ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) রেলের ‘গ্রেড 1 সিগন্যাল’ ও ‘গ্রেড 3’ পদে যোগ্য প্রার্থীদের নিয়োগের জন্য এই RRB Technician (টেকনিশিয়ান) পরীক্ষাটি পরিচালনা করে। প্রায় ৬ বছর পর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) আবার এই পরীক্ষাটির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী পরীক্ষাটি ২০২৪ সালের অক্টোবর এবং নভেম্বর মাসে হবে। RRB Technician পরীক্ষায় প্রার্থীদের নির্বাচন করা হবে ৩টি পর্যায়ের নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে, যেগুলি হল-

Rail RRB Technician Exam Pattern and Syllabus in Bengali 1
  • ১) কম্পিউটার ভিত্তিক পরীক্ষা [Computer Based Test (CBT)]
  • ২) ডকুমেন্ট ভেরিফিকেশন (Document Verification)
  • ৩) মেডিকেল পরীক্ষা (Medical Examination)

‘গ্রেড 1 সিগন্যাল’ ও ‘গ্রেড 3’ পদের জন্য পৃথকভাবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT) নেওয়া হয় এবং এই ২টি পরীক্ষার সিলেবাসও আলাদা হয়। আমরা এখানে এই RRB Technician পরীক্ষার ‘গ্রেড 1 সিগন্যাল’ ও ‘গ্রেড 3’ পদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষার (CBT) Syllabus নিয়ে আলোচনা করবো।

বিষয় তালিকা

RRB Technician ‘গ্রেড 1 সিগন্যাল’ পদের Exam Pattern ও পরীক্ষার কম্পিউটার ভিত্তিক (CBT) Syllabus-

‘গ্রেড 1 সিগন্যাল’ পদের Exam Pattern:

‘গ্রেডর 1 সিগন্যাল’ পদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় (CBT) ৫টি বিষয়ের উপর ভিত্তি করে মোট ১০০ নম্বরের প্রশ্ন। প্রশ্নগুলির উত্তর করার জন্য পরীক্ষার্থীদের ৯০ মিনিট সময় দেওয়া হয় ও প্রতি ভুল উত্তরের জন্য 1/3 নম্বর নেগেটিভ মার্কিং থাকে। যে ৫টি বিষয়ের উপর ভিত্তি করে প্রশ্ন আসে। সেগুলি হল-

বিষয় (Subjects)প্রশ্নের মান (Marks)সময়সীমা (Time Limit)
জেনারেল অ্যাওয়ারনেস (General Awareness)১০৯০ মিনিট
জেনারেল ইন্টেলিজেন্স এন্ড রিসিনিং (General Intelligence & Reasoning)১৫
গণিত (Mathematics)২০
বেসিক অফ কম্পিউটার এন্ড অ্যাপ্লিকেশন (Basic of Computers and Applications)২০
বেসিক সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (Basic Science and Engineering)৩৫
মোট নম্বর১০০

‘গ্রেড 1 সিগন্যাল’ পদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষার (CBT) Syllabus:

১) জেনারেল অ্যাওয়ারনেস (General Awareness):

knowledge of Current affairs (কারেন্ট অ্যাফেয়ার্সের জ্ঞান)Indian Geography (ভারতীয় ভূগোল)
Environmental Issues Concerning India and the World (ভারত এবং বিশ্ব সম্পর্কিত পরিবেশগত সমস্যা)Indian Culture and History (Including Freedom Struggle) [ভারতীয় সংস্কৃতি এবং ইতিহাস (স্বাধীনতা সংগ্রাম সহ)]
Sports (খেলাধুলা)Indian Economy (ভারতীয় অর্থনীতি)
Indian Polity and Constitution (ভারতীয় রাজনীতি এবং সংবিধান)General scientific and technological developments (সাধারণ বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উন্নয়ন)

২) জেনারেল ইন্টেলিজেন্স এন্ড রিসিনিং (General Intelligence & Reasoning):

Analogies (উপমা)Relationships (সম্পর্ক)Venn Diagram (ভেন ডায়াগ্রাম)
Classification (শ্রেণীবিভাগ)Directions (দিকনির্দেশ )Jumbling (জম্বলিং)
Mathematical operations (গাণিতিক অপারেশন)Syllogism (সিলোজিজম)Coding and Decoding (কোডিং এবং ডিকোডিং)
Alphabetical and Number Series (বর্ণানুক্রমিক এবং সংখ্যা সিরিজ)Statement–Arguments and Assumptions (বিবৃতি-যুক্তি এবং অনুমান)Data Interpretation and Sufficiency (ডেটা ব্যাখ্যা এবং পর্যাপ্ততা)
Conclusions and Decision Making (উপসংহার এবং সিদ্ধান্ত গ্রহণ)Analytical reasoning (বিশ্লেষণাত্মক যুক্তি)Similarities and Differences (মিল ও অমিল)

৩) গণিত (Mathematics):

Number system (সংখ্যা সিস্টেম)exhaustive events (সম্পূর্ণ ঘটনা)BODMAS rule (BODMAS নিয়ম)
Quadratic Equations (দ্বিঘাত সমীকরণ)Arithmetic Progression (পাটিগণিতের অগ্রগতি)Similar Triangles (অনুরূপ ত্রিভুজ)
Pythagoras Theorem (পিথাগোরাসের উপপাদ্য)Coordinate Geometry (স্থানাঙ্ক জ্যামিতি)Trigonometric Ratios (ত্রিকোণমিতিক অনুপাত)
Heights and distances (উচ্চতা এবং দূরত্ব)Surface area and Volume (সারফেসএরিয়া এবং ভলিউম)Properties of Complement (পরিপূরক বৈশিষ্ট্য)
probability occurrence of events (ঘটনা ঘটানোর সম্ভাবনা)Rational and irrational numbers (মূলদ এবং অমূলদ সংখ্যা)mutually exclusive events (পারস্পরিক একচেটিয়া ঘটনা)
Statistics: Measures of Dispersion: Range, Mean deviation, variance and standard deviation of ungrouped/grouped data (পরিসংখ্যান: বিচ্ছুরণের পরিমাপ: পরিসর, গড় বিচ্যুতি, ভিন্নতা এবং গোষ্ঠীবিহীন/গোষ্ঠীবদ্ধ ডেটার মানক বিচ্যুতি)
Sets: Sets and their representations, Empty set, Finite and Infinite sets, Equal sets, Subsets, Subsets of a set of real numbers, Universal set, Venn diagrams, Union and Intersection of sets, Difference of sets, Complement of a set (সেট: সেট এবং তাদের উপস্থাপনা, খালি সেট, সসীম এবং অসীম সেট, সমান সেট, উপসেট, বাস্তব সংখ্যার সেটের উপসেট, সর্বজনীন সেট, ভেন ডায়াগ্রাম, সেটের ইউনিয়ন এবং ছেদ, সেটের পার্থক্য, সেটের পরিপূরক)

৪) বেসিক অফ কম্পিউটার এন্ড অ্যাপ্লিকেশন (Basic of Computers and Applications):

Architecture of Computers (কম্পিউটারের আর্কিটেকচার)Input and Output devices (ইনপুট এবং আউটপুট ডিভাইস)Internet and Email (ইন্টারনেট এবং ইমেইল)Various data representation (বিভিন্ন তথ্য উপস্থাপনা)
Websites & Web Browsers (ওয়েবসাইট এবং ওয়েব ব্রাউজার)Storage devices (স্টোরেজ ডিভাইস)Networking (নেটওয়ার্কিং)Computer Virus (কম্পিউটার ভাইরাস)
Operating Systems like Windows, Unix, Linux; MS Office (উইন্ডোজ, ইউনিক্স, লিনাক্সের মত অপারেটিং সিস্টেম; মাইক্রোসফট) 

৫) বেসিক সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (Basic Science and Engineering):

Physics fundamentals (পদার্থবিদ্যার মৌলিক বিষয়গুলি) – Units, Measurements, Mass, Weight,Density, Work, Power, and Energy, Speed and Velocity, Heat and Temperature (একক, পরিমাপ, ভর, ওজন, ঘনত্ব, কাজ, শক্তি, এবং শক্তি, গতি এবং বেগ, তাপ এবং তাপমাত্রা)
Electricity and Magnetism (বিদ্যুৎ এবং চুম্বকত্ব) – Electric Charge, Field, and Intensity, Electric Potential and Potential Difference, Simple Electric Circuits, Conductors, Non-conductors/Insulators, Ohm’s Law and its Limitations, Resistances in Series and Parallel of a Circuit and Specific Resistance, Relation between Electric Potential, Energy and Power (Wattage), Ampere’s Law, Magnetic Force on Moving Charged Particle and Long Straight Conductors, Electromagnetic Induction, Faraday’s Law, and Electromagnetic Flux, Magnetic Field, Magnetic Induction (বৈদ্যুতিক চার্জ, ক্ষেত্র এবং তীব্রতা, বৈদ্যুতিক সম্ভাব্য এবং সম্ভাব্য পার্থক্য, সরল বৈদ্যুতিক সার্কিট, কন্ডাক্টর, অ-কন্ডাক্টর/ইনসুলেটর, ওহমের আইন এবং এর সীমাবদ্ধতা, একটি বর্তনীর সিরিজ এবং সমান্তরালে প্রতিরোধ এবং নির্দিষ্ট প্রতিরোধের মধ্যে সম্পর্ক বৈদ্যুতিক সম্ভাবনা, শক্তি এবং শক্তি (ওয়াটেজ), অ্যাম্পিয়ারের আইন, চৌম্বকীয় বল অন মুভিং চার্জড পার্টিকেল এবং লং স্ট্রেইট কন্ডাক্টর, ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, ফ্যারাডেস ল, এবং ইলেক্ট্রোম্যাগনেটিক ফ্লাক্স, ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ইনডাকশ) ।
Electronics and Measurements (ইলেকট্রনিক্স এবং পরিমাপ) – Basic Electronics, Digital Electronics, Electronic Devices and Circuits, Microcontroller, Microprocessor, Electronic Measurements, Measuring Systems and Principles, Range Extension Methods, Cathode Ray Oscilloscope, LCD, LED Panel, and Transducers (বেসিক ইলেকট্রনিক্স, ডিজিটাল ইলেক্ট্রনিক্স, ইলেকট্রনিক ডিভাইস এবং সার্কিট, মাইক্রোকন্ট্রোলার, মাইক্রোপ্রসেসর, ইলেকট্রনিক মেজারমেন্ট, মেজারিং সিস্টেম এবং নীতি, রেঞ্জ এক্সটেনশন পদ্ধতি, ক্যাথোড রে অসিলোস্কোপ, এলসিডি, এলইডি ট্রান্সডুসার প্যানেল এবং ট্রান্সডুসার)

RRB Technician‘গ্রেড 3’ পদের Exam Pattern ও পরীক্ষার কম্পিউটার ভিত্তিক (CBT) Syllabus-

‘গ্রেড 3’ পদের Exam Pattern:

‘গ্রেডর 3’ পদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় (CBT) ৪টি বিষয়ের উপর ভিত্তি করে মোট ১০০ নম্বরের প্রশ্ন। প্রশ্নগুলির উত্তর করার জন্য পরীক্ষার্থীদের ৯০ মিনিট সময় দেওয়া হয় ও প্রতি ভুল উত্তরের জন্য 1/3 নম্বর নেগেটিভ মার্কিং থাকে। যে ৪টি বিষয়ের উপর ভিত্তি করে প্রশ্ন আসে। সেগুলি হল-

বিষয় (Subjects)প্রশ্নের মান (Marks)সময়সীমা (Time Limit)
গণিত (Mathematics)২৫৯০ মিনিট
জেনারেল ইন্টেলিজেন্স এন্ড রিসিনিং (General Intelligence & Reasoning)২৫
জেনারেল সায়েন্স (General Science)৪০
জেনারেল অ্যাওয়ারনেস (General Awareness)১০
মোট নম্বর১০০

‘গ্রেড 3’ পদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষার (CBT) Syllabus:

১) গণিত (Mathematics):

Number system (সংখ্যা সিস্টেম)Ratio and Proportion (অনুপাত)BODMAS (বোডমাস)
Decimals (দশমিক)Fractions (ভগ্নাংশ)Percentages (শতাংশ)
LCM & HCF (লসাগু ও গসাগু)Mensuration (পরিমিতি)Simple and Compound Interest (সরল এবং যৌগিক সুদ)
Time and Work and Distance (সময় এবং কাজ এবং দূরত্ব)Time and Distance (সময় এবং দূরত্ব)Age (বয়স)
Geometry (জ্যামিতি)Trigonometry (ত্রিকোণমিতি)Elementary Statistics (প্রাথমিক পরিসংখ্যান)
Profit and Loss (লাভ এবং ক্ষতি)Algebra (বীজগণিত)Square Root (বর্গমূল)
Pipes & Cistern (পাইপ এবং সিস্টার্ন)Calculations (হিসাব)Calendar & Clock (ক্যালেন্ডার এবং ঘড়ি)

২) জেনারেল ইন্টেলিজেন্স এন্ড রিসিনিং (General Intelligence & Reasoning):

Analogies (উপমা)Alphabetical and Number Series (বর্ণানুক্রমিক এবং সংখ্যা সিরিজ)Coding and Decoding (কোডিং এবং ডিকোডিং)
Mathematical operations (গাণিতিক অপারেশন)Relationships (সম্পর্ক)Jumbling (জম্বলিং)
Venn Diagram (ভেন ডায়াগ্রাম)Syllogism (সিলোজিজম)Analytical reasoning (বিশ্লেষণাত্মক যুক্তি)
Conclusions and Decision Making (উপসংহার এবং সিদ্ধান্ত গ্রহণ)Statement – Arguments and Assumptions (বিবৃতি – যুক্তি এবং অনুমান)Data Interpretation and Sufficiency (ডেটা ব্যাখ্যা এবং পর্যাপ্ততা)
Classification (শ্রেণীবিভাগ)Directions (দিকনির্দেশ )Similarities and Differences (মিল ও অমিল)

৩) জেনারেল সায়েন্স (General Science):

The syllabus under this shall cover Physics, Chemistry and Life Sciences of 10th standard level. (10 ​​ম শ্রেণীর বা মাধ্যমিক স্তরের পদার্থবিদ্যা, রসায়ন এবং জীবন বিজ্ঞানের পাঠক্রম)।

৪) জেনারেল অ্যাওয়ারনেস (General Awareness):

Science & Technology (বিজ্ঞান প্রযুক্তি)Art & Culture (শিল্প ও সংস্কৃতি)Economics (অর্থনীতি)History (ইতিহাস)
Geography (ভূগোল)Personalities (ব্যক্তিত্ব)Politics (রাজনীতি)Sports (খেলাধুলা)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here