অবশেষে Central Board of Secondary Education-এর তরফ থেকে CTET 2021 পরীক্ষার নোটিশ বের করা হল। তোমরা সবাই জানো CTET-এর মাধ্যমে CBSE বোর্ডে, স্থায়ী পদে শিক্ষক নিয়োগ করা হয়। পরীক্ষাটি ২০২১ সালে জুলাই মাসে হওয়ার কথা ছিল, কিন্তু করোনা পরিস্থিতির জন্য পরীক্ষাটি পিছোনো হয়েছিল। গত সেপ্টেম্বর মাসের ১৮ তারিখ Central Board of Secondary Education, CTET Notification 2021 জারী করে Exam Date, Application Process, Eligibility Criteria ইত্যাদি বিষয়ে জানিয়েছে। এই নোটিশটির ব্যাপারে আজ আলোচনা করবো, ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা নোটিশটির ব্যাপারে বিস্তারিত জেনে নিন –
CTET Notification 2021
অফিসিয়াল ওয়েবসাইট নোটিশটি প্রকাশিত হবে ২০শে সেপটেম্বর ২০২১। কিন্তু CBSE-এর তরফ থেকে দুদিন আগেই CTET পরীক্ষার notificationটি পাওয়া গাছে। নোটিশটি অনুযায়ী Online Apply করা যাবে ২০ তারিখ থেকে।
প্রতিষ্ঠানের নাম | Central Board of Secondary Education |
পরীক্ষার নাম | Central Teacher Eligibility Test |
আবেদন প্রকাশিত হয়েছে | ১৮.০৯.২০২১ |
আবেদন শুরু | ২০.০৯.২০২১ |
আবেদন শেষ | ২০.১০.২০২১ |
পরীক্ষার তারিখ | ১৬.১২.২০২১ – ১৩.০১.২০২১ |
Post Qualification (পদের ও শিক্ষাগত যোগ্যতা)
(১) Teacher (শিক্ষক)
শিক্ষাগত যোগ্যতা – প্রাথমিক শিক্ষক পদে আবেদনের জন্য ৪৫% নম্বরের সঙ্গে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে এবং Elementary Teacher পদে আবেদন করার জন্য ৪৫% নম্বর নিয়ে গ্রাজুয়েশন পাশ করতে হবে। সাথে Teacher Training-এর ডিগ্রী (B.Ed/DL.Ed) থাকা বাধ্যতামূলক।
- বেতন – ৩৫,০০০
- শূন্যপদ – উল্লেখ নেই
Age Limit (বয়সসীমা)
বয়সসীমার ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি। কিন্তু এবারে কোনো Income Limit রাখা হয়নি।
How to Apply (আবেদন পদ্ধতি)
২০শে সেপ্টেম্বর থেকে CTET-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে। ওয়েবসাইট যাওয়ার পর “Application” অপশনে ক্লিক করে আবেদন করতে হবে। একজন প্রার্থী একটি পেপার বা একের বেশি পেপার-এর জন্য আবেদন করতে পারবে।
- “Apply for CTET December 2021” অপশনে ক্লিক করুন।
- এরপর ‘New Registration’ অপশনে ক্লিক করে নতুন রেজিস্ট্রেশন করুন, যাদের আগে রেজিস্ট্রেশন করা আছে তাদের নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না।
- Application no দিয়ে login করে আবেদন ফর্ম ফিলাপ করুন।
- আবেদনের সময় প্রার্থীর ছবি এবং Signature আপলোড করতে হবে।
- ফর্মটি ফিলাপের পর “Submit” অপশনে ক্লিক করলে আবেদনটি সম্পূর্ণ হবে।
- শেষে আবেদন পত্রটি Download করতে হবে।
Application fees (আবেদন মূল্য) – জেনারেল/OBC প্রার্থীদের জন্য ১২০০ এবং ১০০০ টাকা আবেদন মূল্য রাখা হয়েছে। একটি পেপারে আবেদনের ক্ষেত্রে ১০০০ টাকা অথবা দুটি পেপার আবেদনের জন্য ১২০০ টাকা চাওয়া হয়েছে। SC/ST/OBC প্রার্থীদের জন্য একটি পেপারে আবেদনের ক্ষেত্রে ৫০০ টাকা অথবা দুটি পেপার আবেদনের জন্য ৬০০ টাকা চাওয়া হয়েছে। আবেদন মূল্য দেওয়া যাবে Debit Card/ Credit Card/ Net Banking-এর মাধ্যমে।
Selection Process (নিয়োগ পদ্ধতি)
অন্যান্য বছরে পরীক্ষাটি অফলাইনে নেওয়া হতো। কিন্তু বোর্ড থেকে জানানো হয়েছে এই বছরের পরীক্ষাটি ONLINE-এ নেওয়া হবে। প্রত্যেকটি পেপার আলাদা আলাদা দিনে পরীক্ষা নেওয়া হবে। ১৬ই ডিসেম্বর ২০২১ থেকে ১৩ই জানুয়ারী ২০২২ পর্যন্ত পরীক্ষাটি সংগঠিত করা হবে।
Paper-1 পরীক্ষাটিতে মোট ৫টি বিষয় থেকে প্রশ্ন আসবে (i) Child Development and Pedagogy, (ii) Language I (compulsory), (iii) Language II (compulsory), (iv) Mathematics, (v) Environmental Studies। প্রতিটি বিষয় থেকে ৩০ নম্বরের প্রশ্ন দেওয়া হবে অর্থাৎ মোট ১৫০ নম্বরের পরীক্ষা হবে। এই পেপারটি তাদের জন্য যারা প্রাইমারি শিক্ষকের জন্য আবেদন করছে।
Paper-2 পরীক্ষাটিতে মোট ৪টি বিষয় থেকে প্রশ্ন আসবে (i) Child Development & Pedagogy(compulsory), (ii) Language I (compulsory), (iii) Language II (compulsory), (iv) Mathematics and Science (for Mathematics and Science teacher) অথবা (v) Social Studies/Social Science (for Social Studies/Social Science teacher)। এই Paper-2 পরীক্ষাটি তাদের জন্য যারা Class-vi থেকে Class-Viii শিক্ষকের জন্য আবেদন করছে।
দেশ জুড়ে মোট ২০টি ভাষায় পরীক্ষা নেওয়া হবে –
গোটা দেশে মোট ৩১৮টি Exam Centre রাখা হয়েছে, যার মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে আছে ৮টি। সেগুলি হল – ASANSOL 311, BURDWAN 312, DURGAPUR 313, HOWRAH 314, KALYANI 315, KOLKATA 316, SILIGURI 317, SIURI 318.
Important Links (প্রয়োজনীয় লিঙ্ক)
বিঃদ্রঃ উপরের সমস্ত তথ্যগুলি ‘Official Notice’-এর ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে।