দীর্ঘ অপেক্ষার পরে অবশেষে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) 2021 সালের WBCS পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। WBCS প্রিলিমিনারি পরীক্ষা প্রতিবছর জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে হয়, কিন্তু এবছর করোনা পরিস্থিতির জন্য পাবলিক সার্ভিস কমিশন থেকে পরীক্ষা পিছোনোর সিদ্ধান্ত নিয়েছিল। পরে ১লা আগস্ট কমিশন পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। পরীক্ষাটি বর্তমানে আংশিক লকডাউনের মধ্যেই সংঘটিত করা হবে যেখানে প্রার্থীদের জন্য আলাদা ছাড়ের ব্যবস্থা করা হয়েছে।
![WBCS পরীক্ষার তারিখ প্রকাশিত হল । WBCS exam date 2021 admit card [Download] WBCS exam date 2021 admit card](https://careerbangla.in/wp-content/uploads/2023/03/WBCS-exam-date-2021-admit-card.webp)
![WBCS পরীক্ষার তারিখ প্রকাশিত হল । WBCS exam date 2021 admit card [Download] WBCS exam date 2021 admit card](https://careerbangla.in/wp-content/uploads/2023/03/WBCS-exam-date-2021-admit-card.webp)
WBCS Exam Date 2021
২০২০ সালের ডিসেম্বর মাসে WBCS পরীক্ষার ফর্ম ফিলাপ হয়েছিল, প্রিলিমিনারি পরীক্ষাটির তারিখ দেওয়া হয়েছিল ফেব্রুয়ারি মাসে কিন্তু পরবর্তীকালে তা পিছিয়ে দেওয়া হয় জুন মাসের ৩১ তারিখ পর্যন্ত। লোকডাউনের জন্য পাবলিক সার্ভিস কমিশন দ্বারা জুন মাসে পরীক্ষাটি সংঘটিত করা সম্ভব হয়নি। অবশেষে পাবলিক সার্ভিস কমিশন WBCS পরীক্ষার তারিখ ঘোষণা করে জানিয়েছে পরীক্ষা নেওয়া হবে আগস্ট মাসের ২২ তারিখে। দুপুর 12 টা থেকে পরীক্ষার সময় দেওয়া হয়েছে এবং প্রার্থীদের ৬ই আগস্ট থেকে Admit Card দেওয়া শুরু করেছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন।
Wbcs exam date 2021 admit card download
WBCS admit card 2021 download করা যাবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট ( https://wbpsc.gov.in ) থেকে। প্রথমে, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে, Home পেজের ডানদিকে “Candidate’s Corner” section-এর ৪ নম্বর অপশন ” download admit card (for written/screening test) “-এ ক্লিক করতে হবে।
![WBCS পরীক্ষার তারিখ প্রকাশিত হল । WBCS exam date 2021 admit card [Download] wbpsc official website](https://careerbangla.in/wp-content/uploads/2021/08/wbpsc-official-website-1024x373.jpg)
![WBCS পরীক্ষার তারিখ প্রকাশিত হল । WBCS exam date 2021 admit card [Download] wbpsc official website](https://careerbangla.in/wp-content/uploads/2021/08/wbpsc-official-website-1024x373.jpg)
দ্বিতীয় ধাপে, ক্লিক করলেই একটি নতুন পেজ খুলবে সেই নিজের ১ নম্বর অ্যাডভার্টাইজমেন্ট-এর “click hare” অপশনে ক্লিক করতে হবে।
![WBCS পরীক্ষার তারিখ প্রকাশিত হল । WBCS exam date 2021 admit card [Download] wbcs admit card 2021 download](https://careerbangla.in/wp-content/uploads/2021/08/wbcs-admit-card-2021-download-1024x282.jpg)
![WBCS পরীক্ষার তারিখ প্রকাশিত হল । WBCS exam date 2021 admit card [Download] wbcs admit card 2021 download](https://careerbangla.in/wp-content/uploads/2021/08/wbcs-admit-card-2021-download-1024x282.jpg)
তৃতীয় ধাপে, দুটি অপশন দেওয়া হবে যেখানে একটি অপশন এ প্রার্থীর Enrollment Number এবং জন্মতারিখ চাওয়া হবে কিংবা অন্য অপশনে প্রার্থীর নাম ও জন্মতারিখ চাওয়া হবে। যেকোনো একটি ফর্ম ফিলাপ করে search অপশনে ক্লিক করলেই নিচে প্রার্থীর ডিটেলস, অর্থাৎ Enrollment Number, প্রার্থীর নাম, বাবার নাম, জন্মতারিখ দেখা যাবে। প্রার্থীর ডিটেলস-এর পাশেই ডাউনলোড অপশনে ক্লিক করলে প্রার্থীর Admit Card দেখা যাবে এবং পাশে ডাউনলোড অপশন-এ ক্লিক করে সেটি ডাউনলোড করা যাবে।
![WBCS পরীক্ষার তারিখ প্রকাশিত হল । WBCS exam date 2021 admit card [Download] wbcs admit card 2021 download 1](https://careerbangla.in/wp-content/uploads/2021/08/wbcs-admit-card-2021-download-1-1024x454.jpg)
![WBCS পরীক্ষার তারিখ প্রকাশিত হল । WBCS exam date 2021 admit card [Download] wbcs admit card 2021 download 1](https://careerbangla.in/wp-content/uploads/2021/08/wbcs-admit-card-2021-download-1-1024x454.jpg)
WBCS exam instructions 2021 (কি কি নিয়ে যেতে হবে)
পরীক্ষার দিন প্রার্থীদের পরীক্ষার ১ ঘণ্টা আগে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সাথে কিছু জিনিস নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কমিশন থেকে, সেগুলি হল-
(১) দু-কপি পাসপোর্ট সাইজ ফটো,
(২) কালো কালির বলপেন,
(৩) পাসপোর্ট/প্যান কার্ড/আধার কার্ড/ভোটার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স এর অরিজিনাল কপি নিয়ে যেতে হবে।