Broadcast Engineering Consultant India Limited Recruitment : কেন্দ্রীয় Ministry of Information & Broadcasting-এর পক্ষ থেকে একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে। অফিসিয়াল ওয়েবসাইটে একটি নোটিশের মাধ্যমে জানানো হয়েছে যে মোট ৫টি পদে একাধিক শূন্যপদ ভর্তির জন্য কর্মী নিয়োগ করা হবে। কিছু পদে পঞ্চম শ্রেণি পাশ করে আবেদন করা যাবে। নোটিশটির ব্যাপারে বিস্তারিত জেনে নিন
Broadcasting Engineering Consultants India Limited Recruitment 2021
নোটিশ নম্বর | No.96 |
প্রতিষ্ঠানের নাম | Broadcast Engineering Consultants India Limited |
যোগ্যতা | মাধ্যমিক, পঞ্চম শ্রেণি, গ্রাজুয়েশন |
চাকরির স্থান | দিল্লী |
পোষ্ট | ৫টি |
মোট শূন্যপদ | ৫৫টি |
Post Details (পদের ও শিক্ষাগত যোগ্যতা)
(১) মাল্টিটাস্কিং স্টাফ (Multi Tasking Staff)
শিক্ষাগত যোগ্যতা – দেশের যেকোনো বোর্ড থেকে শুধুমাত্র মাধ্যমিক পাশ করলেই আবেদন করা যাবে।
- বেতন – ১৭,৫৩৭ টাকা
- শূন্যপদ – ৩২টি
(২) হাউসকিপিং স্টাফ (Housekeeping Staff)
শিক্ষাগত যোগ্যতা – দেশের যেকোনো বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণী পাশ করে এই পদে আবেদন করা যাবে।
- বেতন – ১৫,৯০৮ টাকা
- শূন্যপদ – ২০টি
(৩) মালি (Mali)
শিক্ষাগত যোগ্যতা – দেশের যেকোনো বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি পাশ করলেই আবেদন করা যাবে।
- বেতন – ১৫,৯০৮ টাকা
- শূন্যপদ – ১টি
(৪) সুপারভাইজার (Supervisor)
শিক্ষাগত যোগ্যতা – যেকোন শাখা থেকে গ্রাজুয়েশন পাশ করে, ন্যূনতম দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে।
- বেতন – ২০,৯৭৬ টাকা
- শূন্যপদ – ১টি
(৫) গার্বেজ কালেক্টর (Garbage Collector)
শিক্ষাগত যোগ্যতা – দেশের যে কোন বিদ্যালয় থেকে শুধুমাত্র পঞ্চম শ্রেণি ব্রাশ করে আবেদন করা যাবে।
- বেতন – ১৫,৯০৮ টাকা
- শূন্যপদ – ১টি
Age Limit (বয়সসীমা)
বয়সসীমার ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি, তবে ১৮ বছরের ঊর্ধ্বে আবেদন করা যাবে।
How to Apply (আবেদন পদ্ধতি)
অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করা যাবে। এর জন্য প্রথমে রেজিস্ট্রেশন করে সেই রেজিস্ট্রেশন নম্বর নিয়ে আবেদন করা যাবে। মোট সাতটি ধাপে আবেদন করা যাবে-
- প্রথমে, অফিশিয়াল ওয়েবসাইটের ‘Career Section’-এ যেতে হবে। যাবার পর অফিশিয়াল নোটিশটিতে ক্লিক করতে হবে।
- দ্বিতীয় ধাপে, প্রার্থীর Basic Details নথিভূক্ত করতে হবে।
- তৃতীয় ধাপে, শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতার ব্যাপারে জানাতে হবে।
- চতুর্থ ধাপে, প্রার্থীর ফটো, সিগনেচার, মাধ্যমিকের এডমিট কার্ড এবং কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে।
- ষষ্ঠ ধাপে, আবেদনটি পুনরায় দেখা যাবে।
- এরপরে, অনলাইনে আবেদন মূল্য দিলে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে।
- জরুরী ডকুমেন্টগুলি স্ক্যান করে একটি ইমেইলে (E-mail) পাঠাতে হবে। ইমেইলটি আবেদনের শেষ ধাপে জানানো হবে।
Application fees (আবেদন মূল্য) – বিভিন্ন প্রার্থীদের জন্য ভিন্ন আবেদন মূল্য রাখা হয়েছে-
- General – Rs.750/- (Rs. 500/- extra for every additional post applied)
- OBC – Rs.750/-(Rs. 500/- extra for every additional post applied)
- SC/ST – Rs.450/-(Rs. 300/- extra for every additional post applied)
- Ex-Serviceman – Rs.750/-(Rs. 500/- extra for every additional post applied)
- Women – Rs.750/-(Rs. 500/- extra for every additional post applied)
- EWS/PH – Rs.450/-(Rs. 300/- extra for every additional post applied)
Selection Process (নিয়োগ পদ্ধতি)
প্রত্যেকটি পদের নিয়োগের জন্য আলাদাভাবে পরীক্ষা এবং স্কিল টেস্ট নেওয়া হবে। নির্দিষ্ট বিভাগে যাদের কাজের অভিজ্ঞতা আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে।
Important Dates (গুরুত্বপূর্ণ তারিখ)
আবেদন প্রকাশিত হয়েছে | ২৪.১১.২০২১ |
আবেদন শুরু | ২৪.১১.২০২১ |
আবেদন শেষ | ১০.১২.২০২১ |
Important Links (প্রয়োজনীয় লিঙ্ক)
Official Notice | Download Here |
Official Website | Click Here |
Apply Here | Click Here |
বিঃদ্রঃ উপরের সমস্ত তথ্যগুলি ‘Official Notice’-এর ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে।