‘Ministry of Consumer Affairs’-এর অধীনে ‘কেন্দ্রীয় ফুড কর্পোরেশন’-এর অফিশিয়াল ওয়েবসাইট একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে ৮৬০টি শূন্যপদ ভর্তি জন্য কর্মী নিয়োগ করা হচ্ছে বলে জানানো হয়েছে। যে পদগুলিতে গোটা দেশের প্রার্থী সহ পশ্চিমবঙ্গের ২৩টি জেলার ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে। ন্যূনতম গ্রাজুয়েশন পাশে কয়েকটি পদে আবেদন করা যাবে। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা নোটিশটির ব্যাপারে বিস্তারিত জেনে নিন –

Food Corporation of India Recruitment 2021

Food Corporation of India Recruitment 2021

নোটিশ নম্বর1/2021/PUNJAB
প্রতিষ্ঠানের নামFood Corporation of India
পোষ্ট১টি
মোট শূন্যপদ৮৬০টি
আবেদন প্রকাশিত হয়েছে০৭.১০.২০২১
আবেদন শুরু০৭.১০.২০২১
আবেদন শেষ১০.১১.২০২১
পরীক্ষার তারিখপরে জানানো হবে

Post Qualification (পদের ও শিক্ষাগত যোগ্যতা)

(১) Watchman (ওয়াচম্যান)

শিক্ষাগত যোগ্যতা – যেকোনো বোর্ড থেকে শুধু মাত্র অষ্টম শ্রেণী পাশ করলেই আবেদন করা যাবে। প্রাক্তন চুক্তিবদ্ধ সিকিউরিটি গার্ডদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা লাগবে শুধুমাত্র পঞ্চম শ্রেণী পাশে।

  • বেতন –  ২৩,৩০০-৬৪,০০০ টাকা, 
  • শূন্যপদ – ৮৬০টি (UR- ৩৪৫টি,SC- ২৪৯টি, OBC- ১৮০টি, EWS- ৮৬টি)

Age Limit (বয়সসীমা)

১৮ থেকে ২৫ বছরের মধ্যে যাদের বয়স তারা এই পদের জন্য আবেদন করতে পারবে। SC/ST প্রার্থীদের ক্ষেত্রে ৫ বছর এবং OBC প্রার্থীদের জন্য ৩ বছরের বয়সের ছাড় আছে। 

How to Apply (আবেদন পদ্ধতি)

 সরাসরি অনলাইনে আবেদন করা যাবে। অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করার পর রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ডের মাধ্যমে Log-In করে আবেদন করা যাবে। প্রার্থীদের সুবিধার্থে নিচে অফিসিয়াল ওয়েবসাইটটি দেওয়া রইল।

Application fees (আবেদন মূল্য) – আবেদন করার জন্য আবেদন মূল্য রাখা হয়েছে মাত্র ২৫০ টাকা। যে আবেদন মূল্যটি দেওয়া যাবে SBI internet banking অথবা debit card/credit card-এর মাধ্যমে। অফলাইনে আবেদন মূল্যটি দেওয়ার ব্যবস্থাও আছে সেক্ষেত্রে ব্যাংক চালান-এর মাধ্যমে আবেদনপত্রটি দেওয়া যাবে।

Selection Process (নিয়োগ পদ্ধতি)

নিয়োগ পদ্ধতির প্রথম ধাপে ১২০ নম্বরের একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে যার সময়সীমা থাকবে ৯০ মিনিট। পরীক্ষাটিতে পাশ করলে সফল প্রার্থীদের পি.এম.টি অর্থাৎ Physical Measurement Test নেওয়া হবে। Physical Measurement Test হিসেবে নিম্নলিখিত পরীক্ষা গুলি নেওয়া হবে-

Screenshot 176
Official Notice
Official Website
Apply Here

বিঃদ্রঃ উপরের সমস্ত তথ্যগুলি ‘Official Notice’-এর ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে।

Nilanjan Bhadra
City College থেকে B.Com পাশ করেছি। স্কুলের ছাত্র-ছাত্রীদের পড়ানোর অভিজ্ঞতা আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here