দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের District Magistrate & Collector-এর অফিস থেকে কর্মী নিয়োগ করার একটি বিজ্ঞপ্তি বেরিয়েছে। বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের Life Cycle Management/ Paddy Procurement-এর কাজের জন্য সম্পূর্ণ অস্থায়ী ৬ মাসের চুক্তিতে কিছু কর্মী নিয়োগ করা হবে। পদগুলির জন্য আবেদন করতে পারবে শুধুমাত্র দক্ষিণ দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দারা। আপনি যদি দক্ষিণ দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হন তাহলে নোটিশটির ব্যাপারে বিস্তারিত জেনে নিন।
Dakshin Dinajpur Food & Supplies Section Recruitment 2021
নোটিশ নম্বর | 1491/F85/DD |
প্রতিষ্ঠানের নাম | Office of the District Magistrate & Collector, Balurghat |
পোষ্ট | ১টি |
মোট শূন্যপদ | 13টি |
Post Details (পদের ও শিক্ষাগত যোগ্যতা)
(১) ডাটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator)
শিক্ষাগত যোগ্যতা – প্রথমত, যেকোন শাখা থেকে গ্রাজুয়েশন পাশ করতে হবে। দ্বিতীয়ত, ন্যূনতম ৬ মাসের কম্পিউটার শেখার সার্টিফিকেট থাকতে হবে। কম্পিউটারে MS-OFFICE এবং ইন্টারনেট সম্পর্কে জ্ঞান থাকতে হবে। এর সাথে কম্পিউটার টাইপিং স্পিড (Typing Speed) চাওয়া হয়েছে 30 WPM.
- বেতন (Salary) – ১৩,০০০ টাকা,
- শূন্যপদ (Vacancy) – ১৩টি
Age Limit (বয়সসীমা)
পদটির জন্য বয়সসীমা রাখা হয়েছে ১৮ থেকে ৪০ বছর পর্যন্ত। কোনরকম বয়সের ছাড়ের কথা উল্লেখ নেই।
How to Apply (আবেদন পদ্ধতি)
আবেদন করতে হবে ইমেইলের (E-mail) মাধ্যমে। অফলাইন ফর্ম ফিলাপ করে, সেটিকে প্রিন্ট আউট (Print Out) করতে হবে। প্রিন্ট আউটের (Print Out) সময় জরুরী ডকুমেন্টগুলো যুক্ত করে একটি PDF ফাইল বানাতে হবে। পিডিএফ ফাইলটি [email protected] ইমেইল একাউন্টে (E-mail Account) পাঠিয়ে আবেদন করা যাবে। PDFটির সাথে যে যে ডকুমেন্টগুলি চাওয়া হয়েছে সেগুলি হল-
- মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট
- ভোটার কার্ড অথবা আধার কার্ড
- গ্রাজুয়েশনের সার্টিফিকেট
- কম্পিউটার সার্টিফিকেট
Application fees (আবেদন মূল্য) – কোনরকম আবেদন মূল্য রাখা হয়নি সম্পূর্ণ বিনামূল্যে আবেদনটি করা যাবে।
Selection Process (নিয়োগ পদ্ধতি)
নিয়োগ করার জন্য প্রথমে একটি ৪০ নম্বরের কম্পিউটার টেস্ট নেওয়া হবে, যাতে কম্পিউটার বিষয় ও সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসবে। এই পরীক্ষায় পাশ করলে প্রার্থীকে কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে…
কম্পিউটার টেস্ট নেওয়া হবে ৪০ নম্বরের। টেস্ট দিতেE-mail, MS-Word, MS-Excel, MS-Power Point-এর সম্পর্কে জ্ঞান বিবেচনা করা হবে এবং প্রার্থীর টাইপিং টেস্ট (Typing Speed) নেওয়া হবে।
সবশেষে ২০ নম্বরের একটি ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউয়ের পর তিনটি পরীক্ষার মোট ১০০ নম্বর বিচার করে চূড়ান্ত মেরিট লিস্ট বের করা হবে।
পরীক্ষার তারিখ এখনো জানানো হয়নি। পরবর্তীকালে জানানো হবে www.ddinaipur.nic.in এই ওয়েবসাইটে।
Important Dates (গুরুত্বপূর্ণ তারিখ)
আবেদন প্রকাশিত হয়েছে | ২৯.১১.২০২১ |
আবেদন শুরু | ২৯.১১.২০২১ |
আবেদন শেষ | ১৫.১২.২০২১ |
ইন্টারভিউয়ের দিন | উল্লেখ নেই |
Important Links (প্রয়োজনীয় লিঙ্ক)
বিঃদ্রঃ উপরের সমস্ত তথ্যগুলি ‘Official Notice’-এর ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে।