পশ্চিমবঙ্গের চিফ মিনিস্টার অফিস অফ হেলথ(CMOH)- এর পক্ষ থেকে একটি চাকরির বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ডিস্ট্রিক্ট হাসপাতালের কোভিড-১৯ টেস্টিং ল্যাবের জন্য কর্মী নিয়োগ করা হবে। এটি একটি ৩ মাসের অস্থায়ী নিয়োগ।

প্রতিষ্ঠানের নামচিফ-মিনিস্টার অফিস অফ হেলথ
পোষ্ট৩টি
মোট শূন্যপদ১০টি
সরকারি হাসপাতালে ডাটা এন্ট্রি পদে নিয়োগ

নোটিশ নম্বর – DHFWS/১৩৯০

বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে – ১৭/০৬/২০২১

আবেদন শুরু – ২১/০৬/২০২১

আবেদন শেষ – ০৫/০৭/২০২১(১১ঃ৫৯ p.m.)

হার্ড কপি পোষ্ট করার তারিখ – ১৩/০৭/২০২১

চাকরির পদ সম্পর্কে বিস্তারিত

১) মেডিকেল মাইক্রোবায়োলজিস্ট

বেতন- ৪০,০০০

শূন্যপদ- ২টি (UR-01,SC-01)

শিক্ষাগত যোগ্যতা – মলিকিউলার বায়োলজি/ বায়োকেমিস্ট্রি/বায়োটেকনোলজি/মাইক্রোবায়োলজি নিয়ে এম এস সি পাস করতে হবে ফাস্ট ক্লাস সহ অথবা সেকেন্ড ক্লাসে এম এস সি পাস করে, মলিকিউলার বায়োলজি/ বায়োকেমিস্ট্রি/ বায়োটেকনোলজি/মাইক্রোবায়োলজি নিয়ে PHD করতে হবে। PTPCR ল্যাবে নূন্যতম এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

২) মেডিকেল টেকনোলজিস্ট(ল্যাব)

বেতন- ১৭,০০০

শূন্যপদ- ৪টি (UR-02,SC-01,ST-01)

শিক্ষাগত যোগ্যতা – ফিজিক্স,কেমিস্ট্রি,বায়োলজি/অঙ্ক নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা অথবা মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে BMLT অথবা B.SC. করতে হবে ওয়েস্ট বেঙ্গল স্টেট মেডিকেল ফ্যাকাল্টি/AICTE থেকে। তাছাড়াও Knowledge In Computer, MS Office এর Certificate থাকতে হবে(নূন্যতম ৩ মাসের) ও ইন্টারনেট সম্পর্কে জ্ঞান থাকতে হবে।

৩) ডাটা এন্ট্রি অপারেটর

বেতন- ১৩০০০

শূন্যপদ- ৪টি (UR-02,SC-01,ST-01)

শিক্ষাগত যোগ্যতা

গ্র‍্যাজুয়েশন পাশ করতে হবে। সরকারি অনুমোদন প্রাপ্ত প্রতিষ্ঠান থেকে Computer Application-এর ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে (নূন্যতম ১ বছরের)। সরকারি সংস্থায় ৩ বছরের অথবা বেসরকারি সংস্থায় ৫ বছরের Data Recording এবং Data Analysis- er কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

 কম্পিউটার সম্পর্কে টেকনিকাল ও MS Office ও Internet সম্পর্কে নলেজ থাকতে হবে। ইংলিশে 30 WPM টাইপিং স্পীড থাকতে হবে।

বয়সসীমা

18 থেকে 40 বছরের মধ্যে বয়সসীমা রাখা হয়েছে। ০১.০১.২০২১ তারিখ অনুযায়ী বয়সের মান নির্ধারিত হবে। SC/ST দের পাঁচ বছর এবং OBC এর তিন বছর বয়সে ছাড়া আছে।

আবেদন প্রক্রিয়া

আবেদন প্রক্রিয়ার দুটি ধাপ-

আবেদনটি অনলাইনে করতে হবে এই ওয়েবসাইট থেকে- http://dakshindinajpurhealth.org

দ্বিতীয় ধাপে অনলাইন এপ্লিকেশন করার পর হার্ড কপি সহ সমস্ত ডকুমেন্ট অ্যাটেস্টেড করে উল্লিখিত ঠিকানায় পোষ্ট করতে হবে।

১৩/০৭/২০২১ তারিখের এর মধ্যে রেজিস্টার অথবা স্পিড পোষ্টের মাধ্যমে উল্লেখিত ঠিকানায় অ্যাপ্লিকেশন ফর্ম ও সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে দিতে হবে অ্যাটেস্টেড সহ। ফর্ম পাঠানোর ঠিকানা-

Chief Medical Officer of Health,

Balurghat, Dakshin Dinajpur, Pin-733101

আবেদন মূল্য

জেনারেলদের আবেদন মূল্য 100 টাকা এবং SC/ST-দের জন্য 50 টাকা রাখা হয়েছে। Demand Draft এর মাধ্যমে আবেদন মূল্য দিতে হবে এবং এর রশিদ আবেদন পাঠানোর সময় দিতে হবে।

নিয়োগ পদ্ধতি

আবেদনপত্র পাঠানোর পর যোগ্যতা অনুযায়ী প্রার্থী বাছাই করা হবে। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ে মাধ্যমে নিয়োগ করা হবে। 

ইন্টারভিউ এর তারিখ এবং আবেদনের বিভিন্ন তথ্য দেওয়া হবে এই ওয়েবসাইটে- www.wbhealth.gov.in

প্রয়োজনীয় লিংক

অফিসিয়াল নোটিশClick Here
অফিসিয়াল ওয়েবসাইটClick Here

বিঃদ্রঃ উপরের সমস্ত তথ্যগুলি ‘Official Notice’-এর ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে।

বর্তমানে যে যে চাকরির ফর্ম ফিলাপ চলছে

Nilanjan Bhadra
City College থেকে B.Com পাশ করেছি। স্কুলের ছাত্র-ছাত্রীদের পড়ানোর অভিজ্ঞতা আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here