উত্তর দমদম মিউনিসিপ্যালিটির অফিশিয়াল ওয়েবসাইট একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে যেখানে বলা হয়েছে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশে গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগ করা হবে। মোট ৪টি পদে একাধিক শূন্যপদ আছে। West Bengal municipality employees rules-এর নিয়ম মেনে নিয়োগটি করা হয়েছে। এই নোটিশটির ব্যাপারে আজ আলোচনা করবো, ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা নোটিশটির ব্যাপারে বিস্তারিত জেনে নিন –
North Dum Dum Municipality Recruitment 2021
উত্তর দমদম মিউনিসিপ্যালিটি অফিশিয়াল ওয়েবসাইটে গেলেই এই নোটিশটি পাওয়া যাবে।
নোটিশ নম্বর | NDDM/ESTT/4517 |
প্রতিষ্ঠানের নাম | North dumdum municipality |
পোষ্ট | ৪টি |
মোট শূন্যপদ | ৫৬টি |
আবেদন প্রকাশিত হয়েছে | ১৫.০৯.২০২১ |
আবেদন শুরু | ১৬.০৯.২০২১ |
আবেদন শেষ | ৩০.১০.২০২১ |
পরীক্ষার তারিখ | পরে জানানো হবে |
Post Qualification (পদের ও শিক্ষাগত যোগ্যতা)
(১) Mazdoor
শিক্ষাগত যোগ্যতা – সরকারি অনুমোদিত যেকোনো বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পাশ করলেই আবেদন করা যাবে, সাথে প্রার্থীদের বাংলা অথবা নেপালি জানতে হবে। খেলোয়াড়দের অগ্রাধিকার দেওয়া হবে।
- বেতন – ১৭,০০০ টাকা
- শূন্যপদ – ৩৭টি
(২) Peon
শিক্ষাগত যোগ্যতা – সরকারি অনুমোদিত যেকোনো বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পাশ করলেই আবেদন করা যাবে, সাথে প্রার্থীদের বাংলা অথবা নেপালি জানতে হবে। খেলোয়াড়দের অগ্রাধিকার দেওয়া হবে।
- বেতন – ১৭,০০০ টাকা
- শূন্যপদ – ৯টি
(৩) Helper
শিক্ষাগত যোগ্যতা – সরকারি অনুমোদিত যেকোনো বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পাশ করলেই আবেদন করা যাবে, সাথে প্রার্থীদের বাংলা অথবা নেপালি জানতে হবে। খেলোয়াড়দের অগ্রাধিকার দেওয়া হবে।
- বেতন – ১৭,০০০টাকা
- শূন্যপদ – ৯টি
(৪) Ambulance Attendant
শিক্ষাগত যোগ্যতা – সরকারি অনুমোদিত যেকোনো বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পাশ করলেই আবেদন করা যাবে, সাথে প্রার্থীদের বাংলা অথবা নেপালি জানতে হবে। খেলোয়াড়দের অগ্রাধিকার দেওয়া হবে।
- বেতন – ১৭,০০০টাকা
- শূন্যপদ – ১টি
Age Limit (বয়সসীমা)
১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে যাদের বয়স তারা আবেদন করতে পারবে। OBC প্রার্থীরা ৩ বছর এবং SC/ST প্রার্থীরা ৫ বছর বয়সে ছাড় পাবে।
How to Apply (আবেদন পদ্ধতি)
অফলাইনে আবেদন করা যাবে। ইচ্ছুক প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইট দেওয়া ফর্মটি ফিলাপ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। একটি মুখবন্ধ খামে ফর্মটির সাথে নিম্নলিখিত ডকুমেন্টগুলি সেল্ফ অ্যাটেস্টেড করে পাঠাতে হবে।
- প্রার্থীর একটি রঙিন পাসপোর্ট ছবি
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
- বয়সের প্রমাণপত্র
- কাস্ট সার্টিফিকেট
- আবেদন মূল্য দেওয়ার প্রমাণপত্র, ইত্যাদি
যে ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে সেটি হল- THE CHAIRPERSON,BOARD OF ADMINISTRATOR, NORTH DUM DUM MUNICIPALITY,163, M.B.ROAD, BIRATl, KOLKATA-700
Application fees (আবেদন মূল্য) – জেনারেল/OBC প্রার্থীদের জন্য ২৫০টাকা আবেদন মূল্য রাখা হয়েছে। SC/STপ্রার্থীদের জন্য ১০০ টাকা আবেদন মূল্য আছে। আবেদন মূল্যটি Bank Demand Draft মাধ্যমে দেওয়া যাবে।
Selection Process (নিয়োগ পদ্ধতি)
প্রথমে একটি লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। পরীক্ষা এবং ইন্টারভিউয়ের তারিখ এখনো বলা হয়নি। বিস্তারিত জানতে নর্থ দমদম মিউনিসিপ্যালিটি অফিশিয়াল ওয়েবসাইট খোঁজ রাখার কথা বলা হয়েছে।
Important Links (প্রয়োজনীয় লিঙ্ক)
বিঃদ্রঃ উপরের সমস্ত তথ্যগুলি ‘Official Notice’-এর ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে।
Amar kajta khub dorkar sir.kaj ta jodi den tahole khub valo hoy sir.amar barir obostha khub kharap sir akta kaj khub e dorkar. Please please please jodi aktu doya koren tahole khub valo hoto.please sir aktu dekben.