রাষ্ট্রীয় মিলিটারি স্কুল থেকে একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে যেখানে আর্মি স্কুলে একাধিক পদে নিয়োগ করা হবে। যেকোনো ভারতীয় নাগরিক আবেদন করতে পারবে। বিস্তারিত জেনে নিন।

প্রতিষ্ঠানের নামরাষ্ট্রীয় মিলিটারি স্কুল
পোষ্ট৬টি
মোট শূন্যপদ১২টি
Rashtriya Military School Ajmer

আবেদন শুরু – ২৩.০৬.২০২১

আবেদন শেষ – ০৯.০৮.২০২১

পদের নাম ও শিক্ষাগত যোগ্যতা

১) টেবিল ওয়েটার

বেতন – Level-1 Pay Matrix

শূন্যপদ – ৩টি (UR-০১,SC-০১,ST-০১)

শিক্ষাগত যোগ্যতা – মাধ্যমিক পাশ করলেই এই পদে আবেদন করা যাবে এর সাথে 1 বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়।

২) মশালচি (Masalchi)

বেতন – Level-1 Pay Matrix

শূন্যপদ – ৩টি (UR-০১,SC-০১,OBC-০১)

শিক্ষাগত যোগ্যতা – মাধ্যমিক পাশ করলেই এই পদে আবেদন করা যাবে।

৩) ওয়াসার ম্যান

বেতন – Level-1 Pay Matrix

শূন্যপদ – ২টি (UR-০১,OBC-০১) 

শিক্ষাগত যোগ্যতা – মাধ্যমিক পাশ করলেই এই পদে আবেদন করা যাবে। এছাড়া ওয়াশিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে।

৪) সাফাইওয়ালা (MTS)

বেতন – Level-1 Pay Matrix

শূন্যপদ – ২টি (UR-০১,OBC-০১) 

শিক্ষাগত যোগ্যতা – মাধ্যমিক পাশ করলেই এই পদে আবেদন করা যাবে এছাড়া এক বছরের অভিজ্ঞতা লাগবে।

৫) মালি (MTS)

বেতন – Level-1 Pay Matrix

শূন্যপদ – ১টি (EWS-০১) 

শিক্ষাগত যোগ্যতা – মাধ্যমিক পাশ করলেই এই পদে আবেদন করা যাবে।

৬) হোস্টেল সুপারেনটেনডেন্ট

বেতন – Level-5 Pay Matrix

শূন্যপদ – ১টি (ESM-০১)  

শিক্ষাগত যোগ্যতা – যেকোন শাখা থেকে গ্রাজুয়েশন পাশ করলেই আবেদন করা যাবে। ইংরেজি এবং হিন্দিতে দক্ষতা থাকতে হবে।

বয়সসীমা

হোটেল সুপারিনটেনডেন্ট পদের বয়সসীমা রাখা হয়েছে 21 থেকে 35 বছরের মধ্যে। বাকি সমস্ত পোদে 18 থেকে 25 বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবে।

আবেদন পদ্ধতি

প্রথমে www.rashtriyamilitaryschoolajmer.in এই ওয়েবসাইটে গিয়ে ফর্ম ডাউনলোড(Download) করতে হবে, এই ফর্মটিকে প্রিন্টআউট(Print-Out) বের করে ফিলাপ করতে হবে, লাভ করার পর জরুরী ডকুমেন্ট যেমন শিক্ষাগত যোগ্যতার প্রমাণ, কাষ্ট সার্টিফিকেট(Cast Certificate), বয়সের প্রমাণ, যোগ্যতার সার্টিফিকেট, ইত্যাদি ফটোকপি(X-Rox) করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। ঠিকানাটি হলো-

To the principal, Rashtriya Military School, Ajmer (Rajasthan), PIN- 305001

আবেদন মূল্য

আবেদন মূল্য রাখা হয়েছে 100 টাকা যেটি ইন্ডিয়ান পোস্টাল অর্ডার এর মাধ্যমে পাঠাতে হবে। SC,ST,PH,ESM প্রার্থীদের কোন আবেদন মূল্যে লাগবে না।

নিয়োগ পদ্ধতি

প্রথমে ১৭.১০.২০২১ তারিখে একটি পরীক্ষা নেওয়া হবে, পরীক্ষাটির প্রশ্নপত্র হবে ইংরেজি এবং হিন্দি ভাষায়, পরীক্ষাটি পাশ করলে স্কিল টেস্ট(Skill Test) নেওয়া হবে।প্রতিটি বিষয়ের প্রশ্নপত্রের হবে মাধ্যমিক লেভেলের। পরীক্ষাটির সিলেবাস হলো –

Screenshot 31

প্রয়োজনীয় লিঙ্ক

অফিসিয়াল নোটিশClick Here
অফিসিয়াল ওয়েবসাইটClick Here
ফর্মClick Here

বিঃদ্রঃ উপরের সমস্ত তথ্যগুলি এর ‘Official Notice’-এর ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে।

Nilanjan Bhadra
City College থেকে B.Com পাশ করেছি। স্কুলের ছাত্র-ছাত্রীদের পড়ানোর অভিজ্ঞতা আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here