West Bengal Police Recruitment Board প্রায় প্রতিবছর পশ্চিমবঙ্গ পুলিশ বিভাগে নিয়োগ করার জন্য বিভিন্ন পরীক্ষা নিয়ে থাকে। একাধিক পদের মধ্যে মূলত দুটি পদের নিয়োগ West Bengal Police Recruitment Board-এর মাধ্যমে হয়। সেই পদ দুটি হল সাব-ইন্সপেক্টর এবং কনস্টেবল; এছাড়া Lady সাব-ইন্সপেক্টর ও Lady কনস্টেবল-এর নিয়োগও এই বোর্ডের মাধ্যমেই হয়। এটি ছাড়া WBCS Exam-এর গ্রুপ-B পরীক্ষার মাধ্যমে পুলিশ বিভাগের DSP পদে নিয়োগ করা হয়। এখানে আজ আমরা West Bengal Police Recruitment Board-এর প্রতিবছরের পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করবো।
তোমরা জানো প্রশাসনিক কার্যকলাপের জন্য সর্বদাই প্রচুর পুলিশ ফোর্সের দরকার পরে তাই প্রায় প্রতিবছর কোনো না কোনো সময়ে নিয়োগের নোটিশ বের করে থাকে West Bengal Police Recruitment Board. West Bengal Police Recruitment Board আগে শুধু পশ্চিমবঙ্গের পুলিশের নিয়োগ পক্রিয়া পরিচালনা করতেন। কিন্তু ২০২১ সাল থেকে Kolkata Police-এর Recruitment গুলিও এই বোর্ডের মাধ্যমে নিয়োগ করার সির্দ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। তাই এখন WBCS গ্রুপ-B ছাড়া, রাজ্যের সমস্ত পুলিশের নিয়োগ করা হবে এই বোর্ডের মাধ্যমে।
WBP Exam Pattern
পশ্চিমবঙ্গের কনস্টবল নিয়োগের জন্য প্রথমে Recruitment Board একটি ১০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে থাকে, যার সময়সীমা থেকে ৬০ মিনিট। মোট তিনটি বিষয় থেকে প্রশ্ন আসে,
বিষয় | প্রশ্ন | মোট নম্বর |
---|---|---|
জেনারেল স্টাডিস | ৫০টি | ৫০ নম্বর |
মেন্টাল এবিলিটি | ৩০টি | ৩০ নম্বর |
রিসনিং | ২০টি | ২০নম্বর |
অন্যান্য পুলিশের পরীক্ষার মতোই এই পরীক্ষাতেও শারীরিক মাপজোক এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট নেওয়া হয়। এক্ষেত্রে কি কি মাপজোক লাগে তা নিচে আলোচনা করা হল-
WBP Constable Physical Measurement
পদের নাম | উচ্চতা | ছাতি | ওজন |
---|---|---|---|
Constable(পুরুষ) | ১৬৩ সেমি | ৭৮ সেমি (৮৩ সেমি ফুলিয়ে) | ৫৭ কেজি |
গোর্খা, রাজবংশী, গাড়োয়ালি প্রার্থীদের জন্য | ১৬০ সেমি | ৭৬ সেমি (৮১ সেমি ফুলিয়ে) | ৫৩ কেজি |
পদের নাম | উচ্চতা | ওজন |
---|---|---|
Constable(মহিলা) | ১৬০ সেমি | ৪৯ কেজি |
গোর্খা, রাজবংশী, গাড়োয়ালি প্রার্থীদের জন্য | ১৫২ সেমি | ৪৫ কেজি |
Physical Efficiency Test
Constable(পুরুষ) | ৬ মিনিট ৩০ সেকেন্ডে ১৬০০ মিটার দৌড়াতে হবে |
Constable(মহিলা) | ৪ মিনিটে ৮০০ মিটার দৌড়াতে হবে |
এই দুটিতে পরীক্ষাতে পাশ করলে অবশেষে একটি মেইন পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষাটি ৮৫ নম্বরের হয়। মোট চারটি বিষয় থেকে প্রশ্ন এসে থাকে এবং সময়সীমা থাকে ৬০ মিনিট –
বিষয় | প্রশ্ন | মোট নম্বর |
---|---|---|
ইংলিশ | ২৫টি | ২৫ নম্বর |
সাধারণ জ্ঞান | ২৫টি | ২৫ নম্বর |
অংক | ২০টি | ২০ নম্বর |
রিসনিং | ১৫টি | ১৫ নম্বর |