West Bengal Police Recruitment Board প্রায় প্রতিবছর পশ্চিমবঙ্গ পুলিশ বিভাগে নিয়োগ করার জন্য বিভিন্ন পরীক্ষা নিয়ে থাকে। একাধিক পদের মধ্যে মূলত দুটি পদের নিয়োগ West Bengal Police Recruitment Board-এর মাধ্যমে হয়। সেই পদ দুটি হল সাব-ইন্সপেক্টর এবং কনস্টেবল; এছাড়া Lady সাব-ইন্সপেক্টর ও Lady কনস্টেবল-এর নিয়োগও এই বোর্ডের মাধ্যমেই হয়। এটি ছাড়া WBCS Exam-এর গ্রুপ-B পরীক্ষার মাধ্যমে পুলিশ বিভাগের DSP পদে নিয়োগ করা হয়। এখানে আজ আমরা West Bengal Police Recruitment Board-এর প্রতিবছরের পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করবো।

পশ্চিমবঙ্গ পুলিশ প্রশ্নপত্র

তোমরা জানো প্রশাসনিক কার্যকলাপের জন্য সর্বদাই প্রচুর পুলিশ ফোর্সের দরকার পরে তাই প্রায় প্রতিবছর কোনো না কোনো সময়ে নিয়োগের নোটিশ বের করে থাকে West Bengal Police Recruitment Board. West Bengal Police Recruitment Board আগে শুধু পশ্চিমবঙ্গের পুলিশের নিয়োগ পক্রিয়া পরিচালনা করতেন। কিন্তু ২০২১ সাল থেকে Kolkata Police-এর  Recruitment গুলিও এই বোর্ডের মাধ্যমে নিয়োগ করার সির্দ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। তাই এখন WBCS গ্রুপ-B ছাড়া, রাজ্যের সমস্ত পুলিশের নিয়োগ করা হবে এই বোর্ডের মাধ্যমে।

WBP Exam Pattern

পশ্চিমবঙ্গের কনস্টবল নিয়োগের জন্য প্রথমে Recruitment Board একটি ১০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে থাকে, যার সময়সীমা থেকে ৬০ মিনিট। মোট তিনটি বিষয় থেকে প্রশ্ন আসে,

বিষয়প্রশ্নমোট নম্বর
জেনারেল স্টাডিস৫০টি৫০ নম্বর
মেন্টাল এবিলিটি৩০টি৩০ নম্বর
রিসনিং২০টি২০নম্বর

অন্যান্য পুলিশের পরীক্ষার মতোই এই পরীক্ষাতেও শারীরিক মাপজোক এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট নেওয়া হয়। এক্ষেত্রে কি কি মাপজোক লাগে তা নিচে আলোচনা করা হল-

WBP Constable Physical Measurement

পদের নামউচ্চতাছাতিওজন
Constable(পুরুষ)১৬৩ সেমি৭৮ সেমি (৮৩ সেমি ফুলিয়ে)৫৭ কেজি
গোর্খা, রাজবংশী, গাড়োয়ালি প্রার্থীদের জন্য১৬০ সেমি৭৬ সেমি (৮১ সেমি ফুলিয়ে)৫৩ কেজি
পদের নামউচ্চতাওজন
Constable(মহিলা)১৬০ সেমি৪৯ কেজি
গোর্খা, রাজবংশী, গাড়োয়ালি প্রার্থীদের জন্য১৫২ সেমি৪৫ কেজি

Physical Efficiency Test

Constable(পুরুষ)৬ মিনিট ৩০ সেকেন্ডে ১৬০০ মিটার দৌড়াতে হবে
Constable(মহিলা)৪ মিনিটে ৮০০ মিটার দৌড়াতে হবে

এই দুটিতে পরীক্ষাতে পাশ করলে অবশেষে একটি মেইন পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষাটি ৮৫ নম্বরের হয়। মোট চারটি বিষয় থেকে প্রশ্ন এসে থাকে এবং সময়সীমা থাকে ৬০ মিনিট –

বিষয়প্রশ্নমোট নম্বর
ইংলিশ২৫টি২৫ নম্বর
সাধারণ জ্ঞান২৫টি২৫ নম্বর
অংক২০টি২০ নম্বর
রিসনিং১৫টি১৫ নম্বর

WBP Constable Preliminary Question Paper in Bengali

WBP Question Paper 2013 in Bengali pdf
WBP Question Paper 2015 in Bengali pdf
WBP Question Paper 2016 in Bengali pdf
WBP Question Paper 2018 in Bengali pdf
WBP Question Paper 2019 in Bengali pdf
Nilanjan Bhadra
City College থেকে B.Com পাশ করেছি। স্কুলের ছাত্র-ছাত্রীদের পড়ানোর অভিজ্ঞতা আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here