ভারতবর্ষের কেন্দ্র সরকারের স্টাফ সিলেকশন কমিশনের (SSC) অধীনে পরিচালিত হওয়া একটি পরীক্ষা হল এই CHSL Exam, যার মাধ্যমে কেন্দ্র সরকারের অধীনে বিভিন্ন পদ্গুলি যেমন- লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC), জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (JSA), পোস্টাল অ্যাসিস্ট্যান্ট (PA), সর্টিং অ্যাসিস্ট্যান্ট (SA), এবং ডেটা এন্ট্রি অপারেটর (DEO) ইত্যাদিতে প্রার্থী নিয়োগ করা হয়।
এই পরীক্ষাটি প্রতি বছর সংগঠিত হয়ে থাকে। শুধুমাত্র উচ্চমাধ্যমিক (Higher Secondary) বা তার সমতুল্য যোগ্যতা থাকলেই এই পরীক্ষার জন্য আবেদন করা যায়। শেষ ২০২৩ সালে এই পরীক্ষাটি সংগঠিত হয়েছিল। আমরা এখানে SSC CHSL EXAM- এর Exam Pattern এবং Syllabus নিয়ে আলোচনা করবো –
SSC CHSL Exam Pattern
এই পরীক্ষাটিকে দুটি ধাপে ভাগ করা হয়েছে- ১) Tier-1 ও ২) Tier-2 . Tier-1 পরীক্ষার পর স্টাফ সিলেকশন কমিশন (SSC) সকল প্রার্থীদের জন্য Cut-Off Marks বের করে এবং সেই Cut-Off Marks পেয়ে উত্তীর্ণ হলে প্রার্থীকে Tier-2 পরীক্ষাটি দেওয়ার সুযোগ দেওয়া হয়। এই দুটি ধাপ বা Part-এর বিষয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হল-
Tier-1 পরীক্ষাটিতে ২ নম্বরের ১০০ টি MCQ প্রশ্ন থাকে। মোট ২০০ (১০০x২) নম্বরের এই পরীক্ষায় চারটি বিষয় থেকে প্রশ্ন আসে-
১) English Language (Basic Knowledge), ২) General Intelligence, ৩) Quantitative Aptitude (Basic Arithmetic Skill), ৪) General Awareness
Tier-2 পরীক্ষাটিকে 2টি Session-এ নেওয়া হয়।এই 2টি Session-কে ৩টি Section-এ ভাগ করা হয়েছে এবং প্রতি Section-এ ২টি করে Module থাকে।
- ১) Section-1: i) Module-I: Mathematical Abilities, ii) Module-II: Reasoning and General Intelligence.
- ২) Section-2: i) Module-I: English Language and Comprehension, ii) Module-II: General Awareness.
- ৩) Section-3: i) Module-I: Computer Knowledge Test, ii) Module-II: Skill Test/ Typing Test.
Session 1 ও 2 একই দিনে হয়। Session-1 এ Section-1,Section-2 এবং Section-3-এর Module-1 থেকে প্রশ্ন আসে। Session-2 এ Section-3-এর Module-2 থেকে প্রশ্ন আসে। Session-1 এর সব প্রশ্ন MCQ ধরনের হয় এবং Session-2 এর প্রশ্ন Descriptive হয়। Session-1 এর Section-1 ও 2 তে ৬০টি প্রশ্ন থাকে এবং প্রতি প্রশ্নের মান হয় ৩ নম্বর। Section-3 তে ১৫টি প্রশ্ন থাকে এবং প্রতি প্রশ্নের মান হয় ৩ নম্বর।
ভুল উত্তরের জন্য SSC CHSL পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে। SSC CHSL টিয়ার 1 পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বরের নেগেটিভ মার্কিং রয়েছে। SSC CHSL টায়ার 2-এ, বিভাগ-I, সেকশন II এবং বিভাগ III-এর মডিউল-I-এ প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বরের নেগেটিভ মার্কিং রয়েছে।
SSC CHSL Syllabus
SSC CHSL Tier-1 Syllabus
১) English Language (Basic Knowledge): Spot the error, Fill in the blanks, Synonyms/Homonyms, Antonyms, Spelling/Detecting mis-spelt words, Idioms & Phrases, One word substitution, Improvement of Sentences, Active/Passive Voice Of verbs, Conversion into Direct/Indirect narration, Shuffling of Sentence part, Shuffling of Sentences in a passage, Cloze Passage, Comprehension Passage.
২) General Intelligence : এই বিষয়টি থেকে মৌখিক ও অ-মৌখিক (Verbal & Non-Verbal) দুই ধরনের প্রশ্ন থাকবে। বিষয় গুলি হল- সিমেন্টক অ্যানালজি, সিম্বলিক অপারেশন, সিম্বলিক/নাম্বার অ্যানালজি, ট্রেন্ডস, ফিগারাল অ্যানালজি, স্পেস ওরিয়েন্টেশন, সিমেন্টক ক্লাসিফিকেশন, ভেন ডায়াগ্রাম, সিম্বলিক/নাম্বার ক্লাসিফিকেশন, ড্রয়িং ইনফারেনশেস, ফিগারাল ক্লাসিফিকেশন, পানচ হোল/প্যাটার্ন-ফোল্ডিং অ্যান্ড আনফোল্ডিং, সিমেন্টক সিরিজ, ফিগারাল প্যাটার্ন-ফোল্ডিং অ্যান্ড কমপ্লেশন, নাম্বার সিরিজ, এম্বেডেড ফিগারাস, ফিগারাল সিরিজ, ক্রিটিক্যাল থিঙ্কিং, প্রবলেম সলভিং, ইমোশনাল ইন্টালিজেন্স, ওয়ার্ড বিল্ডিং, সোশ্যাল ইন্টালিজেন্স, কোডিং অ্যান্ড ডি-কোডিং, নিউম্যারাল অপারেশন।
৩) Quantitative Aptitude (Basic Arithmetic Skill):
- i) নাম্বার সিস্টেম; কম্পিউশন অফ হোল নাম্বার, দশমিক এবং ভগ্নাংশ, রিলেশনশিপ বিটুইন নাম্বারস।
- ii) ফান্ডামেন্টাল অ্যারিথমেটিক্যাল অপারেশন: শতাংশ, অনুপাত, বর্গমূল, গড়, সরল সুদ ও জটিল সুদ, লাভ-ক্ষতি, ডিসকাউন্ট, পার্টনারশিপ বিজনেস, মিক্সচার এবং অ্যালিগেশন, সময় ও দূরত্ব, সময় ও কাজ।
- iii) বীজগণিত: বিদ্যালয় স্তরের প্রাথমিক বীজগণিত, Elementary Surd (Simple Problems) এবং রৈখিক সমীকরণের গ্রাফ।
- iv) জ্যামিতি: প্রাথমিক জ্যামিতিক পরিসংখ্যান এবং তথ্যের সাথে পরিচিতি, ত্রিভূজ এবং এর বিভিন্ন ধরনের কেন্দ্র,সামঙজস্য এবং মিল, বৃত্ত এবং তার জ্যা,স্পর্শক, একটি বৃত্তের জ্যা দ্বারা সংযোজিত কোণ, দুই বা ততোধিক বৃত্তের সাধারণ স্পর্শক।
- v) পরিমিতি: ত্রিভূজ, চতুর্ভূজ, নিয়মিত বহুভূজ, বৃত্ত, ডান (Right) প্রিজম, ডান (Right) বৃত্তাকার শঙ্কু, ডান (Right) বৃত্তাকার সিলিন্ডার, গোলোক, গোলার্ধ, আয়তক্ষেত্রাকার সমান্তরাল, নিয়মিত ডান (Right) পিরামিড সহ ত্রিভূজাকার বা বর্গাকার বেস।
- vi) ত্রিকোনমিতি: ত্রিকোনমিতি, ত্রিকোনমিতিক অনুপাত, পরিপূরক কোণ, উচ্চতা এবং দুরত্ব (simple problems only), স্ট্যান্ডার্ড আইডেন্টিটি যেমন
- vii) স্ট্যাটাসটিক্যাল চার্ট: টেবিল ও গ্রাফের ব্যবহার, হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি, বহুভূজ, বার-ডায়াগ্রাম, পাই (Pie)-চার্ট।
৪) General Awareness:
ভারত ও তার প্রতিবেশী দেশগুলির ইতিহাস, ভূগোল, সংস্কৃতি, অর্থনৈতিক দৃশ্য, সাধারণ নীতি এবং বৈজ্ঞানিক গবেষণা প্রভতি বিষয় থেকে প্রশ্ন আসে। বিশেষ ভাবে বলতে গেলে এই বিষয়ের প্রশ্নগুলি প্রার্থীর চারপাশের পরিবেশ ও সমাজ সম্পর্কে সচেতনতা, সাধারণ বুদ্ধি তা প্রয়োগের ক্ষমতা যাচাই করার জন্য তৈরী করা হয়েছে। দেশ-বিদেশের বর্তমান ঘটনা ও সেই বিষয়ে সাধারন জ্ঞান,বৈজ্ঞানিক দিক থেকে দৈনন্দিন ঘটনার ব্যাপারে শিক্ষিত ব্যক্তি হিসাবে প্রার্থীর নিজেস্ব মতামত এই প্রশ্নগুলির দ্বারা পরীক্ষা করা হবে।
SSC CHSL Tier-2 Syllabus
a) Module-I of Section-1: (Mathematical Abilities)
- i) নাম্বার সিস্টেম; কম্পিউশন অফ হোল নাম্বার, দশমিক এবং ভগ্নাংশ, রিলেশনশিপ বিটুইন নাম্বারস।
- ii) ফান্ডামেন্টাল অ্যারিথমেটিক্যাল অপারেশন: শতাংশ, অনুপাত, বর্গমূল, গড়, সরল সুদ ও জটিল সুদ, লাভ-ক্ষতি, ডিসকাউন্ট, পার্টনারশিপ বিজনেস, মিক্সচার এবং অ্যালিগেশন, সময় ও দূরত্ব, সময় ও কাজ।
- iv) জ্যামিতি: প্রাথমিক জ্যামিতিক পরিসংখ্যান এবং তথ্যের সাথে পরিচিতি, ত্রিভূজ এবং এর বিভিন্ন ধরনের কেন্দ্র,সামঙজস্য এবং মিল, বৃত্ত এবং তার জ্যা,স্পর্শক, একটি বৃত্তের জ্যা দ্বারা সংযোজিত কোণ, দুই বা ততোধিক বৃত্তের সাধারণ স্পর্শক।
- v) পরিমিতি: ত্রিভূজ, চতুর্ভূজ, নিয়মিত বহুভূজ, বৃত্ত, ডান (Right) প্রিজম, ডান (Right) বৃত্তাকার শঙ্কু, ডান (Right) বৃত্তাকার সিলিন্ডার, গোলোক, গোলার্ধ, আয়তক্ষেত্রাকার সমান্তরাল, নিয়মিত ডান (Right) পিরামিড সহ ত্রিভূজাকার বা বর্গাকার বেস।
- vi) ত্রিকোনমিতি: ত্রিকোনমিতি, ত্রিকোনমিতিক অনুপাত, পরিপূরক কোণ, উচ্চতা এবং দুরত্ব(simple problems only), স্ট্যান্ডার্ড আইডেন্টিটি যেমন
- vii) স্ট্যাটাসটিক্যাল চার্ট: টেবিল ও গ্রাফের ব্যবহার, হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি, বহুভূজ, বার-ডায়াগ্রাম, পাই (Pie)-চার্ট, মিন-মিডিয়ান-মোড, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ক্যালকুলেশন অফ সিম্পেল প্রবাবিলিটিস।
b) Module-II of Section-1: (Reasoning and General Intelligence)
এই বিষয়টি থেকে মৌখিক ও অ-মৌখিক (Verbal & Non-Verbal) দুই ধরনের প্রশ্ন থাকবে। বিষয়গুলি হল- সিমেন্টক অ্যানালজি, সিম্বলিক অপারেশন, সিম্বলিক/নাম্বার অ্যানালজি, ট্রেন্ডস, ফিগারাল অ্যানালজি, স্পেস ওরিয়েন্টেশন, সিমেন্টক ক্লাসিফিকেশন, ভেন ডায়াগ্রাম, সিম্বলিক/নাম্বার ক্লাসিফিকেশন, ড্রয়িং ইনফারেনশেস, ফিগারাল ক্লাসিফিকেশন, পানচ হোল/প্যাটার্ন-ফোল্ডিং অ্যান্ড আনফোল্ডিং, সিমেন্টক সিরিজ, ফিগারাল প্যাটার্ন-ফোল্ডিং অ্যান্ড কমপ্লেশন, নাম্বার সিরিজ, এম্বেডেড ফিগারাস, ফিগারাল সিরিজ, ক্রিটিক্যাল থিঙ্কিং, প্রবলেম সলভিং, ইমোশনাল ইন্টালিজেন্স, ওয়ার্ড বিল্ডিং, সোশ্যাল ইন্টালিজেন্স, কোডিং অ্যান্ড ডি-কোডিং, নিউম্যারাল অপারেশন।
c) Module-I of Section-2: (English Language and Comprehension)
Vocabulary, grammar, sentence structure, Synonyms-Antonyms and their usage, Spot the error, Fill in the blanks, Synonyms/Homonyms, Antonyms, Spelling/Detecting mis-spelt words, Idioms & Phrases, One word substitution, Improvement of Sentences, Active/Passive Voice Of verbs, Conversion into Direct/Indirect narration, Shuffling of Sentence part, Shuffling of Sentences in a passage, Cloze Passage, Comprehension Passage.
Comprehension পরীক্ষা করার জন্য, দুই বা ততোধিক অনুচ্ছেদ দেওয়া হবে এবং সেগুলির উপর ভিত্তি করে প্রশ্ন করা হবে। একটি অনুচ্ছেদ বই বা একটি গল্পের উপর ভিত্তি করে এবং অপর একটি সাধারণ অনুচ্ছেদ কারেন্ট অ্যাফেয়ার্স সম্পাদকীয় বা একটি প্রতিবেদনের উপর ভিত্তি করে দেওয়া হবে।
d) Module-II of Section-2: (General Awareness)
ভারত ও তার প্রতিবেশী দেশগুলির ইতিহাস, ভূগোল, সংস্কৃতি, অর্থনৈতিক দৃশ্য, সাধারণ নীতি এবং বৈজ্ঞানিক গবেষণা প্রভতি বিষয় থেকে প্রশ্ন আসে। বিশেষ ভাবে বলতে গেলে এই বিষয়ের প্রশ্নগুলি প্রার্থীর চারপাশের পরিবেশ ও সমাজ সম্পর্কে সচেতনতা, সাধারণ বুদ্ধি তা প্রয়োগের ক্ষমতা যাচাই করার জন্য তৈরী করা হয়েছে। দেশ-বিদেশের বর্তমান ঘটনা ও সেই বিষয়ে সাধারন জ্ঞান,বৈজ্ঞানিক দিক থেকে দৈনন্দিন ঘটনার ব্যাপারে শিক্ষিত ব্যক্তি হিসাবে প্রার্থীর নিজেস্ব মতামত এই প্রশ্নগুলির দ্বারা পরীক্ষা করা হবে।
e) Module-I of Section-3: (Computer Knowledge Test/Computer proficiency)
- i) Computer Basics: Organization of a computer, Central Processing Unit (CPU), input/ output devices, computer memory, memory organization, back- up devices, PORTs, Windows Explorer, Keyboard shortcuts.
- ii) Software: Windows Operating system including basics of Microsoft Office like MS word, MS Excel and PowerPoint etc..
- iii) Working with Internet and emails: Web Browsing & Searching, Downloading & Uploading, Managing an E-mail Account, e-Banking.
- iv) Basics of networking and cyber security: Networking devices and protocols, Network and information security threats (like hacking, virus, worms, Trojan etc.) and preventive measures.
40% এবং তার বেশি ভিজ্যুয়াল অক্ষমতার (VH) প্রার্থীদের জন্য ম্যাপ/গ্রাফ/ডায়াগ্রাম/গাণিতিকের পরিসংখ্যানগত ডেটার প্রশ্ন ও ক্ষমতা,যুক্তি এবং সাধারণ বুদ্ধিমত্তা মডিউল থেকে কোনো প্রশ্ন থাকবে না।