শিলিগুড়ি জেলার মিউনিসিপ্যালিটি অফিসে কর্মী নিয়োগের উদ্দেশ্যে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে শিলিগুড়ি পৌরসভা থেকে। নোটিশটিতে বলা হয়েছে মোট সাতটি ভিন্ন পদে নিয়োগ করা হবে। সম্পূর্ণ অস্থায়ী চুক্তিতে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। প্রথমে এক বছরের চুক্তিতে নিয়োগ করা হবে কিন্তু এই চুক্তি পরবর্তীকালে বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে শিলিগুড়ি পৌরসভা। পশ্চিমবঙ্গের ২৩টি জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে বলে জানানো হয়েছে এবং চাকরিটি দেওয়া হবে শিলিগুড়ি জেলায়। নোটিশটির ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হল –

Siliguri municipal corporation recruitment 2021

Siliguri Municipal Corporation Recruitment 2021

প্রতিষ্ঠানের নামSiliguri Municipal Corporation
পোষ্ট৭টি
মোট শূন্যপদ১০টি
নোটিশ নম্বর183 EST/SMC
আবেদন প্রকাশিত হয়েছে২৫.০৮.২০২১
আবেদন শুরু২৫.০৮.২০২১
আবেদন শেষ০৬.০৯.২০২১
ইন্টারভিউয়ের তারিখউল্লেখ নেই

Post Qualification (পদের ও শিক্ষাগত যোগ্যতা)

শিক্ষাগত যোগ্যতা – যে কোন বিশ্ববিদ্যালয় থেকে LLB পাশ করলেই আবেদন করা যাবে। এই ডিগ্রির থেকে উচ্চশিক্ষার ডিগ্রি থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে হবে।

বেতন – ১৬,৫০০ টাকা, শূন্যপদ – ১টি

(২) ম্যানেজার

শিক্ষাগত যোগ্যতা – MBA অথবা হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করলে আবেদন করা যাবে। সাথে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন – ৩০,০০০ টাকা, শূন্যপদ – ১টি

(৩) COOK

শিক্ষাগত যোগ্যতা – যেকোনো বোর্ডের অধীনে শুধুমাত্র অষ্টম শ্রেণি পাশ করলেই এই পদে আবেদন করা যাবে। সাথে ন্যূনতম দু-বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে

বেতন – ১১,০০০ টাকা, শূন্যপদ – ১টি

(৪) Surveyor

শিক্ষাগত যোগ্যতা – সরকারি অনুমোদিত যেকোনো ইনস্টিটিউট থেকে MP SurveyorShip সার্টিফিকেট থাকলে আবেদন করা যাবে। সাথে পাঁচ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।

বেতন – ১৫,০০০ টাকা, শূন্যপদ – ২টি

(৫) SAE (mechanical)

শিক্ষাগত যোগ্যতা – মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে ডিপ্লোমা পাশ করলে আবেদন করা যাবে। কোনরকম অভিজ্ঞতা বাধ্যতামূলক করা হয়নি কিন্তু কোনো প্রার্থীর অভিজ্ঞতা থাকলে তাকে অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন – ১৬,৫০০ টাকা, শূন্যপদ – ১টি

(৬) SAE (electrical)

শিক্ষাগত যোগ্যতা – ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে ডিপ্লোমা পাশ করলে আবেদন করা যাবে। কোনরকম অভিজ্ঞতা বাধ্যতামূলক করা হয়নি কিন্তু কোনো প্রার্থীর অভিজ্ঞতা থাকলে তাকে অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন – ১৬,৫০০ টাকা, শূন্যপদ – ৩টি

(৭) IT Personnel

শিক্ষাগত যোগ্যতা – BCA/BSC অথবা IT বিষয় গ্রাজুয়েশন পাশ করলে আবেদন করা যাবে।

বেতন – ১০,০০০ টাকা, শূন্যপদ – ১টি

Age Limit (বয়সসীমা)

পদের নামবয়সসীমা
OSD (legal) ৩৭বছর
ম্যানেজার২৩ থেকে ৩৫ বছর
COOK২০ বছরের উর্ধে
Surveyor২১ বছরের উর্ধে
SAE (mechanical)৪৫ বছর
SAE (electrical)৪৫ বছর
IT Personnel২১ বছরের উর্ধে

How to Apply (আবেদন পদ্ধতি)

সম্পূর্ণ অফলাইনে আবেদন করতে হবে। পৌরসভা থেকে জানানো হয়েছে যে প্রার্থীকে নিজস্ব একটি বায়ো ডাটা বানাতে হবে। এই বায়ো-ডাটা সঙ্গে জরুরী ডকুমেন্ট গুলি যুক্ত করে একটি বন্ধ খামের মধ্যে আবেদন পত্র পাঠাতে হবে। সঙ্গে প্রার্থী একটি ছবি দিতে বলা হয়েছে। ঠিকানাটি হলো- 

To, The Commissioner Siliguri Municipal Corporation, Baghajatin Road, P.O.:- Siliguri, Dist – Da{eeling, Pin – 734001 

Application fees (আবেদন মূল্য) – কোন আবেদন মূল্য চাওয়া হয়নি, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করা যাবে। 

Selection Process (নিয়োগ পদ্ধতি)

আবেদনকারী প্রার্থীদের যোগ্যতা দেখে শর্ট লিস্ট করা হবে। যাদের শর্ট লিস্ট করা হবে তাদের শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। 

Official Notice
Official Website

বিঃদ্রঃ উপরের সমস্ত তথ্যগুলি ‘Official Notice’-এর ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে।

Nilanjan Bhadra
City College থেকে B.Com পাশ করেছি। স্কুলের ছাত্র-ছাত্রীদের পড়ানোর অভিজ্ঞতা আছে।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here