এই বছরের তৃতীয় চাকরির নোটিশ বের করল IBPS অর্থাৎ Indian Banking Personnel Selection। মোট ৬টি ভিন্ন পদে সম্পূর্ণ স্থায়ী পদে নিয়োগ করার কথা বলা হয়েছে। দেশ জুড়ে মোট ১১টি সরকারি ব্যাংকে নিয়োগ করা হবে। প্রতিটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে। ইচ্ছুক প্রার্থীরা নোটিশটির ব্যাপারে বিস্তারিত জেনে নিন –
IBPS SO Recruitment 2021
নোটিশ নম্বর | CRP SPL-XI |
প্রতিষ্ঠানের নাম | Indian Banking Personnel Selection |
পোষ্ট | ৬টি |
মোট শূন্যপদ | ১৮২৮টি |
IBPS SO Important Dates
আবেদন প্রকাশিত হয়েছে | ৩.১১.২০২১ |
আবেদন শুরু | ৩.১১.২০২১ |
আবেদন শেষ | ২৩.১১.২০২১ |
পরীক্ষার তারিখ | ২৬.১২.২০২১ |
IBPS SO Post Details (পদের ও শিক্ষাগত যোগ্যতা)
(১) I.T. Officer
শিক্ষাগত যোগ্যতা – কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, বিষয়ে ৪ বছরের ইঞ্জিনিয়ারিং পাশ করলে অথবা ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে মাস্টার্স পাশ করলে আবেদন করা যাবে। এছাড়া, শুধুমাত্র গ্রাজুয়েশনের সাথে DOEACC ‘B’ level পাশ করলেও আবেদন করা যাবে।
- বেতন – ৩৬,৪০০ টাকা,
- শূন্যপদ – ২২০টি
(২) Agricultural Field Officer
শিক্ষাগত যোগ্যতা – কৃষিবিজ্ঞান, হর্টিকালচার, ভেটেনারি সাইন্স, ডেয়ারি সাইন্স, অথবা ফিশেরি সাইন্স নিয়ে ৪ বছরের গ্রাজুয়েশন পাশ করলে আবেদন করা যাবে।
- বেতন – ৩৬,৪০০ টাকা,
- শূন্যপদ – ৮৮৪টি
(৩) Rajbhasha Adhikari
শিক্ষাগত যোগ্যতা – হিন্দি ভাষায় মাস্টার্স পাশ করলে এই পদে আবেদন করা যাবে। সঙ্গে ইংলিশ বিষয়টি থাকতে হবে।
- বেতন – ৩৬,৪০০ টাকা,
- শূন্যপদ – ৮৪টি
(৪) Law Officer
শিক্ষাগত যোগ্যতা – আইন বিভাগ (LLB) থেকে গ্রাজুয়েশন পাশ করলে এই পদে আবেদন করা যাবে।
- বেতন – ৩৬,৪০০ টাকা,
- শূন্যপদ – ৪৪টি
(৫) HR/Personnel Officer
শিক্ষাগত যোগ্যতা – গ্রাজুয়েশনের সঙ্গে Personnel Management, Industrial Relations, Social Work, Labour Law বিষয় দু’বছরের ডিপ্লোমা ডিগ্রি থাকলে আবেদন করা যাবে।
- বেতন – ৩৬,৪০০ টাকা,
- শূন্যপদ – ৬১টি
(৬) Marketing Officer
শিক্ষাগত যোগ্যতা – গ্রাজুয়েশনের সঙ্গে মার্কেটিং নিয়ে MBA ডিগ্রী থাকলে আবেদন করা যাবে।
- বেতন – ৩৬,৪০০ টাকা,
- শূন্যপদ – ৫৩৫টি
IBPS SO Age Limit (বয়সসীমা)
২০ থেকে ৩০ বছরের মধ্যে যাদের বয়স তারা এই পদে আবেদন করতে পারবে। SC/ST/PWD প্রার্থীদের ক্ষেত্রে ৫ বছর এবং OBC প্রার্থীদের জন্য ৩ বছরের বয়সের ছাড় আছে।
How to Apply For IBPS SO (আবেদন পদ্ধতি)
IBPS-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করার জন্য প্রথমে প্রার্থীদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর দিয়ে নভেম্বর মাসের ১০ তারিখের মধ্যে আবেদন করা যাবে। প্রার্থীদের সুবিধার্তে নিচে অফিশিয়াল ওয়েবসাইট-এর লিঙ্ক দেওয়া রইল।
Application fees (আবেদন মূল্য) – আবেদন করার জন্য আবেদন মূল্য রাখা হয়েছে ৮৫০ টাকা, এবং SC/ST/PWD প্রার্থীদের জন্য আবেদন মূল্য রাখা হয়েছে ১৭৫ টাকা। যে আবেদন মূল্যটি দেওয়া যাবে internet banking অথবা debit card/credit card-এর মাধ্যমে।
Selection Process of IBPS SO (নিয়োগ পদ্ধতি)
Law officer এবং Rajbhasha Adhikari জন্য 125 নম্বরের একটি প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে যার সময়সীমা থাকবে ১২০ মিনিট। যে বিষয় থেকে প্রশ্ন আসবে সেগুলি হল-
বাকি পথ গুলির জন্যও 125 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে, যার সময়সীমা থাকবে ১২০ মিনিট।
প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করলে প্রার্থী মেইন পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। এই মেইন পরীক্ষাটির বিষয় নিচে বিস্তারিত আলোচনা করা হল-
IBPS SO Important Links (প্রয়োজনীয় লিঙ্ক)
বিঃদ্রঃ উপরের সমস্ত তথ্যগুলি ‘Official Notice’-এর ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে।