University of North Bengal থেকে অধ্যাপক নিয়োগের জন্য একটি নোটিশ বার করা হয়েছে। মোট তিনটি পদে একাধিক বিষয়ের অধ্যাপক নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের 23 টি জেলার ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে। ইচ্ছুক প্রার্থীরা নোটিশটির ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হল –

North Bengal University Recruitment 2021

North Bengal University Recruitment 2021

নোটিশ নম্বর34 / R- 2021
প্রতিষ্ঠানের নামUniversity of North Bengal
পোষ্ট৩টি
মোট শূন্যপদ৫৪টি
আবেদন প্রকাশিত হয়েছে০৭.০৯.২০২১
আবেদন শুরু০৮.০৮.২০২১
আবেদন শেষ৩০.০৯.২০২১

Post Qualification (পদের ও শিক্ষাগত যোগ্যতা)

(১) Professor

শিক্ষাগত যোগ্যতা – ১২০ Research Score নিয়ে Ph.D ডিগ্রী থাকা প্রার্থীরা আবেদন করতে পারবে। এর সাথে ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতার দরকার।

যে যে বিষয়ে নিয়োগ করা হচ্ছে – chemistry, geography, mathematics, Bengali, economics, political science, computer application, Hindi, zoology, botany, history, sociology, centre for Himalayan studies

বেতন – ১,৪৪,২০০টাকা, শূন্যপদ – ১৯টি

(২) Associate Professor

শিক্ষাগত যোগ্যতা – নির্দিষ্ট বিষয় Ph.D ডিগ্রী থাকতে হবে, সাথে ন্যূনতম ৫৫% নম্বরের সাথে মাস্টার ডিগ্রী পাস করতে হবে। এছাড়া ন্যূনতম ৮ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা দরকার।

যে যে বিষয়ে নিয়োগ করা হচ্ছে – mathematics, philosophy, commerce, political science, computer application, physics, management, microbiology, economics, Sanskrit, education, geology, mass communication, chemistry, food technology, centre for Himalayan studies

বেতন – ১,৩১,১০০টাকা, শূন্যপদ – ২৫টি

(৩) Assistant Professor

শিক্ষাগত যোগ্যতা – নির্দিষ্ট বিষয়ে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বরের সাথে মাস্টার ডিগ্রী পাস করতে হবে। এছাড়া অন্যান্য অধ্যাপক নিয়োগের মত NET/SET/SLET পরীক্ষা পাশ করতে হবে।

যে যে বিষয়ে নিয়োগ করা হচ্ছে – law, physics, zoology, history, sociology.

বেতন – ৫৬,১০০টাকা, শূন্যপদ – ১৯টি

10th Pass Jobs12th Pass Jobs
Graduation Pass JobsArmy Recruitment

Age Limit (বয়সসীমা)

তিনটি পদের জন্যেই বয়সসীমা রাখা হয়েছে ৩৭ বছর পর্যন্ত। এই বয়স নির্ধারণ করা হবে ১.০১.২০২১ তারিখ অনুযায়ী। SC/ST প্রার্থীরা ৫ বছর এবং OBC প্রার্থীরা ৩ বছরের বয়সের ছাড় পাবে।

How to Apply (আবেদন পদ্ধতি)

সম্পূর্ণ অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করার জন্য অফিশিয়াল নোটিশ এর মধ্যে “Click Here to Apply Online” অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর “Apply Now” অপশনে ক্লিক করে আবেদন করা যাবে। 

Application fees (আবেদন মূল্য)

  1. Assistant professor – ৬০০ টাকা (SC/ST/OBC- ৩০০টাকা) 
  2. Associate professor – ১,৫০০ টাকা (SC/ST/OBC- ৭৫০ টাকা)
  3. Professor – ২,০০০ টাকা (SC/ST/OBC- ১০০০ টাকা)

Selection Process (নিয়োগ পদ্ধতি)

প্রার্থীর যোগ্যতা দেখে শুধুমাত্র ইন্টারভিউ-এর মাধ্যমে নিয়োগ করা হবে।

Official Notification
Official Website
Apply Here

বিঃদ্রঃ উপরের সমস্ত তথ্যগুলি ‘Official Notice’-এর ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে।

Nilanjan Bhadra
City College থেকে B.Com পাশ করেছি। স্কুলের ছাত্র-ছাত্রীদের পড়ানোর অভিজ্ঞতা আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here