জুলাই মাসের ৮ তারিখে ভারতীয় সেনাবাহিনী থেকে একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে যেখানে বলা হয়েছে কোন পরীক্ষা ছাড়াই নিয়োগ করা হবে। ব্যারাকপুর ক্যান্টনমেন্ট গ্রাউন্ডে একটি Rally-এর ব্যবস্থা করা হয়েছে, সেই Rally-এর মাধ্যমে মোট ৬টি পদে নিয়োগ করা হবে। উত্তর ২৪ পরগনা, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। বিভিন্ন পদের জন্য বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে। সেটির ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হল-

প্রতিষ্ঠানের নামইন্ডিয়ান আর্মি
পোষ্ট৬টি
মোট শূন্যপদউল্লেখ নেই
ARMY RECRUITING OFFICE BARRACKPORE WB
আবেদন প্রকাশিত হয়েছে০৮.০৭.২০২১
আবেদন শুরু০৮.০৭.২০২১
আবেদন শেষ২১.০৮.২০২১

পদের নাম ও শিক্ষাগত যোগ্যতা

(১) সোলজার জেনারেল ডিউটি

শিক্ষাগত যোগ্যতা – গড় ৪৫ শতাংশ নম্বরের সাথে মাধ্যমিক পাশ করলেই আবেদন করা যাবে। প্রত্যেকটি বিষয়ে ন্যূনতম ৩৩ শতাংশ নম্বর যাওয়া হয়েছে।

উচ্চতা – ১৬৯ সেন্টিমিটার, ছাতি – ৭৭ সেন্টিমিটার (+৫ ফুলিয়ে)

(২) সোলজার টেকনিকেল

শিক্ষাগত যোগ্যতা – সায়েন্স বিভাগ নিয়ে যেকোনো বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ করলেই আবেদন করা যাবে। ফিজিক্স, কেমিস্ট্রি, অংকে এবং ইংরেজিতে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর চাওয়া হয়েছে।

উচ্চতা – ১৬৯ সেন্টিমিটার, ছাতি – ৭৭ সেন্টিমিটার (+৫ ফুলিয়ে)

(৩) সোলজার নার্স

শিক্ষাগত যোগ্যতা – সায়েন্স বিভাগ নিয়ে যেকোনো বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ করলেই আবেদন করা যাবে। ফিজিক্স, কেমিস্ট্রি, অংকে এবং ইংরেজিতে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর চাওয়া হয়েছে। অথবা উচ্চমাধ্যমিকে ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি, জুলজি বিষয় নিয়ে পড়াশোনা করলে আবেদন করা যাবে। বিষয়গুলির ন্যূনতম ৫০ শতাংশ নম্বর যাওয়া হয়েছে।

উচ্চতা – ১৬৯ সেন্টিমিটার, ছাতি – ৭৭ সেন্টিমিটার (+৫ ফুলিয়ে)

(৪) সোলজার ক্লার্ক

শিক্ষাগত যোগ্যতা – গড় ৬০% নম্বরের সাথে যে কোন বিভাগ নিয়ে যেকোনো বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ করলেই আবেদন করা যাবে। সমস্ত বিষয়গুলির ন্যূনতম ৫০ শতাংশ নম্বর যাওয়া হয়েছে।

উচ্চতা – ১৬২ সেন্টিমিটার, ছাতি – ৭৭ সেন্টিমিটার (+৫ ফুলিয়ে)

(৫) সোলজার ট্রেডসম্যান

শিক্ষাগত যোগ্যতা – যেকোনো বোর্ড থেকে মাধ্যমিক পাশ করলেই আবেদন করা যাবে। 

উচ্চতা – ১৬৯ সেন্টিমিটার, ছাতি – ৭৬ সেন্টিমিটার (+৫ ফুলিয়ে)

(৬) সোলজার ট্রেডসম্যান

শিক্ষাগত যোগ্যতা – ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করা যাবে।

উচ্চতা – ১৬৯ সেন্টিমিটার, ছাতি – ৭৬ সেন্টিমিটার (+৫ ফুলিয়ে)

বয়সসীমা

প্রথম পদটির (সোলজার জেনারেল ডিউটি) জন্য ১৭.৫ থেকে ২১ বছর পর্যন্ত বয়সসীমা রাখা হয়েছে। বাকি সমস্ত পদের জন্য ১৭.৫ থেকে ২৩ বছর পর্যন্ত বয়সসীমা রাখা হয়েছে।

আবেদন পদ্ধতি

ইন্ডিয়ান আর্মির অফিশিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনকারী প্রার্থীদের অনলাইন আবেদন করার পরে একটি রেজিস্ট্রেশন নম্বর অথবা একনলেজমেন্ট স্লিপ দেওয়া হবে, প্রার্থীদের সেটি প্রিন্ট আউট বের করতে বলা হয়েছে। Rally-এর দিন এই রেজিস্ট্রেশন নম্বর প্রিন্ট আউট নিয়ে যেতে হবে।

আবেদন মূল্য – কোনরকম আবেদন মূল্য লাগবে না।

নিয়োগ পদ্ধতি

ব্যারাকপুর ক্যান্টনমেন্ট গ্রাউন্ডে অন্যান্য Rally-এর মতোই মেডিকেল টেস্ট এবং ফিজিক্যাল ফিটনেস টেস্ট নেওয়া হবে। সেই সব পরীক্ষায় পাশ করলেই প্রার্থীকে নিয়োগ করা হবে। প্রার্থীদের সুবিধার জন্য নিচে অফিশিয়াল ওয়েবসাইট এবং নোটিশটি দেওয়া রইল, সেখানে উল্লেখ করা আছে কি কি পরীক্ষা নেওয়া হবে।

প্রয়োজনীয় লিঙ্ক

Official NoticeClick Here
Official WebsiteClick Here

বিঃদ্রঃ উপরের সমস্ত তথ্যগুলি ‘Official Notice’-এর ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে।

Nilanjan Bhadra
City College থেকে B.Com পাশ করেছি। স্কুলের ছাত্র-ছাত্রীদের পড়ানোর অভিজ্ঞতা আছে।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here