WBP Constable পরীক্ষাটি শুধুমাত্র মাধ্যমিক পাশ করেই দেওয়া যায়। প্রতিবার লক্ষাধিক পরিক্ষাত্রী এই পরীক্ষা দেয়, কিন্তু প্রতিবার মাত্র ৫০০০-৯০০০ জন প্রার্থীকে নিয়োগ করা হয়। তাই চাকরি পাওয়ার হার থাকে খুব কম। পরিক্ষাটির প্রস্তুতি শুরু করার আগে wbp constable syllabuswbp constable previous year question paper গুলি পর্যালোচনা করা খুবই জরুরি। তোমরা যারা এই পরীক্ষার প্রস্তুতি নেবে ভাবছো তাদের জন্য এখানে WBP Constable Book নিয়ে আলোচনা করবো।

Preliminary এবং Mains মিলে মোট ৪টি বিষয় থেকে প্রশ্ন আসে। এই চারটি বিষয়কে কেন্দ্র করে বাজারে অনেক বই উপলব্ধ আছে। শুধু তাই নয় WBP Constable পরীক্ষাটিকে কেন্দ্র করেও বাজারে প্রচুর বই পাওয়া যায়। বইগুলি বাংলা ও ইংলিশ ভাষায় উপলব্ধ। wbp constable practice set-এরও অনেক বই আছে। বইগুলি Online-এ অথবা Offline দোকান থেকে কেনা যেতে পারে, কিন্তু পরীক্ষাত্রীদের কেনার আগে জেনে নেওয়া দরকার কোন বইয়ে কি কি বিষয়ে কতটা বিস্তারিত লেখা আছে কিংবা সফল প্রার্থীরা কোন বইগুলি কেনার পরামর্শ দেন। চলুন দেখেনি পরীক্ষাটির প্রতিটি বিষয় প্রস্তুতি নেওয়ার জন্য কোন কোন বইগুলি ভালো হবে-

wbp constable books

WBP GK Book

Lucent’s Objective General Knowledge – যারা ইংলিশ ভাষায় প্রস্তুতি নিতে চান তাদের জন্য বইটি খুবই ভালো। বইটিতে প্রতিটি বিষয় থেকে প্রায় ২০০-২৫০ টি MCQ প্রশ্ন এবং তার উত্তর দেওয়া আছে, যেগুলি এই পরীক্ষার জন্য উপযুক্ত। ইংলিশে পড়তে অসুবিধা না থাকলে বইটি General Knowledge & awareness প্রস্তুতির জন্য বাজারে উপলব্ধ বইয়ের মধ্যে সব থেকে ভালো বই বলা যেতে পারে। (বইটি কিনুন)

এই বইটির একটি অন্য Version আছে, যেখানে MCQ প্রশ্ন না দিয়ে বিষয়গুলি বিস্তারিত লেখা আছে, যে বইটি WBCS পরীক্ষার জন্য প্রয়োজনীয়। (বইটি কিনুন)

Mondal’s Sure Success Series – General Studies – যাদের ইংলিশ ভাষায় পড়তে একটু অসুবিধা হয় অর্থাৎ বাংলা মিডিয়াম ছাত্র-ছাত্রীদের জন্য উপরের বইটির বিকল্প বইটি হলো এই বইটি। কার্তিক চন্দ্র মন্ডল-এর লেখা বইটিতে প্রতিটি বিষয়ে বিস্তারিত আলোচনার সাথে সাথে পরীক্ষা সংক্রান্ত প্রচুর MCQ প্রশ্ন দেওয়া আছে। এই বইটি WBP SI পরীক্ষার জন্যেও কেনা যেতে পারে। বইটির দাম একটু বেশি কিন্তু বইটি কিনলে আর অন্য কোনো বই কেনার প্রয়োজন পড়বেনা। (বইটি কিনুন)

General Knowledge Based on NCERT Pattern by Tarun Goyal – বাজারে উপলব্ধ এই বিষয়ের আর একটি জনপ্রিয় বই হলো এই বইটি। বইটি বাংলা এবং ইংলিশ দুটি ভাষাতেই উপলব্ধ। বইটিতে কোনো প্রশ্ন দেওয়া থাকে না কিন্তু খুব সরল ভাষায় বইটি লেখার জন্য পরিক্ষাত্রীদের কাছে খুব জনপ্রিয়। কমদামে পরীক্ষাটির জন্য উপযোগী বই বলে মনে করা সফল প্রার্থীরা। (বইটি কিনুন)

WBP Constable Math Book

GK-এর মতোই অংক থেকেও প্রিলিমিনারি এবং মেইন পরীক্ষায় প্রশ্ন আসে। প্রশ্নের মান থাকে মাধ্যমিক level-এর। প্রিলিমিনারিতে ৩০নম্বর ও মেইন পরীক্ষায় ২০নম্বর মিলে মোট ৫০ নম্বর প্রশ্ন আসে। অংক বিষয়টি প্রস্তুতির জন্য যে বইগুলি কেনা যেতে পারে –

Quantitative Aptitude for Competitive Examinations- শুধু কনস্টেবল পরীক্ষাই নয় সমস্ত সরকারি চাকরির পরীক্ষার প্রার্থীদের কাছে এই বইটি খুবই জনপ্রিয়। বইটিতে অংকের সমস্ত এবং কিছু রিসনিং-এর অধ্যায়ের Basic-এর সঙ্গে Shot পদ্ধতিতে কি ভাবে অংক গুলি করা যায় সেই পদ্ধতি গুলি সেখান আছে। বইটি ইংলিশ ভাষায় লেখা কিন্তু খুব সরল ইংলিশে লেখা তাই প্রার্থীদের অসুবিধা হবে না। (বইটি কিনুন)

Chhaya Competitive Mathematics Challenger for all Competitive Examination – যারা বাংলা ভাষায় প্রস্তুতি নিতে চায় তাদের জন্য এই বইটি গুরুত্বপূর্ণ। বইটি পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে লেখা হয়েছে। পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষার সিলেবাসের কথা মাথায় রেখে প্রতিটি অধ্যায় বিশ্লেষণ করা আছে, সাথে অনুশীলনীও আছে। (বইটি কিনুন)

WBP Constable Reasoning Book

প্রিলিমিনারিতে ২০ নম্বর ও মেইন পরীক্ষায় ১৫ নম্বর প্রশ্ন আসে এই বিষয়টি থেকে। এই বিষয়টির জন্য Practice খুব জরুরি। Practice-এর মাধ্যমেই এই বিষয়টি প্রস্তুতি নেওয়া ঠিক হবে বলে মনে করেন সফল প্রার্থীরা। যে যে বই কেনা যেতে পারে –

A Modern Approach To Verbal & Non-Verbal Reasoning – সরকারি চাকরির প্রস্তুতির জন্য এই বইটি সবথেকে জনপ্রিয়। রাজ্য সরকারের পরীক্ষা হোক বা কেন্দ্র সরকারের এই বইটি সমস্ত পরীক্ষার প্রস্তুতির জন্য কেনা যেতে পারে। বইটিতে Practice করার জন্যেও প্রচুর প্রশ্ন দেওয়া আছে। (বইটি কিনুন)

Chhaya General Intelligence & Reasoning for all Competitive Examination- বইটি বাংলা ভাষায় লেখা। উপরের বইটিতে যে যে বিষয়গুলি আছে সেগুলি এই বইতেও আছে। বাংলা মিডিয়াম ছাত্র ছাত্রীদের জন্য বইটি উপযুক্ত। (বইটি কিনুন)

WBP Constable English Book

ইংলিশ থেকে শুধুমাত্র মেইন পরীক্ষায় ২৫ নম্বর প্রশ্ন আসে, কিন্তু বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। দেখেনিন কোন কোন বই কিনলে বিষয়টির প্রস্তুতি ভালো হবে-

Objective General English by S.P Bakshi- যারা ইংলিশ গ্রামার-এ একটু দুর্বল তাদের জন্য এই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বইটিতে Basic থেকে শুরু করে Advance Level-এর গ্রামার ও practice করার জন্য অনুশীলনী আছে। বইটি WBCS প্রার্থীদের মধ্যেও খুব জনপ্রিয় বই। (বইটি কিনুন)

Objective General English by R.S. Aggarwal – আগের বইটির সঙ্গে এই বইটির খুব একটা তফাত নেই, কিন্তু এই বইটিতে প্রচুর Practice Set আছে। যারা ইংলিশ বিষয়টির প্রস্তুতি অন্য বই থেকে নিচ্ছ এবং আলাদা Practice করতে চাও তাদের জন্য এই বইটি উপযুক্ত। (বইটি কিনুন)

WBP Constable Practice Set Book

পরীক্ষার প্রস্তুতির সাথে সাথে পরীক্ষার আগের প্রশ্ন এবং Practice Set ধরে প্রাকটিস করা উচিত। বাজারে এই Practice Set-এর অনেক বই উপলব্ধ আছে। তার মধ্যে ভালো কিছু বই নিচে উল্লেখ করা রইলো –

১) WBPRB Constables (Male) Preliminary Exam Practice Work Book(বইটি কিনুন)

২) Vision’s Police Constable(বইটি কিনুন)

৩) 20 Practice Sets for WBP Excise Constable (Abgari) MAIN(বইটি কিনুন)

৪) West Bengal Police Recruitment Challenger for Constable in Bengali(বইটি কিনুন)

Nilanjan Bhadra
City College থেকে B.Com পাশ করেছি। স্কুলের ছাত্র-ছাত্রীদের পড়ানোর অভিজ্ঞতা আছে।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here