বাঁকুড়া জেলার District Welfare Office-এর তরফ থেকে একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে। নোটিশটিতে বলা হয়েছে বিভিন্ন পদে একাধিক শূন্যপদ ভর্তি করার জন্য কর্মী নিয়োগ করা হচ্ছে। বাঁকুড়া জেলার মোট দুটি ব্লকে বিভিন্ন হোস্টেলে চাকরিটি দেওয়া হবে, যেখানে ভারতীয় নাগরিকরা আবেদন করতে পারবে। সম্পূর্ণ অস্থায়ী চুক্তিতে নিয়োগ করা হচ্ছে বলে জানানো হয়েছে। ইচ্ছুক প্রার্থীরা নোটিশটির ব্যাপারে বিস্তারিত জেনে নিন –

Bankura district welfare office Recruitment 2021

Bankura district welfare office Recruitment 2021

নোটিশ নম্বর1139/BNK/BCW
প্রতিষ্ঠানের নামOffice of the Project Officer Cum District Welfare Officer
পোষ্ট৬টি
মোট শূন্যপদ২৪টি

Important Dates (গুরুত্বপূর্ণ তারিখ)

আবেদন প্রকাশিত হয়েছে১৬.১১.২০২১
আবেদন শুরু১৭.১১.২০২১
আবেদন শেষ০৬.১২.২০২১
ইন্টারভিউয়ের দিনউল্লেখ নেই

Post Details (পদের ও শিক্ষাগত যোগ্যতা)

(১) Superintendent

শিক্ষাগত যোগ্যতা – যে কোন বিশ্ববিদ্যালয় থেকে শুধুমাত্র গ্রাজুয়েশন পাশ করলে এই পদে আবেদন করা যাবে। এর সাথে কোন সরকারি দপ্তরে ৫ বছরের কাজের অভিজ্ঞতা দরকার।

বেতন –  ১২,০০০ টাকা,

শূন্যপদ – ৪টি

(২) Caretaker/Matron

শিক্ষাগত যোগ্যতা – মাধ্যমিক বা তার সমতুল্য ডিগ্রি থাকলে এই পদে আবেদন করা যাবে। এর সাথে ৫ বছরের কাজের অভিজ্ঞতা দরকার।

বেতন –  ৮,০০০ টাকা,

শূন্যপদ – ৪টি

(৩) Cook

শিক্ষাগত যোগ্যতা – যে কোন বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করা যাবে। এর সাথে ৫ বছরের কাজের অভিজ্ঞতা দরকার।

  • বেতন –  ৩,৫০০+৪,০০০ টাকা,
  • শূন্যপদ – ৪টি

(৪) Helper

শিক্ষাগত যোগ্যতা – যেকোনো বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পাশ করলেই আবেদন করা যাবে। এর সাথে ৫ বছরের কাজের অভিজ্ঞতা দরকার।

  • বেতন –  ২,৫০০+৩,০০০ টাকা,
  • শূন্যপদ – ৪টি

(৫) Night Guard / Darwan

শিক্ষাগত যোগ্যতা – যেকোনো বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পাশ করলেই আবেদন করা যাবে। এর সাথে ৫ বছরের কাজের অভিজ্ঞতা দরকার।

  • বেতন –  ৩,৫০০ টাকা,
  • শূন্যপদ – ৪টি

(৬) Karmabandhu (part-time)

শিক্ষাগত যোগ্যতা – যেকোনো বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পাশ করলেই আবেদন করা যাবে। এর সাথে ৫ বছরের কাজের অভিজ্ঞতা দরকার।

  • বেতন –  ৩,০০০ টাকা,
  • শূন্যপদ – ৪টি
Bankura district welfare office Recruitment 2021

Age Limit (বয়সসীমা)

Superintendent পদের জন্য বয়সসীমা রাখা হয়েছে 40 বছর। SC/ST প্রার্থীরা ৫ বছরের এবং OBC প্রার্থীরা ৩ বছরের বয়সে ছাড় পাবে। বাকি পদের জন্য কোনরকম বয়সসীমার কথা উল্লেখ নেই।

How to Apply (আবেদন পদ্ধতি)

অফ্লাইন ফর্ম ফিলাপ করে আবেদনটি করা যাবে। প্রার্থীদের সুবিধার্থে নিচে আবেদন ফর্মটি নিচে দেওয়া রইল।

আবেদন ফর্মের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা প্রমাণ, বয়সের প্রমাণ, বাসস্থানের প্রমাণ নিরিখে জরুরী ডকুমেন্ট যুক্ত করে একটি মুখ বন্ধ খামে নির্দিষ্ট ঠিকানায় ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। ঠিকানাটি হল- Office of the Project officer-cum-District Welfare officer, Backward Classes Welfare and Tribal Development, Nutanchati, Bankura for the purpose.

Application fees (আবেদন মূল্য) – কোনরকম আবেদন মূল্য লাগবেনা সম্পূর্ণ বিনামূল্যে আবেদনটি করা যাবে।

Selection Process (নিয়োগ পদ্ধতি)

শুধুমাত্র Superintendent ও Caretaker পদের জন্য ৬৫ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। বাকি পদে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

Superintendent ও Caretaker পদের পরীক্ষাটি ৬৫ নম্বরের হবে যেখানে মোট চারটি বিষয় থেকে প্রশ্ন আসবে। বিষয় গুলি হল – (১) ইংলিশ, (২) বাংলা, (৩) পাটিগণিত, (৪) সাধারণ জ্ঞান। এছাড়া শিক্ষাগত যোগ্যতার উপর ২০ নম্বর এবং সবশেষে ১৫ নম্বরের ইন্টারভিউ নিয়ে মোট ১০০ নম্বরের (৬৫+২০+১৫) ভিত্তিতে Merit List বের করা হবে।

karmasutroo official telegram channel
Official Notice
Official Website
Application Form

বিঃদ্রঃ উপরের সমস্ত তথ্যগুলি ‘Official Notice’-এর ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে।

Nilanjan Bhadra
City College থেকে B.Com পাশ করেছি। স্কুলের ছাত্র-ছাত্রীদের পড়ানোর অভিজ্ঞতা আছে।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here