WBCS পরীক্ষার পর এবার West Bengal Police Recruitment board ঘোষণা করলো WBP Constable এবং Lady Constable exam তারিখ। প্রায় ৭-৮ মাস অপেক্ষার পর অবশেষে হতে চলেছে WBP কনস্টেবল ও লেডি-কনস্টেবল নিয়োগের পরীক্ষা। ২০২০ সালে এই পরীক্ষার নোটিশ বেরিয়েছিল কিন্তু রাজ্যে করোনা ভাইরাস-এর প্রকোপে এই পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। আজ ২রা সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তাদের অফিসিয়াল ওয়েবসাইটে (http://www.wbpolice.gov.in) একটি নোটিশ প্রকাশিত করে প্রার্থীদের জানিয়েছে কনস্টেবল এবং লেডি-কনস্টেবল নিয়োগের পরীক্ষা কবে হবে ?
WBP Constable 2021 Exam Date
WBPRB তাদের WBPRB/NOTICE – 2021/25 (CONS. – 20) নোটিশে জানিয়েছে কনস্টেবল এবং লেডি-কনস্টেবল নিয়োগের পরীক্ষাটি হবে সেপ্টেম্বর মাসের ২৬ তারিখে (২৬.০৯.২০২১) অর্থাৎ এই মাসের ২৬ তারিখ দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত। গোটা রাজ্য জুড়ে পরীক্ষাটি নেওয়া হবে করোনা পরিস্থিতির বিধিনিষেধ মেনে।
WBP Constable Admit Card 2021
আবেদনকারীরা পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে সেপ্টেম্বর মাসের ৬ তারিখ (০৬.০৯.২০২১) থেকে তাদের Admit Card Download করতে পারবে। Admit Card download করার জন্য প্রার্থীর Application Sl. No.এবং Date of Birth লাগবে। নোটিশটিতে উল্লেখ রয়েছে প্রার্থীর নথিভুক্ত মোবাইল নম্বরে SMS-এর মাধ্যমে জানানো হবে। প্রার্থীদের এই E-Admit card টি প্রিন্ট-আউট বের করতে হবে, যেটি পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া বাধ্যতামূলক।
“All efforts will be made to deliver SMS alert to the registered Mobile Number of the candidates. However, the Board will not be “All efforts will be made to deliver SMS alert to the registered Mobile Number of the candidates. However, the Board will not be responsible for non-delivery of such SMS. The candidates shall have to produce the printout of their e-Admit Cards at the allotted venues for appearing in the said test with a proper proof of identity.”
এই পরীক্ষার সিলেবাসটি দেখেনিন –