মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে কিছু কর্মী নিয়োগ করার জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গ হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের (WEST BENGAL HEALTH RECRUITMENT BOARD) অফিশিয়াল ওয়েবসাইট প্রকাশিত হওয়া এই নোটিশে বলা হয়েছে অস্থায়ী চুক্তিতে কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার ছাত্রছাত্রীরা। ইচ্ছুক প্রার্থীরা নোটিশটি সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

Malda Medical College Recruitment 2021

Malda medical College & hospital Recruitment 2021

নোটিশ নম্বরP/MLD-MC/3655
প্রতিষ্ঠানের নামMALDA MEDICAL COLLEGE AND HOSPITAL
পোষ্ট২টি
মোট শূন্যপদ২টি

Post Details (পদের ও শিক্ষাগত যোগ্যতা)

(১) ডাটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator)

শিক্ষাগত যোগ্যতা – প্রথমত, যেকোন শাখা থেকে গ্রাজুয়েশন পাশ করতে হবে। দ্বিতীয়ত, সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে এক বছরের ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে। MS-OFFICE- এ পারদর্শী হতে হবে। এর সাথে কোনো সরকারি প্রতিষ্ঠান ন্যূনতম ৩ বছরের অথবা বেসরকারি সংস্থায় নূন্যতম ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

  • বেতন (Salary) –  ১৩,৫৬০ টাকা,
  • শূন্যপদ (Vacancy) – ১টি

(২) কো-অর্ডিনেটর (Co-Ordinator)

শিক্ষাগত যোগ্যতা – প্রথমত, Post Graduate Diploma/ Degree in Healthcare Management অথবা Hospital Administration বিষয় নিয়ে পড়াশোনা করলে আবেদন করা যাবে। MS-Office এ পারদর্শী হতে হবে। এর সাথে যে কোন সংস্থায় ন্যূনতম ২ বছরের কাজের অভিজ্ঞতা চাই।

  • বেতন (Salary) –  ৪৫,০০০ টাকা,
  • শূন্যপদ (Vacancy) – ১টি

Age Limit (বয়সসীমা)

দুটি পদের জন্যই বয়সসীমা রাখা হয়েছে ২১ থেকে ৪০ বছর পর্যন্ত। কোনোরকম বয়সের ছাড়ের কথা উল্লেখ নেই।

How to Apply (আবেদন পদ্ধতি)

আগে থেকে আবেদন করার দরকার নেই। কো-অর্ডিনেটর পদের জন্য ইন্টারভিউ-এর তারিখ রাখা হয়েছে ১৪ই ডিসেম্বর২০২১ এবং ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য ইন্টারভিউ রাখা হয়েছে ১৫ই ডিসেম্বর ২০২১ তারিখে। ইন্টারভিউয়ের দিন প্রার্থীকে কিছু ডকুমেন্ট নিয়ে যাওয়ার কথা বলা আছে, সেগুলি হল- 

  • ফিলাপ করা আবেদন ফর্ম
  • বয়সের প্রমাণপত্র
  • শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র
  • ঠিকানার প্রমাণপত্র
  • কম্পিউটার সার্টিফিকেট
  • প্রার্থীর পাসপোর্ট সাইজ ফটো

Application fees (আবেদন মূল্য) – কোনরকম আবেদন মূল্য রাখা হয়নি সম্পূর্ণ বিনামূল্যে আবেদনটি করা যাবে। 

Selection Process (নিয়োগ পদ্ধতি)

কো-অর্ডিনেটর পদের জন্য ২০২১ সালের ডিসেম্বর মাসের ১৪ তারিখ এবং ডাটা এন্ট্রি অপারেটরের জন্য ১৫ তারিখ ইন্টারভিউ রাখা হয়েছে। ইন্টারভিউয়ের দিন শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট দেখে ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউয়ে পাশ করা প্রার্থীদের মধ্যে যার নম্বর সবথেকে বেশি হবে তাকে বেছে নেওয়া হবে।ইন্টারভিউয়ের ঠিকানাটি হলো- Principal Office, First Floor, Academic Building, Malda Medical College, Malda

Important Dates (গুরুত্বপূর্ণ তারিখ)

আবেদন প্রকাশিত হয়েছে২৬.১১.২০২১
আবেদন শুরু
আবেদন শেষ
ইন্টারভিউয়ের দিন১৪-১৫.১২.২০২১
Official Notice
Official Website

বিঃদ্রঃ উপরের সমস্ত তথ্যগুলি ‘Official Notice’-এর ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে।

Nilanjan Bhadra
City College থেকে B.Com পাশ করেছি। স্কুলের ছাত্র-ছাত্রীদের পড়ানোর অভিজ্ঞতা আছে।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here