কলকাতা পৌরসভার অফিশিয়াল ওয়েবসাইটে একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে যেখানে বলা হয়েছে জেলা সমন্বয়কারী পদে কর্মী নিয়োগ করা হবে। স্বাস্থ্য সাথী প্রকল্পের অধীনে সম্পূর্ণ অস্থায়ী চুক্তিতে নিয়োগ করা হচ্ছে। আবেদনটিতে ভারতীয় নাগরিকরা আবেদন করতে পারবে, অর্থাৎ পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার ছাত্রছাত্রীরা এই পদে আবেদন করতে পারে। ইচ্ছুক প্রার্থীরা নোটিশটির ব্যাপারে বিস্তারিত জেনে নিন –

Kolkata Municipal Corporation District Coordinator recruitment 2021

Kolkata Municipal Corporation District Coordinator Recruitment 2021

নোটিশ নম্বর  01/swasthyaSathi/2021-22
প্রতিষ্ঠানের নামKolkata municipal corporation
পোষ্ট২টি
মোট শূন্যপদ২টি

Important Dates

আবেদন প্রকাশিত হয়েছে৮.১১.২০২১
আবেদন শুরু৮.১১.২০২১
আবেদন শেষ২৩.১১.২০২১
ইন্টারভিউয়ের দিনউল্লেখ নেই

Post Details (পদের ও শিক্ষাগত যোগ্যতা)

(১) District Coordinator (hospital)

শিক্ষাগত যোগ্যতা – গ্রাজুয়েশনের পরে Hospital Management অথবা PGDHM বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

  • বেতন –  ২৮,৬৬২ টাকা,
  • শূন্যপদ – ১টি

(২) District Coordinator (IT)

শিক্ষাগত যোগ্যতা – গ্রাজুয়েশনের পরে knowledge অথবা PGDHM বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। সাথে Business Management or Administration নিয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

  • বেতন –  ২৮,৬৬২ টাকা,
  • শূন্যপদ – ১টি

Age Limit (বয়সসীমা)

দুটি পদের জন্যই বয়সসীমা রাখা হয়েছে ১৮ বছর থেকে ৪০ বছর পর্যন্ত। বয়সটি নির্ধারণ করা হবে ০১.০৪.২০২১-এর ভিত্তিতে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাওয়া যাবে অর্থাৎ SC/ST প্রার্থীদের ৫ বছরের এবং OBC প্রার্থীদের ৩ বছরের বয়সের ছাড় আছে।

How to Apply (আবেদন পদ্ধতি)

সম্পূর্ণ অফলাইনে আবেদন করা যাবে। কলকাতা পৌরসভার অফিসিয়াল ওয়েবসাইট থেকে অফলাইন ফর্ম পাওয়া যাবে। ফর্ম ফিলাপ করে আবেদন প্রকাশের ১৫ দিনের মধ্যে অর্থাৎ ২৩শে নভেম্বরের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় জমা দিয়ে আসতে হবে। ঠিকানাটি হল – department of social welfare and urban poverty alleviation,1, hogg Street, top floor, kolkata- 700087

আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর কিছু ডকুমেন্ট পাঠাতে হবে। ডকুমেন্টগুলি পাঠাতে হবে সেগুলি হল-

  • মাধ্যমিকের এডমিট কার্ড
  • মাধ্যমিকের রেজাল্ট
  • উচ্চ মাধ্যমিকের রেজাল্ট
  • গ্রাজুয়েশনের রেজাল্ট
  • ডিপ্লমা ডিগ্রী
  • আধার কার্ড
  • প্রার্থীর পাসপোর্ট ফটো

Application fees (আবেদন মূল্য) – কোনরকম আবেদন মূল্য চাওয়া হয়নি সম্পূর্ণ বিনামূল্যে আবেদনটি করা যাবে।

Selection Process (নিয়োগ পদ্ধতি)

আবেদনপত্র দেখে প্রার্থী বাছাই করা হবে। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউ নিয়ে চাকরিটি দেওয়া হবে। ইন্টারভিউয়ের দিন উপরিউক্ত ডকুমেন্টগুলির অরিজিনাল কপি নিয়ে যেতে হবে।

যে ঠিকানায় ইন্টারভিউটি নেওয়া হবে সেটি হল- department of social welfare and urban poverty alleviation,1, hogg Street, top floor, kolkata- 700087

Official Notice
Official Website
Apply Here

বিঃদ্রঃ উপরের সমস্ত তথ্যগুলি ‘Official Notice’-এর ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে।

Nilanjan Bhadra
City College থেকে B.Com পাশ করেছি। স্কুলের ছাত্র-ছাত্রীদের পড়ানোর অভিজ্ঞতা আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here