SSC GD কনস্টেবল (Constable) Exam Pattern and Syllabus In Bengali

কেন্দ্র সরকারের General Duty (GD), Constable পদে যোগ্য প্রার্থীদের নিয়োগের জন্য কেন্দ্রের Staff Selection Commission (SSC) এর পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বর্ডার সিকিউরিটি ফোর্স [Border Security Force (BSF)], সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স  [Central Industrial Security Force (CISF)], সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স [Central Reserve Police Force (CRPF)], ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ [Indo-Tibetan Border Police (ITBP)], সশস্ত্র সীমান্ত বাহিনী [Sashastra Seema Bal (SSB)], সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স [Secretariat Security Force (SSF)], আসাম রাইফেলের রাইফেলম্যান নিয়োগের জন্য বাহিনী (সাধারণ দায়িত্ব) [Forces for Recruitment of Rifleman (General Duty)- Assam Rifles] – এই পদগুলিতে প্রার্থী নিয়োগের জন্য SSC এই পরীক্ষাটি পরিচালনা করে থাকে। এই পরীক্ষাটি হিন্দি ও ইংরাজি ভাষায় হয় ও প্রার্থীদের নির্বাচন করা হয় ৪টি পর্যায়ের নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে, যেগুলি হল-

  • ১) কম্পিউটার ভিত্তিক পরীক্ষা [Computer Based Test (CBT)]
  • ২) Physical Standard Test (PST)
  • ৩) Physical Efficiency Test (PET)
  • ৪) Medical Test
SSC GD কনস্টেবল (Constable) Exam Pattern and Syllabus In Bengali

আমরা এখানে এই SSC GD কনস্টেবল (Constable) পরীক্ষার Exam Pattern ও Syllabus (সিলেবাস) নিয়ে আলোচনা করবো।

SSC GD কনস্টেবল (Constable) Exam Pattern

কম্পিউটার ভিত্তিক পরীক্ষা [Computer Based Test(CBT)] পরীক্ষায় মোট ৮০ টি ২ নম্বরের প্রশ্ন আসে এবং  মোট ১৬০ (৪০+৪০+৪০+৪০) নম্বরের প্রশ্নপত্র হয়। যে ৪টি বিষয়ের উপর ভিত্তি করে CBT পরীক্ষায় প্রশ্ন আসে সেগুলি হল-

  • ১) General Intelligence and Reasoning (সাধারণ বুদ্ধিমত্তা এবং যুক্তি)
  • ২) General Knowledge and General Awareness (সাধারণ জ্ঞান এবং সাধারণ সচেতনতা)
  • ৩) Elementary Mathematics (প্রাথমিক গণিত)
  • ৪) English/ Hindi (ইংরাজি/হিন্দি)
বিষয় (Subject)প্রশ্নের সংখ্যা (Number of Questions)প্রশ্নের মান (Marks) সময়সীমা (Duration)
General Intelligence and Reasoning (সাধারণ বুদ্ধিমত্তা এবং যুক্তি)২০ ৪০60 মিনিট
General Knowledge and General Awareness (সাধারণ জ্ঞান এবং সাধারণ সচেতনতা)২০ ৪০ 
Elementary Mathematics (প্রাথমিক গণিত)২০ ৪০ 
English/ Hindi (ইংরাজি/হিন্দি)২০ ৪০ 
মোট (Total)৮০১৬০

যে প্রার্থী CBT পরীক্ষায় পাশ করে সেইসব প্রার্থী Physical Measurement Test (PMT) ও Physical Efficiency Test (PET) পরীক্ষায় অংশ নিতে পারবে। এরপর PMT ও PET পরীক্ষায় পাশ করলে একটি শেষ  Medical Test হবে। এই Medical Test-এ যে সমস্ত প্রার্থী উত্তীর্ণ হতে পারবে তাদেরকে নিযুক্ত করা হবে।

SSC GD কনস্টেবল (Constable) পরীক্ষার Syllabus (সিলেবাস)

1) কম্পিউটার ভিত্তিক পরীক্ষা [Computer Based Test (CBT)]

১) General Intelligence and Reasoning (সাধারণ বুদ্ধিমত্তা এবং যুক্তি):

বিশ্লেষণাত্মক যোগ্যতা এবং নিদর্শন পর্যবেক্ষণ এবং পার্থক্য করার ক্ষমতা প্রধানত অ-মৌখিক (non-verbal) ধরণের প্রশ্নের মাধ্যমে পরীক্ষা করা হবে। এখানে যে বিষয়গুলি থেকে প্রশ্ন আসবে সেগুলি হল-

Analogies (সাদৃশ্য)discrimination (বৈষম্য)observation (পর্যবেক্ষণ)
relationship concepts (সম্পর্কের ধারণা) visual memory (চাক্ষুষ স্মৃতি)arithmetical reasoning (গাণিতিক যুক্তি)
non-verbal series (অ-মৌখিক সিরিজ)coding and decoding (কোডিং এবং ডিকোডিং)similarities and differences (মিল এবং পার্থক্য)
arithmetic number series (গাণিতিক সংখ্যা সিরিজ)figural classification (ফিগারাল শ্রেণীবিভাগ)spatial visualization and spatial orientation (স্থানিক ভিজ্যুয়ালাইজেশন ও স্থানিক অভিযোজন)

২) General Knowledge and General Awareness (সাধারণ জ্ঞান এবং সাধারণ সচেতনতা):

এখানে প্রার্থীর সাধারণজ্ঞান, তার চারপাশের পরিবেশ সম্পর্কে সচেতনতা এবং সমাজে তার প্রয়োগ, বর্তমান ঘটনা, দৈনন্দিন পর্যবেক্ষণ, নানা বৈজ্ঞানিক বিষয়, জাতীয় বিষয়গুলির সম্পর্কে জ্ঞান ইত্যাদি পরীক্ষা করার জন্য তথোপযুক্ত প্রশ্ন থাকবে। যে বিষয়গুলি থেকে প্রশ্ন আসবে সেগুলি হল-

India and its Neighboring countries (ভারত এবং তার প্রতিবেশী দেশ)Static Awareness (স্ট্যাটিক সচেতনতা)Economic scene (অর্থনৈতিক দৃশ্য)History (ইতিহাস)
Current Affairs (বর্তমান ঘটনা)Indian constitution (ভারতীয় সংবিধান)General polity (সাধারণ রাজনীতি)Scientific research (বৈজ্ঞানিক গবেষণা)
Science & Technology (বিজ্ঞান প্রযুক্তি)Geography (ভূগোল)Culture (সংস্কৃতি)Sports (খেলাধুলা)

৩) Elementary Mathematics (প্রাথমিক গণিত):

Number Systems (নম্বর সিস্টেম)Ratio and Proportion (অনুপাত)Number Systems (নম্বর সিস্টেম)Fractions (ভগ্নাংশ)
Computation of Whole Numbers (সম্পূর্ণ সংখ্যার গণনা)Relationship between Numbers (সংখ্যার মধ্যে সম্পর্ক)Fundamental arithmetical operations (মৌলিক গাণিতিক ক্রিয়াকলাপ)Profit and Loss (লাভ এবং ক্ষতি)
Percentages (শতাংশ)Decimals (দশমিক)Averages (গড় )Interest (সুদ)
Time and  Distance (সময় এবং দূরত্ব)Time and Work (সময় এবং কাজ)Discount (ছাড়)Mensuration (পরিমিতি)

৪) English/ Hindi (ইংরাজি/হিন্দি):

এখানে প্রার্থীদের ইংরেজি/হিন্দি ভাষা বোঝার মৌলিক ক্ষমতা এবং বোধগম্যতার পরীক্ষা করা হয়। 

Error SpottingPhrase replacementsFill in the Blanks
Reading comprehensionSynonyms & AntonymsPhrase and idioms meaning
One Word SubstitutionCloze testSpellings

2) Physical Standard Test (PST):

Height(উচ্চতা):

লিঙ্গ (Gender)উচ্চতা (Height)
পুরুষ১৭০ সেমি (প্রায় ৫’৫”)
মহিলা১৫৭ সেমি (প্রায় ৫’১”)

কিছু ক্ষেত্রে প্রার্থীদের ছাড় দেওয়া হয়েছে যেমন-

সংরক্ষিত শ্রেণীপুরুষ প্রার্থীদের উচ্চতামহিলা প্রার্থীদের উচ্চতা
সকল তফসিলি উপজাতিভুক্ত প্রার্থী ১৬২.৫ সেমি (প্রায় ৫’৩”)১৫০ সেমি (প্রায় ৪’৯”)
উত্তর পূর্বের সমস্ত তফসিলি উপজাতি প্রার্থী রাজ্যগুলি১৫৭ সেমি (প্রায় ৫’১”)১৪৭.৫ সেমি (প্রায় ৪’৮”)
বামপন্থী চরমপন্থা প্রভাবিত জেলাগুলির সমস্ত তফসিলি উপজাতি প্রার্থী১৬০ সেমি (প্রায় ৫’২”)১৪৭.৫ সেমি (প্রায় ৪’৮”)
গাড়োয়ালি, কুমাওনি, ডোগরা, মারাঠা এবং রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল- আসাম, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর এবং লাদাখের প্রার্থীরা১৬৫ সেমি (প্রায় ৫’৪”)১৫৫ সেমি (প্রায় ৫’)
উত্তর-পূর্ব অরুণাচল প্রদেশ, মণিপুর রাজ্য, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম এবং ত্রিপুরার প্রার্থীরা১৬২.৫ সেমি (প্রায় ৫’৩”)১৫২.৫ সেমি (প্রায় ৫’)
গোর্খা টেরিটোরিয়াল প্রশাসন (GTA) তিনটির সমন্বয়ে গঠিত দার্জিলিং জেলার উপ-বিভাগ যথা – দার্জিলিং, কালিম্পং এবং কার্সিয়ং এবংনিম্নলিখিত “মৌজা” এর উপ-বিভাগ অন্তর্ভুক্ত এই জেলাগুলি:(1) লোহাগড় চা বাগান, (2) লোহাগড় বন, (3) রংমোহন, (4) বড়চেঙ্গা, (5) পানিঘাটা, (6) ছোটআদলপুর, (7) পাহাড়ু, (8) সুকনা বন, (9) সুকনা পার্ট-১, (10) পান্তপাতি বন-১, (11)মহানদী বন, (12) চম্পাসরি বন, (13)শালবাড়ি ছটপার্ট-২, (14) সিটং ফরেস্ট, (15) সিভোকে হিল ফরেস্ট, (16) সিভোক ফরেস্ট (17) ছোটচেঙ্গা, (18) নিপানিয়া১৫৭ সেমি (প্রায় ৫’১”)১৫২.৫ সেমি (প্রায় ৫’)

Chest (ছাতি):

লিঙ্গ (Gender)উচ্চতা (Height)
পুরুষ৮০ সেমি (প্রসারণ ছাড়া)
মহিলামহিলাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

কিছু ক্ষেত্রে প্রার্থীদের ছাড় দেওয়া হয়েছে যেমন-

সংরক্ষিত শ্রেণীChest (ছাতি)
সকল তফসিলি উপজাতিভুক্ত প্রার্থী৭৬ সেমি (প্রসারণ ছাড়া)
গাড়োয়ালি, কুমাওনি, ডোগরা, মারাঠা এবং রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল- আসাম, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর এবং লাদাখের প্রার্থীরা৭৮ সেমি (প্রসারণ ছাড়া)
উত্তর-পূর্ব অরুণাচল প্রদেশ, মণিপুর রাজ্য, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম এবং ত্রিপুরার ও গোর্খা টেরিটোরিয়াল প্রশাসন (GTA) এর প্রার্থীরা৭৭ সেমি (প্রসারণ ছাড়া)

3) Physical Efficiency Test (PET):

  1. পুরুষ কনস্টেবল : ২৪ মিনিটে ৫ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হবে দৌড়ে।
  2. মহিলা কনস্টেবল : ৮ মিনিট ৩০সেকেন্ডে  ১.৬ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হবে দৌড়ে।
  3. লাদাখের অঞ্চলের পুরুষ প্রার্থীদের জন্য : মিনিট ৩০সেকেন্ডে  ১.৬ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হবে দৌড়ে।
  4. লাদাখের অঞ্চলের মহিলা প্রার্থীদের জন্য : ৪ মিনিটে ৮০০ মিটার দূরত্ব অতিক্রম করতে হবে দৌড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here