ইতিমধ্যে “কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন”-এর পক্ষ থেকে বেরিয়ে গেছে একটি চাকরির বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এক বছরের অস্থায়ী চুক্তিতে National livelihoods mission (DAY-NULM) প্রজেক্টে নিয়োগ করা হবে। প্রজেক্টটি কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন-এর দ্বারা পরিচালনা করা হবে তাই চাকরিটি কলকাতা মিউনিসিপ্যালিটির অধীনে হবে। পশ্চিমবঙ্গের চাকরির প্রার্থীদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ, যেখানে রাজ্যের যেকোনো জেলা থেকে আবেদন করা যাবে। নোটিশটির ব্যাপারে বিস্তারিত জেনে নিন –
প্রতিষ্ঠানের নাম | Kolkata Municipal Corporation |
পোষ্ট | ১টি |
মোট শূন্যপদ | ৩২টি |
নোটিশ নম্বর | KMC/NULM/01/2021-2022 |
আবেদন প্রকাশিত হয়েছে | ০২.০৮.২০২১ |
আবেদন শুরু | ০২.০৮.২০২১ |
আবেদন শেষ | ১৭.০৮.২০২১ |
পদের নাম ও শিক্ষাগত যোগ্যতা
(১) কমিউনিটি অর্গানাইজার
শিক্ষাগত যোগ্যতা – শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে যেকোন শাখা থেকে উচ্চমাধ্যমিক পাশ। শিক্ষাগত যোগ্যতার সাথে Social Development-এ ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে এবং কম্পিউটার knowledge হিসাবে Microsoft office (Word, Excel, PowerPoint) জানা বাধ্যতামূলক করা হয়েছে।
বেতন – ১০,০০০ টাকা
শূন্যপদ – ৩২টি [ UR- ৭, UR (ex-servicemen)- ৫, UR(PWD)- ৩, SC- ৫, SC(EC)- ০২, SC (ex-servicemen)- ১, ST- ২, OBC(A)- ৩, OBC(B)- ৩ ]
বয়সসীমা
পদটির জন্য ১৮ থেকে ৪০ বছর পর্যন্ত বয়সসীমা রাখা হয়েছে। প্রার্থীর বয়স নির্ধারণ করা হবে ১.০৪.২০২১ তারিখ অনুযায়ী। এছাড়া বাকি সরকারি পরীক্ষার মতো SC/ST প্রার্থীরা ৫ বছর এবং OBC প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পাবে।
আবেদন পদ্ধতি
অফলাইন ফর্ম ফিলাপ করে আবেদন করতে হবে। আবেদন ফর্ম ডাউনলোড করা যাবে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অফিশিয়াল ওয়েবসাইট থেকে। প্রার্থীদের সুবিধার্থে নিচে ফর্মটি দেওয়া আছে। ফর্মটি ফিলাপ করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানার Drop-box-এ জমা দিতে হবে, “ইন্ডিয়ান পোস্ট”-এর মাধ্যমে আবেদনটি পাঠানো যাবেনা। যে ঠিকানায় আবেদনটি জমা দিতে হবে সেটি হল-
Department of social welfare and urban poverty alleviation,1, Hogg Street, Top Floor, Kolkata- 700087
নিয়োগ পদ্ধতি
প্রার্থীদের আবেদন পত্র দেখে শর্ট লিস্ট করা হবে। শর্ট লিস্ট করা প্রার্থীদের ইন্টারভিউ-এর জন্য ডাকা হবে। ইন্টারভিউ যাওয়ার সময় নিম্নলিখিত ডকুমেন্ট গুলির অরিজিনাল কপি এবং দুটি জেরক্স কপি নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
(১) মাধ্যমিকের Admit Card
(২) মাধ্যমিকের MarkSheet
(৩) মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের Certificate
(৪) গ্রাজুয়েশনের MarkSheet ও Certificate
(৫) অভিজ্ঞতার প্রমাণপত্র
(৬) Interview Call Letter
(৭) আবেদনপত্রের প্রিন্ট কপি
(৮) আধার কার্ড/ভোটার কার্ড/ PAN কার্ড-এর জেরক্স
(৯) দুটি পাসপোর্ট সাইজ রঙিন ফটো
প্রয়োজনীয় লিঙ্ক
অফিসিয়াল নোটিশ | ক্লিক করুন |
অফিসিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
আবেদন ফর্ম | ক্লিক করুন |
বিঃদ্রঃ উপরের সমস্ত তথ্যগুলি ‘Official Notice’-এর ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে।