কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদে যোগ্য প্রার্থীদের নিয়োগের জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (WBPRB) এর পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২০২৪ সালে পুরুষ কনস্টেবলদের জন্য ৩৪৬৪ টি ও লেডি কনস্টেবলদের জন্য ২৭০ টি, অর্থাৎ মোট ৩৪৩৭ টি শূন্যপদে পরীক্ষা হবে। কলকাতা পুলিশের কনস্টেবল ও লেডি (মহিলা) কনস্টেবল প্রার্থীদের নির্বাচন করা হবে ৫টি পর্যায়ের নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে, যেগুলি হল-

  • ১) প্রথম পর্যায়ের লিখিত পরীক্ষা (Preliminary exam)
  • ২) Physical Measurement Test (PMT)
  • ৩) Physical Efficiency Test (PET)
  • ৪)  চূড়ান্ত পর্যায়ের লিখিত পরীক্ষা (Final Written Exam)
  • ৫) Interview

চূড়ান্ত লিখিত পরীক্ষা এবং সাক্ষাৎকারে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকা প্রকাশ করা হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (WBPRB) এর পক্ষ থেকে। প্রথম পর্যায়ের লিখিত পরীক্ষা (Preliminary exam) ও চূড়ান্ত পর্যায়ের লিখিত পরীক্ষা (Final Written Exam) তে প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর বাদ দেওয়া হবে। আমরা এখানে এই কলকাতা পুলিশের কনস্টেবল পরীক্ষার ৫টি নিয়োগ পর্যায়ের Syllabus নিয়ে আলোচনা করবো।

Kolkata Police Constable Exam Syllabus 2024

কলকাতা পুলিশ কনস্টেবল (Constable) Exam Syllabus 2024

প্রথম পর্যায়ের লিখিত পরীক্ষা (Preliminary exam) ও  চূড়ান্ত পর্যায়ের লিখিত পরীক্ষা (Final Written Exam)-র প্রশ্নের মান (marks) আলাদা হলেও প্রশ্নপত্র একই বিষয়ের উপর ভিত্তি করা হয়, বিষয়গুলি হল-

  • I) জেনারেল অ্যাওয়ারনেস ও জেনারেল নলেজ (General Awareness and General Knowledge)
  • II) প্রাথমিক গণিত (মাধ্যমিক স্তরের) [Elementary Mathematics (Madhyamik standard)]
  • III) Reasoning
  • IV) ইংরাজি (English)

১) Preliminary exam ও Final Written Exam- এর সিলেবাস-

I) জেনারেল অ্যাওয়ারনেস ও জেনারেল নলেজ (General Awareness and General Knowledge)

Politics (রাজনীতি)Science (বিজ্ঞান)
Economics (অর্থনীতি)Current Events (বর্তমান ঘটনা)
Important Days and Dates (গুরুত্বপূর্ণ দিন এবং তারিখ)Inventions and Discoveries (উদ্ভাবন এবং আবিষ্কার)
History (ইতিহাস)Geography (ভূগোল)
Countries & Capitals (দেশ ও তাদের রাজধানী)Culture and Art (সংস্কৃতি এবং শিল্প)

II) প্রাথমিক গণিত (মাধ্যমিক স্তরের) [Elementary Mathematics (Madhyamik standard)]:

Number Systems (নম্বর সিস্টেম)Interest (সুদ)
Discount (ছাড়)Averages (গড়)
Ratio and Proportion (অনুপাত)Percentages (শতাংশ)
Ratio and Time (অনুপাত এবং সময়)Profit and Loss (লাভ এবং ক্ষতি)
Mensuration (পরিমাপ)Decimals and Fractions (দশমিক এবং ভগ্নাংশ)
Time and Work (সময় এবং কাজ)Time and Distance (সময় এবং দূরত্ব)
relationship between Numbers (সংখ্যার মধ্যে সম্পর্ক)Fundamental arithmetical operations (মৌলিক গাণিতিক ক্রিয়াকলাপ)
Use of Tables and Graphics (টেবিল এবং গ্রাফিক্স ব্যবহার )Computation of Whole Numbers (সম্পূর্ণ সংখ্যার গণনা)

III) Reasoning:

Statement & Condition (বিবৃতি ও শর্ত)Routes & Networks (রুট এবং নেটওয়ার্ক)
Calendars (ক্যালেন্ডার)Directions (দিকনির্দেশ)
Quant-Based Reasoning (কোয়ান্ট-ভিত্তিক যুক্তি)Statements & Conclusions (বিবৃতি এবং উপসংহার)
Linear Sequencing (লিনিয়ার সিকোয়েন্সিং)Ordering & Sequencing (অর্ডার ও সিকোয়েন্সিং)
Selections (নির্বাচন)Analogies (উপমা)
Blood Relations (রক্তের সম্পর্ক)Binary Logic (বাইনারি লজিক)
Seating Arrangement (আসন ব্যবস্থা)Cubes (কিউবস)

IV) ইংরাজি (English):

ArticlesVerb
AdverbTenses
ComprehensionAntonyms/ Synonyms
VocabularyUnseen Passages
Error CorrectionSentence Rearrangement
Idioms & PhrasesSentence Rearrangement

২) Physical Measurement Test (PMT)

Posts (পদ)Category (শ্রেণী)Height (উচ্চতা) Weight (ওজন)  Chest (ছাতি)
কনস্টেবল (পুরুষ)সমস্ত বিভাগের পরীক্ষার্থী (গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী এবং তফসিলি উপজাতি ছাড়া)১৬৭ সেমি (প্রায় ৫’৬”)৫৬ কেজি৭৮ সেমি (প্রসারণ ছাড়া) ও ৮৩ সেমি (প্রসারণ সহ )
গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী এবং তফসিলি উপজাতি১৬০ সেমি (প্রায় ৫’২”)৫৩ কেজি৭৬ সেমি (প্রসারণ ছাড়া) ও ৮১ সেমি (প্রসারণ সহ )
কনস্টেবল (মহিলা)সমস্ত বিভাগের পরীক্ষার্থী (গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী এবং তফসিলি উপজাতি ছাড়া)১৬০ সেমি (প্রায় ৫’২”)৪৯ কেজিমহিলা কনস্টেবলদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী এবং তফসিলি উপজাতি ১৫২ সেমি (প্রায় ৫’)৪৫ কেজি

৩) Physical Efficiency Test (PET)

  1.  পুরুষ কনস্টেবল : ৬ মিনিট ৩০ সেকেন্ডের (৩৯০ সেকেন্ডে) মধ্যে ১৬০০ মিটার (১.৬ কিলোমিটার) দূরত্ব অতিক্রম করতে হবে দৌড়ে।
  2. মহিলা কনস্টেবল : ৪ মিনিট ৩০ সেকেন্ডের (২৭০ সেকেন্ডে) মধ্যে ৮০০ মিটার (০.৮ কিলোমিটার) দূরত্ব অতিক্রম করতে হবে দৌড়ে।

৪) Interview (সাক্ষাৎকার)

যে সমস্ত পরীক্ষার্থী প্রথম পর্যায়ের লিখিত পরীক্ষা (Preliminary exam), Physical Measurement Test (PMT), Physical Efficiency Test (PET) ও চূড়ান্ত পর্যায়ের লিখিত পরীক্ষায় (Final Written Exam) উত্তীর্ণ হবে তাদেরকে সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। সাক্ষাৎকারে প্রার্থীদের বাংলায় কথা বলার ক্ষমতা, জনসেবার জন্য প্রার্থী কতটা উপযুক্ত ও তার সাধারণ সচেতনতা বিষয়ে জ্ঞানের পরীক্ষা করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here