পশ্চিমবঙ্গ সরকারের West Bengal Joint Entrance Examination Board (WBJEE)- এর অধীনে পরিচালিত একটি পরীক্ষা হল  ANM GNM Exam. যে সমস্ত ছাত্র-ছাত্রীরা উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশ করার পর নার্সিং নিয়ে পড়তে বা চিকিৎসাক্ষেত্রে সেবিকা হতে ইচ্ছুক তাদের এই প্রবেশিকা পরীক্ষা বা entrance exam দিতে হয়। 

এই পরীক্ষাটি প্রতি বছর সংগঠিত হয়ে থাকে। শুধুমাত্র উচ্চমাধ্যমিক (Higher Secondary) পরীক্ষায় পাশ ৫০ শতংশ নম্বর (ST/SC/OBC পরীক্ষার্থীদের – ৪৫% এবং শারীরিক প্রতিবন্ধী পরীক্ষার্থীদের – ৪০%) নিয়ে পাশ করলেই এই পরীক্ষার জন্য আবেদন করা যায়। শেষ ২০২৩ সালে এই পরীক্ষাটি সংগঠিত হয়েছিল। আমরা এখানে WBJEE ANM GNM EXAM- এর Exam Pattern এবং Syllabus নিয়ে আলোচনা করবো –

WBJEE ANM GNM Exam Pattern Syllabus In Bengali

WBJEE ANM GNM Exam Pattern

এই ANM GNM পরীক্ষাটির প্রশ্নপত্র মোট ছয়টি বিষয়ের উপর ভিত্তি করে হয়। বিষয়গুলি হল – ১) পদা্র্থবিদ্যা (Physical Science), ২) জীবন বিজ্ঞান (Life Science), ৩) গণিত (Mathematics), ৪) ইংরাজি (English), ৫) জেনারেল নলেজ (General Knowledge), ৬) লজিক্যাল রিসিনিং (Logical Reasoning)। এই ৬টি বিষয় থেকে মোট ১১৫ নম্বরের প্রশ্ন আসে ও পরীক্ষার্থীদের ১ ঘন্টা ৩০ মিনিট বা ৯০ মিনিট সময় দেওয়া হয় পরীক্ষার জন্য। 

ANM GNM পরীক্ষার প্রশ্নপত্রটিকে ২টি category-তে ভাগ করা হয়। Category-1 এ ছয়টি বিষয় থেকে MCQ (Multiple Choice Questions ) আকারে প্রশ্ন আসে এবং প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর বাদ দেওয়া হয়। কিন্তু, Category-2 তে শুধু পদা্র্থবিদ্যা (Physical Science) ও জীবন বিজ্ঞান (Life Science) থেকে প্রশ্ন আসে এবং প্রতিটি প্রশ্নের মান হয় ২ নম্বর। এই  Category-র প্রশ্নগুলিতে একের বেশি সঠিক উত্তর থাকে। অর্থাৎ, একটি প্রশ্নের ২টি উত্তর থাকতে পারে। কোনো পরীক্ষার্থী যদি সঠিক ২টি উত্তরে টিক দেয় তাহলে তাকে ২ নম্বর দেওয়া হবে। Category-1 এর মত Category-2 তেও প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর বাদ দেওয়া হবে।

বিষয়Category-1 Category-2প্রশ্নের সংখ্যাপ্রশ্নের মান
পদা্র্থবিদ্যা (Physical Science)১৫২০২৫
জীবন বিজ্ঞান (Life Science)৩০১০৪০৫০
গণিত (Mathematics)১০১০১০
ইংরাজি (English)১৫১৫১৫
জেনারেল নলেজ (General Knowledge) ১০১০১০
লজিক্যাল রিসিনিং (Logical Reasoning)
মোট৮৫১৫১০০১১৫

WBJEE ANM GNM Exam Syllabus

১) পদা্র্থবিদ্যা (Physical Science) – 25 marks

পদার্থ: গঠন এবং বৈশিষ্ট্যল্যাবরেটরি এবং শিল্পে অজৈব রসায়নপারমাণবিক গঠন: ধাতু, লনিক এবং কোভ্যালেন্ট বন্ড
আলোআমাদের পরিবেশ সম্পর্কে চিন্তাধারাসমাধান
শব্দমিশ্রণের উপাদানের বিচ্ছেদঅ্যাসিড
শক্তি ও কাজবর্তমান বিদ্যুৎবেস এবং লবণ
গ্যাসের আচরণতাপ ও তাপীয় ঘটনাজল
পরিমাপপারমাণবিক নিউক্লিয়াসপর্যায় সারণী এবং পর্যায়ক্রম
বল ও গতিরাসায়নিক গণনাবিদ্যুৎ এবং রাসায়নিক বিক্রিয়া
জৈব রসায়ন মোল ধারণাপদার্থের ভৌত ও রাসায়নিক ধর্ম

২) জীবন বিজ্ঞান (Life Science) – 50 marks

সেলুলার অর্গানাইজেশন জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় জীবনের বৈচিত্র্য
পরিবেশ ও তার সম্পদ মৌলিক প্রক্রিয়াপরিবেশগত নীতি
জীবন সংগঠনের স্তর অভিব্যক্তি ও অভিযোজন উত্তরাধিকার জীববিজ্ঞান
সিস্টেম ফিজিওলজি – উদ্ভিদ জৈবনিক প্রক্রিয়া বিকাশ জীববিদ্যা 
সিস্টেম ফিজিওলজি – প্রাণীবংশগতি এবং জিনগত রোগজীববিদ্যা  ও মানব কল্যাণ
কোষ যোগাযোগ এবং কোষ সংকেতঅণু এবং জীববিজ্ঞানের সাথে প্রাসঙ্গিক তাদের মিথস্ক্রিয়া জীববিজ্ঞানে প্রয়োগ করা পদ্ধতি

৩) গনিত (Mathematics) – 10 marks

প্রাকৃতিক সংখ্যা (Natural Numbers)একটি সংখ্যা রেখায় পূর্ণসংখ্যা (Integers on a number line)দশমিকের উপর শব্দ সমস্যা (Word problems on Decimals)
চলক (Variable)গুণ ও ভাগ (Multiplication and Division)মৌলিক উপপাদ্য (Fundamental Theorem) 
জ্যামিতিক ক্রম (Geometric Sequence)সূচকের সূত্র (Law of Exponents) অনুপাত (Ratios and Proportion)
সার্ড (Surds)পূর্ণসংখ্যা (Integers) শতাংশ (Percentages)
ভগ্নাংশের মতো এবং অসদৃশ (Like and unlike fractions)দশমিক থেকে ভগ্নাংশ (Fraction to Decimal)সম্পূর্ণ সংখ্যা (Whole Number)

৪) ইংরাজি (English) – 15 marks

Transformation of sentenceSporting errors and spelling testOne word substitutionHomophones/ Homonyms
Sentence improvement Synonym and Antonyms Voice changePrecis writing
Sentence compulsion Idioms and phrases Preposition Reading comprehension
ArticlesNarration change Phrasal verbs Rules of tens

৫) জেনারেল নলেজ (General Knowledge) – 10 marks


ভারতীয় রাজ্য এবং রাজধানী (Indian States and Capitals)
ভারতের প্রতিবেশী দেশ (Neighboring Countries of India)ভারতের জলপ্রপাতের তালিকা (List of Waterfalls in India)
ভারতের লোকনৃত্য (Folk Dances of India)ভারতের বাঁধ (Dams in India)ভারতের বন্যপ্রাণী অভয়ারণ্য (Wildlife Sanctuaries in India)
ভারতের জাতীয় গাছ (National Tree of India)ভারতের জাতীয় প্রাণী (National Animal of India)ভারতের শীর্ষ 10টি দীর্ঘতম সেতু (Top 10 Longest Bridges in India)
ভারতের উচ্চ আদালতের তালিকা (List of High Courts in India) ভারতের শীর্ষ 10টি দীর্ঘতম মহাসড়ক (Top 10 Longest Highways in India)
ভারতের জাতীয় প্রতীক (National Symbols of India)
ভারতের বৃহত্তম ও ক্ষুদ্রতম রাজ্য (Largest & Smallest State)ভারতের জাতীয় উদ্যান (National Parks in India)ভারতের জাতীয়/সরকারি ভাষা (National/ Official Languages in India) 
ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল (Union Territories of India) ভারতের শীর্ষ 10টি দীর্ঘতম নদী (Top 10 Longest Rivers in India)ভারতের জাতীয় শৃঙ্গগুলির তালিকা (List of National Peaks in India)

৬) লজিক্যাল রিসিনিং (Logical Reasoning) – 5 marks

সাদৃশ্য (analogy)দিক নির্দেশনা পরীক্ষা (Direction Sense Test)বসার ব্যবস্থা (Seating Arrangements)
ধাঁধা এবং বিন্যাস (Puzzles and Arrangements)বর্ণসংখ্যার সিরিজ (Alphanumeric Series), ক্রম এবং ক্রমাঙ্ক (Order and Ranking)
শ্রেণিবিন্যাস (Classification), আলফা-সংখ্যাসূচক সিরিজ (Alpha-numeric Series) বিবৃতি এবং উপসংহার (Statements and Conclusions)
সিলোজিজম ( Syllogisms), ভেন ডায়াগ্রাম (Venn Diagrams)লজিক্যাল রিজনিং সেট (Logical Reasoning Set)
বিশ্লেষণাত্মক যুক্তি (Analytical Reasoning)ঘড়ি/ক্যালেন্ডার (Clock/ Calendar)অনুমান/কর্মের কোর্স (Assumptions/Courses of Action) 
কোডিং- ডিকোডিং (Coding- Decoding)ডেটা পর্যাপ্ততা (Data Sufficiency)যৌক্তিক সমস্যা (Logical Problems)
রক্তের সম্পর্ক (Blood Relations)লজিক্যাল গেমস (Logical Games)বিবৃতি এবং যুক্তি (Statements and Arguments).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here