রাজ্যের কলকাতা জেলার আর.জি.কর কলকাতা মেডিকেল হাসপাতাল থেকে একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে দুটি পদে নিয়োগ করা হচ্ছে। কোন পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। অস্থায়ী এক বছরের চুক্তিতে নিয়োগ করা হচ্ছে কিন্তু এই চুক্তি বাড়ানো হবে বলে জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের প্রার্থীদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ, যেখানে রাজ্যের 23 টি জেলার ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে। নোটিশটির ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হল –
R.G. Kar Hospital Recruitment
প্রতিষ্ঠানের নাম | Ministry of Health and Family Welfare |
পোষ্ট | ২টি |
মোট শূন্যপদ | ২টি |
নোটিশ নম্বর | RKC/3462 |
আবেদন প্রকাশিত হয়েছে | ২৩.০৮.২০২১ |
আবেদন শুরু | ২৩.০৮.২০২১ |
আবেদন শেষ | ২৬.০৮.২০২১ |
ইন্টারভিউয়ের তারিখ | ২৮.০৮.২০২১ |
Post Qualification (পদ ও শিক্ষাগত যোগ্যতা)
(১) ডাটা এন্ট্রি অপারেটর
শিক্ষাগত যোগ্যতা – যেকোনো শাখা থেকে গ্রাজুয়েশন পাশ করলেই আবেদন করা যাবে সঙ্গে ডাটা এন্ট্রি করার জ্ঞান থাকতে হবে। যারা এর আগে স্বাস্থ্য বিভাগে কাজ করেছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন – ২০,০০০ টাকা, শূন্যপদ – ১টি
(২) মাল্টিটাস্কিং স্টাফ
শিক্ষাগত যোগ্যতা – যেকোনো বিভাগ থেকে উচ্চমাধ্যমিক পাশ করলেই আবেদন করা যাবে। যারা এর আগে স্বাস্থ্য বিভাগে কাজ করেছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন – ১৮,০০০ টাকা, শূন্যপদ – ১টি
Age Limit (বয়সসীমা)
দুটি পদের জন্যই ৪৫ বছর বয়স সীমা রাখা হয়েছে। বয়সী মাটি ঠিক করা হবে ১.০৮.২০২১ এর ভিত্তিতে।
How to Apply (আবেদন পদ্ধতি)
সম্পূর্ণ অফলাইনে আবেদন করতে হবে। হাসপাতাল থেকে জানানো হয়েছে যে প্রার্থীদের নিজস্ব একটি বায়ো ডাটা (Bio-Data) বানিয়ে সেটির সঙ্গে জরুরি ডকুমেন্টগুলি(Certificates) সেল্ফ অ্যাটেস্টেড করে R.G.Kar হাসপাতলে জমা দিয়ে আসতে হবে। নিজস্ব ইমেইল আইডি থাকা বাধ্যতামূলক। ঠিকানাটি হলো-
Department of Microbiology
R.g. kar medical College and hospital 1,
Khsudiram Bose Sarani, kolkata- 700004
Application fees (আবেদন মূল্য) – কোন আবেদন মূল্য চাওয়া হয়নি, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করা যাবে।
Selection Process (নিয়োগ পদ্ধতি)
আবেদনকারী প্রার্থীদের যোগ্যতা দেখে শর্ট লিস্ট করা হবে এবং short-listed প্রার্থীদের ২৭ তারিখে ইমেইলের মাধ্যমে জানানো হবে। যাদের ইমেইলের মাধ্যমে শর্ট লিস্ট করা হবে তাদের ২৮ তারিখে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
Hi