জেনারেল স্টাডিস৪০৪০
মোট১০০১০০

Main Exam Syllabus

যে সমস্ত পরীক্ষার্থী Preliminary পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে তারাই এই দ্বিতীয় ধাপ বা Main Exam-এ অংশগ্রহন নিতে সক্ষম হবে।এই মেইন পরীক্ষাটি Descriptive ধরনের হয়ে থাকে। দুইটি বিষয়ের উপর এই পরীক্ষাটি হয় ও প্রতিটি বিষয় ৫০ নম্বরের হয়। English ভাষার উপর একটি প্রশ্নপত্র হয় ও আর একটি প্রশ্নপত্র হয় পরীক্ষার্থী দ্বারা নির্বাচিত ভাষার উপর। WPBSC-এর পক্ষ থেকে বাংলা,হিন্দি,নেপালি,উর্দু,সাঁওতালি ও নেপালি- এই ৫ টি ভাষার Option দেওয়া হয় পরীক্ষার্থীদের। ১০০ নম্বরের এই মেইন পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের ৬০মিনিট বা ১ ঘন্টা সময় দেওয়া হয়।

বিষয়প্রশ্নের নম্বর
ইংরাজি৫০
বাংলা/হিন্দি/নেপালি/উর্দু/সাঁওতালি/নেপালি৫০

WBPSC Clerkship পরীক্ষার Selection Process

WBPSC Clerkship পরীক্ষাটিকে ৩টি ভাগে ভাগ করা হয়েছে- i) প্রিলিমিনারি, ii) মেইন ও iii) টাইপিং টেস্ট। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ন হতে পারলেই মেইন পরীক্ষায় অংশগ্রহন করা যায়। প্রিলিমিনারি পরীক্ষাটিতে মোট ৩টি বিষয় থাকে এবং  মোট ১০০টি প্রশ্ন আসে এবং প্রতিটি প্রশ্ন ১ নম্বরের হয়। ১০০ নম্বরের (১০০x১) প্রশ্নের উত্তর করার জন্য পরীক্ষার্থীকে ৯০মিনিট বা ১ঘন্টা ৩০মিনিট সময় দেওয়া হয়। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে তবেই মেইন পরীক্ষায় অংশ নেওয়া যায়। মেইন পরীক্ষাটি Descriptive ধরনের হয়ে থাকে এবং পরীক্ষার্থীকে ১০০ নম্বরের মেইন পরীক্ষার জন্য ৬০মিনিট বা ১ঘন্টা সময় দেওয়া হয়। এরপর মেইন পরীক্ষায় যে সমস্ত পরীক্ষার্থী উত্তীর্ণ হয় তাদের একটি কম্পিউটার টাইপিং টেস্ট নেওয়া হয়। এই ৩টি ধাপের পর মেধাতালিকা প্রকাশ করা হয় WBPSC-এর পক্ষ থেকে এবং মেধা তালিকা অনুযায়ী নিয়োগ করা হয়। তবে সংরক্ষিত জাতি, বিভাগ ও জাতীয়/আন্তর্জাতীয় স্তরের ক্রীড়াবিদদের জন্য Qualifying Marks-এর ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া আছে। প্রিলিমিনারি ও মেইন পরীক্ষার মিলিত নম্বরের ভিত্তিতে এই Qualifying Marks নির্ধারিত হবে-

সংরক্ষিত বিভাগQualifying Marks
SC35% (70/200)
ST30% (60/200)
UR40% (80/200)
EWS40% (80/200)
PWBD30% (60/200)
OBC (A & B)38% (76/200)
Ex-Servicemen30% (60/200)
Meritorious Sports Person40% (80/200)

WBPSC Clerkship -এর বেতন কাঠামো

WBPSC-র পক্ষ থেকে Clerkship পরীক্ষার জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তাতে  এই পদটির জন্য নির্দিষ্ট বেতন কাঠামোর ব্যাপারেও উল্লেখ করা হয়েছে। পাবলিক সার্ভিস কমিশনের Pay Level 6 অনুযায়ী WBPSC Clerkship পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রার্থীদের নূন্যতম গড় বেতন হল ২২,৭০০ টাকা ও সর্বোচ্চ গড় বেতন হল ৫৮,৫০০ টাকা।

WBPSC Clerkship Exam Centers

পরীক্ষার দিন প্রার্থীদের Exam Center-এ ১ ঘন্টা আগে পৌঁছনোর নির্দেশ দেওয়া হয়। পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই Exam Center রাখা হয়। নিচে প্রতিটি Centre-এর নাম Code সমেত দেওয়া হল –

11–Kolkata, 12–Baruipur, 13–Diamond Harbour, 14–Barrackpore, 15–Barasat, 16–Howrah, 17–Chinsurah , 18–Burdwan, 19–Durgapur, 20–Medinipur, 21–Tamluk, 22–Bankura, 23–Purulia, 24–Jhargram, 25-Suri, 26–Krishnanagar, 27–Berhampore, 28-Malda, 29–Balurghat, 30-Raiganj, 31-Jalpaiguri, 32-Alipurduar, 33-Coochbehar, 34-Siliguri, 35-Kalimpong and 36-Darjeeling. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here